সবার হাসি

সবার হাসি আসসালামু আলাইকুম
পেইজে ডুকার পর সব ভিডিও গুলা দেখার পর যদি ভালো লাগে তাহলে পেইজ টা ফলো দিয়েন।
(3)

23/11/2023
14/06/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 30 k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।
✅Follow For Follow ✅

06/03/2023

"শবে বরাত°°
এ রাতের ফজিলত সম্পর্কিত একাধিক সহি হাদিস বর্ণিত হয়েছে। একটি উল্লেখ করা হলো– হজরত মুআজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ‘আল্লাহতায়ালা অর্ধশাবানের রাতে (শবে বরাত) সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন।’ (মুসনাদে আহমদ : ৪/১৭৬)

ইসলামের উচ্চতর পড়াশোনার এই প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা, শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান মুফতি আব্দুল মালেক (দা: বা:)। সর্বজন শ্রদ্ধেয় এ আলেম শবে বরাত সম্পর্কে চমৎকার অভিমত দিয়েছেন। তিনি বলেছেন, ‘শবে বরাত সম্পর্কে সঠিক ও ভারসাম্যপূর্ণ অবস্থান হলো– এ রাতের ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত। সম্মিলিত কোনও রূপ না দিয়ে এবং এই রাত উদযাপনের বিশেষ কোনও পন্থা উদ্ভাবন না করে বেশি ইবাদত করাও নির্ভরযোগ্য বর্ণনা দ্বারা প্রমাণিত। এই রাতকে অন্য সব সাধারণ রাতের মতো মনে করা এবং এ রাতের ফজিলত সম্পর্কে যত হাদিস এসেছে সবগুলোকে মওযু (বানোয়াট) বা জঈফ (দুর্বল) মনে করা যেমন ভুল, তেমনি এ রাতকে শবে কদরের মতো বা তার চেয়েও বেশি ফজিলতপূর্ণ মনে করাও একটি ভিত্তিহীন ধারণা।

আল্লাহ,আমাদের সঠিক ভাবে আমল করার তাওফিক দান করুন।আমিন

27/02/2023

পিচ্চি ছেলে টা কি গান মিলাইলো😳😳
#গানটা সুন্দর হয়েছে🤨

27/02/2023

- সারা বিশ্ব হেরে যায়, গরমের কাছে! 😔🌻
•• আর গরম হেরে যায়!!
︵۵ একজন পর্দাশীল নারীর কাছে!💚🦋
🌺 আলহমদুলিল্লাহ🥰💖

10/02/2023

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই

09/12/2022

ভরি দে ব্রাজিল😃😃

04/12/2022

এই ভদ্রমহিলা তার ভাইয়ের মৃত্যুর পর জানাযা
শেষে কবরস্থানে যায়!সেখানে গিয়ে তার ভাইকে
দাফন করানোর পর সে উপস্থিত সকলের সামনে
উচুঁ আওয়াজে বলে!!

হে আল্লাহ! এখন সে আপনার উপর অর্পিত!
আপনিই আদিল(ন্যায়পরায়ণ) এবং আহকামিল হাকিমিন(শাসকদের শাসক)!তাই আমি আপনাকেই বলছি! সে যেভাবে আমাকে ৩০ বছর ধরে আমার
বাবার সম্পত্তি থেকে বঞ্চিত রেখেছিল!সেভাবে আপনিও তাকে আপনার রহমত থেকে বঞ্চিত করুন!!

😭😭😭

আমি মনে করি!এই ঘটনাটি আমাদের জন্য অনেক
বড় একটি শিক্ষা!বান্দার হক অনেক কঠিন জিনিস! আপনার বোনদের সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে আল্লাহর প্রতি ভয় করুন!!

18/11/2022

শায়খ বিন বাযকে জিজ্ঞেস করা হলো, বেসিনে গরম পানি ঢাললে কি জীনদের সমস্যা হয়?

উত্তরে বিন বায (রহ:) বলেন- "হ্যাঁ, বেসিনে কিংবা মাটিতে গরম পানি ফেলার আগে যেন 'বিসমিল্লাহ' পড়ি। এতে করে সেখানে কোনো বসবাসকারী থেকে থাকলে তারা সরে যাবে।

তিনি আরও বলেন, আমি একবার এক আছরগ্রস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম, তার ওপর সওয়ার হওয়া জ্বীনের কাছে জানতে চাওয়া হলো- কেন তুমি একে কষ্ট দিচ্ছো?

