05/01/2023
অপবিত্র চোখ থেকে যখন পানি আসে, রবের কাছে যখন ফিরতে মনটা ব্যকুল হতে হতে সাড়াটা শরীর কাপুনী দিয়ে উঠে, তখন জীবনের মানে খুজে পাই, ভালো লাগে। তবে মনে একটা প্রশ্ন বারবার জাগে, আমার রব আমাকে হেদায়েত দিবেন তো?
আল্লাহর বানী - হেদায়েত সবাই পাবে না। তিনি যাকে পছন্দ করেন তাকেই হেদায়েত দেন।
আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য সর্বদা দোয়া করি। আল্লাহ যেন আমাদের হেদায়েত দেন, তার উপর রাখেন।