Sylhet Tribune

Sylhet Tribune Sylhet Tribune is Online Local Newspaper !!!!

বিয়ানীবাজারের বন্যা কবলিত এলাকাসমূহ ে Save Beanibazar এর ভলান্টিয়ার ভাইয়েরা ইমার্জেন্সী ফুড প্যাক পৌছে দিচ্ছেন। আলহামদুল...
08/06/2024

বিয়ানীবাজারের বন্যা কবলিত এলাকাসমূহ ে Save Beanibazar এর ভলান্টিয়ার ভাইয়েরা ইমার্জেন্সী ফুড প্যাক পৌছে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ৷

বন্যা কবলিত উপজেলাসমূহে আমাদের Emergency Response Team - Sylhet এর উপজেলা টিমগুলো সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন মানুষের পাশে থাকার জন্য। আল্লাহ সকলের সহযোগিতা ও পরিশ্রম কবুল করুন। আমিন 🤲

বন্যার্ত মানুষের জন্য Emergency Response Team - Sylhet এর আজকের প্রস্তুতি...সকলের সহযোগিতায় আজ আমরা বিতরণের জন্য চাল, আল...
31/05/2024

বন্যার্ত মানুষের জন্য Emergency Response Team - Sylhet এর আজকের প্রস্তুতি...

সকলের সহযোগিতায় আজ আমরা বিতরণের জন্য চাল, আলু, মুড়ি, গ্যাস লাইট, মোমবাতি, প্রয়োজনীয় ওষুধ এবং খাবার স্যালাইন এর ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। কিছুক্ষণের মধ্যেই বিতরণ কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

আমরা যথাসাধ্য চেষ্টা করে চলেছি এই দু:সময়ে বন্যা কবলিত মানুষের পাশে থাকার জন্য৷ যেকেউ চাইলে আমাদের সাথে Emergency Response Team - Sylhet এ যুক্ত হতে পারেন। আল্লাহ সকলের সহযোগিতা ও পরিশ্রম কবুল করুন। আমিন 🤲

চারিদিকে পানি! ভয়াবহ বন্যায় আবারো বিপর্যস্ত জনজীবন। তারই মধ্যে Sylhet Wonder Women এর গোয়াইনঘাট উপজেলার কো-অর্ডিনেটর মমত...
30/05/2024

চারিদিকে পানি! ভয়াবহ বন্যায় আবারো বিপর্যস্ত জনজীবন। তারই মধ্যে Sylhet Wonder Women এর গোয়াইনঘাট উপজেলার কো-অর্ডিনেটর মমতা আক্তার তানিয়া আপু বন্যা কবলিত এলাকাগুলোতে শুকনো খাবার বিতরণে জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়েন। সাথে সঙ্গী হোন উনার বাবা মোঃ মোস্তফা কামাল ও ভাই আশরাফুল ইসলাম, মোশারফ হোসেন এবং সাকিবুল হোসেন।

Save Bangla Foundation এর ভলান্টিয়ার ভাই-বোনদের সহযোগিতায় ক্রয়কৃত চিড়া, মুড়ি, স্যালাইন, মোমবাতি, প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত ওষুধসামগ্রী নিয়ে তারা ক্ষতিগ্রস্থ মানুষের দ্বারে দ্বারে পৌছান এবং বিতরণ সম্পন্ন করেন। আলহামদুলিল্লাহ।

Emergency Response Team - Sylhet এ এই দুর্যোগকালীন সময়ে যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আল্লাহ সকলের সহযোগিতা ও পরিশ্রম কবুল করুন। আমিন 🤲

ইন্ডিয়া থেকে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ এই চারটি উপজেলা। এইস...
30/05/2024

ইন্ডিয়া থেকে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ এই চারটি উপজেলা। এইসব এলাকার বাসিন্দাদের নিরাপদ এলাকায় চলে আসার জন্য ও সরকারি আশ্রয়স্থলে চলে আসার জন্য প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে।

Save Kanaighat, Save Gowainghat, Save Jaintiapur ও Save Companiganj পরিবারের ভলান্টিয়াররা উনাদের সর্বোচ্চ চেষ্টা করতেছেন উনাদের আশপাশের মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে পৌছে দিতে ও ইমার্জেন্সি ফুড সাপোর্ট দিতে। উনারা নিজেরা মিলেই সবকিছু ম্যানেজ করতেছেন তাই বড় স্কেলে হয়তো করতে সক্ষম হচ্ছেন না। কিন্তু যতোটুকু সম্ভব উনাদের সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আমরা সকলের কাছে এই চারটি উপজেলার বাসিন্দাদের জন্য দোয়া কামনা করতেছি। আল্লাহ সবাইকে সাহায্য করুন 🤲

