22/12/2024
🚨বিপিএল আপডেট :- এবার বিপিএল কনসার্ট
হবে ৩ যায়গাতেই।
২৩ ডিসেম্বর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গান গইবেন রাহাত ফতেহ আলী খান। তাঁর সঙ্গে থাকবেন বাংলাদেশের ইতিহাসের সেরা সংগীতশিল্পী আসিফ আকবর, জেফার, মুজা ও ব্যান্ড মাইলস,ওয়ারফেজ। এ ছাড়া, দেশের অনেক জনপ্রিয় শিল্পীদের সঙ্গে কথা চলছে। চূড়ান্ত হলেই তাঁদের নাম জানাবে বিসিবি।
২৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠানের পর ২৫ তারিখে সিলেটে ও ২৭ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিপিএলের সংগীত উৎসবের পরবর্তী অংশ। সিলেটের তারিখ চূড়ান্ত হলেও চট্টগ্রামের তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে বিসিবি সূত্র। এ দুই আয়োজনেও থাকবেন আসিফ, মুজা, জেফাররা। তাঁদের সঙ্গে গাইবেন স্থানীয় শিল্পীরা।