এস বাংলা টিভি

এস বাংলা টিভি যে কোন প্রয়োজনে পেইজের ইনবক্সে নক দিতে পারেন

গর্বিত এক পুলিশ সদস্য আব্দুল আজিজ। পেশাগত দায়িত্বের আগে ছিলেন একজন স্কুল শিক্ষক। তখন থেকে শিখেছেন মানুষের সেবামূলক কাজ ...
17/01/2025

গর্বিত এক পুলিশ সদস্য আব্দুল আজিজ। পেশাগত দায়িত্বের আগে ছিলেন একজন স্কুল শিক্ষক। তখন থেকে শিখেছেন মানুষের সেবামূলক কাজ করা। খোঁজ নিয়ে জানা যায় যেকোনো সময় অসহায় দারিদ্র মানুষের পাশে পাওয়া যায়। ছাত্র আন্দোলনের সময় লা'শ দা'ফ'ন, অসহায় মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া, প্রতিবন্ধী মানুষদেরকে হুইল চেয়ার এবং গরিব ছাত্র-ছাত্রীদেরক হাতে বই, খাতা ও কলম উপহার দিয়ে পড়াশোনায় সহযোগিতা করতেন। খোঁজ নিয়ে আরো জানা যায় অন্যায়কারীদের সাথে কোন সময় আপোষ করেন নাই তিনি। যু'দ্ধ'বাজদের জন্য তিনি ছিলেন একটি হাইড্রোজেন বো'মা। চাকরি জীবনে পেয়েছে মানুষের বাহবা, অজস্র ভালোবাসা ও সম্মান। তারই ধারাবাহিকতায় কাজ করেন হতদরিদ্র মানুষকে নিয়ে। করুনাকালীন সময় এবং ২০২২ এর বন্যার সময় নিজের বেতনের টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সেটা প্রমাণ করেছিলেন টাকা হলেই মানুষের সেবা করা যায় না, মন থাকতে হয়। কোনদিন শুনি নাই মানববন্ধন করে পুলিশকে জায়গায় ফিরিয়ে নেওয়া হয়। তাইতো আব্দুল আজিজকে সাধারণ মানুষ নাম দিয়েছেন গরিবের একজন মানবিক পুলিশ।
যে কোন মানুষকে বুকে টেনে নেন তিনি। বিভিন্ন জায়গা থেকে আব্দুল আজিজ কে দেখতে অনেক মানুষই ছুটে আসেন।
একটি উদাহরণ রাখি আপনাদের কাছে,
আসার পথে গাড়ি ছিল না যখন তার চোখ পড়ে ওই মানুষগুলোর উপর পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক সেবায় নিয়োজিত হয়ে পুলিশের গাড়ি দিয়ে তাদেরকে তাদের জায়গায় দিয়ে আসেন। তাইতো পুলিশ সদস্য আব্দুল আজিজ এখন অনেকের কাছেই মানবিক পুলিশ হিসেবে খ্যাত।

17/01/2025

ছাত্র জনতার উপর বল/প্র/য়ো/গ/ক/রে পুলিশ এবং কি দাওয়া পাল্টা দাওয়া

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলেন যারা জুলাই আগস্টে সিলেটে নিরস্ত্র ছাত্র জনতার উপর/গু/লি/চা/লা/য় তাদেরকে বিভিন্ন থানায় এখনো দেখা যাচ্ছে এবং কি সিলেটে চাকরিতে বহাল আছে তাদের বিচারের দাবি করতেছে
২৪ শে জুলাই আগস্টে

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে ছয় শিক্ষার্থী ও এক পথ...
17/01/2025

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে ছয় শিক্ষার্থী ও এক পথচারীসহ কমপক্ষে মোট সাতজন আহত হয়৷ দেখুন ছবিঘরে👇
"কিছু সেটেলারের দাবির মুখে নতুন পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ বাদ দেয়া হয়েছে। আদিবাসী শব্দ ও গ্রাফিতি বইয়ে ফিরিয়ে আনতে হবে।”
- আদিবাসী ছাত্র সংগ্রাম কমিটির সহ-সভাপতি এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য আলিক মীর

