Zakigonj Online Tv

Zakigonj Online Tv welcome To Zakigonj Online TV⚡

20/11/2023

হ*ত্যা না আত্ম'হত্যা? জকিগঞ্জের আট'গ্রামের ধান ক্ষেতে পাওয়া লা*স এর বড় ভাই আ*র্ত*না*দ করে যা বললেন-

উল্লেখ্যঃ গত ১২ নভেম্বর ২০২৩ মাগরিবের নামাজের জন্য বের হলে, এরপর সে আর বাড়িতে ফিরেনি। গত ১৯ নভেম্বর ২০২৩ বাড়ির পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে তার অর্ধ্বগলিত লা-শ উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এদিকে সিলেট ওসমানী মেডিকেলে ময়না তদন্ত শেষে আজ ২০ নভেম্বর ২০২৩ বিকাল ৩ ঘটিকার সময় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ যেনো মরহুম আব্দুল হামিদকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।

20/11/2023

জকিগঞ্জের ধান'ক্ষেতে লাশ পাওয়া হামিদের পরিবারের বু'কফা'টা আ*র্ত*না*দে আকাশ বাতাস ভারি হয়ে গেছে-

শ'ত শ'ত মানুষের উপস্থিতিতে সালেহ'পুর গ্রামের,মুন্সি বাজারের সাবেক ব্যাবসায়ী  জনাব হাফিজ নূর আহমদ সাহেব সাহেবের জানাজা সম...
20/11/2023

শ'ত শ'ত মানুষের উপস্থিতিতে সালেহ'পুর গ্রামের,
মুন্সি বাজারের সাবেক ব্যাবসায়ী জনাব হাফিজ নূর আহমদ সাহেব সাহেবের জানাজা সম্পূর্ণ-

গতকাল সন্ধ্যা ৬ ঘটিকার সময় সোনাসার বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন হাফিজ নুর আহমেদ সাহেব-

আজ সকাল ১১ ঘটিকার সময় সালেহপুর শাহী ঈদগাহ মাঠে উনার জানাযা অনুষ্ঠিত হয়-

এ সময় উপস্থিত ছিলেন, বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান, জনাব মহসিন মোর্তোজা চৌধুরী (টিপু)
সোনাসার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, হারুনুর রশিদ
সহ অনেকেই, উপস্থিত ছিলেন উনার জানাযায়-

উনার মত একজন ভালো মানুষের মৃত্যুতে, পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে-

20/11/2023

🛑জকিগঞ্জে ধান ক্ষেতে পাওয়া হামিদ এর লা*শ
জা'না'জা'র জন্য নিয়ে আসা হয়েছে -

জকিগঞ্জে ধান ক্ষেতে পাওয়া লাশের ময়না তদন্ত শেষে আব্দুল হামিদের মরদেহ এখন জকিগঞ্জের নিজ  বাড়িতে আনা হয়েছে-জানাযার নামা...
20/11/2023

জকিগঞ্জে ধান ক্ষেতে পাওয়া লাশের ময়না তদন্ত শেষে আব্দুল হামিদের মরদেহ এখন জকিগঞ্জের নিজ বাড়িতে আনা হয়েছে-
জানাযার নামাজ আজ বিকাল ৩ ঘটিকার সময় রায়গ্রাম জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হইবে।

আহমে'দাবাদ মাঠে দেড়'শ কোটি ভারতীয়দের স্বপ্নে'র আলো নিভিয়ে হেক্সা জয়ের উচ্ছ্বা'স অস্ট্রেলিয়ার-
19/11/2023

আহমে'দাবাদ মাঠে দেড়'শ কোটি ভারতীয়দের স্বপ্নে'র আলো নিভিয়ে হেক্সা জয়ের উচ্ছ্বা'স অস্ট্রেলিয়ার-

শোক সংবাদ-জকিগঞ্জ উপজেলাধীন সালেহপুর নিবাশী জনাব হাফিজ নুর আহমদ সাহেব,আজ সন্ধ্যা ৬ টার সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল কর...
19/11/2023

