মাস্টার মশাই

মাস্টার মশাই Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাস্টার মশাই, Video Creator, Sylhet.

18/09/2022

কবিতার নাম
শালা আমিতো অবাক
______ ______ _____ _____
নিশিরাতে জেগে দেখি,
গাছের ডালে কাক,
শালা আমিতো অবাক!!

চোর ঢুকেছে ঘরের
ভেতর,
দরজা ছিলো ফাঁক?
শালা আমিতো অবাক!

মোবাইল
নিলো,টিভি নিলো,
রিমোট না হয় থাক?
শালা আমিতো অবাক!!

পাচ্ছে যা তা নিচ্ছে ভরে, দুই
হাতেরই
মুঠোয়
করে,
চোরটা তো নির্বাক,
শালা আমিতো অবাক!!

সব মালামাল
বস্তা ভরে,
চোর
পালালো চুরি করে,
যাক না চলে যাক,
শালা আমিতো অবাক!!

মধ্যরাতে অন্ধকারে,
কুত্তা ডাকে জোরে জোরে,
শিয়ালরা
দেয়
হাক?
শালা আমিতো অবাক!!

ভয়ে শরীর
শিউরে ওঠে,
না জানি আজ
কি যে ঘটে?
আবার ডাকে কাক?
শালা আমিতো অবাক!

হয়নি রাতে তেমন
কিছু,
কোন ভূতই
নেয়নি পিছু,
বেঁচে গেছি যাক......
শালা আমিতো অবাক!

সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো পাড়া চোরকে ধরে মারছে তারা
চোরের মাথায় টাক
শালা এবারতো আমি পুরাই অবাক...!!

16/09/2022

অর্নাস ২য় বর্ষের ফরম ফিলাপ শুরু...

Application QualificationCandidate must have passed HSC / equivalent examination to apply for degree 1st year admission....
16/09/2022

Application Qualification

Candidate must have passed HSC / equivalent examination to apply for degree 1st year admission. Candidates must have the following qualifications to apply for admission in BA, BSS, BSc and BBS pass courses.

Candidate should have passed HSC / equivalent examination in 2019/2020/2021. Applicants must have minimum GPA 2.00 including 4th subject in HSC level.
Candidate has to pass SSC / equivalent examination in 2017/2018/2019. Candidates should have minimum GPA of 2.00 including 4th subject at SSC level.
SSC and HSC pass students from Bangladesh Open University can also apply.

Date of Degree 1st Year Form Fill 2022In this paragraph, you will find some important times and dates. About the complet...
16/09/2022

Date of Degree 1st Year Form Fill 2022

In this paragraph, you will find some important times and dates. About the completion of degree 1st-year exams which will be very useful for you later.

Online Form Fill Up Start (By Student): 11th September 2022
Form Fill Up End: 11th October 2022
Student data confirmation (By College): 16th October 2022 to 18th October 2022
Pay fee by Sonali Seba (By College): 23rd October 2022 to 24th October 2022
Document submission date: 13th October 2022

04/09/2022

১ থেকে ১০০১ পর্যন্ত সবগুলো সংখ্যার গড় কত?
শর্তঃ অবশ্যই একদম খাতা কলম ছাড়া ৩০ সেকেন্ডে বলতে হবে। খাতায় অঙ্ক করে বলা যাবে না।

04/09/2022

সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তি গুলো আসছে....

#এনএসআই নিয়োগ সার্কুলার।

#বেবিচক নিয়োগ সার্কুলার।

#৪৫তম বিসিএস সার্কুলার।

#মাধ্যমিক শিক্ষক নিয়োগ সার্কুলার। (পদ ৭০০)

#দুদকের সার্কুলার।

#প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার। (৪০ হাজার)

#অডিটর ও জুনিয়র অডিটর নিয়োগ।

কোনো ব্যাকডেট থাকবে না

SSC Physics MCQ Suggestion 2022 পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় mcq১. নিচের কোনটি মৌলিক একক?ক. লুমেনখ. জুলগ. মোলঘ. নিউটন২. দৈর্ঘ...
04/09/2022

SSC Physics MCQ Suggestion 2022

পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় mcq

১. নিচের কোনটি মৌলিক একক?
ক. লুমেন
খ. জুল
গ. মোল
ঘ. নিউটন

২. দৈর্ঘ্যরে একক নির্ধারণে কার ভূমিকা রয়েছে?
ক পানির
খ. লোহার
গ. আলোর
ঘ. তাপমাত্রার

৩. আদর্শ এক কিলোগ্রাম ভরের সিলিন্ডারের উচ্চতা ও ব্যাস কত?
ক ৬.৯ সে. মি.
খ. ৬.৩ সে. মি.
গ. ৩.৯ সে. মি.
ঘ. ৩.৬ সে. মি.