জ্বীন জানালো- সে গরম পানি ঢেলে বেসিনের পাইপে থাকা আমার ছেলেকে মেরে ফেলেছে তাই।

আমরা বললাম- সে তো জানতো না, সেখানে কেউ ছিল।

জ্বীন বললো- সে কেন 'বিসমিল্লাহ' পড়েনি? বাসমালা (বিসমিল্লাহ) পড়লে আমরা সতর্ক হয়ে স্থানান্তর হয়ে যেতে পারি।

বেসিনে বা অন্য কোথাও গরম পানি ঢালার আগে অবশ্যই উচ্চ শব্দে 'বিসমিল্লাহ' পড়ে নিন।

(সংগৃহিত)

হাফেজ তাকরীমের বিশ্বজয় ছিল নিঝুমের জন্য উত্তম জবাব!হাফেজ আবু রাহাত এর বিশ্বজয় আফসারীর জন্য উত্তম জবাব!
20/10/2022

হাফেজ তাকরীমের বিশ্বজয় ছিল নিঝুমের জন্য উত্তম জবাব!

হাফেজ আবু রাহাত এর বিশ্বজয় আফসারীর জন্য উত্তম জবাব!

ছবির এই লোকটিকে হয়তোবা সবাই বোকা ভাবছেন! কী কারণ বা কেন?কারন লোকটি তার নিজের মুক্তির চাবিকে বাদ দিয়ে একটা রুটির পিছনে ...
17/10/2022

ছবির এই লোকটিকে হয়তোবা সবাই বোকা ভাবছেন! কী কারণ বা কেন?

কারন লোকটি তার নিজের মুক্তির চাবিকে বাদ দিয়ে একটা রুটির পিছনে সময় নষ্ট করতেছে!

আমি আপনিও কিন্তু এই লোকটির মতোই দুনিয়ার সামান্য রিজিকের জন্য আখিরাতের মুক্তি বা জান্নাতের পথকে ছেড়ে দিচ্ছি। এটা কি একবারও ভেবে দেখেছেন ?

আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করুন, আমিন।

13/10/2022

জমিয়তে তালাবার দলীয় সংগীত।

 #*** মৃতেরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে?  "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!"         মৃত ব্যক্তি বুঝতে...
12/10/2022

#*** মৃতেরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে?
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!"
মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে শুরুতেই মারা গেছে। মৃত্যু পরবর্তী ----আত্মীয় স্বজনের কান্নাকাটি, গোসল, কাফনের কাপড় পরানো এমন কি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে। তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে। তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না।
পরবর্তীতে, যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে, আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন। সে তার চোখ খোলে এবং তার "খারাপ স্বপ্ন" থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে। তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে, যা সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে, অবাক হয়ে প্রশ্ন করে;
"আমার জামা কোথায়, আমার অন্তর্বাস কোথায়?"
তারপর তিনি বলতে থাকেন: " আমি কোথায়, এই জায়গাটি কোথায়, কেনো সর্বত্র ময়লা-কাদার গন্ধ, আমি এখানে কী করছি? তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ড, এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয়! হ্যাঁ, তিনি সত্যিই মারা গেছেন।
তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন, ডাকেন: তার আত্মীয়রা যারা তাকে বাঁচাতে পারে:
"রাজ্জাক..!!!"
"আব্দুল্লাহ..!!!"
"খাদিজা....!!!!"
"আয়েশা....!!!!"
কেউ তার উত্তর দেয় না। তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহই একমাত্র ভরসা। তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন-------
"ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! আমাকে ক্ষমা কর ইয়া আল্লাহ...!!!
সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি।
যদি সে একজন নেক মানুষ হয়,তবে হাস্যোজ্জ্বল মুখের দুইজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে বসবে, তারপর তার সর্বোত্তম সেবা করবে।
যদি সে খারাপ লোক হয় তবে দুইজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন শুরু করবে।
হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, নেক কাজের তৌফিক এবং ঈমান নিয়ে পরকালে পাড়ি দেওয়া নসিব দান করুন। আমিন।

