The Nomad - যাযাবর

The Nomad - যাযাবর একজন অসম্পূর্ণ মানুষ যেমন অসম্পূর্ণ দর্জির আধ সেলাই করা জামা কিংবা কবিতার অমীমাংসিত বাক্য বিন্যাস 😕

12/06/2024

বেধে কখনো ভালোবাসা আটকানো জায়না 🙂

আসলেই সুন্দর ছিল 🍂🫤
11/06/2024

আসলেই সুন্দর ছিল 🍂🫤

08/06/2024

এম সি কলেজ ক্যাম্পাস সিলেট 🌼🖤

07/06/2024

মা ল মা লো জি /Ma lo ma lo ji 🌼🥰

04/06/2024

একটা সময়ের পর মানুষ
নিজেকে গুটিয়ে ফেলতে থাকে।
তার সুখ-দুখ হাসি-কান্না এসব কিছু
প্রকাশ করার চাইতে লুকিয়ে রাখতেই
স্বাচ্ছন্দ্য বোধ করে তখন।
তুমুল মুখকাটা স্বভাবের মানুষটাও
তখন কথা গিলতে শেখে যায়।

মানুষ বড় হতে হতে
বড় বেশি একা হয়ে যায়।

আমাদের বৃষ্টিতে ভেজা'র একটা শৈশব ছিলো 🖤
28/05/2024

আমাদের বৃষ্টিতে ভেজা'র একটা শৈশব ছিলো 🖤

⚊"স্নিগ্ধ বেলী ফুল ❯ 🦋🤍🪽
27/05/2024

⚊"স্নিগ্ধ বেলী ফুল ❯ 🦋🤍🪽

21/05/2024

কথা জমিয়ে রাখতে নেই
আত্তার ক্যান্সার হয়..!

16/05/2024

এখনো কি রাত হলে
তাহাদের কথা ভাবো.?🥺

সরল মানুষ ঠকে বেশি 😊
24/04/2024

সরল মানুষ ঠকে বেশি 😊

11/04/2024

🥰🥰

10/04/2024

আসসালামু আলাইকুম
ঈদ মোবারক 🌙🤍

মানুষ যত্নে আঁটকায়  🖤
01/04/2024

মানুষ যত্নে আঁটকায় 🖤

01/04/2024

বেঁচে থাকাটাই অনেক বড় কঠিন কাজ,মরে যাওয়া টাই অতিব সহজ এবং শান্তির..
এই জন্য হয়তো এতো সুইসাইড এর মাত্রা বেরে যাচ্ছে সহজ পদ্ধতি বলে😅

28/03/2024

তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ-দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন কর-আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড কর।
~বিড়াল।

28/03/2024

ভাতের অভাব যে চিনে ফেলে, সে জানে জীবন কতটা নির্মম।
জীবন সহজ নয় ❤️‍🩹

25/03/2024

সব হারিয়েও যে মানুষ ধরে
হাসতে শেখার বায়না
জীবনের পথে সে আর কখনো
হারানোর ভয় পায় না।

23/03/2024

এই পৃথিবীতে আসলে কেউই ভালো নেই! কারো হয়তো অনেক টাকার দরকার, আবার কারো হয়তো ফ্যামিলিতে প্রবলেম! অনেকেই আবার নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে করতে রাতে ঘুমোতে পারে না! আবার কেউ হয়তো প্রিয় মানুষ টাকে হারিয়ে রাতে ডিপ্রেশনে একা একা কাঁদছে! কেউ আবার প্রিয় মানুষকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে! কেউ হয়তো বারবার ব্যর্থ হয়ে সফলতার আশাই ছেড়ে দিয়েছে! আবার কেউ হয়তো খুব কম বয়সেই পরিবারের জন্য নিজের ইচ্ছে গুলো চেপে রেখেছে! কেউ হয়তো হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে! আবার কেউ হয়তো মৃত্যুর জন্য অপেক্ষা করছে!🖤

12/03/2024

আমারে ভুইলা জাইয়েন না প্লিজ 🙏🏻
ভুল কইরাও যদি ভুইলা যান,
আমি জানলে কষ্ট পামু।🥺
জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো,
আমরা মনে রাইখা দেই।
এই যেমন দূরে পথে হাঁটতে গিয়া
কবে কোথাও কোন পথে হোঁচট খাইলাম ,
অদেখা তারকাঁটায় লাইগা
শখের জামাটা ছিঁড়া গেল।
ভীড়ের ভেতর লোকাল বাসে উঠার সময়,
না দেখা কেউ একজন হাতটা ধইরা টাইনা তুললো।
এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে ,
যা মনে না রাখলেও চলতো।
কিন্তু আমাদের মনে থাকে।🙂

আপনি আমারে ভুইলা যাইয়েন না প্লিজ🙏🏻
মনের এক কোনায় রাইখা দিয়েন।
ফুল হইয়া যাওয়া ফোনের স্টোরেজের মতো,
যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হইয়া যায়।
যদি স্টোরেজের অপ্রয়োজনীয় কিছু ডিলিট করা লাগে,
আপনি অন্য কিছু ডিলিট কইরেন,
তবুও আমারে থাকতে দিয়েন মনে।
যত্নে রাখেন কিংবা অযত্নে।

