Zakigonj Online Tv

Zakigonj Online Tv Zakigonj Online Tv গণমাধ্যমে গ্রাম গঞ্জের কথা বলে - যোগাযোগ : 01799705627

15/01/2025

ঐতিহাসিক বালাই হাওর থেকে সরাসরি -
আসরের নামাজের দৃশ্য |

15/01/2025

ঐতিহাসিক বালাই হাওর থেকে সরাসরি -

15/01/2025

১৭ তম ঈসালে সওয়াব মাহফিল থেকে সরাসরি ____

15/01/2025

সকাল থেকেই লাখ মুরিদীন মুহিব্বীনদের আগমনে মুখরিত ঐতিহাসিক বালাই হাওর...

14/01/2025

লাখো মানুষকে বরণ করে নিতে প্রস্তুত ঐতিহাসিক বালাই হাওর প্রস্তুত হচ্ছে শিরনী____

14/01/2025

প্রস্তুত বালাই হাওর: আগামীকাল জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়িতে ১৭তম ঈসালে সাওয়াব মাহফিল

Zakigonj Online Tv  তে নিয়োগ বিজ্ঞপ্তি !!সারা জকিগঞ্জের সকল সংবাদ নতুন উদ্যমে এবার আসবে জকিগঞ্জ অনলাইন টিভিতে ।আপনার রিপ...
14/01/2025

Zakigonj Online Tv তে নিয়োগ বিজ্ঞপ্তি !!

সারা জকিগঞ্জের সকল সংবাদ নতুন উদ্যমে এবার আসবে জকিগঞ্জ অনলাইন টিভিতে ।

আপনার রিপোর্টিং দক্ষতাকে কাজে লাগাতে চান?

আমরা খুঁজছি:

•নিউজ রিপোর্টার (পুরুষ/মহিলা)

দক্ষতা: লেখালেখি, অনুসন্ধান, দ্রুত তথ্য সংগ্রহ ও উপস্থাপনা..

👉 আগ্রহীরা Zakiganj Online TV-তে ইনবক্স করুন
👉 কল করুন: +88 01799-705627 অথবা +88 01789-880187

13/01/2025

সিলেট টু জকিগঞ্জ রোডে ট্রাক ও মোটরসাইকেলের সংঘ'র্ষে ১ জন নি-হত আহত ২

জকিগঞ্জে খাদিমান যুব পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ: অর্ধশতাধিক কোরআনে হাফিজকে দেওয়া হবে সংবর্ধনাজকিগঞ্জের ঐতিহ্যবাহী খাদিমা...
13/01/2025

জকিগঞ্জে খাদিমান যুব পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ: অর্ধশতাধিক কোরআনে হাফিজকে দেওয়া হবে সংবর্ধনা

জকিগঞ্জের ঐতিহ্যবাহী খাদিমান যুব পরিষদ একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় খাদিমান মাঠ সংলগ্ন এলাকায় এক জমকালো আয়োজনের মাধ্যমে এলাকার অর্ধশতাধিক কোরআনে হাফিজকে সংবর্ধনা প্রদান করা হবে।

"হাফেজরা সর্বশ্রেষ্ঠ বাণী আল কোরআনের ধারক ও বাহক" – এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে খাদিমান গ্রামের কোরআনে হাফিজদের সম্মানিত করা হবে। যুব পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানের পর বাদ মাগরিব একটি মনমুগ্ধকর গজল সন্ধ্যারও আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন শিল্পীরা গজল পরিবেশন করবেন।

খাদিমান যুব পরিষদের সভাপতি সাংবাদিক তারেক আহমদ জানান, জকিগঞ্জে প্রথমবারের মতো এ ধরনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তিনি জকিগঞ্জের সর্বস্তরের নাগরিকদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

সংগঠনের সদস্যরা আশা করছেন, এই আয়োজনের মাধ্যমে কোরআনের হাফিজদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা পৌঁছে যাবে এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে।

সিলেট টু জকিগঞ্জ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ১ জন নিহত, ২  জন গুরুতর আহতসিলেট টু জকিগঞ্জ রোডের সড়কের বাজারের সম্মুখে...
13/01/2025

সিলেট টু জকিগঞ্জ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ১ জন নিহত, ২ জন গুরুতর আহত

সিলেট টু জকিগঞ্জ রোডের সড়কের বাজারের সম্মুখে আজ রাত ১১টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার ইউনিয়নের মানিকপুর যাত্রী ছাউনির সামনে একটি দ্রুতগামী ট্রলার ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই একজন ব্যক্তি নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।

নিহত ব্যক্তির নাম মাহবুব আহমদ (৩৫), তিনি সড়কের বাজারের একজন হোটেল ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি কানাইঘাট উপজেলার ৪ নং সাতবাক ইউনিয়নের দলইর মাটি গ্রামে। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই রাস্তায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী অবৈধ এই ট্রাকের কারণেই
আজকের এই দুর্ঘটনা। এলাকাবাসী সড়ক নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন। এবং অবৈধ ট্রাকের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া জন্য তারা জানান।

