Live Sylhet

Live Sylhet All everything about Sylhet

এটা বিদেশ নয়, ঢাকা শহর!
22/12/2024

এটা বিদেশ নয়, ঢাকা শহর!

ক্বীন ব্রীজ ও সার্কিট হাউজ, সিলেট 💚❤️
19/12/2024

ক্বীন ব্রীজ ও সার্কিট হাউজ, সিলেট 💚❤️

নান্দনিক সিলেট 💚
14/12/2024

নান্দনিক সিলেট 💚

13/12/2024

আগামীকাল শনিবার সিলেটে ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না, বিস্তারিত কমেন্টে দেখুন 👀

এখন ১৫ টাকা! 😭
13/12/2024

এখন ১৫ টাকা! 😭

13/12/2024

সিলেটের ৩৬টি এলাকায় আগামীকাল শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর। এছাড়া এমসি কলেজ উপ-কেন্দ্রের ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, যুব উন্নয়ন, ডেইরি ফার্ম, আলুরতল ও আশপাশ এলাকাসমূহ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

27/11/2024

ইসকন সংগঠন আর সনাতনী ধর্ম এক নয়। আমরা ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকন এর বিরুদ্ধে -হিন্দু ধর্মের বিরুদ্ধে নয়। ইসকন বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এই সংগঠন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে না, এটা একটা সন্ত্রাসী সংগঠন।

অপরুপ রুপে সিলেট 💚
26/11/2024

অপরুপ রুপে সিলেট 💚

মুনতাহা মারা গেছে 😭ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন
09/11/2024

মুনতাহা মারা গেছে 😭
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন

মুনতাহা মেয়েটার জন্য তার অভিভাবকরা সিলেট টার্মিনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, কলিজাটা ছিঁড়ে গেল, রত্নের ধন!আল্লাহর ...
09/11/2024

মুনতাহা মেয়েটার জন্য তার অভিভাবকরা সিলেট টার্মিনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, কলিজাটা ছিঁড়ে গেল, রত্নের ধন!

আল্লাহর লানত যারা মানুষকে এত কষ্ট দেয়।

বোনকে ফিরে পেতে ভাইয়ের আ'হা'জারি। (দয়া করে পোস্টটি শেয়ার করুন)"আমার বোন মুনতাহার জীবন এর বিনিময়ে কি চান,কি নিবেন ,আমার স...
08/11/2024

বোনকে ফিরে পেতে ভাইয়ের আ'হা'জারি।
(দয়া করে পোস্টটি শেয়ার করুন)

"আমার বোন মুনতাহার জীবন এর বিনিময়ে কি চান,কি নিবেন ,আমার সাথে যোগাযোগ করেন।আল্লাহর কসম যা চাইবেন তা দিব।বিনিময়ে আমার বোনটি সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। প্লিজ"🙏

+4407424783551(whatsapp+imo)

আপনি কি জানেন? ডুয়াল ফ্লাশিং বাটন এখন প্রায় সব বাথরুমে দেখা যায়। এই বাটনগুলি শুধু ফ্লাশ করার জন্যই নয়, বরং পানির ব্য...
29/10/2024

আপনি কি জানেন?

ডুয়াল ফ্লাশিং বাটন এখন প্রায় সব বাথরুমে দেখা যায়। এই বাটনগুলি শুধু ফ্লাশ করার জন্যই নয়, বরং পানির ব্যবহার কমানোর জন্য তৈরি। এখানে দুটি ফ্লাশ অপশন থাকে- একটি বড় বাটন যা ৬-৯ লিটার পানি ব্যবহার করে কঠিন বর্জ্য ফ্লাশ করে এবং একটি ছোট বাটন যা ৩-৪.৫ লিটার পানি ব্যবহার করে তরল বর্জ্য ফ্লাশ করে। সঠিক বাটনটি ব্যবহার করলে একটি পরিবার বছরে প্রায় ২০,০০০ লিটার পানি সাশ্রয় করতে পারে, যা পানির বিল কমাতেও সাহায্য করে!

#শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

চিনতে পারলে বলুন দেখি?চা এর জন্য জনপ্রিয় স্থান
25/10/2024

চিনতে পারলে বলুন দেখি?
চা এর জন্য জনপ্রিয় স্থান

💧মিরবক্সটুলায় মুগ্ধের পানি লাগবে গ্রাফিতি।
18/10/2024

💧মিরবক্সটুলায় মুগ্ধের পানি লাগবে গ্রাফিতি।

বিউটিফুল সিলেট 💚
14/10/2024

বিউটিফুল সিলেট 💚

13/10/2024
আগামীর বাংলাদেশ ❤️💚
02/10/2024

আগামীর বাংলাদেশ ❤️💚

সৌদি আরবে একজন ইন্দোনেশিয়ান যুবতী মেয়ে ও সৌদির বাসার গৃহকর্মী। হঠাৎ একদিন তার মালিক খেয়াল করলেন তার গৃহকর্মী বারবার বাথর...
02/10/2024

সৌদি আরবে একজন ইন্দোনেশিয়ান যুবতী মেয়ে ও সৌদির বাসার গৃহকর্মী। হঠাৎ একদিন তার মালিক খেয়াল করলেন তার গৃহকর্মী বারবার বাথরুমে যাচ্ছে। গৃহকর্ত্রী একজন সৌদিয়ান মহিলা । ক্যান্সার রোগী। উনি তার সেবা শুশ্রূষার জন্য এই মেয়েকে এনেছেন ইন্দোনেশিয়া থেকে। কিন্তু গৃহকর্মী মেয়েটা বাথরুমে গিয়ে অনেকক্ষণ সময় নেয়। বিধ্বস্ত চেহারা। চোখমুখ মলিন উষ্কখুষ্ক, কান্না ভেজা থাকে। 'গৃহকর্ত্রী এই বিষয় বারবার লক্ষ করে। অবশেষে ওই মেয়েকে জিজ্ঞেস করলেন, তোমার এমন অবস্থা কেন?

মেয়েটি বলল, মেডাম আমার একটা দুধের শিশু দেশে রেখে এসেছি। এইজন্য আমার বুকের দুধ জমে গিয়ে সমস্যার সৃষ্টি করে, তাই জমাট দুধ আউট করে ফেলে দিতে হয়। গৃহকর্ত্রী বললেন, তুমি এমন দুধের শিশু রেখে বিদেশে কেন আসলে? ' মেয়ে বলল, ম্যাডাম অনেক দিন ধরে বিদেশে আসার চেষ্টা করছি, কিন্তু হচ্ছিল না। তারপর বাচ্চাটা জন্ম নেয়ার পর হঠাৎ করে এই ভিসা চলে গেলো। চরম অভাব অনটনের সংসার। পরিবারের কথা ভেবে বাচ্চা রেখে চলে আসতে বাধ্য হলাম। ' কাজের মেয়ের কথা শুনে গৃহকর্ত্রীর মর্মাহত, গভীর চিন্তায় পড়ে গেলেন।

তারপর কাজের মেয়েকে কিছু না বলে, দুই বছরের হিসেব ধরে, টিকেট করে গৃহকর্মীকে বললেন, তুমি দেশে চলে যাও এই তোমার দুবছরের পুরো বেতন, এবং টিকেট। বাচ্চার দু'বছর পূর্ণ হলে আবার চলে এসো। মেয়েটি দেশে চলে গেলো ।

গৃহকর্ত্রী কিছুদিন পর নিয়মিত চিকিৎসা নিতে আবার হসপিটাল আসলেন। ডাক্তার যথারীতি পরীক্ষা নিরীক্ষা করে আশ্চর্য হল! বললেন, 'শেখা' আপনার ক্যান্সার তো সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গেছে। এই কথা শুনে মহিলা ও বাকরুদ্ধ, বিশ্বাস করতে পারেনি। কারণ অনেকদিন ধরে চিকিৎসা চললেও কোনো উন্নতি তো দূরে থাক! অবনতি হচ্ছিল।

কিন্তু হঠাৎ করে এমন কী হল, উনার ক্যান্সার সম্পূর্ণ আরোগ্য লাভ করল? মহিলা নিশ্চিত ধরে নিয়েছেন, 'ওই কাজের মেয়েকে, সম্পূর্ণ বেতন দিয়ে দুধের বাচ্চাটার কাছে পাঠিয়ে দেওয়াতে, আল্লাহ তাআ'লা এই প্রতিদান দিয়েছেন। দান ছদকা করার কারণে বালা মুসিবত দূর হয়। জলজ্যান্ত প্রমাণ।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Live Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category