Sylhet Wonder Women দক্ষিণ সুরমা উপজেলা ট্রেনিং সেন্টারে আপুদের ফ্রি লাইফ চেঞ্জিং কোর্সের ২য় ব্যাচ শুরু হয়েছে। অতি আগ্রহ...
27/05/2024

Sylhet Wonder Women দক্ষিণ সুরমা উপজেলা ট্রেনিং সেন্টারে আপুদের ফ্রি লাইফ চেঞ্জিং কোর্সের ২য় ব্যাচ শুরু হয়েছে। অতি আগ্রহ নিয়ে প্রতিবারের ন্যায় এই ব্যাচেও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ।

বিগত চার বছর ধরে সিলেট ওয়ান্ডার ওমেন পরিবার জেলা ও উপজেলা পর্যায়ে আপুদের বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রদানে কাজ করে চলেছে। আল্লাহ সকলের সহযোগিতা ও পরিশ্রম কবুল করুন। আমিন 🤲

তীব্র রোদে পথচারী ও শ্রমজীবী মানুষের খানিকটা স্বস্তির কারণ হতে Save Kulaura পরিবারের প্রচেষ্টা...  আল্লাহ সকলের সহযোগিতা...
25/05/2024

তীব্র রোদে পথচারী ও শ্রমজীবী মানুষের খানিকটা স্বস্তির কারণ হতে Save Kulaura পরিবারের প্রচেষ্টা...

আল্লাহ সকলের সহযোগিতা ও পরিশ্রম কবুল করুন। আমিন 🤲

Britannia Drinking Water হচ্ছে এমন একটা মানবিক পানি প্রস্তুতকারী প্রতিষ্ঠান যা নিয়ে প্রতিটি সিলেটবাসী গর্ব করা উচিত। শুধ...
23/05/2024

Britannia Drinking Water হচ্ছে এমন একটা মানবিক পানি প্রস্তুতকারী প্রতিষ্ঠান যা নিয়ে প্রতিটি সিলেটবাসী গর্ব করা উচিত। শুধুমাত্র ব্যাবসায়ীক লাভের কথা চিন্তা না করে এই প্রতিষ্ঠানটি সবসময় অসহায় মানুষের কথা চিন্তা করে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিছবাহ চাচা প্রত্যেকবারের মতো নিজ থেকে পানি Save Sylhet এর ভলান্টিয়ারদেরকে দান করেন যাতে করে ভলান্টিয়াররা শহরের বিভিন্ন পয়েন্ট এ বিতরণ করতে পারেন। আল্লাহ চাচাকে ও উনার পরিবারের সবাইকে নেক হায়াত দান করুন এবং উনার ব্যবসায় বরকত দান করুন। আমিন 🤲

Sylhet Wonder Women  Walkathon 2024🚶‍♀️Join us for a special Women's Walkathon on Sat day, 27th July at Abul Mal Abdul M...
23/05/2024

Sylhet Wonder Women Walkathon 2024🚶‍♀️

Join us for a special Women's Walkathon on Sat day, 27th July at Abul Mal Abdul Muhit Kirra Complex, starting at 7:30 am. Let's walk together🚶‍♀️

👭 Come join us with your friends & family for this 3KM WALKATHON

👩‍👦1.5km WALKATHON for Mother & Baby and Mothers -to-be !!

🏅A MEDAL FOR ALL PARTICIPANTS

📜 CERTIFICATE FOR ALL FINISHERS!

🎁 And a chance to win EXCITING PRIZES!

🗓️ Date: 27th July,

⏰ Time: 7.30AM

📍 Venue: Abul Mal Abdul Muhit Kirra Complex, Upashahar

Organised by : Sylhet Runners Club

REGISTER NOW!!!

Registration fee: BDT 250/-
(Incl. of Medal, Certificates & Water)

Please go to our official page Sylhet Wonder Women & inbox us for registration...

