বৈশ্বিক কোন্দল

বৈশ্বিক কোন্দল use your life be diligent

শিক্ষা পৌছায় উন্নতির শিখড়ে আর সেটা হয়তো সুশিক্ষার মাধ্যমে না হয়তো দূর্নীতির মাধ্যমে,, আমরা এটা জানি যে নিজের কর্মফল নিজেই ভোগ করতে হবে।

05/08/2024

দয়া করে কোনো জায়গায় হিন্দু ভাইদের সাথে খারাপ ব্যবহার করবেননা। কোথাও এরকম দূর্ব্যবহার শুনতে না পাই, যদি কোনো দুষ্কৃতকারী এরকম কাজ করে তাকে প্রতিহত করতে হবে।

ফ্যাক্ট : দুষ্কৃতকারী নিজেদের মধ্যে দ্বন্দ্ব, উচ্ছৃঙ্খল তৈরী করতে এ কাজ করতে পারে।

05/08/2024

গণভবনের দরজা খোলা রেখে উনি কোথায় গেলেন আমরা অপেক্ষায় আছি তাকে মিষ্টিমুখ করাইতে হবে।।

এসব কথার পেচ বুঝেন নাই, দুমুখো যেনো কিছুই জানেনা এরা।
03/08/2024

এসব কথার পেচ বুঝেন নাই, দুমুখো যেনো কিছুই জানেনা এরা।

03/08/2024

এদের প্রতি স্যালুট❤️

02/08/2024

অভিনেতা এবং মডেল আসাদুজ্জামান ❤️❤️




whose arrested
Stop government and leave your government

হায় আল্লাহ 🥲🥲🥲🥲
16/07/2024

হায় আল্লাহ 🥲🥲🥲🥲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছে। ভুল দেশে জন্মগ্র...
16/07/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছে। ভুল দেশে জন্মগ্রহণ করেছিলেন ভাই জাতি আপনাকে ভুলবে না, আপনার মৃত্যু বিফলে যাবে না।

31/07/2023

না দেখলে মিস করবেন এতো সুন্দর আল্লাহর প্রকৃতির দৃশ্য।।

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
25/07/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

22/07/2023

Alhamdulillah 600 like and 1.1k followers complete ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰😍😍👍

20/07/2023

ইংলিশ...ইংলিশ 😈 সেই ইন্টারভিউ। দেখলেই বাস্তবতা নাড়াদেয়। সত্যি কি যোগ্যতার মাপকাঠি কি এই ইংলিশ নামক ভাষাতে👍

19/07/2023

এই বেটারা বজ্জাত, কবে শুদরাবি আর দেশটাকে শুদরাবে? কবি বলেছেন, তোমরা বড় হলে দেশের মঙ্গল।। তবে এই কথার উল্টো হচ্ছে এখন, এখন আমরা বড় হলে হই আওয়ামী লীগ 👎👎

18/07/2023
নোবেল জয়ী বিখ্যাত কবি পাবলো নেরুদা। তুমি সব ফুল ছিড়ে ফেলতে পারোকিন্তু বসন্ত আসবেইতুমি তাকে কখনো ঠেকাতে পারবেনা .!১৯০৪ সা...
17/07/2023

নোবেল জয়ী বিখ্যাত কবি পাবলো নেরুদা।

তুমি সব ফুল ছিড়ে ফেলতে পারো
কিন্তু বসন্ত আসবেই
তুমি তাকে কখনো ঠেকাতে পারবেনা .!

১৯০৪ সালের ১২ই জুলাই চিলির সান্তিয়াগোর ৩৫০ কিমি দক্ষিণের লিনারেস প্রদেশের (বর্তমান বৃহত্তর মাউলে অঞ্চল) পাররাল শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা হোসে দেল কারমেন রেইয়েস মোরেলস একজন রেলওয়ের কর্মকর্তা এবং মাতা রোসা নেফতালি বাসোয়ালতো ওপাজো একজন বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান বিখ্যাত নোবেল জয়ী কবি ও রাজনীতিবিদ। তাঁর প্রকৃত নাম ছিল নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। পাবলো নেরুদা প্রথমে তাঁর ছদ্মনাম হলেও পরে নামটি আইনি বৈধতা পায়।

কৈশোরে পাবলো নেরুদা" এই ছদ্মনামটি গ্রহণ করেন। ছদ্মনাম গ্রহণের পশ্চাতে দুটি কারণ ছিল। প্রথমত, ছদ্মনাম গ্রহণ ছিল সে যুগের জনপ্রিয় রীতি; দ্বিতীয়ত, এই নামের আড়ালে তিনি তাঁর কবিতাগুলি নিজের পিতার কাছ থেকে লুকিয়ে রাখতেন।

পাবলো নেরুদার পিতা ছিলেন কঠোর মনোভাবাপন্ন ব্যক্তি। তিনি চাইতেন তাঁর পুত্র কোনো "ব্যবহারিক" পেশা গ্রহণ করুক। নেরুদা নামটির উৎস চেক লেখক জান নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস হলেন পল ভারলেইন।

পাবলো নেরুদাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী লেখক মনে করা হয়। তাঁর রচনা অনূদিত হয়েছে একাধিক ভাষায়।

নেরুদার সাহিত্যকর্মে বিভিন্ন প্রকাশ শৈলী ও ধারার সমাবেশ ঘটেছে। একদিকে তিনি যেমন লিখেছেন টোয়েন্টি পোয়েমস অফ লাভ অ্যান্ড আ সং অফ ডেসপায়ার-এর মতো কামোদ্দীপনামূলক কবিতা সংকলন।