11/03/2024

রমজান মোবারক 🤍

09/03/2024

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হরিপুর গ্যাসফিল্ড, সিলেট 🤍

কেউ কথা রাখেনি ------সুনীল গঙ্গোপাধ্যায়কেউ কথা রাখেনি, তেত্রিশ বছরকাটলো, কেউ কথা রাখেনি।ছেলেবেলায় এক বোষ্টুমি তারআগমনী গ...
05/03/2024

কেউ কথা রাখেনি
------সুনীল গঙ্গোপাধ্যায়
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখেনি।
ছেলেবেলায় এক বোষ্টুমি তার
আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল,
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু
শুনিয়ে যাবে।
তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল
কিন্তু সেই বোষ্টুমী আর এল না
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।
মামা বাড়ির মাঝি নাদের
আলি বলেছিল,
বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল
দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে!
নাদের আলি, আমি আর কত বড় হবো?
আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর
তুমি আমায় তিনপ্রহরের বিল দেখাবে?
একটাও রয়ালগুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের
গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস-উৎসব
অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ন
কঙ্কনপরা-পরা ফর্সা রমনীরা কত রকম আমোদে হেসেছে,
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন,
দেখিস, একদিন আমরাও....
বাবা এখন অন্ধ, আমাদের
দেখা হয়নি কিছুই
সেই রয়্যালগুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবে না!
বুকের মধ্যে সুগন্ধি রুমাল
রেখে বরুনা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রান নিয়েছি,
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম!
তবুও কথা রাখেনি বরুনা,
এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী!
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখে না!

03/03/2024

বট বৃক্ষ ছায়ার মত জিনি আগলে রাখেন তিনি হলো বাবা 🖤

02/03/2024

শৈশব আমারে প্রায়ই ডেকে বলে, বড় না হতে চেয়েছিলি? এইতো বড় হয়ে গেছিস, এখন কেমন লাগে? আমি শৈশব রে কিভাবে বুঝাই, আমি কখনও এতোটা বড় হতে চাই নাই ।
যতোটা বড় হলে হাউমাউ করে কাঁদা যায় না। ব্যথা পেলেও চিৎকার দেওয়া যায় না। কারণ অকারণে আব্বারে জড়ায়া ধরা যায় না। জ্বর আসলে কপালে মায়ের হাত খুঁজে পাওয়া যায় না। আমি কখনও এতোটা বড় হতে চাই নাই। এই বয়সের ভার আমার অসহ্য লাগে। আমি শৈশব রে কিভাবে বুঝাই, আমি কখনও এতোটা বড় হতে চাই নাই।

The Nomad - যাযাবর

29/02/2024

~নৃত্য শিল্পী সমাপ্তি তালুকদার 🖤

29/02/2024

জীবন আয়নার মত। তুমি ভেংচি কাটলে এটাও তোমাকে ভেঙ্গাবে, তুমি হাসলে এটা তোমাকে অভিবাদন জানাবে। ❤️🌼

__আডলফ হিটলার

অতীত আজও নিষ্পেষিত                 ভবিষ্যতেও মুক্তি নেই,সেসব মানুষ ভীষণ সুখী               যাদের স্মৃতিশক্তি নেই।~ The N...
27/02/2024

অতীত আজও নিষ্পেষিত
ভবিষ্যতেও মুক্তি নেই,
সেসব মানুষ ভীষণ সুখী
যাদের স্মৃতিশক্তি নেই।

~ The Nomad - যাযাবর

26/02/2024

যা চেয়েছি, যা পাবো না
----- সুনীল গঙ্গোপাধ্যায় 🖤

26/02/2024

তোমাকে বলা হয় না, এসব মন খারাপের কোলাহলে কেমন আছি আমি। জানানো হয় না, কোথায় কতদূর থাকি আমি। কেবল ব্যথারাই জানে আমার ভিতর জমা কত কথা। কত জমা কথার ভীড়ে হারিয়ে গেছি আমি। শুনেছি তোমার সুখের আলমারিতে নাকি নতুন জামদানি শাড়ি । নতুন মানুষ জন, নতুন সংসার। নতুন সব আহ্লাদ, আনন্দ মেটানোর শরীর!
দিব্যি ভালো আছো তুমি । ভালোই থাকো। তোমার সুখে কোন লোভ নাই আমার। তবে তোমাকে আরও একটা বার দেখার লোভ আমারে তীর্থের কাকের মতো অপেক্ষা করায় ।

23/02/2024

জীবন এতোটা সহজ নয় যে,
চাইলে নিজের ইচ্ছেমতো কা'টানো যাবে।
আবার জীবন এতোটাও ক'ঠিন নয় যে,
তাকে মানিয়ে চলা যাবে না।

জীবন জীবনের মতো।
জীবনকে জীবনের মতো
মেনে নিতে পারলেই জীবন সুন্দর।
জীবন সত্যিই সুন্দর!

লেখা : পাথুরে মূর্তি

Address

Sylhet
3360

Telephone

+8801643463025

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Nomad - যাযাবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share