KayKobad International TV

KayKobad International TV এটি একান্ত নিজস্ব ফেসবুক ব্লগ।এসব ব্লগে যারা কমেন্ট করেন তার দায়ভার কমেন্টকারীর।

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নিজস্ব প্রতিবেদক: অব্যাহত বৃষ্টিপাতের কারণে ঈদের আনন্দে ভাটা পড়েছে। এখনো ফিরেনি...
01/07/2023

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক:
অব্যাহত বৃষ্টিপাতের কারণে ঈদের আনন্দে ভাটা পড়েছে। এখনো ফিরেনি সিলেটের চিরচেনা রূপ। ঈদের আগের দিন (বুধবার) রাত থেকে শনিবার বেলা আড়াইটা পর্যন্ত অব্যাহত বৃষ্টির ফলে বাড়ছে সিলেটের নদনদীর পানি।


বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকা ও জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বন্যার শঙ্কায় পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছে সিলেট জেলা প্রশাসন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত চার দিনের অব্যাহত বৃষ্টিতে সিলেটে সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন, ধলাই, জাদুকাটাসহ ছোট-বড় সব নদীর পানি কিছুটা বেড়েছে।

ঈদের আগের দিন থেকে সিলেটের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আজ শনিবার (১ জুলাই) সকাল থেকেও তা অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে চলমান বৃষ্টিপাত আরও তিন-চার দিন অব্যাহত থাকবে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তীকালে ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের অবস্থায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

19/06/2023
19/06/2023

দিরাই উপজেলার রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৌম্য চৌধুরী দাদন ব্যাবসায়ীদের চাপে আত্বহত্যা করেছে। তার স্রী দাদন ব্যাবসায়ীদের নামে মামলা করেন--আসামীদের নাম & ঠিকানা দিরাই পৌর এলাকার আনোয়ারপুরের হাবিবুর রহমান হবু। রাজানগরের সজল দাস।পুতুল দাস,অসিত দেব নাথ।

11/06/2023

মেঘের সাথে শীতল বাতাস l সেই ঠাণ্ডাবাতাসটা খুজছিলাম l অবশেষে আজ সকালে বৃষ্টি আর শীতল হাওয়া একসাথে পাচ্ছি ♥
লাক্কাতুরা টি গার্ডেন সিলেট।

05/06/2023

০৪.০৬.২০২৩ ইং আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার পক্ষে BMSS এর আহবানে হোটেল নির্বানা ইন এ মতবিনিময় সভায় বক্তব্য রাখি আমি হাবীবুর রহমান এহসান আজীবন সদস্য BMSS & যুগ্ন সদস্য সচিব আওয়ামীলীগ নিবার্চন পরিচালনা কমিটি ২৪ নং ওয়ার্ড উমর শাহ সেন্টার & সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগর। প্রধান অতিথি হিসাবেব বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদের টানা পাঁচ বারের সফল সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা জননেতা জনাব আহমদ হোসেন।
বিশেষে অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক MD Zakir Hussain ভাই সফল সাধারন সম্পাদক সিলেট মহানগর আওয়ামীলীগ & BMSS এর সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

21/05/2023

সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভা বক্তব্য রাখেন ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জনাব হাবীবুর রহমান এহসান।

15/05/2023

সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সিলেট মহানগরের নেতা হাবীবুর রহমান এহসান, সাংগঠনিক সম্পদক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগর।

HAPPY NEW YEAR2023Habibur rahman ahsanCEO KayKobad International TV Apprentic lawyer sylhet judge court &Founder & Execu...
01/01/2023

HAPPY NEW YEAR2023
Habibur rahman ahsan
CEO KayKobad International TV
Apprentic lawyer sylhet judge court &
Founder & Executive Director
Hotel kaykobad international Airport road,Amberkhana point, sylhet, Bangladesh .......
mobile no---------01729742275

30/12/2022

আলহামদুলিল্লাহ, ৩০/১২/ ২০২২ ইং রোজ শুক্রবার মুহিউস সুন্নাহ শেয়ালা হাওয়র নন্দীরগাও, গোয়াইনঘাট,সিলেট- এ ছাত্র-ছাত্রীদের মধ্যে কম্বল & রেক বিতরণ করব,আল্লাহ যেন সকল আয়োজন কে কবুল করেন, আমীন।

সাপ্তাহিক ছুটি ও বড়দিন মিলে টানা তিন দিনের বন্ধে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন নগরী সিলেট।
23/12/2022

সাপ্তাহিক ছুটি ও বড়দিন মিলে টানা তিন দিনের বন্ধে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন নগরী সিলেট।

