NUR TV

NUR TV The main objective is to call the nation from darkness to light

22/01/2025

ছাত্রদের গার্জিয়ানরা দেখবেন

22/01/2025

খুব বেশী শীত পড়ছে।।
আব্বার শরীর বেশী খারাপ,
এদিকে ঘর ঝুঁকিপূর্ণ,

সবাই দোয়া করবেন,,

03/10/2024

একটু সময় লাগবে নিয়ন্ত্রণে আসতে এটাই সম্ভাবনা তাই বিচলিত না হয়ে ধৈর্য ধরুন সঠিকভাবে চলার চেষ্টা করুন সঠিক নাগরিক হিসেবে দেশকে সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়ে তোলার শপথ নেন।

30/09/2024

সরকারি চাকরি থেকে অ.বৈধ ইনকামের পথ বন্ধ হ‌য়ে গে‌লে ৯০ ভাগ মেধাবীরা সরকারি চাকরির পিছনে ছুটা বন্ধ করে দিবে ।
আপনাদের মতামত কি?

29/09/2024

একজন ডা: ইসলামি দলের আমির হন কিভাবে।।

29/09/2024

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
সাঃ
ফিদাকা আবি,উম্মি,নাফসি,ইয়া রাসুলুল্লাহ

18/04/2024

আমাদের এলাকায় ৭-৮ বছর আগে যেরকম পহেলা বৈশাখ পালন হতো বর্তমানে সেরকম পালন হয় না অনেকটা উপসংস্কৃতি কমে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের নূর দ্বারা নিত করুন আমীন।


01/02/2024

Alhamdulillah

28/01/2024

'আলী হাসান ওসামা',আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলেন তাই তাকে অনেকে দেখতে পারেনা অনেক বাজে কথা বলে আখ্যায়িত করে,,

কিন্তু এটা সত্য যে -- হকের পতাকা সর্বদা উপরে থাকবে ইনশাআল্লাহ।

#আলীহাসান


02/12/2023

মধুর সুরে কুরআন তেলাওয়াত
#কুরআন


11/11/2023

কিভাবে মেশিন দিয়ে ইট বানায়

03/09/2023

কিয়ামতের দিন চতুর্দিকে আওয়াজ হবে ইয়া নফসি ইয়া নফসি,,
শুধু একদিক থেকে সুর ভাসবে, ইয়া রব্বি উম্মাতি।।
সেই মহান ব্যাক্তি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ ﷺ।।

14/08/2023

আসসালামু আলাইকুম এভ্রিওয়ান,
সুন্দর ভয়েস কুরআনের,

11/08/2023

জুমুআর দিনে দুরূদ শরীফ,ইস্তেগফার এর ফজিলত অনেক বেশি।

30/07/2023

কি মজার চা খেলাম
ফেসবুক ভিডিও

28/07/2023

লোকে তোমাকে যাই বলুক খারাপ কিংবা ভালো, মনে কষ্ট নেওয়ার বা খুশি হওয়ার প্রয়োজন নেই করন লোকে বললে কয়লা সুনা হয়ে যায় না।

27/07/2023

ভিত্তিহীন বর্ণনা
মুহাররম ও আশুরা কেন্দ্রিক ভিত্তিহীন কিছু বর্ণনা
মুহাররম ও আশুরা কেন্দ্রিক ভিত্তিহীন বিভিন্ন ঘটনা আমাদের সমাজে প্রচলিত। সে বিষয়ে মাসিক আলকাউসারে স্বতন্ত্র প্রবন্ধ লেখা হয়েছে। এ বিভাগেও কিছু বিষয় এসেছে। আজ বার চান্দের ফযীলত জাতীয় পুস্তকের মাধ্যমে সমাজে ছড়ানো মুহাররমের প্রথম দশকের আমল এবং আশুরা কেন্দ্রিক আবিষ্কৃত নামায ও তার ফযীলত বিষয়ক ভিত্তিহীন কিছু বর্র্ণনা তুলে ধরা হচ্ছে।

