Ruqyah & Hijama Service Bd

Ruqyah & Hijama Service Bd যাদু,জ্বীন,বদনজর ও বিভিন্ন রকম জটিল রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

11/01/2025
03/01/2025

শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ দা:বা:
চমৎকার একটি দুআ নিয়ে আলোচনা

#শায়খআহমাদুল্লাহ

06/12/2024

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর সেই বক্তব্য টি আজ আমরা ভালো করে উপলব্ধি করছি।

#আল্লামা #দেলোয়ার #হোসাইন #সাঈদী
#আমরা #মুসলিম

22/09/2024

জ্বীনগ্রস্ত রোগী

22/08/2024

আয় আল্লাহ 🤲বাংলাদেশকে তোমার কুদরতি সাহায্য দ্বারা এই মুসিবত থেকে উদ্ধার করা দাও।

17/08/2024

খু*নী হাসিনাকে বাংলার মাটিতে এনে তার সকল অপকর্মের বিচার কার্যকর করা হোক।
আপনারা কি একমত?

22/11/2023

যারা জ্বীন যাদুতে আক্রান্ত তাদের জন্য ফ্রি সেবা দেওয়ার নিয়ত করছি,তবে শর্ত হচ্ছে যে নিয়ম ও মাসনুন আমল দেওয়া হবে তা গুরুত্বসহকারে আদায় করতে হবে।

20/11/2023

যে আমল গুলো করলে আপনার রিযিক ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

১. গুরুত্ব আর মহব্বত নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারি।
২. নিয়মিত সালাতুল হাজত পড়তে পারি।
৩. বড় কোনও গুনাহের বদ অভ্যাস থাকলে তাওবা করা জরুরী।
৪) বে‌শি বে‌শি ই‌স্তেগফার করতে পারি।
৫) মা-বাবার প্রতি সাদাচার করা জরুরী। নিয়মিত আত্মীয়স্বজনের খোঁজখবর রাখতে পারি।
৬) হালাল রিজিকের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে পারি।
৭) নিয়মিত এই দোয়া করতে পারি,
رَبِّ إِنِّی لِمَاۤ أَنزَلۡتَ إِلَیَّ مِنۡ خَیۡرࣲ فَقِیرࣱ
হে আল্লাহ, আপনি আমার জন্য যে রি‌যিক না‌যিল ক‌রেছেন, আমি তার খুব মুখা‌পেক্ষী (কাসাস: ২৪)।
৮. এছাড়া ওজুর পরে পঠিত দোয়াটির মধ্যেও রিজিকে বরকতের প্রার্থনা আছে,
اللَّهُمَّ اغْفِرْلِيْ ذَنْبِيْ وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ وَباَرِكْ لِيْ فِيْ رِزْقِيْ
আল্লাহুম্মাগফিরলী যাম্বী ওয়া ওয়াসসিলী ফী দারী ওয়া বারিক লী ফী রিজকী।
ইয়া আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন। আমার বসতবাড়িতে প্রশস্ততা দান করুন। আমার রিজিকে বরকত দান করুন (মুসনাদ: ২/৪৫০৬)।
৯. দুই সিজদার মাঝেও পেয়ারা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রিজিকের দোয়া করেছেন,
اللهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَاجْبُرْنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ وَارْفَعْنِيْ
আল্লাহুম্মাগফিরলী ওয়ার-হামনী, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়া আফিনী ওয়ারযুকনী ওয়ারফা’নী।
ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। আমার প্রতি দয়া করুন। আমাকে হেদায়াত দান করে সঠিক পথে পরিচালিত করুন। আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন। আমাকে সার্বিক নিরাপত্তা-সুস্থ্যতা দান করুন। আমাকে রিজিক দান করুন। আমার মর্যাদা বৃদ্ধি করুন (আবু দাউদ: ৮৫)

১০ / প্রতিদিন মাগরীবের পর সুরা ওয়াকিয়া তিলাওয়াত করা বা শোনা।
হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না।

(বাইহাকি: শুআবুল ঈমান-২৪৯৮)

সাদকায়ে জারিয়ার নিয়তে লেখাটি শেয়ার করতে পারেন।

Raqi Hussain Ahmed
Hussain Ahmed

19/11/2023

আয় আল্লাহ আমাদেরকে জ্বীন ইনসানের সমস্ত অনিষ্ট থেকে হেফাযত করুন।
আমীন

18/11/2023

সকাল সকাল ঘুম উঠে প্রাকৃতিক হাওয়া উপভোগ করুন এবং সাথে কিছু শরীর চর্চা।
দেখবেন সারাটাদিন রিলাক্স মুডে থাকবেন।

17/11/2023

সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন।
আল্লাহ সুস্থতার জিন্দেগী বাড়িয়ে দিবেন।
আলহামদুলিল্লাহ

31/10/2023

"সাদকার মাধ্যমে চিকিৎসা "