শোক সংবাদ-
জকিগঞ্জ উপজেলাধীন সালেহপুর নিবাশী জনাব হাফিজ নুর আহমদ সাহেব,আজ সন্ধ্যা ৬ টার সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন-

জানাজার নামাজ পরবর্তীতে জানানো হইবে-

উনার মত একজন ভালো মানুষের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শেকের ছায়া নেমে এসেছে-

19/11/2023

কানাঁ'রা উন্নয়ন দেখে'না বললেন- এম.এ.জি বাবর
সভাপতি; বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জকিগঞ্জ-

🛑-বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জকিগঞ্জের উদ্যোগে জকিগঞ্জ বাজারে সরকারের উন্নয়ন পদর্শন অনষ্ঠান থেকে সরাসরি-

19/11/2023

🛑-উত্তপ্ত জকিগঞ্জ বাজার'-বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জকিগঞ্জের উদ্যোগে জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ বাজারে সরকারের উন্নয়ন পদর্শন অনষ্ঠান থেকে সরাসরি সম্প্রচার-
সার্বিক সহযোগিতায়: জনাব আব্দুল গফ্ফার শাহীন,জকিগঞ্জের কৃতি সন্তান (যুক্তরাষ্ট্র যুবলীগ

19/11/2023

নিখোঁজের ৭ দিন পর ধান ক্ষেতে মিললো জকিগঞ্জের আব্দুল হামিদ এর লা*শ-

জকিগঞ্জ উপজেলার কাজলসাহ ইউনিয়নের রায়গ্রামের আব্দুল হামিদের মৃতদেহ রবিবার তার বাড়ির পাশে ধান ক্ষেতে পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল হামিদ গত ১২ নভেম্বর নিখোঁজ হন। তারপর সন্দেহ মুলক সব জায়গায় খোজাখুজি করে পাওয়া যায় নি থাকে।

আজ ১৯ নভেম্বর রবিবার নিখোঁজ এর বাড়ির পাশে ধানের ক্ষেতে লা'শ পাওয়া যায়।

নিখোঁজের ৭ দিন পর ধান ক্ষেতে মিললো জকিগঞ্জের  আব্দুল হামিদ এর লাশজকিগঞ্জ উপজেলার  কাজলসাহ ইউনিয়নের রায়গ্রামের আব্দুল হাম...
19/11/2023

নিখোঁজের ৭ দিন পর ধান ক্ষেতে মিললো জকিগঞ্জের আব্দুল হামিদ এর লাশ

জকিগঞ্জ উপজেলার কাজলসাহ ইউনিয়নের রায়গ্রামের আব্দুল হামিদের মৃতদেহ রবিবার তার বাড়ির পাশে ধান ক্ষেতে পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল হামিদ গত ১২ নভেম্বর নিখোঁজ হন। তারপর সন্দেহ মুলক সব জায়গায় খোজাখুজি করে পাওয়া যায় নি থাকে।

আজ ১৯ নভেম্বর রবিবার নিখোঁজ এর বাড়ির পাশে ধানের ক্ষেতে লা'শ পাওয়া যায়-

19/11/2023

জকিগ'ঞ্জের আটগ্রামের নিখোঁজ হওয়া ব্যক্তির লা*শ পাওয়া গেলো ধান ক্ষেতে-
[বিস্তারিত কমেন্টে]

নিখোঁজের ৭ দিন পর ধান ক্ষেতে মিললো জকিগঞ্জের আব্দুল হামিদ এর লাশ-জকিগঞ্জ উপজেলার  কাজলসাহ ইউনিয়নের রায়গ্রামের আব্দুল হাম...
19/11/2023

