24/08/2024
ডা. ইমদাদুল হক মিলন গংদের কিংবদন্তি হোমিও রত্ন (দুর্নীতির গড ফাদার) পদত্যাগ করেছেন।
হোমিও কলেজের কেরানি থেকে রাজনৈতিক প্রভাবে বোর্ড চেয়ারম্যান হয়েছিল ডা. দিলীপ রায়। এর পর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। যিনি হোমিওপ্যাথি বোর্ডকে নিজের ব্যক্তিগত দলীয় চেম্বারে পরিনত করেছিলে। এই দিলীপ বাবু বিগত সময়ে প্রতিটি গনতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য ঢাকার বিভিন্ন অলিতে গলিতে ওৎ পেতে থাকতেন। এমন অসংখ্য প্রমাণ আমাদের হাতে আছে। দিলীপ রায়ের মদদপুষ্ট বোর্ড মেম্বার এবং জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বর্তমান উপাধ্যক্ষ ডা. ইমদাদুল হক মিলন। ডা. দিলীপ রায়ের ছত্রছাত্রায় ডা. ইমদাদুল হক মিলন গং জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কে ধ্বংস স্তুপে পরিনত করেছেন। একটা সাইনবোর্ড আর চার দেয়ালের ইটপাথরের কয়েকটি ফাঁকা রুম ছাড়া কিছুই নেই এ কলেজটিতে। কয়েক মাস আগে ডা. দিলীপ রায়ের দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের মূল ধারার টেলিভিশন মিডিয়া প্রতিবেদন প্রকাশ। তখন সচেতন হোমিও ডাক্তার ও শিক্ষার্থীরা ডা. দিলীপ রায়ের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুললেও ডা. ইমদাদুল হক মিলন গং ডা. দিলীপ রায়ের নির্লজ্জ পক্ষপাতিত্ব করেন এবং সিলেট শহর তলীতে মানববন্ধ করেন। বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের হয়রানি করা মিলন সাহেবের বামহাতের খেলা। স্বৈরাচারী আওয়ামী সরকারের রাজনৈতিক মদদপুষ্ট হওয়ার কেউ তার বিরুদ্ধে মুখতে সাহস পায়নি। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিজয় আসলে হোমিওপ্যাথি কলেজের সাধারণ শিক্ষার্থীরা দুর্নীতিবাজ ডা. ইমদাদুল হক মিলনের অপসারণের দাবিতে আন্দোলনে ডাক দিয়েছে।