Event link - https://www.facebook.com/share/6NQMYEHiW2SorNkV/?mibextid=9VsGKo

আলহামদুলিল্লাহ। Save Sylhet এর সেভ ফেঞ্চুগঞ্জের উদ্যোগে বড় ছাত্রদের নিয়ে কুরআন প্রশিক্ষণ শুরু হয়েছে। পাশাপাশি ছোটদের প্...
21/05/2024

আলহামদুলিল্লাহ। Save Sylhet এর সেভ ফেঞ্চুগঞ্জের উদ্যোগে বড় ছাত্রদের নিয়ে কুরআন প্রশিক্ষণ শুরু হয়েছে। পাশাপাশি ছোটদের প্রশিক্ষণও চলমান থাকবে, ইনশাআল্লাহ।

বিনামূল্যে কুরআন শিক্ষায় আগ্রহী ভাইয়েরা Save Fenchuganj পেইজে ইনবক্স করলে তাদের ব্যাচে এড করে নেওয়া হবে, ইনশাআল্লাহ।

স্থান: সামাদ প্লাজা, ফেঞ্চুগঞ্জ

হেল্পলাইন : ০১৭৭৯৮৭৮১০৯

সকল উপজেলার প্রত্যন্ত গ্রামসমূহেও যাতে বোনেরা বিনামূল্যে স্কিলড হতে পারেন সেজন্য আমরা Sylhet Wonder Women পরিবার অনলাইনে...
07/05/2024

সকল উপজেলার প্রত্যন্ত গ্রামসমূহেও যাতে বোনেরা বিনামূল্যে স্কিলড হতে পারেন সেজন্য আমরা Sylhet Wonder Women পরিবার অনলাইনেও ট্রেনিং কার্যক্রম অব্যাহত রেখেছি। বিনামূল্যে অনলাইন আইইএলটিএস প্রিপারেশন ক্লাসে আপুরা যেকেউ যুক্ত হতে পারেন...

সিলেট ওয়ান্ডার ওমেন এর ভলান্টিয়ার বোনেরা অনলাইনে এবং অফলাইনে সিলেট বিভাগে বোনদের স্কিল ডেভেলপমেন্টে বিগত চার বছর যাবত কাজ করে চলেছেন। আলহামদুলিল্লাহ।

অনলাইন ক্লাসে আগ্রহী আপুরা www.facebook.com/sylhetwonderwomen পেইজে ইনবক্স করলে দায়িত্বশীল বোনেরা তাদের এড করে নিবেন ইনশাআল্লাহ।

একেবারেই সামর্থ্যহীন পরিবারের বোনদের বিয়ের আয়োজনে সহযোগিতার উদ্দেশ্য নিয়ে Save Bangla Foundation এর ২৬৩টি প্রজেক্টের অন্...
04/05/2024

একেবারেই সামর্থ্যহীন পরিবারের বোনদের বিয়ের আয়োজনে সহযোগিতার উদ্দেশ্য নিয়ে Save Bangla Foundation এর ২৬৩টি প্রজেক্টের অন্যতম প্রজেক্ট বিয়ে বাড়ির যাত্রা শুরু হয় এবং সফলভাবে সেই যাত্রা অব্যাহত রয়েছে।

সকলের সহযোগিতা ও অংশগ্রহণে আমরা বিয়ে বাড়ি - Biye Bari Project 04 এর আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের পরিশ্রম ও সহযোগিতা আল্লাহ কবুল করুন। আমিন 🤲

আমার প্রিয় ভাই বোনদের জন্য এই পোস্ট ... জানুয়ারিতে যখন সকল স্যোসাল প্রজেক্টের দায়িত্ব ছেড়ে দেই নতুন লিডারশীপ এর হাতে। তখ...
03/05/2024

আমার প্রিয় ভাই বোনদের জন্য এই পোস্ট ...

জানুয়ারিতে যখন সকল স্যোসাল প্রজেক্টের দায়িত্ব ছেড়ে দেই নতুন লিডারশীপ এর হাতে। তখন আমাকে অনেকেই জিগ্যেস করেছিলেন যে নতুন দায়িত্বশীলরা কি প্রস্তুত? আমার উত্তর ছিলো : ইনশাআল্লাহ 🤲

আজকের বিয়ে বাড়ি - Biye Bari প্রজেক্টের কাজগুলো ও রামাদানের Shoraikhana - সরাইখানার ইফতার আয়োজন বা জাদুর স্কুল বা সিলেট ওয়ান্ডার ওমেন বা ২৬৩ প্রজেক্টের যেকোনো প্রজেক্ট! সকল প্রজেক্টের ভিন্ন ভিন্ন দায়িত্বশীলরাই নিজেরা মিলে সবকিছু ম্যানেজ করে নিচ্ছেন।