নিখোঁজের ৭ দিন পর ধান ক্ষেতে মিললো
জকিগঞ্জের আব্দুল হামিদ এর লাশ-

জকিগঞ্জ উপজেলার কাজলসাহ ইউনিয়নের রায়গ্রামের আব্দুল হামিদের মৃতদেহ রবিবার তার বাড়ির পাশে ধান ক্ষেতে পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল হামিদ গত ১২ নভেম্বর নিখোঁজ হন। তারপর সন্দেহ মুলক সব জায়গায় খোজাখুজি করে পাওয়া যায় নি থাকে।

আজ ১৯ নভেম্বর রবিবার নিখোঁজ এর বাড়ির পাশে ধানের ক্ষেতে লা'শ পাওয়া যায়।

♦️নিখোঁজ সংবাদ-

জকিগঞ্জের আটগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন চারিগ্রামের আব্দুল হামিদ নামে ৩১ বছরের এক যুবক ২ দিন থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন-

জানা যায়- গত ১১-১১-২৩ ইং রবিবার বিকালে বাড়ি থেকে মাগরিবের নামাজের উদ্দেশ্যে বের হয়ে যান তারপর আর বাড়িতে ফিরে আসেনি"
আজ পর্যন্ত বাড়ি বা পরিচিত কারো সাথে যোগাযোগ করেনি-

পরিবার জানায়, তাদের সাথে কোন ঝামেলা নেই ওর,
মাগরিবের নামাজের উদ্দেশ্যে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত ওর কোন খোঁজ খবর নাই-
এতে দুশ্চিন্তা করছেন পরিবার,

যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তা হলে 01720249274, 01719231315 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

পিতার নাম: মরহুম মুজম্মিল আলী । মাওলানা আলবাব আহমদ ও মুনিম আহমদের ছোট ভাই।
ঠিকানা : চারিগ্রাম (কাজিরপাতন) আটগ্রাম, জকিগঞ্জ,সিলেট-

[ খোঁজ পেতে পৌষ্টটি শেয়ার করে সহযোগিতা করুন ]

ব্রেকিং নিউজ_______________সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদ...
18/11/2023

ব্রেকিং নিউজ_______________

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর সাবেক চেয়ারম্যান একাত্তরের রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ-
আজ শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ২৩-বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত দলের রাজনৈতিক কার্যালয় থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত আহমদ হোসেন-এর নিকট থেকে তার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোঃ আব্দুল করিম।

ব্রেকিং নিউজ_______________সিলেট-৫ আসনে নয়, সিলেট-৬ আসন থেকে নির্বাচন করছেন তৃণমূল বিএনপি'র চেয়ারপার্সন শমসের মবিন চৌধুর...
18/11/2023

ব্রেকিং নিউজ_______________
সিলেট-৫ আসনে নয়, সিলেট-৬ আসন থেকে নির্বাচন করছেন তৃণমূল বিএনপি'র চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী।
শনিবার রাতে জকিগঞ্জ সংবাদ-এর সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন তৃণমূল বিএনপি'র এক্সিকিউটিভ চেয়ারপার্সন ও দলটির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারপার্সন এ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা-

18/11/2023

-বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জকিগঞ্জের উদ্যোগে জকিগঞ্জ উপজেলার রতনগনজ বাজারে সরকারের উন্নয়ন পদর্শন অনষ্ঠান থেকে সরাসরি সম্প্রচার-
সার্বিক সহযোগিতায়: জনাব আব্দুল গফ্ফার শাহীন,জকিগঞ্জের কৃতি সন্তান (যুক্তরাষ্ট্র যুবলীগ

সাময়িক আবহাওয়ার কারণে, আজকের খেলাটি স্থগিত করা হয়েছে-আগামীকালকে বা পরশু, সোনাসার যুব স্পোর্টিং ক্লাব কর্তিক আয়োজিত ...
18/11/2023

সাময়িক আবহাওয়ার কারণে, আজকের খেলাটি স্থগিত করা হয়েছে-আগামীকালকে বা পরশু, সোনাসার যুব স্পোর্টিং ক্লাব কর্তিক আয়োজিত এই খেলাটি অনুষ্ঠিত হইবে-
স্থগিত হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত কর্তৃপক্ষ-

