পিয়াইন দর্পণ-Piyan Darpan

পিয়াইন দর্পণ-Piyan Darpan মাতৃভূমিকে ভালবেসে স্বাধীনতার পক্ষে কথা বলে
(11)

18/12/2023
18/12/2023
16/12/2023

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন,কিশোর কিশোরী ক্লাব তোয়াকুল, গোয়াইনঘাট সিলেট এর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও দেশের সংগীত পরিবেশনা অনুষ্ঠিত...
* পরিচালনায়: আবৃত্তি শিক্ষক : মতিউর রহমান (দুলাল);
* উপস্থিতি : ৪০ জন, * নাস্তা: কলা কেক ।।

আজকের,  দৈনিক পূণ্যভূমি...
11/12/2023

আজকের, দৈনিক পূণ্যভূমি...

গোয়াইনঘাটে নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠকঃগোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি মতিউর রহমান (দুলাল): সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জ...
10/12/2023

গোয়াইনঘাটে নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠকঃ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি মতিউর রহমান (দুলাল): সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের শেষ দিনে (১০ ডিসেম্বর) রোববার সকাল ১১টায় বারহাল গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পরিবারপরিকল্পনা ভিজিটর মিছিরা বেগমের সভাপতিত্বে শামীম আহমদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষক রহমত উল্ল্যাহ, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাংবাদিক আব্দুল মালিক, মা ও শিশু সহায়তা কর্মসূচির উপজেলা সমন্বয়কারী ত্রিদিপ কুমার চক্রবর্তী, এম আই এস মনিটরিং অফিসার দ্বীপায়ন দাস, ট্রেনিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে,মা ও শিশু সহায়তা কর্মসূচির এনডিপির সহায়তায় অনুষ্টিত বৈঠকে বিপুল সংখ্যক মহিলারা উপস্হিত ছিলেন।।

10/12/2023

COUNT ME IN
F 2 F
A K Risan DA DA Mira Queen
Mavic's Personal vlog Gloire Nguala Onyi Prof. Chegras Evelyn Zangi Kamrul is back

10/12/2023

শ্রমিক সংকট গোছাবে এখন...

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস পালন
10/12/2023

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস পালন

🛍️  #মায়ের_দোয়া_ফেব্রিক্স ™️🥻👘👗🙎‍♂️ প্রোঃ জুবেল আহমদ📲 মোবাইল: 0️⃣1️⃣7️⃣2️⃣3️⃣1️⃣6️⃣2️⃣1️⃣6️⃣4️⃣🛍️ এখানে আনরেডি থ্রি-পিছ ...
09/12/2023

🛍️ #মায়ের_দোয়া_ফেব্রিক্স ™️🥻👘👗
🙎‍♂️ প্রোঃ জুবেল আহমদ
📲 মোবাইল: 0️⃣1️⃣7️⃣2️⃣3️⃣1️⃣6️⃣2️⃣1️⃣6️⃣4️⃣
🛍️ এখানে আনরেডি থ্রি-পিছ ও থান কাপড়
পাওয়া যায় 👘👗🥻
⏬ ১৭২নং, হাসান মার্কেট, বন্দর বাজার সিলেট‼️

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবসে জয়ীতা নারীর পদক প্রদান: //গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস পালন:গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি মতিউ...
09/12/2023

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবসে জয়ীতা নারীর পদক প্রদান: //
গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস পালন:

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি মতিউর রহমান (দুলাল): জয়িতা তুমার জীবন সংগ্রামে নানা প্রতিকুলতা আর বাধাবিপত্তি অতিক্রম করে অর্থনৈতিক ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনে উপজেলার শ্রেষ্ঠ জয়ীতা পদক পেলেন গোয়াইনঘাটে জাহানারা ও পরতেঙ্গা। বেগম রোকিয়া দিবসে তাদের এই সম্মনানা প্রাদন করা হয়।
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হচ্ছেন উপজেলার নিজধরগ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী জাহানারা বেগম এবং চাকুরী ক্ষেত্রে সফল নারী হলেন হাদারপার গ্রামের ভবেশ বিশ্বাসের স্ত্রী পরতিঙ্গা রানী বিশ্বাস।
৯ ডিসেম্বর গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় তাদের জয়ীতা নারীর সম্মাননা দেয়া হয়। সকাল ১১টায় উপজেলা কনফারেন্সের হলে ভার প্রাপ্ত ইউএনও তানভীর হোসেনের সভাপতিত্বে শামীম আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিদায়ী ইউএনও তাহমিলুর রহমান। তিনি বলেন আমাদের মায়েরা সমাজের সর্বক্ষেত্রে অগ্রনী ভূমীকা পালন করছেন। এই এলাকায় পিছিয়ে থাকলে চলবে না। শিক্ষা অর্জন করে নিজ অধিকার আাদয় করতে হবে। সকল প্রতিকুলতার মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। সভায় উপস্থিত ছিলেন নারী নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, প্রশিক্ষক রহমত উল্ল্যাহ সাংবাদিক আব্দুল মালিক, দুপ্রক সভাপতি ইউছুফ কামাল, মা ও শিশু সহায়তা কর্মসূচি এনডিপি প্রজেক্টের দীপায়ন দাস, হুমায়ূন কবির, কিশোর কিশোরী ক্লাবের ছাত্র ছাত্রী সহ ও স্হানীয় সাংবাদিকবৃন্দ। পরে অতিথিরা জয়ীতা নারীদের সম্মানা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও অতিথিদের নেতৃত্বে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচীতে উপজেলার নারী সংগঠনের নেতৃবৃন্দ সরকারী কর্মকর্তা কর্মচারী এনজি প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।।

||:গোয়াইনঘাটে সিএনজির অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান||:*পিয়াইন দর্পন ডেস্ক: সিলেটের গোয়াইন...
07/12/2023

||:গোয়াইনঘাটে সিএনজির অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান||:

*পিয়াইন দর্পন ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে হঠাৎ করে সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করে যাত্রী হয়রানী করছে কতিপয় সিএনজি চালকরা। এসব হয়রানি বন্ধ করতে এলাকার ভুক্তভোগী যাত্রীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।

৪ঠা ডিসেম্বর উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের প্রায় অর্ধশত লোকের স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কতিপয় স্বার্থন্বেষী লোকজন তাদের স্বার্থে হঠাৎ করে যাত্রী প্রতি ভাড়া ১০ টাকা বাড়িয়ে দেয়। উপজেলার হাকুর বাজার থেকে গোয়াইনঘাট পর্যন্ত মাত্র ৭ কিঃ মিঃ রাস্তার ভাড়া ছিলো ২০ টাকা। যা হঠাৎ করে সিন্ডিকেটের মাধ্যমে ১০ টাকা বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকায়। যার ফলে চালকের সাথে যাত্রীদের বাকবিতন্ডায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা রয়েছে। নির্বাচনকে পুঁজি করে শিক্ষার্থী যাত্রী সাধারণের কথা চিন্তা না করে ভাড়া বাড়ানো হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ বিষয়টি জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

গোয়াইনঘাট সিএনজি উপ-পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান জানান, হাকুর বাজারের ৭/৮ মৌজার ময়-মুরুব্বিদের সাথে আলোচনা করে আমরা দুই-তিনটি বৈঠকের মাধ্যমে গত শুক্রবার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। ২০০৬ সাল থেকে বর্তমান পর্যন্ত কোন ভাড়া বৃদ্ধি হয় নাই। তিনি বলেন, বর্তমান বাজারে গাড়ির পার্টস সহ জিনিসপত্রের যে দাম, একজন গাড়ি চালকের জীবন-জীবিকার বিষয়টিও চিন্তা মাথায় রাখতে হবে। সেই তুলনায় ৩০ টাকা কোন অতিরিক্ত ভাড়া নয় বলে তিনি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান বলেন, স্মারকলিপি আমি এখনো দেখিনি। তদন্ত করে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজার এলাকায় ৫ টাকা ভাড়ার দ্বন্দ্বে এক এক যাত্রী অটো চালকের হাতে খুন হন। এর আগে সতি গ্রামের এক সিএনজি চালক ভাড়া নিয়ে দ্বন্দ্বের কারণে প্রাণ হারিয়েছেন ।।

