Ajker Sylhet- আজকের সিলেট

Ajker Sylhet- আজকের সিলেট Today's Sylhet is determined to highlight the local news of Sylhet, today's Sylhet will highlight the inside news.

12/08/2024

স্বাধীন নিরপেক্ষ পুলিশ প্রশাসন চায় পুলিশ সদস্যবৃন্দ (পর্ব -১)

10/08/2024

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের জবাব দিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের
চেয়ারম্যান আবুল কাশেম পল্লব

09/08/2024

Ajker Sylhet

08/08/2024

আওয়ামীলীগ গণতান্ত্রিক বড় দল আছে এবং থাকবে। আওয়ামীলীগ মরে যায় নি- জয়

আওয়ামীলীগ নিশ্চিন হওয়ার মতো দল না।
আমি এবং আমার পরিবার সবদা আওয়মীলীগের
পাশে আছি এবং থাকবো। আওয়ামীলীগ ও
সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর অমানবিক নির্যাতন বন্ধের অনুরোধ করছি।

”অনিদিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষা”অনির্দিষ্টকালে জন্য স্থগিত করা হয়েছে এইচএসসি  ও সমমানের পরীক্ষা। বুধবার (৭ আগ...
07/08/2024

”অনিদিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষা”

অনির্দিষ্টকালে জন্য স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বুধবার (৭ আগষ্ট) শিক্ষা মন্ত্রনালয়ের সরকারী মাধ্যমিক শাখা-২ এর উপ-
সচিব সাইয়েদ এ. জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্ছমাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে আগামী ১১ আগষ্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

র‌্যাবের নতুন মহাপরিচালক শহিদুর রহমানর‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ কে...
07/08/2024

র‌্যাবের নতুন মহাপরিচালক শহিদুর রহমান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ কে এম শহিদুর রহমানকে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদবির এই কর্মকর্তা বর্তমানে সদর দফতের সংযুক্ত।

বুধবার (৭ আগষ্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখার উপ সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি বিষয়টি জানানু হয়।

এতে আরোও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

আর মাস দুয়েক আগে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া ব্যারিস্টার মো. হারু-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

১৪ দিন পর ফেসবুক-টিকটক পরিসেবা চালু হলো
31/07/2024

১৪ দিন পর ফেসবুক-টিকটক পরিসেবা চালু হলো

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, সরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
28/07/2024

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, সরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাজ্যের চেস্টার সিটির ডেপুটি মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি শিরিন আক্তার।যুক্তরাজ্যের চেস্টার সিটি মেয়র অফিস হলে...
22/05/2024

যুক্তরাজ্যের চেস্টার সিটির ডেপুটি মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি শিরিন আক্তার।

যুক্তরাজ্যের চেস্টার সিটি মেয়র অফিস হলে ডেপুটি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিরিন আক্তার।
রোববার (১৯ মে) তিনি শপথ নেন।

সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্ল্যা ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় কন্যা শিরিন আক্তার।

২০২৩ সালের ৪ মে স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ‘চেস্টার সিটির আপটন’ এলাকা থেকে প্রথম মুসলিম বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রথম বারের মতো কাউন্সিলার বিজয়ী হওয়ার পর থেকেই চেস্টার সিটি কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন শিরিন।

চেস্টারের ইতিহাসে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র হয়েছেন, কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে শিরিন বলেন, চেস্টার সিটির ইতিহাসে আমিই প্রথম বাংলাদেশী মুসলিম ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছি। এতে আমি অনেক অনেক খুশি। দোয়া করবেন আমি যেনো ভালোভাবে কাজ করে যেতে পারি। রাজনীতির পাশাপাশি কমিউনিটির নানা কাজ সফলভাবে যেন সম্পন্ন করতে‌ পারি।
ব্রিটেনের মূলধারার রাজনীতিতে তরুণদের আসার আহ্বান জানিয়ে শিরিন আক্তার আরও বলেন, আমার মতে তরুণদের রাজনীতিতে আসা দরকার। তারা এলে ভালো করতে পারবে বলে আমার বিশ্বাস। আমাদের কমিউনিটি থেকে আরো কাউন্সিলার দেখতে চাই। যা কিছু সহযোগিতা লাগে আমি করব।