, তেমনই রচনা করেছেন পরাবাস্তববাদী কবিতা, ঐতিহাসিক মহাকাব্য, এমনকি প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহারও। তার কবিতায় নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয় সহজেই ফুটে উঠতো।

১৯৭১ সালে নেরুদাকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাঁকে এই পুরস্কার প্রদান নিয়েও বেশ বিতর্কের সৃষ্টি হয়।

অনেক অনেক গুণীজন তার কবিতার প্রচুর প্রশংসা করেছেন, এরমধ্য কলম্বিয়ান ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস একদা নেরুদাকে "বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি" বলে বর্ণনা করেন।

১৯৪৫ সালের ১৫ জুলাই, ব্রাজিলের সাও পাওলোর পাকিম্বু স্টেডিয়ামে কমিউনিস্ট বিপ্লবী নেতা লুইস কার্লোস প্রেস্টেসের সম্মানে ১০০,০০০ লোকের সামনে ভাষণ দেন নেরুদা।

নোবেল পুরস্কার গ্রহণ করার পর চিলিতে ফিরলে সালভাদর আলেন্দে এস্ত্যাদিও ন্যাশোনালে ৭০,০০০ লোকের সামনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান কবি পাবলো নেরুদাকে।

জীবদ্দশায় নেরুদা একাধিক কূটনৈতিক পদে বৃত হয়েছিলেন। একসময় তিনি চিলিয়ান কমিউনিস্ট পার্টির সেনেটর হিসেবেও কার্যভার সামলেছেন।

কনজারভেটিভ চিলিয়ান রাষ্ট্রপতি গঞ্জালেস ভিদেলা চিলি থেকে কমিউনিজমকে উচ্ছেদ করার পর নেরুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এই কঠিন সময়ে তাঁর বন্ধুরা পাবলো নেরুদাকে চিলির বন্দর ভালপারাইসোর একটি বাড়ির বেসমেন্টে কয়েক মাসের জন্য অত্যন্ত গোপনীয়তার সাথে লুকিয়ে রাখেন।

পরে গ্রেফতারি এড়িয়ে মাইহু হ্রদের পার্বত্য গিরিপথ ধরে পাবলো নেরুদা পালিয়ে যান আর্জেন্টিনায়। কয়েক বছর পরে নেরুদা সমাজতন্ত্রী রাষ্ট্রপতি সালভাদর আলেন্দের এক ঘনিষ্ঠ সহকারীতে পরিণত হন।

চিলিতে অগাস্তো পিনোচেটের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময়েই ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিক ভাবে পর্যুদস্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নেরুদা।

তিন দিন পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়
পাবলো নেরুদার। জীবন্ত কিংবদন্তি নেরুদার মৃত্যুতে স্বাভাবিকভাবেই সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পিনোচেট নেরুদার অন্ত্যেষ্টিক্রিয়াকে জনসমক্ষে অনুষ্ঠিত করার অনুমতি দেননি। যদিও হাজারে হাজারে শোকাহত চিলিয়ান সেদিন পিনোচেটের কার্ফ্যু ভেঙে পথে ভিড় জমান।

এতো বাধাবিপত্তির পড়েও পাবলো নেরুদার অন্ত্যেষ্টি পরিণত হয় চিলির সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রথম গণপ্রতিবাদের চপোটাঘাতে। লাখো জনগণের বিশাল জমায়েত ভালো ভাবেই বুঝিয়ে দেয় তা।

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানাই।

(গুগল সহায়তায় সম্পাদিত)

15/07/2023

Alhamdulillah,, 900 follower complete target a lot❤️❤️❤️❤️❤️❤️❤️

চাঁদপুরের এই ছবিটি বিশ্বের কাছে চাঁদপুরকে পরিচিত করে দেয়ার জন্য যথেষ্ট। লোকেশন বড় স্টেশন,চাঁদপুর
15/07/2023

চাঁদপুরের এই ছবিটি বিশ্বের কাছে চাঁদপুরকে পরিচিত করে দেয়ার জন্য যথেষ্ট। লোকেশন বড় স্টেশন,চাঁদপুর

অভিনন্দন তাওহীদ হৃদয়, বাংলাদেশের হয়ে প্রথম টি টুয়েন্টি জয়ের নায়ক🇧🇩👏 ওকে যতো দেখি বোধ হয় বাংলাদেশের পরবর্তী সুপারস্টার মন...
15/07/2023

অভিনন্দন তাওহীদ হৃদয়,
বাংলাদেশের হয়ে প্রথম টি টুয়েন্টি জয়ের নায়ক🇧🇩👏 ওকে যতো দেখি বোধ হয় বাংলাদেশের পরবর্তী সুপারস্টার মনে হয় তার মধ্যে এই কুয়ালিটি বিদ্যমান।❤️

13/07/2023

আপনি কি জানেন Bangladesh এর পূর্ণ রুপ কী?

B=Blood (রক্তে)
A=Achieve (অর্জিত )
N=Noteworthy( স্মরনীয়)
G=Golden (সোনালী)
L=Land (ভূমি)
A=Admirable (প্রশংসিত)
D=Democratic (গনতান্ত্রিক)
E=Evergreen (চীরসবুজ )
S=Sacred (পবিত্র)
H=Habitation (বাসভূমি)

Address

N/A Baralekha, Moulvibazar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when বৈশ্বিক কোন্দল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বৈশ্বিক কোন্দল:

Videos

Share