৪. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কী?
ক জুল
খ. নিউটন
গ. প্যাসকেল
ঘ. কেলভিন

৫. দীপন তীব্রতার একক কোনটি?
ক কেলভিন
খ. অ্যাম্পিয়ার
গ. ক্যান্ডেলা
ঘ. মোল

৬. পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়?
ক. শক্তির সংরক্ষণশীলতা নীতি
খ. বল বৃদ্ধিকরণ নীতি
গ. লিভারের নীতি
ঘ. উপরের সবগুলো

৭. পদার্থবিজ্ঞানে কীসের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর উদঘাটন করা হয়?
ক. পর্যবেক্ষণ
খ. পরীক্ষণ
গ. বিশ্লেষণ
ঘ. উপরের সবগুলো

৮. কোন সূত্র ব্যবহার করে আর্কিমিডিস ধাতুর ভেজাল নির্ণয় করেন?
ক. লিভারের নীতি
খ. জ্যামিতিক উপপাদ্য
গ. পরমাণু তত্ত্ব
ঘ. তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল

৯. চুম্বকত্ব নিয়ে গবেষণা এবং তত্ত্ব প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন-
ক. রবার্ট হুক
খ. স্নেল
গ. ডা. গিলবার্ট
ঘ. হাইগেন

১০. আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে?
ক. হাইগেন
খ. স্নেল
গ. রবার্ট হুক
ঘ. ভন গুয়েরিক

02/09/2022
01/09/2022

হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস!

অথচ ৫/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হত।

সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে প্রত্যাশা ,পাঞ্জেরী, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৫/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রূপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস,পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক,চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি,গ্রুপিং করা,শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষককের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।
লেখা - তৌকি হাসান
সংগ্রহীত

উচ্চ মাধ্যমিক: পরীক্ষা ছাড়া এইচএসসির ফল দিতে আইনের সংশোধন হচ্ছে১১ জানুয়ারি ২০২১আপডেট হয়েছে ৩ ঘন্টা আগেজেএসসি এবং এসএস...
11/01/2021

উচ্চ মাধ্যমিক: পরীক্ষা ছাড়া এইচএসসির ফল দিতে আইনের সংশোধন হচ্ছে

১১ জানুয়ারি ২০২১

আপডেট হয়েছে ৩ ঘন্টা আগে

জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারণ করা হবে।

জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারণ করা হবে।
বাংলাদেশে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষার ফল আগামী ২৮শে জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এর আগে জানানো হয়েছিল, জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারণ করা হবে।
গত ৭ই অক্টোবর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন যে, এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

24/05/2020

SSC -একাদশ শ্রেণী ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা -২০২০ইং || XI admission -2020

18/05/2020

#অাবার_দেখা_হবে_অামাদেরই_ছোট্ট_গায়ে_তোমারই_সাথে.....

ছোট্টগল্পঃ নীলের নীলাঞ্জনা
লেখাঃ @শুভ্র দাস

অামি নীল। ব্যস্ত শহুরে বেড়ে ওঠা, অামার জীবনের অনেকটা সময়।
সেই ছোট্ট বেলায় পাড়াগাঁয়ে থেকে যে উঠে এসেছি, অার কখনো গ্রামের বাড়িতে যাওয়া হলো না অামার।
কেমন জানি, ভূলে গেছি গ্রামের সে-ই রুপালী ধানের শীষ, সবুজ মাঠ, কলকাকলির কিচিরমিচির শব্দ, ভূলে গেছি গ্রামের ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর গুলো, ভূলে গেছি গ্রামীন প্রকৃতি-কে।

এখনো মাঝে মধ্যে অাম্মা বলে অামাকে, নীল অামরা যখন শহুরে এসেছি।
তখন, তর বয়স ছিলো ১০-১২ বছর।
তর লেখাপড়া ও অাব্বার চাকুরির জন্যই গ্রামীন জনগোষ্ঠীকে ছেড়ে অাসতে হয়েছিল অামাদেরকে।

দেখতে দেখতে কেটে গেলো গুটিকয়েক বছর।
পাড়াগায়ের, সবকিছুই যেন অামার স্মৃতিতে নিছক কল্পনা হতে তাকলো।