বাংলাদেশি বংশোদ্ভূত শিরিন আক্তারের জন্ম যুক্তরাজ্যে হলেও ছোট বেলায় তিনি বিশ্বনাথের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর লেখাপড়া করেন। পরবর্তীতে বাবা-মায়ের সাথে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে মাস্টার্স সম্পন্ন করেন।

বর্তমানে তিনি সেখানে বিভিন্ন সামজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। এ ছাড়া শিরিন আক্তারের নির্বাচনী প্রচারণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী রেজওয়ানা সিদ্দিক টিউলিপসহ বাঙালি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেছিলেন।

শিরিন আক্তার যুক্তরাজ্যে ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় বাঙালি কমিউনিটির পাশাপাশি নিজ জন্মভূমি বিশ্বনাথ তথা সিলেটে থাকা আত্মীয় স্বজনদের মধ্যেও আনন্দের বন্যা বইছে।







যৌক্তিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণের দাবী উপশহর ভ্রাতঃভ্রমণ ক্লাবের=========================================সিলেট সিটি কর্...
13/05/2024

যৌক্তিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণের দাবী উপশহর ভ্রাতঃভ্রমণ ক্লাবের
=========================================

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অসহনীয় হোল্ডিং ট্যাক্স নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে শাহজালাল উপশহর ভ্রাতঃভ্রমণ ক্লাব। গত শনিবার নগরীর একটি হোটেলে ক্লাবের এক জরুরি প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নতুন করে নির্ধারিত হোল্ডিং ট্যাক্স নাগরিকদের তীব্রভাবে ক্ষুব্ধ করেছে। এত উচ্চহারে ট্যাক্স প্রদান কারো পক্ষে সম্ভব নয়। অবিলম্বে অযৌক্তিক ট্যাক্স প্রত্যাহার করে বাস্তবতার আলোকে যৌক্তিক ট্যাক্স নির্ধারণের সিটি মেয়রের প্রতি আহবান জানান।

শাহজালাল উপশহর ভ্রাতঃ ভ্রমণ ক্লাবের সভাপতি প্রফেসর আব্দুল ওয়াহিদেও সভাপতিত্বে ও সেক্রেটারি হেলাল উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রফেসর আব্দুস সোবহান, আলহাজ সাদ উদ্দিন, ফয়জুল লাইস, সাবেক ব্যাংকার আবুল আহমদ, ইঞ্জিনিয়ার মাহমুদুর রশিদ মাছরুর, মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা আব্দুল মুকিত লস্কর প্রমুখ। সভা শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

আগামী ৫ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিম...
09/05/2024

আগামী ৫ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

তিনি আরো জানান, বঙ্গবন্ধুর কূটনৈতিক তৎপরতার স্বাধীন বাংলাদেশে প্রাথমিকভাবে ৬ হাজার ৮৭ জন কর্মী বিদেশে পাঠানো হয়। সর্বশেষ ২০২২-২৩ সালে তা বেড়ে ১১ লাখ ২৬ হাজার ৬০ জনে উন্নীত হয়েছে। বুধবার (৮ মে) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য এম. আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া। এ খাতের গুরুত্ব অপরিসীম। অধিকহারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে এ পর্যন্ত বিশ্বের ১৭৬টি দেশে থেকে কর্মী পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ভিসা দালাল ও মানবপাচার সংক্রান্ত কোনো গুরুতর অভিযোগ এ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়। এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট আন্তঃমন্ত্রণালয় ভিজিলেন্স টাস্কফোর্স কমিটি (ভিটিএ) অভিযান পরিচালনা করছে। আর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন প্রকার অপরাধে জড়িত রিক্রুটিং এজেন্ট, মধ্যস্বত্ত্বভোগী ব্যক্তি ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দণ্ড প্রদান করছে।
সরকারি দলের সদস্য মাহবুব উর রহমানের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘প্রবাসে মৃত প্রতিটি কর্মীর পরিবারকে ৩ লাখ টাকা হারে আর্থিক অনুদান দেওয়া হয়। ২০২২-২৩ অর্থ বছরে প্রবাসে মৃত ৬ হাজার ১৮৮ জন কর্মীর পরিবারকে ১৮৩ কোটি ৫০ লাখ ৭৭ হাজার ২৮৮ টাকা বিতরণ করা হয়েছে। প্রবাসে কোনো কর্মী মারা গেলে বিমান বন্দরেই তার স্বজনের হাতে লাশ পরিবহন ও দাফনের জন্য ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়। এ বাবদ ২০২২-২৩ অর্থ বছরে ৪ হাজার ১৪৩ জনকে ১৪ কোটি ৫০ লাখ ৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।’