"অতীতে একটি গোষ্ঠী কৌশলে আদিবাসী শব্দ নিয়ে বিতর্ক তৈরি করে। আর এখন প্রকাশ্য চাপ দিয়ে ওই শব্দ বাতিল করা হয়। কোনো গোষ্ঠীর দাবির মুখে এনসিটিবি রাতারাতি পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ বাদ দেয় কীভাবে? এর মাধ্যমে সরকারের নৈতিক অবস্থান এবং ভিত্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়।”- মানবাধিকার কর্মী নূর খান

বিস্তারিত পড়ুন এই লিংকে 👉 https://p.dw.com/p/4pFJE

16/01/2025

আমরা/রা/জা/কা/র/নয় নতুন করে যদি আবার⁉️

খেলতে চান আপনাদেরকে জাতির ডাস্টবিনে নিক্ষেপ করবে
প্রতিবেদক ফরহাদ হাসান
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ইনবক্সে নক করুন

#বাংলাদেশ এস বাংলা টিভি Daily Bangla News

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নার্সিং কর্মকর্তা কর্মস্থলে না থেকেও প্রতারণার মাধ্যমে মাসের পর মাস বেতন...
15/01/2025

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নার্সিং কর্মকর্তা কর্মস্থলে না থেকেও প্রতারণার মাধ্যমে মাসের পর মাস বেতন উত্তোলন করেছেন। আবার

২১ টা ৫১ মিনিট, ১৫ জানুয়ারি ২০২৫

কর্মস্থলে না থেকেও বেতন নিচ্ছেন ১৬ নার্সিং কর্মকর্তা

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নার্সিং কর্মকর্তা কর্মস্থলে না থেকেও প্রতারণার মাধ্যমে মাসের পর মাস বেতন উত্তোলন করেছেন। আবার কেউ কেউ ২২ মাস পর্যন্ত কৌশলে বেতন উত্তোলন করেছেন। বেতনভোগী ১৬ জনের বেশিরভাগই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
এদিকে সূত্র জানায়, ওসমানী হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের মধ্যে ৪৩ জন কর্মস্থলে নেই। তবে এই ৪৩ জনের মধ্যে ১৬ জন কর্মস্থলে না থেকেও মাসের পর মাস বেতন ভোগ করেছেন।

যে ১৬ জন মাসের পর মাস বেতন নিয়েছেন এরা হলেন- সিনিয়র স্টাফ নার্স মো. ইউসুফ, মো. আব্দুর রহমান, লিপি রানী, আওলাদ হোসেন মাসুম, জাহেদ আহমদ, এম এফ কে জান্নাত, একরামুল হক, রুনা, কামরুন্নাহার, ঝিলি ধর, মোহাম্মদ আলী আশরাফ, মো. শাহিন মিয়া, শামীমা জান্নাত, জান্নাতুল ফেরদাউস, মোছা. শিরীন সুলতানা ও লাভলী বেগম।

আরও পড়ুন: গায়ে ধাক্কা লাগায় চিকিৎসককে মারধর, ভাঙল দাঁত

মূলত তারা কর্মস্থলে না থেকেই প্রতারণার মাধ্যমে বেতন-ভাতা উত্তোলন করেছেন,এর মধ্যে সর্বোচ্চ এম এফ কে জান্নাত ২২ মাসের বেতন ও ৬টি বোনাস পর্যন্ত উত্তোলন করেছেন। সম্প্রতি বিষয়টি নজরে এলে গত ৮ জানুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। এ নোটিশে ১৬ জনকে প্রতারণার মাধ্যমে উত্তোলনকৃত বেতন-ভাতার সম্পূর্ণ টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়।

পরবর্তীতে এ বিষয়ে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ তাপাদার জানান, গত ৮ জানুয়ারি নোটিশটি এসেছে। নার্সিং কর্মকর্তাদের মাঝে ৪৩ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন । এর মধ্যে ১৬ জন কৌশলে তাদের বেতন-ভাতা উত্তোলন করিয়েছেন। বিষয়টি জানতে পেরে এসব বেতন-ভাতার সব টাকা ফেরত দিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে।

15/01/2025

লাইভ>>>বয়ান পেশ করছেনঃ হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা।

14/01/2025

Live এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে

আমরা সবাই শপথ করি'চাঁ'দা'বা'জি করবো না বলেন মিজানুর রহমান আজহার

14/01/2025

এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে অবশেষে কি ব্যা'খ্যা দিলেন,
ড. মিজানুর রহমান আজহারী

13/01/2025

জিদ করার কারণে আজকে এতটুকু আসতে পেরেছি!!!