খেলা প্রেমি দর্শকরা এই পেইজের মাধ্যমে খেলাটি সরাসরি সম্প্রচার দেখতে পারবেন-

17/11/2023

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় মিধিলি’র প্রভাবে জকিগঞ্জে সকাল হতে বিরামহীন বৃষ্টি হচ্ছে,এতে জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে-

17/11/2023

বিজ্ঞাপন-
জকিগঞ্জে চমৎকার লোকে'শনে স্বপ্নের মতো সুন্দর পরিপাটি পরিবেশে পাকা ঘরসহ' একটি দৃষ্টিনন্দন বাড়ি বিক্রি হবে-
যোগাযোগ: ০১৬১৩৩৩৭৪৬৪

17/11/2023

সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাঙ্গ এলাকায় বাস ও সিএনজি মুখোমুখি সং'*ঘ*র্ষ ১ জনের মৃ*ত্যু. ২ জন মা*রা*ত্ম*ক আ*হ*ত-
[বিস্তারিত কমেন্টে]

সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাঙ্গ এলাকায় বাস ও সিএনজি মুখোমুখি সং'*ঘ*র্ষ ১ জনের মৃ*ত্যু. ২ জন মা*রা*ত্ম*ক আ*হ*ত-মর্মান্তি...
17/11/2023

সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাঙ্গ এলাকায় বাস ও সিএনজি মুখোমুখি সং'*ঘ*র্ষ ১ জনের মৃ*ত্যু. ২ জন মা*রা*ত্ম*ক আ*হ*ত-
মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে,আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে তামাবিল মহাসড়কের কাটাগাঙ্গ এলাকায়-
নিহত হন সিএনজিতে থাকা একজন মহিলা,ও মারাত্মক আহত হন সিএনজি ড্রাইভার সহ একজন যাত্রী-
তাদের পরিচয় এখনো জানা যায়নি-

17/11/2023

'শেখ হাসিনা সরকার বারবার দরকার' স্লোগান দিয়ে- স্থানীয় সোনাসার বাজারে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল-কে স্বাগত জানিয়ে আওয়ামী ছাত্রলীগ অংগ সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ-

আবহাওয়ার জন্য আজকের জকিগঞ্জ রতনগঞ্জের প্রামাণ্যচিত্র আগামীকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে তারিখ পরিবর্তন কারণ সন্ধ্যায় ...
17/11/2023

আবহাওয়ার জন্য আজকের জকিগঞ্জ রতনগঞ্জের প্রামাণ্যচিত্র আগামীকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে তারিখ পরিবর্তন কারণ সন্ধ্যায় বৃষ্টি হবে-

16/11/2023

জকিগ'ঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজারের বিরুদ্ধে বলাৎকা'রের অভিযোগ-
অপসারণ চান শিক্ষকরা

[বিস্তারিত কমেন্টে]

জকিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজারের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ! সিলেটের জকিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভা...
16/11/2023

জকিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজারের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ!

সিলেটের জকিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে এক কিশোরকে অনৈতিক কাজের চেষ্ঠার অভিযোগের পর এবার তার অপসারণ দাবী করেছেন ইফার ৬৪ জন শিক্ষক। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে এ দাবী জানান ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শাখার শিক্ষকগণ।