আমরা সম্পুর্ণ ভলান্টারি একটা প্ল্যাটফর্ম। এখানে কিভাবে কাজ হয় তার একটা জলন্ত উদাহরণ হলো বিয়ে বাড়ি - Biye Bari। আপনি পেইজে গেলে দেখতে পারবেন আমাদের একেকজন ভাই বোন একেকটা জিনিস নিজেরাই দিয়ে দেন আর এর মাধ্যমে সবকিছু ম্যানেজ হয়ে যায়। ভলান্টিয়াররা নিজেরা কাজ করে সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করে নেন।

স্বপ্ন ছিলো, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার। যাতে আমি মারা যাবার পরও যেনো সকল কাজগুলো চলতে থাকে। সবাই মিলে একসাথে যেকোনো ভালো কাজ সম্পাদন যেনো করতে পারেন এমন একটা প্ল্যাটফর্ম। করোনার সময়ে শুধু ক্রাউড ফান্ডিং করা হয়। পরবর্তীতে ক্রাউড ফান্ডিং বাদ দিয়ে হয়, যাতে কেউ কোনো ঝামেলা তৈরির সুযোগ না পায়।

আমরা চাইনা এতো কষ্টের প্ল্যাটফর্ম নিয়ে কেউ কথা বলার কোনো সুযোগ পাক। নারীদের ক্লাস করানো নিয়ে অনেক গালি খেতে হয়। অনেকে মনে করে খেয়ে দেয়ে কাজ নেই তাই নারীদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেয়ানো হচ্ছে। মজার বিষয় হচ্ছে ছেলেদের জন্যও সেইম ব্যবস্থা আছে।

এসব মানুষের কথা হচ্ছে মেয়েদের শিক্ষা হচ্ছে বেকার! অপচয় করতেছি আমরা! কষ্টের বিষয় হচ্ছে অর্ধেক জনশক্তিকে আপনি পিছিয়ে রেখে কখনোই উন্নয়ন সম্ভব নয়! তাই আমরা এসব কথাগুলো কানেই নেইনা। গালি দিতে চাইলে দুইটা বেশি গালি দিয়ে দিয়েন, সমস্যা নেই। অনেক কিছুই বলার থাকে, কিন্তু বলিনা। কারণ সময়ই নেই।

এতোদিনে এতো এতো চ্যালেঞ্জিং সময় পার করতে হয়েছে যে, পার্মানেন্ট অসুস্থতা পেয়ে গেছে। ডাক্তার চাচার পরামর্শ হচ্ছে মোবাইল একেবারে অফ করে দেয়া! কথা বলা বন্ধ করে দেয়া এক বছরের জন্য। কিন্তু কি করবো? মাথায় এতো এতো নতুন নতুন আইডিয়ায় প্রতি নিয়ত কিলবিল করে, আর ভিতরে ফিল হয় যে যেকোনো সময় আল্লাহর কাছে চলে যাবো সময় নেই। তখন নিজেকে দূরে রাখতে পারিনা।

অসুস্থতার (পার্মানেন্ট গর্দানে ব্যাথা) কারণে এখন বেশি সময় কম্পিউটার এ বসাও সম্ভব হয়না। এই কন্টেন্ট লিখতেও ব্রেইক নিয়ে নিয়ে লিখতে হচ্ছে। আমি নাকি ব্রেইনের উপর অতিরিক্ত বেশি জুলুম করে ফেলেছি। আমি জানি যে কাজ করতে হলে গালি খেতে হবে, কিন্তু এটাও জানি যে যেদিন আমি মারা যাবো তখন সকলের চোখ দিয়ে আমার জন্য পানি বের হবে। কারণ আপনি যদি মন থেকে কিছু করেন, ন্যাচার তা ফিরত দিবেই। আমার এই দোয়াটাই প্রয়োজন।

গত কয়েকবছর এ আমেরিকায় মায়ের সাথেও ১০ ১২ বার এর বেশি কথা বলার সুযোগ হয়নি। রিসেন্টলি সেই সুযোগ হচ্চে। গতকাল মা বলতেছিলেন যে, উনার কষ্ট হচ্ছে আমি দেশে একেবারে একা! ব্লাড রিলেটেড কেউই নাই! এটা নিয়ে উনি টেনশনে। আমি বললাম তোমার ছেলের ভাই বোনের অভাব নেই, তাই টেনশন না করতে।

