You Turn

You Turn This page created especially for Upload videos. Keep an eye on this page.

গাজা তে ২৩-২৪ ব্যাচের Officially academic বছরের ইতি ঘোষণা করা হয়েছে। 'Because there are no students left alive.' একটা গ...
01/11/2023

গাজা তে ২৩-২৪ ব্যাচের Officially academic বছরের ইতি ঘোষণা করা হয়েছে। 'Because there are no students left alive.' একটা গোটা জেনারেশন মুছে গেল পৃথিবী থেকে😭😥

©জুলকার নাইন

07/10/2023
06/10/2023

Process of Organic hair oil for beautiful hair...👌

ছাদ বাগানের মেহেদি গাছ 🌿🌿🌿মাশাল্লাহ 🥰
06/10/2023

ছাদ বাগানের মেহেদি গাছ 🌿🌿🌿
মাশাল্লাহ 🥰

Today's moon
23/09/2023

Today's moon



ব্রেকিং নিউজ 😭ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন... ** মিরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃ ত্যু** ন...
21/09/2023

ব্রেকিং নিউজ 😭

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
** মিরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃ ত্যু
** নি হ ত ৪ জনের মধ্যে একই পরিবারের ৩ জন।

ভালবাসা সুন্দর! যদি মানুষটা সঠিক হয়🫶অনেক শুভ কামনা 🥰অভিনন্দন 👏 Ayman Sadiq - Munzereen Shahid
15/09/2023

ভালবাসা সুন্দর! যদি মানুষটা সঠিক হয়🫶

অনেক শুভ কামনা 🥰

অভিনন্দন 👏
Ayman Sadiq - Munzereen Shahid

13/09/2023
Congratulations! 🥰
13/09/2023

Congratulations! 🥰

09/09/2023

অবাক করা তথ্য !!!

রাগী মেয়েরা বেশি দিন বাঁচে না…

এক গবেষণায় জানা গেছে যে রাগি মেয়েদের আয়ু তুলনামূলকভাবে কম.. গবেষকরা দেখেছেন যে রাগি মেয়েদের গ্রন্থি থেকে এক প্রকার স্ট্রেস হরমোন বের হয়.. যা রক্তে কোলেস্টেরলের মাত্রা ভয়ানকভাবে বাড়িয়ে দেয়.. রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার দরুন রক্তনালির দেয়াল পুরু হয়ে যায়..যার ফলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় এবং স্বাভাবিক আয়ু কমে আসে..তাই বিজ্ঞানীরা বলেছেন বেশি দিন বেঁচে থাকতে চাইলে রাগ দমন করে হাসিখুশি থাকা মেয়েদের জন্য বুদ্ধিমানের কাজ..

09/09/2023

আপনি যখন অনেককিছু পাওয়া শুরু করবেন, তখন ঐদিকেও খেয়াল রাখবেন কী কী হারাচ্ছেন।

ইদানীং সিলেটের অনেকেই ইউকে, ইউএসএ, কানাডাতে যাচ্ছে। বিগত সময়ের তুলনায় গতো ২-৩ বছরের বিদেশ যাবার হার অনেক বেশি।

'উন্নত' দেশগুলোতে গিয়ে মাসে ২৪০ ঘণ্টা ডিউটি করে ৩-৪ লক্ষ টাকা উপার্জন করছেন অনেকেই। এগুলো সবাই জানে। জানে বলেই বিদেশ যাবার হার এতো বেশি।

হঠাৎ করে মানুষ যখন অনেককিছু পাওয়া শুরু করে, তখন সে কী হারাচ্ছে সেটা ইগনোর করা শুরু করে।

যে ছেলে দেশে থাকাবস্থায় ছিলো ভবঘুরে, সেই ছেলে বিদেশ যাবার ২ মাসের মধ্যেই ২/৩ লক্ষ টাকা উপার্জন করছে, বাড়িতে মাস শেষে ৭০/৮০ হাজার টাকা পাঠাচ্ছে। এটা দেখে তো সবাই মহাখুশি।

কিন্তু, সেই ছেলেটা হারাচ্ছে কী?

আমার প্রায় ৯০% বন্ধু এখন ইউরোপ-আমেরিকায়। প্রায়ই কথা বলি।

তাদের কাছ থেকে প্রাপ্তির গল্পের পাশাপাশি তাদের হারানোর গল্পগুলোও শুনি আগ্রহ নিয়ে। তাদের ভাষায় সেগুলোর সামারি করলে এমন হয়:

১. আরিফ, গতো ৩ মাস ধরে এখনও জুমুআর নামাজ পড়িনি!

২. প্রাপ্তবয়স্ক হবার পর কোনোদিন রোজা ভাঙ্গিনি। বিদেশে আসার পর এবার মাত্র ১০ টা রোজা রাখতে পেরেছি!

৩. শেষ কবে আযান শুনছি আমার মনে নেই!

৪. না, এবার ঈদের দিন ছুটি পাইনি। ঈদের নামাজ পড়েই ডিউটিতে চলে গেছি।

৫. ভাই, সবাই তো খালি দেখে ডলার/পাউন্ড উপার্জন করছি, কিন্তু কষ্টটা তো কাউকে বুঝাতে পারি না। ২৮/৩০ বছর হয়ে গেছে, বিয়ে করতে পারিনি। বিদেশের মেয়েরা যেসব পোশাক পরে কথা বলে, পোশাক পরা না পরা একই! না পারি তাকাতে, না পারি চোখ নামাতে! এমন এক জাহান্নামে আছি!