আল্লাহ তাআলা পৃথিবীতে রোগ দিয়েছেন পাশাপাশি তার চিকিৎসাও দিয়েছেন। কিন্তু এমন অনেক রোগ রয়েছে যার কোনো চিকিৎসা নেই। যা শুধুমাত্র সাদকার মাধ্যমে আরোগ্য লাভ করে। লন্ডন থেকে প্রকাশিত আরবি সাপ্তাহিক পত্রিকা ‘আল মুসলিমুন’-এর ১৮১তম সংখ্যায় সাদকার মাধ্যমে চিকিৎসার একটি বাস্তব ঘটনা উঠে এসেছে। যা তুলে ধরা হলো-দামেস্কের হাসপাতালে চাকরিরত অবিবাহিত ডাক্তার ঈসা মারযুকী। শরীর খারাপ হওয়ায় চেকআপে জানা গেল সে ক্যান্সারে আক্রান্ত। তখন তার বিবাহের কথা চলছিল। পাত্রীকে জানানো হলো তাকে যেন বিবাহ না করে। কারণ সে ক্যান্সারে আক্রান্ত। কিন্তু হবু স্ত্রী তাদের খবরকে প্রত্যাখ্যান করলো। চিকিৎসা শুরু হলো কিছুতেই কিছু হলো না। দিন দিন শরীর খারাপ হতে থাকল। মেডিকেল রিপোর্ট আসলো সে আর দিন কয়েক পৃথিবীতে বেঁচে থাকতে পারে।এদিকে ডা. ঈসা মারযুকী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস পড়েছিল যেখানে বর্ণিত ছিল-অর্থ : হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা কর। (সহিহুল জামে, মাজমাউয যাওয়ায়েদ, আবু দাউদ ফি মারাসিল)এমতাবস্থায় তার এ হাদিসের কথা স্মরণ হলো এবং সে মাথা উঠিয়ে জানতে চাইল- হাদিসটি কি সঠিক? যদি সহিহ, সঠিক হয় তবে সাদকার মাধ্যমেই আমার রোগের চিকিৎসা হওয়া উচিত। কেননা বহু চিকিৎসাইতো করা হলো। একটি নিঃস্ব পরিবার সম্পর্কে তার জানা ছিল। তাদের গৃহকর্তা মৃত্যুবরণ করেছিল এবং তারা খুব মানবেতর জীবন-যাপন করতে ছিল। চিকিৎসায় তার পূঁজি প্রায় শেষ। যে টুকু ছিল তা সে তার এক বন্ধুকে দিয়ে ঐ বাড়িতে পৌঁছে দিল এবং সবকিছু তাঁদেরকে জানাল যে, সে এ সাদকার মাধ্যমে আরোগ্য লাভ করার আশা করে। অতএব তার সুস্থতার জন্য দোয়া করুন।সত্যিই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ বাণীর প্রতিক্রিয়া সত্যে পরিণত হলো, সে আস্তে আস্তে সুস্থ্যতা লাভ করতে লাগলো। কিছুদিন পর চিকিৎসকদের বোর্ডের সামনে সে আবারো আসলো। পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্টে দেখা গেল সে সম্পূর্ণ সুস্থ। সে বোর্ডকে জানাল যে, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিয়েছি।পরিশেষে...এর মানে এই নয় যে, বাহ্যিক ব্যবস্থাপনা গ্রহণ করা যাবে না এবং অসুস্থাবস্থায় ডাক্তারের স্মরণাপন্ন হওয়া যাবে না। বরং অসুস্থ হলে ডাক্তারের কাছেও যেতে হবে। সুতরাং এ বিশ্বাস রাখতে হবে যে, নিঃসন্দেহে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বিশুদ্ধ এবং সন্দেহাতীত কথা যে, এমন এক মহান সত্ত্বা রয়েছেন যিনি কোনো ওষুধ ব্যতিতই রোগীকে সুস্থ করতে পারেন। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে সাদকা করার মাধ্যমে জটিল ও কঠিন রোগ থেকে হিফাজত থাকার তাওফিক দান করুন। আমিন

22/07/2023

খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশ

19/07/2023

হিজামা সংক্রান্ত হাদিস

১.হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেন তিনটি জিনিসের মধ্যে রোগ মুক্তি রয়েছে।
শিঙ্গা লাগানোতে, মধু পানে এবং আগুন দিয়ে দাগ দেওয়াতে।
তবে আমার উম্মতকে আমি আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করছি।
(সহিহ বুখারী হাদিস নং-৫৬৮০)

২.হযরত সামুরা ইবনে জুনদুবরাজি. থেকে বর্ণিত, তিনি বলেন ফাযারা গোত্রের এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট প্রবেশ করল। ঘটনাক্রমে তখন তাকে এক হাজ্জাম শিঙ্গা লাগাচ্ছিল।
তাই যথারীতি সে ব্লেট দিয়ে কাটা শুরু করলো।এসব দেখে আশ্চর্য হয়ে বেদুইন বলল, হে আল্লাহর রাসূল!
এটা কি? উত্তরে তিনি বললেন,এটা 'হিজামা'।
আর এটাই মানুষের জন্য সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা।

(আল-মু'জামুল কাবীর লিত-তাবরানী,হাদিস নং-১১৩৬৭)

#হিজামা

16/07/2023

কুরআন তেলাওয়াত
সুরা ইয়াসিন
#কুরআন
#তেলাওয়াত

15/07/2023

যাদু ধ্বংসের আয়াত
সুরা আরাফ ১১৭-১২২
সুরা ইউনুস ৮১-৮২
সুরা ত্বহা ৬৯

08/07/2023

আয়াতুল কুরসি
#আয়াতুল_কুরসি

Address

Jahirgang Bazar
Sylhet
3252

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah & Hijama Service Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruqyah & Hijama Service Bd:

Videos

Share

Category