সত্যি হচ্ছে আমার প্রত্যেকটা ভাই বোন, যাদের সাথেই আমরা কাজ করে যাচ্ছি তাদেরকে নিজের জান থেকে বেশি ভালোবাসি। আমার দোয়াতে সবসময় এই ভাই বোনেরা থাকেন। আমি জানি তাদেরও জান আমি, আর এটাই আমার দেশে পড়ে থাকার মূল কারণ। যেদিন তারা প্রস্তুত হয়ে যাবে তখন মরে গেলেও টেনশন থাকবেনা। আরেকটা বিষয় হচ্ছে আমি সবাইকে অনেক বেশি শাসন করে থাকি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। এসব জিনিস করেছি যাতে আমার ভাই বোনেরা আপডেট করতে পারে নিজেদেরকে। কেউই কাইন্ডলি বেজার হইও না। আমি সবাইকেই ভালোবাসি।

মজার বিষয় হচ্ছে আজকে এতো হাতি পরিমাণ কন্টেন্ট লিখার উদ্দেশ্য হচ্ছে এটা আমার ভাই বোনদেরকে জানানো যে এখন আমি মারা গেলেও শান্তি পাবো ইনশাআল্লাহ। আজকে শান্তি ফিল হচ্ছে বিয়ে বাড়ি - Biye Bari : Project 04 এর কাজগুলো দেখে। এতো অসাধারণভাবে সবাই সবকিছু ম্যানেজ করতেছেন। যেসব ভাই বোনেরা এখন দেশে নেই, সবাই আপনাদের কাজ দেখে আপনাদের উপর গর্ব করছেন। আপনাদের সবাইকে শুকরিয়া ও কৃতজ্ঞতা আমাকে ভাই বানানোর জন্য এবং আমাদের পরিবারের অংশ হওয়ার জন্য। আল্লাহ আমার ভাই বোনদেরকে নেক হায়াত ও শান্তির জীবন দান করুন। আমিন 🤲

- আয়ান মুমিনুল হক

অসহনীয় গরমে নগরীতে Sylhet Wonder Women এর উদ্যোগে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের ধারাবাহিক কার্যক্রমে...
30/04/2024

অসহনীয় গরমে নগরীতে Sylhet Wonder Women এর উদ্যোগে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের ধারাবাহিক কার্যক্রমের ২য় দিনে জিন্দাবাজার পয়েন্টের কিছু স্থিরচিত্র...

আল্লাহ সকলের সহযোগিতা ও পরিশ্রম কবুল করুন। আমিন 🤲

বিয়ে বাড়ি - Biye Bari (project 04) ❤️❤️❤️ বিয়ে বাড়ি - Biye Bari প্রজেক্টের ৪র্থ অনুষ্ঠানের প্রয়োজনীয় সবকিছুই সকলের সহযোগ...
29/04/2024

বিয়ে বাড়ি - Biye Bari (project 04) ❤️❤️❤️

বিয়ে বাড়ি - Biye Bari প্রজেক্টের ৪র্থ অনুষ্ঠানের প্রয়োজনীয় সবকিছুই সকলের সহযোগিতায় আমরা অতি দ্রুত আয়োজন করতে সক্ষম হচ্ছি। আলহামদুলিল্লাহ।

বিয়ে বাড়ি - Biye Bari (project 04) এর কনের জন্য এই উপহার সামগ্রী দিয়েছেন আবিদা গিফট শপ। আল্লাহ উনাদের সহযোগিতা কবুল করুন। আমিন 🤲

প্রতি শুক্রবার সকালে Sylhet Cycling Club এর বোনদের সাথে যুক্ত হতে পারেন আপনিও...  মেয়েদের জন্য বিনামূল্যে সাইক্লিং প্রশি...
29/04/2024

প্রতি শুক্রবার সকালে Sylhet Cycling Club এর বোনদের সাথে যুক্ত হতে পারেন আপনিও...