ক. মুহাররমের প্রথম দশক রোযা রাখার ভিত্তিহীন ফযীলত

‘বার চান্দের ঘটনা ও আমল’ শিরোনামের একটি বইয়ে লেখা হয়েছে-

‘যে ব্যক্তি মহররমের প্রথম দশ দিন রোযা রাখে, সে দশ হাজার বছর যাবৎ দিনে রোযা ও রাত্রে ইবাদতের নেকী পাবে।’

এটি একটি বানোয়াট বর্ণনা। কোনো নির্ভরযোগ্য সূত্রে তা পাওয়া যায় না। এ বর্ণনার ‘দশ দিন রোযা রাখা এবং দশ হাজার বছরের নেকী’ সম্ভবত এ বাংলা বইয়ের সংকলকের পক্ষ থেকে বানানো কথা। কারণ, জাল হাদীস বিষয়ক কিতাবে একেন্দ্রিক যে বর্ণনা পাওয়া যায় তাতে রয়েছে ‘নয় দিন রোযা’র কথা। জালকারীরা সম্ভবত যিলহজে¦র নয় দিন রোযা রাখার বর্ণনার সাথে মিল রেখে এটা বানিয়েছে। কিন্তু বাংলা পুস্তিকার এ লেখক নিজে থেকে ‘দশে দশ’ আবিষ্কার করেছে।

যাইহোক, জাল হাদীসের কিতাবে একেন্দ্রিক যে জাল বর্ণনা উল্লেখ করা হয়েছে তা হল-
مَنْ صَامَ تِسْعَةَ أَيَّامٍ مِنْ أَوَّلِ الْمُحَرَّمِ بَنَى اللهُ لَهُ قُبَّةً فِي الْهَوَى مِيلا فِي مِيلٍ لَهَا أَرْبَعَةُ أَبْوَابٍ.
যে ব্যক্তি মুহাররমের প্রথম নয় দিন রোযা রাখবে আল্লাহ তাআলা তার জন্য শূন্যে এক মাইল দৈর্ঘ্য-প্রস্থের একটি ‘কুব্বা’ (গম্বুজ সাদৃশ্য প্রাসাদ) প্রস্তুত করবেন, যার চারটি ফটক থাকবে।

ইবনুল জাওযী রাহ. তাঁর জাল হাদীস বিষয়ক কিতাব ‘আলমাউযূআত’-এ বর্ণনাটি উল্লেখ করার পর বলেন-

هَذَا حَدِيثٌ مَوْضُوعٌ عَلَى رَسُولِ الله صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ.
قَالَ ابْنُ حِبَّانَ: مُوسَى الطَّوِيل يروي عَن أنس أَشْيَاء مَوْضُوعَة لَا يحل كتبهَا إِلّا عَلَى التَّعَجُّب.

অর্থাৎ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জালকৃত একটি বর্ণনা। এতে মূসা আততাবীল নামক একজন জাল বর্ণনাকারী রয়েছে। -আলমাউযূআত, ইবনুল জাওযী, মুহাররমের প্রথম নয় দিন রোযা রাখা বিষয়ক অধ্যায়, খ. ২, পৃ. ১৯৯
আরো দেখুন : আললাআলিল মাসনূআহ, সুয়ূতী, খ. ২, পৃ. ৯২; তানযীহুশ শরীআহ, ইবনে আররাক, খ. ২, পৃ. ১৪৮; তাযকিরাতুল মাউযূআত, তাহের পাটনী, পৃ. ১১৮; আলফাওয়াইদুল মাজমূআহ, শাওকানী, পৃ. ৯৪

খ. আশুরার বিশেষ পদ্ধতির নামায ও তার ফযীলত

‘বার চান্দের ফজিলত ঘটনা ও আমলিয়াত’ শিরোনামের একটি বইয়ে আশুরা কেন্দ্রিক আবিষ্কৃত বিভিন্ন পদ্ধতির নামায ও তার ফযীলত উল্লেখ করা হয়েছে :

