অর্জুনতলা একটি পাবলিক ব্লগ। কতিপয় উন্মাদের উর্বর হলুদ মস্তিষ্ক থেকে আগত আইডিয়ার ভিত্তিতে এটি তৈরী করা হয় ২০১১ সালে। প্রথম এটি একটি সাপ্তাহিক অনলাইন পত্রিকা হিসেবে প্রকাশিত হলেও কালক্রমে এটি ব্লগে পরিনত হয়েছে।
সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি হাতিয়ার হিসাবে অর্জুনতলাকে ব্যবহার করাই আমাদের প্রধান লক্ষ্য।
এই ব্লগটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সি.এস.ই ১৯তম ব্যাচ দ্বারা পরিচালিত। প্রয
ুক্তি হোক সামাজিক সচেতনতা বৃদ্ধির হাতিয়ার- এ লক্ষ্যে নতুন কিছু করার প্রচেষ্টায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
কৃতজ্ঞতা স্বীকারঃ
ড. মুহাম্মদ জাফর ইকবাল ( বিভাগীয় প্রধান ,কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং)
আবু আওয়াল মোঃ শোয়েব ( প্রভাষক , কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং)
শহীদুল ইসলাম সুমন ( প্রভাষক , কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং)
মোঃ রুহুল আমিন সজীব ( প্রভাষক , কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং)
রাহাতুল রাফি (সমাজকর্ম)
আল আমিন আবু আহমেদ আশরাফ (দোলন) ( স্থাপত্যবিদ্যা, ৫ম ব্যাচ )
আবু শাহরিয়ার রাতুল (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ১৯তম ব্যাচ)
© অর্জুন তলা পরিবার ২০১২