৬৪ জন শিক্ষকের স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়, ইফার ফিল্ড সুপারভাইজার মাওলানা হাবিবুর রহমান সম্প্রতি সময়ে এক ছাত্রকে অনৈতিক কাজের চেষ্ঠা করেন। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ১৭ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করে ঐ ছাত্র। ফিল্ড সুপারভাইজারের এহেন কর্মকান্ডে ইফার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ ঘটনায় আলিম উলামাসহ সাধারণ মানুষের মনে ক্ষোভ দেখা দিয়েছে। ইফার সুনাম রক্ষায় দ্রæত ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানকে জকিগঞ্জ উপজেলা থেকে অপসারণ করতে শিক্ষকগণ দাবী জানান।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইফার ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের বিরুদ্ধে এক ছাত্র লিখিত অভিযোগ করে জানায়, তাকে একা পেয়ে ইফার ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান টাকার প্রলোভন দিয়ে অনৈতিক কাজের চেষ্ঠা করেন। কিন্তু সে অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় হাবিবুর রহমান জোর করে তুলে নিয়ে যাবার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে ইফার ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়ে তাঁর কিছু জানা নেই জানিয়ে কল কেটে দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান, ইফার ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের বিরুদ্ধে এক ছাত্র অনৈতিক কর্মকান্ডের অভিযোগ করে। অভিযোগটি ইফার সিলেট কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তদন্তাধীন রয়েছে। বৃহস্পতিবার নতুন করে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা তাঁর অপসারণ চেয়ে একটি দরখাস্ত করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্য সুত্র: জকিগঞ্জ আইটিভি-

16/11/2023

জকিগঞ্জের মাসুম বাজারে সরকারের উন্নয়ন পদর্শন অনুষ্ঠান ২য় পর্ব থেকে সরাসরি-
আয়োজনে:বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জকিগঞ্জ

সার্বিক সহযোগিতায়: জনাব আব্দুল গফ্ফার শাহীন,জকিগঞ্জের কৃতি সন্তান (যুক্তরাষ্ট্র যুবলীগ)

16/11/2023

🛑-বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জকিগঞ্জের উদ্যোগে জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের মাসুম বাজারে সরকারের উন্নয়ন পদর্শন অনুষ্ঠান থেকে সরাসরি সম্প্রচার-
সার্বিক সহযোগিতায়: জনাব আব্দুল গফ্ফার শাহীন,জকিগঞ্জের কৃতি সন্তান (যুক্তরাষ্ট্র যুবলীগ)

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জকিগঞ্জের উদ্যোগে আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার  বিরশ্রী ইউনিয়নের (মাসুম বাজা...
16/11/2023

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জকিগঞ্জের উদ্যোগে আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের (মাসুম বাজার) সরকারের উন্নয়ন পদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে-

প্রধান অতিথি: জনাব মাও:আহমদ আফতাব আহমদ
চেয়ারম্যান জকিগঞ্জ সদর ইউনিয়ন-

সভাপতি: জনাব এম.এ.জি বাবর
সভাপতি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জকিগঞ্জ" যুগ্ম সাধারণ সম্পাদক, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ-


সার্বিক সহযোগিতায়: জনাব আব্দুল গফ্ফার শাহীন,জকিগঞ্জের কৃতি সন্তান (যুক্তরাষ্ট্র যুবলীগ)

এই টিভি চ্যানেল "জকিগঞ্জ অনলাইন টিভির"মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে-

তফসিলকে স্বাগত জানিয়ে জকিগঞ্জে আনন্দ মিছিল-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ...
15/11/2023

তফসিলকে স্বাগত জানিয়ে জকিগঞ্জে আনন্দ মিছিল-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জকিগঞ্জে পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জকিগঞ্জ শহরে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে এমএ হক চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ, সুলতানপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, মাসুদ আহমদ, উপজেলা শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন লিমন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ রাফে, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ানসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা পৃথকভাবে আরেকটি আনন্দ মিছিল বের করে শহরে। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। পথসভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন

এ সময় বক্তারা বলেন,আগামী নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামী লীগের জয় হবে। এ-ই লক্ষ্যে আজ থেকে প্রতিটি পাড়া মহল্লায় সবাই সর্তক অবস্থানে থাকতে হবে। বিএনপি জামায়াতের অরাজকতা মোকাবেলা করতে জনগণ প্রস্তুত রয়েছে। সিলেট-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচনে আসবেন তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ রয়েছে আওয়ামী লীগ।

