FR.jannat

FR.jannat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FR.jannat, Digital creator, Sylhet.
(1)

01/12/2024

_"প্রতিটি মানুষের জীবনের গল্পই ভিন্ন,
তাই হুটহাট কাউকে বিচার করে বসবেন না..।🖤

"তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, যেখানে প্রতিটি মুহূর্ত ফুলের মতো সৌরভ ছড়ায়। তোমার সাথে কাটানো সময়গুলো যেন এ...
30/11/2024

"তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, যেখানে প্রতিটি মুহূর্ত ফুলের মতো সৌরভ ছড়ায়। তোমার সাথে কাটানো সময়গুলো যেন এক স্বপ্নিল পথের গল্প, যেখানে ভালোবাসা আর সুখের অনন্ত ঝর্ণা। 🌸🫰💜"

নভেম্বর শেষ! আগামীকাল থেকে ডিসেম্বর,একটা বছরের শেষ মাস, শেষ! বছর টা যা ই কাটুক,কাল থেকে যেনো সব 'ভালো' হয়। নিজে যাতে ভাল...
30/11/2024

নভেম্বর শেষ! আগামীকাল থেকে ডিসেম্বর,একটা বছরের শেষ মাস, শেষ! বছর টা যা ই কাটুক,কাল থেকে যেনো সব 'ভালো' হয়। নিজে যাতে ভালো থাকি,কাছের দূরের সব প্রিয় মানুষ ভালো থাকুক। সবার মনের ভালো ইচ্ছে গুলো পূরণ হোক। সবার প্রিয় মানুষ গুলা থাকুক। নতুন মাস,নতুন বছর ভালো টাই নিয়ে আসুক ❤️

26/11/2024

আসলেই,
কথা কখনো ফুরায় না, স্বার্থ আর প্রয়োজন শেষ হলে কেউ যোগাযোগ রাখে না। 💔😅

25/11/2024

-কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে আসা যায়.!☺️
-কিন্তু কারো মায়ায় পড়লে নিজেকে ছেড়ে আসতে হয়..!💗🌻

25/11/2024

ওয়াদা ওতটুকু করো, যতটুকু রাখতে পারবে। কারণ, মিথ্যা ওয়াদাও কারো জীবন নষ্ট করতে পারে..!🙂❤️‍🩹

25/11/2024

কখনো কখনো একাকীত্বই ভালো মনে হয়, কেননা তখন আঘাত করার কেউ থাকে না❤️নিজেকে ভালোভাবে জানার জন্য এবং নিজেকে বুঝার জন্য একাকীত্ব প্রয়োজন।

24/11/2024

জীবনে কেউ চিরকাল
পাশে থাকেনা,
স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য
ফল বিহীন গাছের মতো।🥺💔

24/11/2024
21/11/2024

মানুষ আমারে এমন ভাবে ভাঙে যেনও আমি কাঠের ‘পুতুল’আমার “ব্যথা” লাগেনা..💔💔

21/11/2024

নারী হয়ে বুঝলাম,
দুঃখ কপালে ভাগ্যে নিয়ে
জন্ম নেওয়া মূল্যহীন!
রূপবতী, গুণবতী যাই হই না কেনো
ভাগ্যবতী হওয়াটা খুব জরুরী!
নয়তো
গোটা একটা জীবন শুধু কান্না করেই
পার করে দিতে হয়!💔😢

20/11/2024

যখন সব হবে,,
তখন আর শখ হবে না,,,
জীবনের হিসাব মিলাতে মিলাতে,,,
শেষ হয়ে যাবে বয়সের হিসাব,,,
পড়ে থাকবে শুধু মন ভরা আক্ষেপ😅💔

__আপসোস এটাই জীবন 😭

কেউ আপনার প্রেমে পা'গল হতে পারে  কিন্তু সে আপনার দায়িত্ব নিতে প্রস্তুত নয়। সেটা ভালোবাসা না।  সে অনেক ভালোবাসে অনেক কিন্...
20/11/2024

কেউ আপনার প্রেমে পা'গল হতে পারে কিন্তু সে আপনার দায়িত্ব নিতে প্রস্তুত নয়। সেটা ভালোবাসা না।

সে অনেক ভালোবাসে অনেক কিন্তু ভালোবাসা ও দায়িত্ব নেওয়ার মাঝে যে সাঁকোটার আপনাদের মাঝে আছে, সে সাঁকোর মাঝে পথে আপনার সাথে দেখা করতে চায় কিন্তু কাছে সাঁকোটা পার হয়ে আপনার কাছে আসতে চায় না কারণ সে জানে তাকে চলে যেতে হবে, সেটাও ভালোবাসা না।ভালোবাসা হলো তাকেই বলে -আপনার জন্য তাকে আপনার কাছে আসতে অনুরোধ করতে হবে না।তাকে বলতে হবে না আমি তোমাকে আমার জীবনে খুব আপন করে চাই।