৬. মা মারা গেলো, শেষ দেখা দেখতে পারিনি। বাবা মারা গেলো, দেশে আসতে পারিনি। মা-বাবা কাউকে দেখতে পারি না, আদর পাই না, সেবাযত্ন করতে পারি না। টাকার মেশিনের মতো শুধু টাকা পাঠাচ্ছি!

উইথ ডিউ রিস্পেক্ট, যারা দেশে থাকে, যাদের ভাই/জামাই/বাবা বিদেশে থাকে, তারা সবচেয়ে সুখে থাকে। পরিবারগুলো দেখলে বুঝবেন, লন্ডনীর ভাই/আমেরিকানীর ভাই সবচেয়ে বড়ো লন্ডনী! দেশে থেকে সে ইচ্ছেমতো ভোগ-বিলাসিতা করতে পারে৷ কিন্তু, কষ্ট করে বিদেশে যে আছে সে।

সমাজ, পরিবার নিজেদের লিভিং স্ট্যান্ডার্ড এমন এক জায়গায় নিয়ে গেছে যে, তাদের এতো এতো টাকা দরকার, যা লন্ডনে যাওয়া, আমেরিকায় যাওয়া ছাড়া ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। পরিবারের বাকি সদস্য যারা দেশে থাকে, তাদের চাহিদা সীমাহীন। এই চাহিদার বলি হতে হচ্ছে তাদেরকে, যারা মন থেকে ঘৃণা করে মা-বাবাকে ছেড়ে বিদেশে যেতে।

মানুষ যখন 'টাকার গোলাম' হয়, তখন দুনিয়াটা তার জন্য জাহান্নাম হয়ে যায়। দুনিয়ায় বসবাসের জন্য টাকার দরকার, কিন্তু টাকাকেই কেন্দ্র করেই যদি আপনার দুনিয়াটা সাজিয়ে ফেলেন, আপনি তখন এই চক্র থেকে বের হতে পারবেন না।

টাকার পেছনে ছুটলে দুনিয়ার জীবনেই লাঞ্চিত হতে হবে। স্পিরিচুয়ালিটি নষ্ট হয়ে গেলে আপনি যতোই উপার্জন করুন না কেনো, দিনশেষে উপার্জিত অর্থ দিয়েই ঘুমের ওষুধ খেতে হবে, এন্টি-ডিপ্রেশন ট্যাবলেট খেতে হবে!

যেই লোক দীর্ঘদিন ধরে আযান শুনে না, জামআতে নামাজ পড়তে পারে না, মুসলিম সমাজে বসবাস করে না, তার স্পিরিচুয়াল কন্ডিশন ভালো হবার কথা না। আজ হোক বা কাল হোক, তার স্পিরিচুয়াল কন্ডিশনকে ভালো রাখতে হলে আইসিউতে পাঠাতে হবে।

হজ্জ ফরজ এমন অগণিত প্রবাসী হজ্জ করতে পারে না৷ দেশে থেকেও মক্কা-মদীনাপ্রেমী অনেকেই উমরাহ করেন। দুই, আড়াইলাখ টাকা হলেই যথেষ্ট।

কিন্তু, বিদেশে থেকে মাসে এমন টাকা উপার্জন করেও অনেকেই পারে না।

কেনো পারে না?

নিজেকে ব্যস্ততার বক্সে তারা এমনিভাবে বন্দী করে নেয়, আল্লাহর জন্য সময় বের করতে পারে না!

নিজের স্পিরিচুয়ালিটি এতোটাই ডাউন করে ফেলে, আল্লাহর ঘরে যাবার ইচ্ছে করার সময় অনেক হিশাব-নিকাশ করা শুরু করে!

আল্লাহ এমন জিল্লতির জিন্দেগী থেকে আমাদেরকে হেফাজত করুন।

©আরিফুল ইসলাম

সারা বিশ্বের ৫ জন লোক কাবা'শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন। তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন, আল...
15/08/2023

সারা বিশ্বের ৫ জন লোক কাবা'শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন। তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন, আলহামদুলিল্লাহ!

আল্লামা সাঈদী সাহেবেরর চট্রগ্রামে প্রথম মাহফিলে প্রথম বছর সুরা ফা'তিহার তাফসির শুনে ৪৬ জন অমুসলিম ইসলাম গ্রহন করেছিলো!

আল্লামা সাঈদী বিশ্বের ৫২টি দেশে কোরানের তাফসির মাহফিল করেছেন!

আল্লামা সাঈদী ১৯৭৪ সাল থেকে প্রতি বছর পবিত্র হজ্ব পালন করেছেন!

কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাঈদীর কপালে চুমু খেয়েছিলেন!

সৌদিবাদশাহর আমন্ত্রনে আল্লামা সাঈদী স্বয়ং কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন!

একবার সৌদিতে সারাবিশ্বের বাছাই করা এক হাজার আলেমদের নিয়ে যের যবর পেশ ছাড়া কোরআন প্রতিযোগিতা হয়েছিলো, সেখানে আল্লামা সাঈদী সর্বোচ্চ ৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন!

আজ সেই কোরআনের পাখি আর এই পৃথিবীতে নেই😭
ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।😭😭
আপনি রয়ে যাবেন বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরে!
আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন,
আমিন ইয়া রব

13/08/2023
14/07/2023

Today's Rainbow 🌈🌈🌈

আজকের চাঁদ 🌙
03/07/2023

আজকের চাঁদ 🌙

Address

Munshi Heights 9/A, Borhanbag, Tilagor
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when You Turn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to You Turn:

Videos

Share

Nearby media companies