15/11/2023

আয় তারেক্কা দেইখা জা' ছাত্রলীগের বাপেরা স্লোগান দিয়ে তফসিল ঘোষণা কে স্বা'গত জানিয়ে, কালিগঞ্জ বাজারে আওয়ামী লীগের মিছিল-

15/11/2023

উত্ত*প্ত জকিগঞ্জ উপজেলা/ নির্বা'চন কমিশন তফসিল ঘোষণা করায় ,জকিগঞ্জ উপজেলা আওয়ামী*লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল-

15/11/2023

তফ'সিল ঘোষ'ণা : ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-

15/11/2023

🛑- বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জকিগঞ্জের উদ্যোগ জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের ইউনিয়ন অফিস বাজারে সরকারের উন্নয়ন পদর্শন অনুষ্ঠান থেকে সরাসরি সম্প্রচার-

14/11/2023

🛑"কসকনপুর ইউনিয়নের আলী'গের সভাপতির বক্তব্য নিয়ে হঠা'ৎ কেন মঞ্চ উত্ত*প্ত/-বিস্তারিত দেখুন ভিডিওতে,এজন্যই বলে সব জায়গা সবার জন্য না-

♦️নিখোঁজ সংবাদ- জকিগঞ্জের আটগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন চারিগ্রামের আব্দুল হামিদ নামে ৩১ বছরের এক যুবক ২ দিন থেকে নিখোঁজ হ...
13/11/2023

♦️নিখোঁজ সংবাদ-

জকিগঞ্জের আটগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন চারিগ্রামের আব্দুল হামিদ নামে ৩১ বছরের এক যুবক ২ দিন থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন-

জানা যায়- গত ১১-১১-২৩ ইং রবিবার বিকালে বাড়ি থেকে মাগরিবের নামাজের উদ্দেশ্যে বের হয়ে যান তারপর আর বাড়িতে ফিরে আসেনি"
আজ পর্যন্ত বাড়ি বা পরিচিত কারো সাথে যোগাযোগ করেনি-

পরিবার জানায়, তাদের সাথে কোন ঝামেলা নেই ওর,
মাগরিবের নামাজের উদ্দেশ্যে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত ওর কোন খোঁজ খবর নাই-
এতে দুশ্চিন্তা করছেন পরিবার,

যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তা হলে 01720249274, 01719231315 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

পিতার নাম: মরহুম মুজম্মিল আলী । মাওলানা আলবাব আহমদ ও মুনিম আহমদের ছোট ভাই।
ঠিকানা : চারিগ্রাম (কাজিরপাতন) আটগ্রাম, জকিগঞ্জ,সিলেট-

[ খোঁজ পেতে পৌষ্টটি শেয়ার করে সহযোগিতা করুন ]

জকিগঞ্জ উপজেলার ৭ নং বারঠাকু'রী ইউনিয়নে মিনাপাড়া গ্রামের রাস্তার ভি'ত্তি প্রস্তর স্থাপন অনুষ্টান সম্পূর্ণ-স্টাফ রিপোর্ট:...
13/11/2023

জকিগঞ্জ উপজেলার ৭ নং বারঠাকু'রী ইউনিয়নে মিনাপাড়া গ্রামের রাস্তার ভি'ত্তি প্রস্তর স্থাপন অনুষ্টান সম্পূর্ণ-

স্টাফ রিপোর্ট:
আজ ১৩ নভেম্বর সোমবার বেলা ১ঘঠিকায় বারঠাকুরী ইউনিয়নের মিনাপাড়া রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন
অনুষ্টান অনুষ্ঠিত হয়-
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী সাহেব-
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- ৭ নং বারঠাকুরী ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা জনাব মহসিন মোর্তুজা চৌধুরী (টিপু)
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব আব্দুস ছাওার মঈন (চেয়ারম্যান) ৮নং কসকনক পুর ইউনিয়ন পরিষদ-
উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর সবুর-
সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমেদ চৌধুরী-
মহিলা ভাইশ চেয়ারম্যান মাজেদা রওসন (শ্যামলী) সহ
উক্ত সভায় বারঠাকুরী ইউনিয়নের সকল দলীয় নেতা কর্মী সহ এলাকার অনেক গণ্যমান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন-