কারণ ভালোবাসা হলো মহাবিশ্বের মাঝে সবচেয়ে সুন্দর অনুভূতি যে অনুভব করবে সে পৃথিবীর সমস্ত বাঁধা পেরিয়ে আপনার কাছে পৌঁছাবে।🌿🖤

18/11/2024

ডায়েরি পাতায় আজ জমাট বাঁধা স্মৃতি,
ভোরের কুয়াশা হয়ে ছুঁয়ে যায় তোর চোখ কোণ হাজার কথার মাঝে আমার নামটা,
একদিন ভুলে যাবে তোর মুঠোফোন।।💔🥀

18/11/2024

নিজেকে এমনভাবে স্বার্থপর বানাবো আমার প্রতি যেনো কারোও কোনো মায়া না জন্মায় 🥀🥀💔💔

17/11/2024

I gained 5 followers, created 45 posts and received 132 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

17/11/2024

যে পুরুষ আমার, তাকে একান্তই আমার হতে হবে,
সেখানে অন্য কোনো নারীর বিন্দুমাত্র অস্তিত্বও আমি সহ্য করবো না ।🖤

17/11/2024

কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো..! ভাঙ্গা স্বপ্ন, ভাঙ্গা মন আর ভেতরে ভেতরে ভেঙেচুরে গুঁড়ো গুঁড়ো হওয়া উপরে এক আস্ত মানুষ..!

রংহীন, স্বপ্নহীন, মায়াহীন জীবন টা বয়ে বয়ে ক্লান্ত হয়ে নেতিয়ে গিয়ে আবার শক্ত হয়ে সোজা হয়ে উঠে দাঁড়ানো যার রোজকার রুটিন..! বিশুদ্ধ বাংলায় আমরা তাদের বলি খাঁটি সুখী মানুষ.!

এই মানুষ গুলোর জীবনে ঋতু তো বদলায় কিন্তু বসন্ত আসে না। দিন তো হয় কিন্তু সূর্য ওঠে না। রোজ নিয়ম করে সকাল তো হয় কিন্তু সেই সকালে শিউলি ফোটে না। সোনা রোদে মনের উঠোন ঝলমল করে চমকে ওঠে না..! চৌকাঠে সুখ এসে বাসা বাঁধে না।

এই মানুষ গুলো রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠা নয়নতারা বা অন্য ফুলগুলোর মত.! অযত্নে ধূলো জমে গেলেও বেড়ে ওঠে নিজের নিয়মে.! যত্ন না পেলেও সৌন্দর্য বিলাতে ভোলে না.!

রেল লাইনের পাশে যুগের পর যুগ মাথা উচু করে দাঁড়িয়ে থাকা বকুল , কৃষ্ণচূড়া বা শিমুল গাছের মত..! ঝড় ঝাপটা যতই হোক - নিজে ভেঙে গিয়েও অন্যকে ছায়া দিয়ে ভোলে না.!

এই মানুষ গুলো কখনও আকাশের মত দূর থেকে সঙ্গ দেয়, কখনও পাহাড়ের মত ঢাল হয়ে দাঁড়ায়, আবার বৃষ্টি হয়ে শীতল করে যায় মনমরা দিন গুলোতে..! কারণে অকারণে এই মানুষগুলো রোদের মত হাসতে জানে.! তুমি ওদের দুঃখ টের পাবে না..!

তবে আঘাত পেলে বা দরকার হলে এরাই আবার বিধ্বংসী হতে জানে.! তুফান হয় তোলপাড় করে দিতে জানে.! আগলে রাখা থেকে পিষে ফেলতে জানে.! এরা যতটা ভালবাসতে জানে ততটা ঘৃণা করতে জানে.! কাছে টানতে জানলে তাকে নিমিষে দূরে ঠেলতে জানে.!

এরা আঘাত সহ্য করতে জানে তবে বেইমানি না.! ভুল মাফ করলেও বিশ্বাস ঘাতকের ক্ষমা নেই এদের কাছে.! এদের জীবনে বেঈমানের না থাকে কোনো জায়গা আর না তো কোনো অস্তিত্ব.! এই মানুষ গুলোর ঘৃণা আর ভালবাসা দুটোই অদ্ভুত রকমের ভয়ংকর সুন্দর..!

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when FR.jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FR.jannat:

Videos

Share