অবসর সময়ে, তুলি রং নিয়েই বসে বসে একে যেতাম কল্পনার স্মৃতি গুলো।
কখনো, গ্রামের গাছ-গাছালি, পশু-পাখি, সবুজ মাঠ, অাকাঁবাকা রাস্তা ও খেটে খাওয়া মানুষের ছবি।

কল্পনা থেকে ভেসে আসা ছবি গুলো, দেওয়ালের খানিকটা স্থান জোড়ে নিতো।

ব্যস্ততার মাঝে বেড়ে ওঠা সেই নীল, অাজ অনেকটা বড় হয়ে গেলো।
সে এখন, বুঝতে শিখেছে প্রকৃতিকে, দারিদ্র্য দুর্দশায় জরজরিত মানুষ গুলোকে বুকে টেনে নিতে শিখেছে।

অাকাঁবাকা পথে চলতে শিখেছে।।

গ্রীষ্মের ছুটিতে অনেক দিন পর গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য এক দীর্ঘ পরিকল্পনা করা হলো।
ভোর বেলাতে নীল ও তার পরিবার রোহানা দিলেন গ্রামের বাড়ির উদ্দেশ্য, যাত্রাপথে প্রথমে বাসে করে, তার পর কিছু দূর পর্যন্ত গরুরগাড়ি করে পৌঁছালো তাদের গ্রামের বাড়ি।।

গ্রামের মানুষরা এঁকে এঁকে তাদের দেখতে এলো।
সবার সাথে, ভাব বিনিময় হলো।

গ্রীষ্মের রৌদ্র দুপুরে, নীল গ্রামের এদিক ওদিক বেড়াতে লাগলো।

রৌদ্র দুপুরে, ক্লান্ত হওয়ার কারণে তীব্র পানি পিপাসা পেল।

পিপাসা মেটানোর জন্য গ্রামের একটি বাড়িতে উঠলো, উঠানে দাড়িয়ে উঁচু স্বরে বলতে লাগলো বাড়িতে কেউ কি অাছো?

একটু জল খাবো, তীব্র পিপাসা পেয়েছে অামার।

অামাকে একটু জল দাও অামায় ?

কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক এসে বললেন, অাচ্ছা বাবা তোমাকে জল দিচ্ছি, রৌদ্র উঠানে দাঁড়িয়ে না থেকে ঘরের ভিতর অাসো।

বৃদ্ধ লোকটি কথা মতো পিপাসার তাগিদে ঘরে গিয়ে বসলাম।।

বৃদ্ধ লোকটি তার ছেলের বউকে সমন্ধ্য করে বলল, লোকটি কে এক গ্লাস জল দাও তো?

দরজার অাড়ালে থেকে মেয়েটি জল হাতে গ্লাসটি বাড়িয়ে দিলো অামার দিকে।
অামি হাত থেকে গ্লাসটি নিয়ে দ্রুত পিপাসা নিবারণ করলাম।

বৃদ্ধ লোকটি সাথে অনেক ক্ষণ গল্পগুজব করলাম।

তখন, অামি লক্ষ্য করলাম কে জানি সেই জানালার পাশ দিয়ে কান পেতে অামাদের কথাগুলো শুনতেছে।
অামি বারবার তাকানোর চেষ্টা করেতেছিলাম তাকে দেখার জন্য, কিন্তু জানালার পাশে তাকা মেয়েটিকে দেখতে পেলাম না।

বারবার অামার মন তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠলো!

ইচ্ছে করছিলো দেখি সেই মেয়েটিকে -
কেন এমন করতেছে অামার সাথে।

ও কি পূর্বের কোন পরিচিত?

চালাকি করে বললাম, অামাকে অার একটা গ্লাস যদি জল দিতেন?

অাবারও দরজার পাশে দেহের এক তৃতীংশ লুকিয়ে হাতটি বাড়িয়ে দিলো অামার দিকে।
অামি পানির গ্লাসের বদলে ওর হাতটি চেপে ধরে বসলাম।।

একি করছেন অাপনি, হাতটা ছাড়ুন।
কেউ দেখে ফেলবেন তো!
অামি বললাম এখানে অন্য কেউ নেই, শুধু তুমি, অামি অার বৃদ্ধ লোক।
সুতরাং, চিন্তার কিছু নেই।

তোমার চেহারা না দেখে কিছুতেই হাতটি ছাড়বো না?
অবাক তো! অচেনা মানুষের হাত ধরে রাখতে লজ্জা করে না?
লজ্জা কিসের, অাপনার লজ্জা করে না লুকিয়ে লুকিয়ে অামার কথাগুলো শুনতে।

এই বলে ওকে, হাত ধরে ঠেনে দরজার বাহিরে নিয়ে এলাম।

একি নীল তুমি এখানে!