Follow plzz
20/09/2023

Follow plzz

41 likes, 3 comments. “phn lukanu 😄😄”

10/07/2023

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঠাঁল কেনাকে কেন্দ্র করে ৩ জন নিহত ও আহত ৩০ জন।

10/07/2023

তারুণ্যের সমাবেশে হটাৎ অসুস্থ হয়ে যাওয়ায় সিলেট জেলা বিএনপি‘র সভাপতি জনাব কাইয়ুম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর ।

13/06/2023

নিভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান জানালেন
এড. সামসুজ্জামান জামান।






12/06/2023

সিলেট হকার্স পূর্ণঃবাসন করবেন বলে প্রতিশ্রুতি দিলেন
নৌকা মার্কার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।






12/06/2023

হামলার কারণ নিজেই জানালেন
বরিশাল সিটি কর্পোরেশনের হাতপাখার মেয়র প্রার্থী
মুফতি সৈয়দ ফজলুল করিম চরমোনাই। Barisal City Corporation Election





11/06/2023

সুনির্দিষ্ট করে আমার কোন প্রশ্নের উত্তর দেন নি
প্রধান নির্বাচন কমিশনার-মাহমুদুল হাসান
( হাতপাখা মার্কায় ) মেয়র প্রার্থী, সিলেট সিটি কর্পোরেশন।






11/06/2023

আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে
নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পক্ষে
সিলেটে আলীম ওলামারা নির্বাচনী প্রচারণা ও লিফলেট ভিতরন করছেন।






10/06/2023

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

ঢাকা সিলেট মহাসড়কের নাজির বাজারে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় জানামতে  ১৫ জনের মর্মান্তিক মৃত্যু, আশংকা জনক অবস্হায় আহত বাকিদের...
07/06/2023

ঢাকা সিলেট মহাসড়কের নাজির বাজারে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় জানামতে ১৫ জনের মর্মান্তিক মৃত্যু, আশংকা জনক অবস্হায় আহত বাকিদের কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

Ajker Sylhet- আজকের সিলেট

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু |
06/06/2023

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু |

পানি জীবণ
30/05/2023

পানি জীবণ

29/05/2023

‘সার্টিফিকেট পোড়ানো’ সেই তরুণীকে চাকরি দিলো আইসিটি মন্ত্রণালয় | Mukta sultana

#চাকুরি
#আইসিটি

28/05/2023

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যা বললেন
সংরক্ষিত নারী কাউন্সিলর (৭,৮,৯ নং ওয়ার্ড)
সিলেট ‍যুব মহিলা লীগের ভাইস- প্রেসিডেন্ট
>

#কাউন্সিলর
#সিলেটসিটিনির্বাচন
#সংরক্ষিতমহিলাকাউন্সিলর
#সিলেটসিটিকর্পোরেশন
#নির্বাচন

Address

Laldigirpar
Sylhet
3100

Telephone

+8801726691158

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajker Sylhet- আজকের সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajker Sylhet- আজকের সিলেট:

Videos

Share