:||গোয়াইনঘাট এসোসিয়েশন দো-লা  ফ্রান্সের কমিটি গঠন সম্পন্ন||:গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি মতিউর রহমান (দুলাল)::গোয়াইনঘাট এ...
07/12/2023

:||গোয়াইনঘাট এসোসিয়েশন দো-লা ফ্রান্সের কমিটি গঠন সম্পন্ন||:

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি মতিউর রহমান (দুলাল)::
গোয়াইনঘাট এসোসিয়েশন দো-লা ফ্রান্সের (২০২৩-২০২৪) সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ৫ ডিসেম্বর ফ্রান্সের ক্যাথসীমা সোনার বাংলা রেস্টুরেন্টে ফ্রান্সে অবস্থানরত সিলেটের গোয়াইনঘাট উপজেলার সকল প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন দো-লা ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে গোয়াইনঘাট উপজেলার ফ্রান্সে অবস্থানরত বিভিন্ন শহরের লোকজন উপস্থিত থেকে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ফ্রান্সে গোয়াইনঘাটের নতুন কমিটি ঘোষণা করেন।

এতে উপস্থিত ছিলেন— উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রধান উপদেষ্টা ফখর উদ্দিন, বিধান চন্দ্র ধর, মোজাম্মিল আলী, তারেক আহমদ সহ আরো অনেকে।

সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ ফখরুদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল হোসেন বাবলা ও সালেহ আহমেদ'র এর পরিচালনায় উপস্থিত ছিলেন— শাহীন উদ্দীন, মাস্টার শাজাহান, কুতুব উদ্দিন, খুরশেদ আহমদ, সেলিম আহমদ, হোসাইন আহমদ, কাউসার আহমেদ সাজু, সাইফুর রহমান, মনজুর আহমেদ, মাওলানা আব্দুর রহিম, আব্দুস সাত্তার, আলতাফ হোসেন, জাহাঙ্গীর আলম, মামুনুর রশিদ সহ আরো অনেকে।

উক্ত সমাবেশে সর্বসম্মতিক্রমে গোয়াইনঘাট এসোসিয়েশন দো-লা ফ্রান্সের সভাপতি আব্দুল বাতেন সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ,
যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর শহীদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী বাদশা। শীঘ্রই গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন দো-লা ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে উপস্থিত নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছেন এবং গোয়াইনঘাটের সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের সার্বিক সফলতা ও অগ্রগতি নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন ।।


|||নতুন শিক্ষা কারিকুলাম|||০১। সাপ্তাহিক ছুটি ২ দিন। ০২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।০৩। ক্লাস 3 এর আগে কোনো...
06/12/2023

|||নতুন শিক্ষা কারিকুলাম|||

০১। সাপ্তাহিক ছুটি ২ দিন।
০২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
০৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
০৪। এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
০৫। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
০৬। হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি।

০১। - বাংলা
০২। - ইংরেজি
০৩। - গণিত
০৪। - জীবন ও জীবিকা
০৫ - বিজ্ঞান
০৬। - সামাজিক বিজ্ঞান
০৭। - ডিজিটাল প্রযুক্তি
০৮। - ধর্মশিক্ষা
০৯। - ভালো থাকা
১০। - শিল্প ও সংস্কৃতি