ওকি তুমি ওখানে?

অামার ও তো একই প্রশ্ন তুমি এখানে কেন?
এসব পরে বলা যাবে, অাগে বল তুমি এখানে কি রকম।

ওহ্ এইটা অামাদের গ্রাম।
অাব্বা, অাম্মা ও অামি গ্রীষ্মের ছুটি কাটাতে এসেছি।

তুমি জানো নীলাঞ্জনা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর। শহরের অানাছে কানাছে কোথাও বাকি নেই, সর্বত্র অামি তোমাকে পাগলের মতো খুঁজেছি?

তোমাদের পুরনো বাসাতে অনেক বার গিয়েছি,
দারোয়ান কে বলে এসেছি, কখনো ওরা এখানে অাসলে অামাকে জানিয়ে ও।

অপেক্ষা করতে করতে অনেকটি বছর কাটিয়ে দিয়েছি, কখন তোমার দেখা পাই নি।

অাজ বুঝি পিপাসার তাগিদে তোমারই সাথে দেখা?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর, তোমাকে জানাতে ভুলে গেছি, অামার বিয়ে ঠিক হয়েছিল, একটা রেল মাস্টারের সাথে।

অাম্মার জোর জবরদস্তিতে অবশেষে বিয়ে তে রাজি হতে হয়েছিল।
কিছুই করার ছিলো না তখন, অার অাম্মা বড় বোনের বাড়িতে থাকেন।
তাই অামার বিয়ের পর ওই পুরোনো বাসা বাড়ি টি অামরা ছেড়ে দিয়েছি।

নীলাঞ্জনা, তোমাকে দেখে কিছুতে অামার বিশ্বাস হচ্ছে না, সেই যে তুমি?
কবে, অামার সামনে দাঁড়িয়ে কথা বলেছিলে।

অাচ্ছা, এই দেখো, তোমার সাথে দেখা হ'য়ে গিয়েছে কিন্তু একটা বারের মতো বলা হলো না তুমি কেমন অাছো নীলাঞ্জনা।

এইতো, ভালো অার কি?

জানো নীল, তোমার দেওয়া চিঠি গুলো অামি হারিয়ে যেতে দেই নি এখনো, চিঠির ভাঁজে লুকিয়ে তাকা তোমার ভালোবাসার সুভাস এখন অামি শুঁকতে পাই।

জানো নীল, কখনো চিন্তা করি নি তোমার সাথে এভাবে অামার দেখা হবে।

নীলাঞ্জনা তুমি তো শুধু নীলের ই।

নীলাঞ্জনা, ভালোবাসা মানে শুধু বৈবাহিক সম্পর্ক নয়, ভালোবাসা মানে এই যে তুমি অামার জীবনের একটা অংশ হিসেবে এখনো রয়ে গেছো।
এটাই ভালোবাসা।

অাজ চললাম, অাবার দেখা হবে আমাদের এই ছোট্ট গায়ে, তোমারই সাথে নীলাঞ্জনা।
হয়তো অন্য কোন বেশে, অন্য কোন খানে।

অামার ভালোবাসা নিও নীল।

ইতি
নীলের নীলাঞ্জনা।

#শুভ্র দাস(অনার্স হিসাব-বিজ্ঞান)
# #তারিখঃ ১২-০৫-২০২০ইং
# # #নীলের_নীলাঞ্জনা

18/05/2020

🔥🔥🔥

18/05/2020
https://youtu.be/aWIalhPTkGE
12/05/2020

https://youtu.be/aWIalhPTkGE

☀☀☀এসএসসি মার্কশীট-সহ রেজাল্ট দেখতে এই লিংক এ ক্লিক করুনঃ http://www.educationboardresults.gov.bd/ ✋এসএসসি রেজাল্ট এর তারিখ ঘোষণা ও রেজাল্...

11/05/2020

😀😀😀

04/05/2020
শেয়ার করুন বেশি বেশি যাতে ছাত্র ছাত্রীদের উপকার হয়?
01/05/2020

শেয়ার করুন বেশি বেশি যাতে ছাত্র ছাত্রীদের উপকার হয়?

♨এসএসসি রেজাল্ট ও এইচএসসি পরীক্ষার নির্দিষ্ট তারিখ ঘোষণা ২০২০ইং||SSC & HSC Students good news 2020|| সূত্রঃ প্রথম আলো ধন্যবাদ ভিডিও টি...

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when মাস্টার মশাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category