
17/01/2025
গর্বিত এক পুলিশ সদস্য আব্দুল আজিজ। পেশাগত দায়িত্বের আগে ছিলেন একজন স্কুল শিক্ষক। তখন থেকে শিখেছেন মানুষের সেবামূলক কাজ করা। খোঁজ নিয়ে জানা যায় যেকোনো সময় অসহায় দারিদ্র মানুষের পাশে পাওয়া যায়। ছাত্র আন্দোলনের সময় লা'শ দা'ফ'ন, অসহায় মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া, প্রতিবন্ধী মানুষদেরকে হুইল চেয়ার এবং গরিব ছাত্র-ছাত্রীদেরক হাতে বই, খাতা ও কলম উপহার দিয়ে পড়াশোনায় সহযোগিতা করতেন। খোঁজ নিয়ে আরো জানা যায় অন্যায়কারীদের সাথে কোন সময় আপোষ করেন নাই তিনি। যু'দ্ধ'বাজদের জন্য তিনি ছিলেন একটি হাইড্রোজেন বো'মা। চাকরি জীবনে পেয়েছে মানুষের বাহবা, অজস্র ভালোবাসা ও সম্মান। তারই ধারাবাহিকতায় কাজ করেন হতদরিদ্র মানুষকে নিয়ে। করুনাকালীন সময় এবং ২০২২ এর বন্যার সময় নিজের বেতনের টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সেটা প্রমাণ করেছিলেন টাকা হলেই মানুষের সেবা করা যায় না, মন থাকতে হয়। কোনদিন শুনি নাই মানববন্ধন করে পুলিশকে জায়গায় ফিরিয়ে নেওয়া হয়। তাইতো আব্দুল আজিজকে সাধারণ মানুষ নাম দিয়েছেন গরিবের একজন মানবিক পুলিশ।
যে কোন মানুষকে বুকে টেনে নেন তিনি। বিভিন্ন জায়গা থেকে আব্দুল আজিজ কে দেখতে অনেক মানুষই ছুটে আসেন।
একটি উদাহরণ রাখি আপনাদের কাছে,
আসার পথে গাড়ি ছিল না যখন তার চোখ পড়ে ওই মানুষগুলোর উপর পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক সেবায় নিয়োজিত হয়ে পুলিশের গাড়ি দিয়ে তাদেরকে তাদের জায়গায় দিয়ে আসেন। তাইতো পুলিশ সদস্য আব্দুল আজিজ এখন অনেকের কাছেই মানবিক পুলিশ হিসেবে খ্যাত।