মাশাল্লাহ চমৎকার হাসি❤️❤️❤️
23/09/2022

মাশাল্লাহ চমৎকার হাসি❤️❤️❤️

সিগারেট-মাকরূহ-নাকি-হারাম??🎙️ কুরআন-হাদীস কি বলে?? সিগারেট খেলে কি ইবাদাত কবুল হয় না ??- রাসূল (ﷺ) বলেছেনঃনেশা উদ্রেককার...
09/09/2022

সিগারেট-মাকরূহ-নাকি-হারাম??
🎙️ কুরআন-হাদীস কি বলে??

সিগারেট খেলে কি ইবাদাত কবুল হয় না ??

- রাসূল (ﷺ) বলেছেনঃ
নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত। আর নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করলো সে তার চল্লিশ দিনের সলাতের কল্যাণ হতে বঞ্চিত হলো।
[আবু দাউদঃ ৩৬৮০]

সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।
- আল্লাহ পাক বলেন,
"তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫]

সিগারেট নেশাজাতীয় জিনিস।
- নবী করিম (ﷺ) বলেছেন,
"প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]

কেউ একসাথে ১০টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য।
- রাসূল (ﷺ) বলেছেন:-
“যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]

সিগারেট অপবিত্র জিনিস।
- আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭]

সিগারেটে অপব্যয় ছাড়া অন্য কিছু নয়।
- আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭]

সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।
- রাসূল (ﷺ) বলেন,
"যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী]

সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়।
- জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, “এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]

এবার আপনিই সিদ্ধান্ত নিন-
এই ধুমপান করবেন, নাকি ছাড়বেন?আস্তাগফিরুল্লাহ....
আল্লাহ আমাদেরকে এ সর্বনাশা নেশা থেকে দুরে রাখুন। আমিন।

28/08/2022

- মা আয়েশা এমন একজন
পবিত্র নারী!🌸🌺

- যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন!🌺🥰

08/08/2022

“বাথরুমের ট্যাপ টা বন্ধ করার পরও এক ফোঁটা করে পানি পড়ছিল। তাই পানি পড়ার জায়গায় বালতি দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পরে গিয়ে দেখি এক ফোঁটা এক ফোঁটা করে পানি জমতে জমতে বালতি প্রায় ভর্তি হয়ে গেছে। মনের মধ্যে একরাশ ভয় এসে ঘিরে ধরলো।

আমাদের দৈনিক ছোট ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র পাপ গুলোও এভাবে জমে যদি এক সাগর হয়ে যায়!

- মিথ্যা বলা দুই এক কথা,
হুট করে এক কলি গান শুনে ফেলা,
অমুকের নামে মুখ ফসকে গীবত করে দেয়া,
দুষ্টুমির ছলে মিথ্যা সাক্ষী দেয়া
ফেইসবুক ঘাটতে গিয়ে কত শত ভিডিও দেখা,
রাগের মাথায় কাউকে গালি দিয়ে বসা।
ইত্যাদি দৈনন্দিন অল্পকিছু পাপ জমতে জমতে যদি এক সাগর হয়ে যায়!

হয়তো হয়ে ও গেছে!

হে আল্লাহ,
এই গুনাহগার বান্দাকে তোমার রহমতের ছায়ায় জায়গা করে দাও। মাফ করে দাও সকল ভুল ভ্রান্তি। তোমার হুকুম আহকাম মেনে চলার তাওফিক দান করো। “আমিন”
কপি পোস্ট

কিছু ছবির ক্যাপশন লাগে না,মনোমুগ্ধকরএকটি হাসি!🥀🥰
03/08/2022

কিছু ছবির ক্যাপশন লাগে না,মনোমুগ্ধকর
একটি হাসি!🥀🥰

29/07/2022
গ্রামেগঞ্জেও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে 'পরকীয়া'এক.সুন্দরী মেয়ে তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসেছে। স্বামী কাজের প্...
28/07/2022

গ্রামেগঞ্জেও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে 'পরকীয়া'