মেয়েদের জন্য বিনামূল্যে সাইক্লিং প্রশিক্ষণে Sylhet Wonder Women পরিবারের ভলান্টিয়ার আপুরা বিগত চার বছর ধরে কাজ করে চলেছেন। আলহামদুলিল্লাহ।

সাইক্লিং শিখতে আগ্রহী বোনেরা www.facebook.com/sylhetwonderwomen পেইজে ইনবক্স করলে দায়িত্বশীল আপুরা তাদের এড করে নিবেন, ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ। বিয়ে বাড়ি - Biye Bari (project 04) এর কনের জন্য শাড়ি উপহার দিয়েছেন Sylhet Wonder Women এর ভলান্টিয়ার ইয়া...
29/04/2024

আলহামদুলিল্লাহ। বিয়ে বাড়ি - Biye Bari (project 04) এর কনের জন্য শাড়ি উপহার দিয়েছেন Sylhet Wonder Women এর ভলান্টিয়ার ইয়াছমিন আপ্পি। আল্লাহ উনার উপহার কবুল করুন এবং নেক হায়াত দান করুন 🤲

বিয়ে বাড়ি - Biye Bari প্রজেক্টে সামর্থ্যহীন পরিবারের বোনদের বিয়ের ৪র্থ আয়োজনে সকলের উৎসাহ ও সহযোগিতায় আমরা অভিভূত! আল্লাহ সবাইকে সাহায্য করুন। আমিন

প্রতিবারের ন্যায় এ বছর তীব্র রোদে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের ধারাবাহিক কার্যক্রমের ১ম দিনে... Sylh...
28/04/2024

প্রতিবারের ন্যায় এ বছর তীব্র রোদে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের ধারাবাহিক কার্যক্রমের ১ম দিনে...

Sylhet Wonder Women ❤️❤️❤️

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে জাদুর স্কুল - School of Magic এর কার্যক্রম চলাকালীন সময়ের কিছু স্থিরচিত্র....
28/04/2024

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে জাদুর স্কুল - School of Magic এর কার্যক্রম চলাকালীন সময়ের কিছু স্থিরচিত্র...

সেখানে বিদ্যুৎ পৌছায়নি! নেই ফ্যান কিংবা লাইট! গ্রীষ্মের গরমেও শিক্ষার্থীরা তবু ক্লাসে অনুপস্থিত থাকেন না। আলহামদুলিল্লাহ।

গতানুগতিক ধারার বাইরে গিয়ে প্রাথমিক শিক্ষাকে আরো বেশি আনন্দময় করে তোলতে আমরা সবসময় প্রচেষ্টা অব্যাহত রেখেছি। যাতে বাচ্চারা খুশি মনে স্কুলে আসে। আল্লাহ সকলের পরিশ্রম কবুল করুন। আমিন 🤲

তীব্র রোদে রাস্তার পাশে বিনামূল্যে পথচারী ও শ্রমজীবী মানুষের জন্য ঠান্ডা শরবত! আলহামদুলিল্লাহ। Save Sylhet পরিবার নগরীতে...
26/04/2024

তীব্র রোদে রাস্তার পাশে বিনামূল্যে পথচারী ও শ্রমজীবী মানুষের জন্য ঠান্ডা শরবত! আলহামদুলিল্লাহ।

Save Sylhet পরিবার নগরীতে এই আয়োজন পরিচালনা করেন। আল্লাহ আমাদের সকল ভলান্টিয়ার ভাইদের পরিশ্রম ও সহযোগিতা কবুল করুন। আমিন 🤲

আলহামদুলিল্লাহ 🤲Sylhet Friendship Ride 2024 সফলভাবে সম্পন্ন 🙏Sylhet Cycling Club  ❤️❤️❤️
26/04/2024

আলহামদুলিল্লাহ 🤲

Sylhet Friendship Ride 2024 সফলভাবে সম্পন্ন 🙏

Sylhet Cycling Club ❤️❤️❤️

আলহামদুলিল্লাহ 🤲Sylhet Friendship Ride 2024 সফলভাবে সম্পন্ন 🙏Sylhet Runners Club  ❤️❤️❤️
26/04/2024

আলহামদুলিল্লাহ 🤲

Sylhet Friendship Ride 2024 সফলভাবে সম্পন্ন 🙏

Sylhet Runners Club ❤️❤️❤️

সাইক্লিং হচ্ছে শারীরিক ব্যায়ামের একটি আরামদায়ক মাধ্যম। একটি গবেষণায় দেখা গেছে যে, একজন মানুষের সপ্তাহে ব্যায়ামের মাধ্যমে...
25/04/2024

সাইক্লিং হচ্ছে শারীরিক ব্যায়ামের একটি আরামদায়ক মাধ্যম। একটি গবেষণায় দেখা গেছে যে, একজন মানুষের সপ্তাহে ব্যায়ামের মাধ্যমে কমপক্ষে ২০০০ ক্যালরি কমানো উচিৎ, যেখানে ১ ঘন্টা সাইক্লিং করে প্রায় ৩০০ ক্যালরি কমানো সম্ভব।