২০২৪ এ নবম শ্রেণি
২০২৬ এ এসএসসি
২৫-২৬ শিক্ষাবর্ষ এইচ এস সি ২৭

ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট ।।

সিলেটের ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন|| *[বিশেষ প্রতিনিধি]সিলেটের ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মস্থল...
06/12/2023

সিলেটের ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন||

*[বিশেষ প্রতিনিধি]
সিলেটের ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন
সিলেট বিভাগের ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। সোমবার তাদের রদবদলের প্রস্তাব নির্বাচন কমিশনের সম্মতির জন্য পাঠানো হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীক বদলির এ আদেশ দেন।

এর মধ্যে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমাকে সিলেটের ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানাকে হবিগঞ্জের চুনারুঘাটে, সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানকে হবিগঞ্জের বাহুবলে, হবিগঞ্জ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিককে গোয়াইনঘাটে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামকে সিলেটের জৈন্তাপুর উপজেলায় এবং জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রদবদল করা হয়েছে।

এ ব্যাপারে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীক বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিশাখার এক আদেশে এসব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রদবদল করা হয়েছে ।।

04/12/2023

:::||গোয়াইনঘাটে আপন ছেলেকে দা দিয়ে কূ*প মারার দায়ে বাবা গ্রে*ফ*তার|| :::

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন হাটগ্রামে বাবার দা এর কূ*পে আহত স্কুল পড়ুয়া ছেলে মাহফুজ।
৩ ডিসেম্বর রাত ৭:০০ ঘটিকার সময় নিজ বসত ঘরে দা দিয়ে কূ*প দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ছেলেকে দা দিয়ে কূ*প দেয় বাবা সারোয়ার হোসেন সুমন। প্রায়ই ম*দ্য পান করে নে*শা*গ্রস্থ থাকেন।
আহত ছেলে হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার তদন্ত ওসি মেহেদী হাসান। মামলা রুজু প্রক্রিয়াধীন ।।

* বিদ্র: ফেইসবুকের কপিরাইট নিয়মের কারনে ক্লিয়ার ছবি দেয়া সম্ভব হয়নি, কমেন্ট বক্স দেয়া হলো।

@ফলোয়ার @হাইলাইট করুন পিয়াইন দর্পণ Piyan Darpan
02/12/2023

@ফলোয়ার @হাইলাইট করুন
পিয়াইন দর্পণ Piyan Darpan

জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের কোন আসনে পার্থী কারা
02/12/2023

জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের কোন আসনে পার্থী কারা

01/12/2023

সারা সিলেটে ৪৮সহ সিলেট-৪ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪জন...⤵️

01/12/2023

সিলেট -৪
(গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পনীগঞ্জ) আসন থেকে একক ভাবে আওয়ামিলীগের মনোনয়ন জমা দিলেন মন্ত্রী ইমরান আহমদ...⤵️

Daily Punnovumi
01/12/2023

Daily Punnovumi

Daily Punnovumi
01/12/2023

Daily Punnovumi

Imran Ahmad, Sylhet 4
30/11/2023

Imran Ahmad, Sylhet 4

আজকের দৈনিক পূণ্যভূমি...দৈনিক পূণ্যভূমি Daily Punnovumi
30/11/2023

আজকের দৈনিক পূণ্যভূমি...
দৈনিক পূণ্যভূমি Daily Punnovumi

29/11/2023

Assalamuyalaykum
plz help
Flow mi
back 2 back

গোয়াইনঘাটে নতুন গ্যাস কূপের সন্ধান, এলাকাবাসীর মনে আশার সঞ্চার... আজকের- দৈনিক পূণ্যভূমি
28/11/2023

গোয়াইনঘাটে নতুন গ্যাস কূপের সন্ধান, এলাকাবাসীর মনে আশার সঞ্চার...
আজকের- দৈনিক পূণ্যভূমি

Address

Gowainghat
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when পিয়াইন দর্পণ-Piyan Darpan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পিয়াইন দর্পণ-Piyan Darpan:

Videos

Share



You may also like