এক.
সুন্দরী মেয়ে তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসেছে। স্বামী কাজের প্রয়োজনে অন্য শহরে গিয়েছিল। একজন স্বামীর কাছে তার শশুরবাড়ী অবশ্যই স্ত্রীর জন্য নিরাপদ। বেদনার কথা কি জানেন? মায়ের উপস্থিতিতে মেয়ে তার পরকীয়া প্রেমিককে নিয়ে বিছানায়। মেয়ের মা তার ছোট্ট নাতীকে নিয়ে আরেক ঘরে।

দুই.
একজন মেয়ে এসে হাউমাউ করে কাঁদছে। তার প্রিয়তম স্বামী একজন প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত। ছেলেটাকে ডাকলাম। প্রথমে স্ট্রেইট অস্বীকার। দু'তিনটা থাপ্পড় মারতেই ছেলেও হাউমাউ করে কেঁদে উঠলো। তার ভাষায় প্রবাসীর ফুফাতো ভাইয়ের স্ত্রীর পক্ষ থেকে আহ্বান এসেছে। এমনকী প্রবাসীর স্ত্রী এই ছেলেকে নিয়মিত টাকা দেয়। গরীব মানুষ; যৌনতার সুখ আর টাকা পেলে নতশির না হয়ে পারে কি?

তিন.
দুই সন্তানের বাবা তার মামীকে নিয়ে উধাও। অনেক পেরেশানীর পরে তাদের উদ্ধার করা হলো। দুজনের বক্তব্য শুনে স্তম্ভিত। টানা ১৩ বছর ধরে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে আছে। লাজ-লজ্জা ফেলে ছেলে বলছে মামীর গর্ভে তার সন্তান আছে (মামা জানে তারই সন্তান)।

এক একটা পরকীয়া ঘটনার বর্ণনা শুনে স্তম্ভিত হচ্ছি, বুকের গহীনে খচখচ করে উঠছে।

আকাশ সংস্কৃতি আর ইন্টারনেট-প্রযুক্তি আমাদের গ্রামীণ সমাজকাঠামোকেও ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাচ্ছে। স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের দূরে থাকা, গ্রামীণ অবাধ মেলামেশা, নৈতিক শিক্ষার ঘাটতি পরকীয়াকে উৎসাহিত করেছে। আগামীদিনের পরিশীলিত সমাজ গঠনে পরকীয়া এক বিশ্রী চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। মুখ বুঝে থাকলেই সব সমাধান হয়ে যায় না।

বয়স, শ্রেণি, পেশা ছাপিয়ে এক জঘন্য খেলায় মেতে উঠেছে শত শত, হাজারো মানুষ। তাৎক্ষণিক বিচার খুব সহজ (বুঝানো কিংবা বিচ্ছেদ); কিন্তু এই সংকটের স্থায়ী সমাধানে যেতে পারছি না!

প্রযুক্তির উন্মাদনা গ্রামেও ভীষণ! সবগুলো পরকীয়ার সাথে প্রযুক্তির সম্পর্ক খুঁজে পেয়েছি।
এটা এমন এক ঘৃণ্য ইস্যু, পরিবারের অনেকে জানার পরেও কেবল মানসম্মানের ভয়ে হজম করছে, ডুকরে কেঁদে মরছে। ডিভোর্স দিচ্ছে অন্য ইস্যুকে সামনে এনে, কিন্তু পেছনের ঘটনা পরকীয়া। ছেলে-মেয়ে উভয়দিক থেকেই ডেস্পারেট যৌনাকাঙ্ক্ষা প্রকাশিত হচ্ছে। কোনো কারণ ছাড়াই অন্যের স্ত্রী-স্বামীর দিকে হাত বাড়াচ্ছে স্রেফ অনিয়ন্ত্রিত খাহেশ থেকে। তরুণ-তরুণী তো বটেই, বয়স্ক মানুষরাও ভয়াবহ এই বিকৃত অভ্যাসের দাস হচ্ছে।

গ্রামীণ সমাজেও এখন চা

26/07/2022

ব্যাংকে টাকা নাই! দেশে গ্যাস নাই! পাম্পে তেল নাই! বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ নাই! চোর-ডাকাতের অভাব নাই!