এলাকার এক বাসিন্দা জানান, "প্রতিদিন এসব ট্রাকের কারণে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। প্রশাসনের উচিত দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া।"

13/01/2025

সিলেট টু জকিগঞ্জ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ১ জন নিহত, ২ জন আহত
👇
{বিস্তারিত কমেন্টে}

জকিগঞ্জ ইসলামী কল্যাণ সংস্থার প্রবাসী সদস্য দেলোয়ার হোসাইনকে সংবর্ধনা প্রদানসিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুম...
13/01/2025

জকিগঞ্জ ইসলামী কল্যাণ সংস্থার প্রবাসী সদস্য দেলোয়ার হোসাইনকে সংবর্ধনা প্রদান

সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে ১১ই জানুয়ারি জকিগঞ্জ ইসলামী কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার সম্মানিত প্রবাসী সদস্য ও ফ্রান্স প্রবাসী দেলোয়ার হোসাইনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংস্থার সভাপতি এস এম পারভেজের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের প্রশংসা করে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের ত্যাগ ও অবদানের জন্য প্রবাসীদের যথাযথ সম্মান জানানো আমাদের কর্তব্য। বক্তারা আরও উল্লেখ করেন, প্রবাসীরা সংস্থার মাধ্যমে স্থানীয় অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তা দিয়ে থাকেন।

সংবর্ধিত অতিথি দেলোয়ার হোসাইন সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সংবর্ধনা তাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, ফ্রান্স প্রবাসী জকিগঞ্জ কমিউনিটির সঙ্গে আলোচনা করে সংস্থার সকল উদ্যোগে আর্থিক সহযোগিতা অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুবাগ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জনাব মাসুম আহমেদ, চারখাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব নাহিদ আহমেদ, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সভাপতি এস এম পারভেজ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সিলেট টু জকিগঞ্জ রোডের সড়কের বাজারের সম্মুখে৩নং দিঘীরপার ইউনিয়ন এর মানিকপুর যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় ৩ জন গু...
13/01/2025

সিলেট টু জকিগঞ্জ রোডের সড়কের বাজারের সম্মুখে
৩নং দিঘীরপার ইউনিয়ন এর মানিকপুর যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত। এক জনের অবস্থা আশংকা জনক! (এইমাত্র পাওয়া খবর)
বিস্তারিত আসছে...

13/01/2025

প্রবাসীদেরকে নিয়ে এই আয়োজনে যুক্ত হয়ে আপনিও জানাতে পারেন আপনার প্রবাস জীবনের কথা।

প্রতি সপ্তাহে আমরা লাইভে প্রবাসীদের দুঃখ-কষ্ট সংগ্রামের গল্প শুনবো। আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন ,আর যদি আপনার গল্প শেয়ার করতে চান তাহলে আমাদেরকে এখনই ইনবক্স করুন!!

আমাদের জকিগঞ্জের প্রবাসীদের কথা শুনতে চায় সকল জকিগঞ্জবাসী ।

#প্রবাসী #জকিগন্জ

12/01/2025

জকিগঞ্জের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা: বাল্লাহ এলাকায় তিনজন আহত! লাইসেন্স বিহীন চালক ও অবৈধ দশ সিটার কারণেই এই দুর্ঘটনা।

12/01/2025

শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী (রহ.) এর কবরস্থানের সম্মুখ থেকে সরাসরি |

12/01/2025

খাদিমান স্পোর্টিং ক্লাব VS ইয়েস ক্লাব, জকিগঞ্জ।।
দুটি মোটরসাইকেলের লড়াই!
লাইভ স্পন্সর: রাজু আহমেদ,
পর্তুগাল প্রবাসী

আজ বিকাল তিনটায় সরাসরি সম্প্রচার দেখতে চোখ রাখুন জকিগঞ্জ অনলাইন টিভিতে। হাজী আব্দুল বাছিত ফুটবল টুর্নামেন্ট! দুটি মোটরস...
12/01/2025

আজ বিকাল তিনটায় সরাসরি সম্প্রচার দেখতে চোখ রাখুন জকিগঞ্জ অনলাইন টিভিতে।

হাজী আব্দুল বাছিত ফুটবল টুর্নামেন্ট! দুটি মোটরসাইকেলের লড়াই

"প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচ"
খাদিমান স্পোটিং ক্লাব Vs ইয়েস ক্লাব জকিগঞ্জ।

লাইভ স্পন্সর: রাজু আহমেদ,
পর্তুগাল প্রবাসী ও সমাজসেবী।

Address

Sunashar, Zakigonj
Sylhet
3190

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakigonj Online Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakigonj Online Tv:

Videos

Share

Category