জরায়ু মুখের ক্যান্সার কী? কেন হয়? কারা আছেন ঝুঁকিতে? কিংবা প্রতিরোধে কী করণীয়? এমন নানা অজানা প্রশ্নের উত্তর Sylhet Wond...
25/04/2024

জরায়ু মুখের ক্যান্সার কী? কেন হয়? কারা আছেন ঝুঁকিতে? কিংবা প্রতিরোধে কী করণীয়? এমন নানা অজানা প্রশ্নের উত্তর Sylhet Wonder Women এর আয়োজনে এ মাসের ফ্রি হেলথ সেমিনারে আপুরা জানতে পেরেছেন! আলহামদুলিল্লাহ।

নারীদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে জরায়ুমুখের ক্যানসার অন্যতম। বাংলাদেশে প্রতিবছর জরায়ুমুখের ক্যানসারে হাজার হাজার নারী আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন। তাই সিলেট ওয়ান্ডার ওমেন এর এপ্রিল মাসের ফ্রি হেলথ সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল "জরায়ু মুখের ক্যান্সার"।

প্রতিমাসেই আমরা হেলথ সেমিনারে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করে থাকি। যেকেউ বিনামূল্যে এই সেশনগুলোতে যুক্ত হতে পারেন। আগ্রহী আপুরা www.facebook.com/sylhetwonderwomen পেইজে ইনবক্স করলে দায়িত্বশীল বোনেরা তাদের পরবর্তী সেমিনারে এড করে নিবেন ইনশাআল্লাহ।

প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ তৈরি করে। তৈরি করে একটি জাতির ভবিষ্যৎ। প্রতিটি শিশুর প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলি...
23/04/2024

প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ তৈরি করে। তৈরি করে একটি জাতির ভবিষ্যৎ। প্রতিটি শিশুর প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হলো শিক্ষা। এদেশের ৪৫ ভাগ শিশুর মধ্যে ১৫ শতাংশই সুবিধাবঞ্চিত। যার বিরাট একটি অংশ প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে Save Bangla Foundation এর অন্যতম প্রজেক্ট জাদুর স্কুল - School of Magic কাজ করে চলেছে।

আল্লাহ সবাইকে সাহায্য করুন এবং এসকল শিশুর পরিশ্রম কবুল করুন🤲

Sylhet Skating Club পরিবারের পক্ষ থেকে সবাইকে বিনামূল্যে স্কেটিং শেখানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ এবং জুন মাসে সিলেটে...
16/04/2024

Sylhet Skating Club পরিবারের পক্ষ থেকে সবাইকে বিনামূল্যে স্কেটিং শেখানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ এবং জুন মাসে সিলেটের প্রথম স্কেটিং চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার আয়োজন করা হবে ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় সিলেটকে "স্কেটিং সিটি" বানানোর স্বপ্ন দেখি আমরা। সাথে থাকুন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🙏

Sylhet Skating Club এর পেইজে মেসেজ দিয়ে আপনিও যুক্ত হোন আমাদের সাথে। আল্লাহ সাহায্য করুন 🤲

*** ২০২৪ সালের জুন মাসে সিলেটের প্রথম স্কেটিং ইভেন্ট আয়োজন করা হচ্ছে ইনশাআল্লাহ। Sylhet Skating Championship 2024 এ সকলের দাওয়াত রইলো 🎉

https://www.facebook.com/groups/2553030538203892

জাদুর স্কুল - School of Magic তাহিরপুর শাখার প্যারেন্টস মিটিং চলাকালীন কিছু মুহুর্ত...সকলের সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদ...
16/04/2024

জাদুর স্কুল - School of Magic তাহিরপুর শাখার প্যারেন্টস মিটিং চলাকালীন কিছু মুহুর্ত...