বাংলাদেশে গড়ে প্রতিদিন বিদ্যুৎ প্রয়োজন প্রায় ১৪ হাজার মেগাওয়াট।কিন্তু বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রায় ১২ হাজার মেগাওয়াট। ঘাটতি থাকছে ২ হাজার মেগাওয়াট।

ঘাটতি মেটাতে সরকার লোডশেডিং পলিসি গ্রহণ করেছে। এই নীতিতে সংকট মুকাবিলা করা গেলেও টেকসই সমাধান সম্ভব নয়।

সরকারকে স্বীকার করে নিতে হবে যে পরনির্ভর জ্বালানি নীতীর কারণে এ সংকট তীব্র হয়েছে। সাথে স্থলে ও জলভাগে থাকা গ্যাসসম্পদ অনুসন্ধান ও উত্তলন না করার খামখেয়ালিপণাতো আছেই।

শুধু মাত্র এক পদ্মাসেতু, ঢাকা শহরে মেট্রোরেল ও কিছুটা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে গিয়ে অন্যন্য খাতে নজর দিতে না পারা সরকারের চরম ব্যার্থতা।

এ দায় মাথায় নেন। সংকট থেকে উত্তরণের জন্য সকল দলের সহযোগিতা চান।আই আওয়াস উন্নয়নের হাঁকডাক বন্ধ করেন। বাগাড়ম্বর পূর্ণ বক্তৃতা বাদ দেন।

আপনাদের অতি বাড়াবাড়ির কারণে যেন সিঙ্গাপুরে যাত্রা করা বাংলাদেশ আবার শ্রীলংকার দিকে চলে না যায়!।

কারো বিনোদন, কারো বেঁচে থাকার নিবেদন...
23/07/2022

কারো বিনোদন, কারো বেঁচে থাকার নিবেদন...

একটি গণ-বিবাহের স্থির চিত্র।স্থান: খুব সম্ভবত আফ-গান।
21/07/2022

একটি গণ-বিবাহের স্থির চিত্র।
স্থান: খুব সম্ভবত আফ-গান।

"মেহমানদারি একেই বলে"পাঁচ হাজার বছর ধরে চলছে নবী ইব্রাহিম (আঃ) এর মেহমানদারি : যে শহরে কেউ ক্ষুধার্ত থাকে না!না ; এটি কু...
10/07/2022

"মেহমানদারি একেই বলে"

পাঁচ হাজার বছর ধরে চলছে নবী ইব্রাহিম (আঃ) এর মেহমানদারি : যে শহরে কেউ ক্ষুধার্ত থাকে না!
না ; এটি কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন বা ওমানের কোন শহর নয়। এটি ফিলিস্তিনের ছোট একটি শহর ‘মদীনাতু খলীল বা খলীল শহর।’ এখানে একটি মসজিদ আছে তা মসজিদে ইব্রাহীম নামে পরিচিত।
মসজিদ সংলগ্ন একটি রেষ্ট হাউস বা মুসাফিরখানা, এখানে গমগুঁড়া ও গোশত মিশিয়ে ওদেশের জাতীয় খাবার তৈরি করা হয়, প্রতিদিন দুপুরে ৫০০ থেকে ৩০০০ পরিবারের সদস্যরা পরিতৃপ্তির সাথে খাবার খেয়ে থাকেন।
এই খানা তৈরি ও পরিবেশনের জন্য একটি দাতব্য সংস্থা যুগ যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, শহরের বিত্তবানদের সহায়তায় বছরের প্রতিদিনই এই কর্মসূচি চালু আছে, উইকিপিডিয়ার তথ্য মতে সুলতান সালাহউদ্দিন আইউবী পরবর্তী সময়ে সুলতান কালূন সালেহী ১২৭৯খৃ: সালে এই মুসাফির খানা আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা করেন, তবে স্থানীয় বাসিন্দারা জানান, এ সিলসিলা চালু আছে নবী ইব্রাহিম খলিলের যামানা থেকেই, কারণ তিনি মেহমান ছাড়া খাবার খেতে বসতেন না।
তাকিয়ায়ে ইবরাহিমী নামে পরিচিত এই খাবার খাওয়ার জন্য দূর থেকেও মুসাফির সমবেত হয়ে থাকেন, তাদের থাকার জন্য অত্যাধুনিক রেষ্ট হাউস আছে, মসজিদে ইব্রাহিমীর সম্প্রসারন ও সংস্কারের জন্য মুসাফির খানাও একটু দূরে সরিয়ে নেয়া হয়েছে এবং এটিও আধুনিকায়ন করা হয়েছে।
উল্লেখ্য যে, খাবার পরিবেশন সহজিকরণ ও ভিড় এড়াতে আগ্রহী পরিবার গুলোকে পাঁচজন লোকের খাবার নেয়ার মত বড় পাত্র নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলা হয়ে থাকে।
হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম এর মেহমানদারি পাঁচ হাজার বছর ধরে বংশানুক্রমে চলে আসছে, সুতরাং মুসলিম উম্মাহর প্রতিটি পরিবার যদি মেহমানদারির এই সুন্নাহ চালু রাখতে সচেষ্ট হন, তবে প্রজন্মের পর প্রজন্ম হয়তো তা টিকিয়ে রাখা সম্ভব হবে।
খলীল শহরের দানশীল ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে এখানে কেউ ক্ষুধার্ত থাকলে আমরা লজ্জিত হবার ভয়ে আপ্রান চেষ্টা করি, আল্লাহর রহমতে কখনো কোন অসুবিধা হয় না।