আর্জেন্টিনার বিজয় উপলক্ষে  Kaykobad International TV  এর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা ............🥳🥳         ...
19/12/2022

আর্জেন্টিনার বিজয় উপলক্ষে Kaykobad International TV এর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা ............🥳🥳

 # মানবতার স্পর্শে দূর হোক সকল অন্ধকার।২৭/১১/২০২২ ইং১২ তম রক্তদান.. রক্তই হোক শ্রেষ্ঠ দান, বেঁচে উঠুক একটি প্রানবোনের মু...
27/11/2022

# মানবতার স্পর্শে দূর হোক সকল অন্ধকার।
২৭/১১/২০২২ ইং
১২ তম রক্তদান..

রক্তই হোক শ্রেষ্ঠ দান, বেঁচে উঠুক একটি প্রান
বোনের মুখে ফুটুক হাসি, কোলে আসুক নতুন প্রান।
সবাই মিলে এগিয়ে আসি, মোরা রক্ত দিতে ভালোবাসি
মানবতার ডাকে সাড়া দিয়ে,রক্ত দিবো সবাই মিলে।

#আলহামদুলিল্লাহ। মানবতার ডাকে সাড়া দিয়ে জরুরি মুহুর্তে সিমান্তিক ডায়াগনস্টিক সেন্টারে এসে বিআরটিএর কর্মকর্তা স্নেহের নুরুল হুদার সিজারিয়ান বোনের জন্য এবি পজেটিভ লাল ভালোবাসা দান।

দোয়া ও ভালোবাসা রইলো প্রিয় সহযোদ্ধাদের জন্য। আহব্বান থাকলো জীবনে একবার হলেও রক্তদানের।

#রক্তদানের ছবি বিজ্ঞাপন হিসেবে নয় মানবতার মডেল হিসেবে উপস্থাপন করা যাতে আপনারা ও উৎসাহিত হয়ে এগিয়ে আসুন রক্তদানে।

23/11/2022

ফুটবল নিয়ে, বিশ্বকাপ নিয়ে, ফিফার আগাগোড়া নিয়ে কতো বয়ান! আপনি এতো সময় পান কই? এই সময়ে অন্য কোনো কাজ করেন, দেখবেন টাইমলাইনে খেলা নিয়ে মাতামাতি নাই।
যান KayKobad International TV পেইজে অনেক ভিডিও আছে, ওগুলো দেখে সময় কাটান, মজা পাবেন 🥰

অতিরঞ্জিত কোন কিছুই ভালো না।ছবিতে যাকে দেখছেন নাম মতিন। বৃহত্তর নোয়াখালীর সন্তান। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা উড়াত...
18/11/2022

অতিরঞ্জিত কোন কিছুই ভালো না।

ছবিতে যাকে দেখছেন নাম মতিন। বৃহত্তর নোয়াখালীর সন্তান। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই হাত দুই পা হারিয়ে বসেন।
বিশ্বকাপের উত্তেজনা তো শেষ ১ মাসেই কিন্তু মতিনের জীবনের উত্তেজনা আর ফিরেনি।ফিরেনি চঞ্চলতাময় তারুণ্য।মানবেতর জীবন যাপন করে চলছে মতিন।
পরিবার বয়ে চলছে তার গ্লানি।আর্জেন্টিনা, মেসি কিংবা ব্রাজিল,নেইমার আপনাকে দেখভাল করবে না। আপনাকে আপনিই দেখভাল করতে হবে।
এমনও অনেকে আছে তারুণ্যের উত্তেজনায় কত কিছু করে বসে।
কখনো কখনো হাজার মাইল দূরের প্রিয় দল,খেলোয়াডদের সাপোর্ট করতে গিয়ে প্রতিবেশী ভাই বন্ধুকে গালি-তালি দিতেও পিছপা হয় না।
অনেকে ফল বাগান,ফসলি জমি বিক্রি করে অন্যান্য দেশের পতাকা টানাচ্ছেন কঠিনভাবে।
আবেগ যেন বিবেক গিলে না খায় সেই দিকে নজর রাখা জরুরি।

সংগৃহীত

সিলেটে চালু হলো বৈচিত্র্যময় এক রেস্টুরেন্ট! এখানে এলে যে কেউ মুগ্ধ হবেন!!
18/11/2022

সিলেটে চালু হলো বৈচিত্র্যময় এক রেস্টুরেন্ট! এখানে এলে যে কেউ মুগ্ধ হবেন!!

17/11/2022

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
KayKobad International. TV এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Hotel Kaykobad International, Amberkhana Point, Sylhet
Sylhet
3100

Telephone

+8801729742275

Website

Alerts

Be the first to know and let us send you an email when KayKobad International TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KayKobad International TV:

Videos

Share

Category

Nearby media companies