সকলের সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে আমরা Save Sylhet পরিবার পরিশ্রম অব্যাহত রেখেছি। আল্লাহ সবাইকে সাহায্য করুন 🤲

Shoraikhana - সরাইখানার আজকের আয়োজন ছিলো একটু ভিন্ন। আমাদের জাদুর স্কুলের ভিন্ন ভিন্ন শাখার সকল শিক্ষার্থীদের জন্য ছিলো ...
08/04/2024

Shoraikhana - সরাইখানার আজকের আয়োজন ছিলো একটু ভিন্ন। আমাদের জাদুর স্কুলের ভিন্ন ভিন্ন শাখার সকল শিক্ষার্থীদের জন্য ছিলো ইফতার আয়োজন। আমাদের Save Sylhet পরিবারের যুক্তরাষ্ট্র শাখার কয়েকবছর আগে যিনি সর্বকনিষ্ঠ মেম্বার ছিলেন সেই জয়নাব ওয়াফিকা চৌধুরী এখন অনেক বড় হয়ে গেছেন, মাশা আল্লাহ।

সচরাচর জন্মদিনের উৎসব না করে তাই জায়নাব ও বাবা রাহাত বিন ওয়াহিদ মিলে প্রতিবছরের রমজানের মতো সুবিধাবঞ্চিত বাচ্চাদের ইফতার করানোর ব্যবস্থা করেন এবং সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে দিয়ে কেক কাটিয়ে তাদের মতো খুশি উদযাপনের সুযোগ করে দেন।

জাদুর স্কুল - School of Magic এর বাচ্চাদের দোয়ার পাশাপাশি সকলের কাছে জয়নাব দোয়া কামনা করেছেন। আল্লাহ জায়নাব ও উনার পরিবারের সবাইকে নেক হায়াত ও শান্তির জীবন দান করুন, দুনিয়ার সবাইকে সাহায্য করুন এবং সকল বাবা মাকে ক্ষমা করে দিন। আমিন 🤲

✨✨✨ ২৭ রমজান, ১৪৪৫ হিজরী  ✨✨✨সেহরি ও ইফতারের সময়সূচি দেখুন! সিলেট ও পার্শ্ববর্তী এলাকাসমূহে সেহরির শেষ সময় ভোর ৪টা ১৭ মি...
06/04/2024

✨✨✨ ২৭ রমজান, ১৪৪৫ হিজরী ✨✨✨

সেহরি ও ইফতারের সময়সূচি দেখুন!

সিলেট ও পার্শ্ববর্তী এলাকাসমূহে সেহরির শেষ সময় ভোর ৪টা ১৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে।

প্রতিবারের ন্যায় এ বছরও আমরা Save Bangla Foundation এর Shoraikhana - সরাইখানা পরিবার মাসব্যাপী বিনামূল্যে ইফতার ও সেহরি আতিথেয়তার কার্যক্রম অব্যাহত রেখেছি। সকলের কাছে আমরা দোয়া কামনা করছি।

আলহামদুলিল্লাহ। ২৪শে রামাদানে  তাহিপুর উপজেলায় Shoraikhana - সরাইখানা প্রজেক্টের মাধ্যমে বিনামূল্যে ইফতার আতিথেয়তা সম্পন...
04/04/2024

আলহামদুলিল্লাহ। ২৪শে রামাদানে তাহিপুর উপজেলায় Shoraikhana - সরাইখানা প্রজেক্টের মাধ্যমে বিনামূল্যে ইফতার আতিথেয়তা সম্পন্ন হয়েছে।

আজ তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের একতা বাজারে Save Tahirpur পরিবারের এডভাইজারি বোর্ডের সদস্য মেসার্স তাহিয়া ষ্টোন ক্রাশার এর স্বত্বাধিকারী মো: নাছির মিয়া ভাইয়ের আর্থিক সহযোগিতায় এই ইফতারের আয়োজন সম্পন্ন হয়।

প্রত্যেক উপজেলায় আমাদের কার্যক্রম চলছে।আমাদের সেভ তাহিরপুরের ভলান্টিয়ার টিম সম্পূর্ণ আয়োজন পরিচালনা করেন।

আল্লাহ সকলের সহযোগিতা ও পরিশ্রম কবুল করুন। আমিন 🤲

18/04/2022

কয়েকদিন আগে দেখলাম সিলেট ট্রিবিউন নামে ফেক একটি ওয়েবসাইট খুলে বিভিন্ন ধরনের নিউজ করছে। যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সরকারের রেজিষ্ট্রেশনের অপেক্ষায় রয়েছি। যার কারণে বিগত কয়েকমাস ধরে আমরা নিউজ কার্যক্রম বন্ধ রেখেছি। আশা করি কেউ বিভ্রান্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন না। ধন্যবাদ 🙏

*** সরকার থেকে অনুমতি পাওয়ার সাথে সাথেই আবারো নিউজ কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।

- সিলেট ট্রিবিউন কর্তৃপক্ষ

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Tribune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Newspapers in Sylhet

Show All

You may also like