ঐদিন এলজিইডি কর্তৃক দরিয়াবাজ রাস্তা,ঘেচুয়া তিরাশি গঙ্গাজল রসুলপুর রাস্তা,কসকনকপুর ইউপি অফিস-মুন্সিবাজার রোড,ষাইটশৌলা দুপড়িপাড় রাস্তা উন্নয়ন কাজ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জকিগঞ্জ কর্তৃক হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের আওতায় সুলতানপুর ইউপির ছয়ঘরি হইতে ঘেচুয়া গ্রাম পর্যন্ত, বারঠাকুরী ও কসকনকপুর গর্দিশপুর প্রাইমারি স্কুল হইতে গর্দিশপুর কালীবাড়ি পর্যন্ত, জকিগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী এ সময় নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন-

13/11/2023

বারঠাকু'রী ইউনিয়নের মিনাপাড়া রাস্তার ভি'ত্তি প্রস্তর স্থাপন অনুষ্টান থেকে সরাসরি সম্প্রচার-

12/11/2023

জকিগ'ঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের অন্ত*র্গত সুরমা ডাইকে যাত্রী'বাহী টমটম খা*দে পরে মর্মা*ন্তিক সড়ক দুর্ঘটনা-
বেশ কয়েকজন আ*হত হয়েছেন-
♦️রোড খারাপ নাকি ড্রাইভারের অসতর্কতা?

আগামীকাল ১৩ নভেম্বর বেলা ১ঘঠিকায় বারঠাকুরী ইউনিয়নের মিনাপাড়া রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টান-উক্ত অনুষ্ঠানে প্রধা...
12/11/2023

আগামীকাল ১৩ নভেম্বর বেলা ১ঘঠিকায় বারঠাকুরী ইউনিয়নের মিনাপাড়া রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন
অনুষ্টান-
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেবেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সফল জনন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী সাহেব-
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব জনাব আব্দুস ছাওার মঈন নবনির্বাচিত (চেয়ারম্যান) ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ -
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মহসিন মোর্তোজার চৌধুরী (টিপু) জননন্দিত চেয়ারম্যান ৭ নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদ -

উক্ত সভায় বারঠাকুরী ইউনিয়নের সকল দলীয় নেতা কর্মী সহ এলাকা বাসী উপস্থিত থাকার জন্য মিনাপাড়া গ্রামের পক্ষে থেকে অনুরোধ করা হল।
বি:দ্র ১৩নভেম্বর ঐ দিন সুলতানপুর ইউনিয়নের ঘেছুয়া গ্রামে ২টি রাস্তা ভিত্তি প্রস্তর স্থাপন করবেন সকাল ১১ঘঠিকায়
কসকনকপুর ইউনিয়নের গন্ডারগড় হতে গর্দ্দিশপুর রাস্তা
বেলা ১২ঘঠিকায় ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
বারঠাকুরী ইউনিয়ন মিনাপাড়া রাস্তা ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বেলা ১ঘঠিকায়
১৪নভেম্বর আরও ৩টি রাস্তার কাজের ভিওি প্রস্তর স্থাপন করবেন
মানিক পুর ইউনিয়নে ১ টি রাস্তা
কাজল শাহ ইউনিয়নে ১টি রাস্তা
বারহাল ইউনিয়নে ১টি রাস্তা
জকিগঞ্জ সদর ইউনিয়নে ২টি রাস্তা

Address

Sunashar, Zakigonj
Sylhet
3190

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakigonj Online Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakigonj Online Tv:

Videos

Share

Category