সরাসরি কথা হয়নি কোনদিন
পাগল হাসানের জন্য ছুটে আসেন চট্টগ্রামের শিল্পী পারভেজ খান

আমার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে স্টেজ থেকে নামিয়ে দে
সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে বললেন পারভেজ খান
এস বাংলা টিভি
Parvez Khan Pagol Hasan

13/01/2025

চট্টগ্রাম কিংসে হোস্ট ইয়াশা সাগর
বেশি করে শেয়ার দিবেন

12/01/2025

সিলেট আজকে কি করেছে সেটা মনে থাকবে!!
বললেন মিজানুর রহমান আজহারী
Mijanur Rahman Azhari

#বিএনপি

12/01/2025

প্রোগ্রাম শেষ একটু আড্ডা দিলাম সবায়,,

#বিএনপি

উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম গ্রেপ্তার এড়িয়ে পালানোর পর সারা দেশে রেড অ্যালার্ট জারি! 🚔ঢাকা মেট্রোপলিটন পুলিশে...
11/01/2025

উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম গ্রেপ্তার এড়িয়ে পালানোর পর সারা দেশে রেড অ্যালার্ট জারি! 🚔

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারের জন্য দেশজুড়ে রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ শাহ আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুত।

👮‍♂️ শাহ আলমের পালানোর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তার খোঁজে পুলিশ তৎপর রয়েছে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

🔗 বিস্তারিত জানুন: [লিংক শেয়ার করুন]

আপনার মতামত জানাতে কমেন্ট করুন। শাহ আলমের গ্রেপ্তারের জন্য আপনার কী ভাবনা? ⬇️

#২৪ঘণ্টা_খবর #শাহ_আলম #রেড_অ্যালার্ট #পুলিশ #বাংলাদেশ #ব্রেকিংনিউজ #ঢাকা #উত্তরা
#বিএনপি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি র সদস্যদের (বিমান বাহিনী) হাতে নির্মম মারধোরে রক্তাক্ত একজন।আহত ব্যাক...
08/01/2025

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি র সদস্যদের (বিমান বাহিনী) হাতে নির্মম মারধোরে রক্তাক্ত একজন।

আহত ব্যাক্তির অভিযোগ, বিমানবন্দরে বিমান বাহিনীর পোষাক পরা ৫/৬ জন ব্যক্তি তাকে মারধোর করেছে।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটিতে (এভসেক) কাজ করে বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া আনসার, পুলিশ সদস্যও আছে। প্রত্যেকে নিজ নিজ বাহিনীর পোষাক পরে দায়িত্ব পালন করে।

08/01/2025

প্রবাসীর উপরে'হা'ম'লা'ক'র'ল??? সবাই শেয়ার করে দিন মতামত জানাবেন কমেন্ট বক্সে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

এস বাংলা টিভি Daily Bangla News #বিএনপি

লন্ডনে বেগম খালেদা জিয়া, বিমানবন্দরে মমতাময়ী মাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।৮ জানুয়া...
08/01/2025

লন্ডনে বেগম খালেদা জিয়া, বিমানবন্দরে মমতাময়ী মাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

৮ জানুয়ারি ২০২৫, বুধবার
#খালেদাজিয়া #বিএনপি #বণপ

এইমাত্র ম'র্মা'ন্তি'ক সড়ক দু'র্ঘট'না'য় মোটরসাইকেল আরোহী নি'হ'ত.....! কিছুক্ষণ আগে ঘন কোয়াশার মাঝে সিলেট তামাবিল মহাসড়ক...
08/01/2025

এইমাত্র ম'র্মা'ন্তি'ক সড়ক দু'র্ঘট'না'য় মোটরসাইকেল আরোহী নি'হ'ত.....!

কিছুক্ষণ আগে ঘন কোয়াশার মাঝে সিলেট তামাবিল মহাসড়কে,হরিপুর উমন পুর ট্রানিং বাস ও মটরসাইকেলের সং*ঘর্ষে হয় এতে ঘটনার স্থলেই এক মটরসাইকেল আরোহী নি*হত হন।

ঘটনার স্থলে সাধারণ মানুষ মোটরসাইকেল আরোহীর কোন পরিচয় পাননি।

07/01/2025

তুমি মোর জীবনের ভাবনা আন্টি

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when এস বাংলা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share