সংগৃহীত

03/07/2022

উনি বললো কি?
আর আমরা প্রচার করতেছি কি?

ডাক্তার জাফরুল্লাহ আজকে একটি সেমিনারে আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির বিষয়ে একটা কথা বলেছেন।

তিনি একটি পরামর্শমূলক কথা বলেছেন।

কিন্তু অনেকে ভাবছে যে, তিনি নিজেই দশ হাজার লোক নিয়ে মামুনুল হক সাহেবের মুক্তির জন্য হাই কোর্ট ঘেরাও করবেন।

ভাইরে ! যেখানে মাওলানা মুফতি আর তালিবুল ইলমরা নিজেদের মামুনুল হকের মুক্তির জন্য এমন পদক্ষেপ নিচ্ছে না, উনাদের কাছে এতো আশা করেন কিভাবে?

তিনি জাস্ট এই ধরনের একটি পরামর্শ দিয়েছেন যে, আপনারা এটা করুন, আমিও থাকবো।

অথচ আমাদের কিছু ভাইয়েরা এমনভাবে প্রচার করছে যেন ডাক্তার জাফরুল্লাহ ১০ হাজার মানুষ নিয়ে মাঠে নেমেই গেছে‌ বা কালকেই নামছে।

তার এই বক্তব্যের আরও একটি কারণ এটা হতে পারে যে, হয়তোবা সরকার আল্লামা মামুনুল হকের মুক্তির বিষয়ে চিন্তা করছেন।
আর ডাক্তার জাফরুল্লাহ তো সব ঘাটের পানির মাপ জানেন।
তিনি ক্রেডিট নেয়ার জন্য একটা হুংকার দিলেন, এই আর কি।
বড়জোর এইটা হতে পারে।

তবে তিনি আল্লামা মামুনুল হকের মুক্তির জন্য হাজার হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করতে যাচ্ছেন, এই চিন্তাটা আপনারা হুট করেই কিভাবে মাথায় ঢুকিয়ে নেন?

অথচ আল্লামা মামুনুল হক গ্রেফতার হওয়ার পরে এই ডাক্তার জাফরুল্লাহ বলেছিলেন, মামুনুল হক জঘন্য ব্যক্তগ। (নাউজুবিল্লাহ)

ভাইরে! একটু বাস্তব সম্মত চিন্তা করুন।

22/06/2022
21/06/2022

লোভে পাপ পাপে মৃত্যু
লোভ করিয় না
ইতা মিথ্যা

21/06/2022

আমার পেইজে লাইক দিলে টাকা ২০০ তুলার লিংক পাইবায়😀😀

19/06/2022

নুপুর শর্মাকে ইন্ডিয়াতে বাদাম দেওয়া হয়েছে 😎

Address

3150
Sylhet

Telephone

+8801966953267

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবার হাসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সবার হাসি:

Share