১. যদি কোনো ব্যক্তি আশুরার রাতে সোবহে সাদেকের পূর্বক্ষণে বার রাকআত নফল নামায আদায় করবে আল্লাহ পাক তার সমস্ত গোনাহ ক্ষমা করে দেবেন। তাকে বহু ছাওয়াব দান করা হবে এবং সে ব্যক্তি বেহেশতের নেয়ামতের পূর্ণ হকদার হবে।

এ নামায আদায় করার নিয়ম হল : প্রতি রাকআতে সূরা ফাতিহার সাথে একবার আয়াতুল কুরসী ও তিনবার সূরা ইখলাস এবং নামায শেষ করে একশত বার সূরা ইখলাস পাঠ করবে।

২. যে ব্যক্তি আশুরার তারিখে দুই দুই রাকআত করে চার রাকআত নফল নামায আদায় করবে এবং নামাযের প্রতি রাকআতে সূরা ফাতিহার সাথে সূরা যিলযাল, সূরা কাফেরূন... আল্লাহ পাক হাসরের মাঠে কঠিন বিপদের সময় তাকে বিপদমুক্ত করবেন।

৩. যে ব্যক্তি আশুরার রাতে একশত রাকআত নফল নামায আদায় করবে এবং প্রত্যেক রাকআতে সূরা ফাতিহার সাথে... জীবনের সমস্ত গোনাহ ক্ষমা করে দিবেন।

এভাবে আরো নামাযের উল্লেখ রয়েছে এবং সেগুলোর বিশাল বিশাল ফযীলত উল্লেখ করা হয়েছে।

এগুলো সবই ভিত্তিহীন বর্ণনা। ইবনুল জাওযী রাহ. ‘আলমাউযূআত’ কিতাবে আশুরার বিশেষ পদ্ধতির নামাযের একটি বর্ণনা উল্লেখ করার পর বলেন-
هَذَا حَدِيث مَوْضُوع.
وكلمات الرَّسُول عَلَيْهِ السَّلامُ منزهة عَنْ مثل هَذَا التَّخْلِيط.

এটি একটি জাল বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এজাতীয় উদ্ভট কথাবার্তা থেকে সম্পূর্ণ মুক্ত। -আলমাউযূআত, ইবনুল জাওযী, ২/১২২
আরো দেখুন : আললাআলিল মাসনূআহ, সুয়ূতী, খ. ২, পৃ. ৪৬; তানযীহুশ শরীআহ, ইবনে আররাক, খ. ২, পৃ. ৮৯; আলফাওয়াইদুল মাজমূআহ, শাওকানী, পৃ. ৪৭

মোটকথা, আশুরা কেন্দ্রিক এজাতীয় বিশেষ পদ্ধতির নামায ও তার ফযীলত সবই জাল। লখনবী রাহ. জাল হাদীস বিষয়ক তাঁর কিতাব ‘আলআসারুল মারফূআ’তে বলেন-

فَائِدَة مفيدة: قد وجدت فِي كتب الأوراد والوظائف أَحَادِيث فِي أَعمال خَاصّة يَوْم عَاشُورَاء أَكْثَرهَا مَوْضُوعَة... فَاعْلَم أَن أَحَادِيث الصَّلَوَات الْمَخْصُوصَة فِي يَوْم عَاشُورَاء مِمَّا ذكرهَا بعض المشايخ فِي دفاترهم كلهَا مَوْضُوعَة...

জরুরি ফায়েদা : আওরাদ ও ওযিফার বিভিন্ন কিতাবে আশুরার দিনের বিশেষ আমল কেন্দ্রিক বিভিন্ন বর্ণনা পাওয়া যায়।... জেনে রাখা দরকার, আশুরা কেন্দ্রিক বিশেষ নামাযের সকল বর্ণনাই জাল ও বানোয়াট। -আলআসারুল মারফূআহ ফিল আখবারিল মাওযূআহ, লখনবী, পৃ. ৯২
[ মসিক আলকাউসার || মুহাররম ১৪৪৪ || আগস্ট ২০২২ ]
#প্রচলিত_ভুল_মাসিক_আলকাউসার
#মুহাররম_ও_আশুরা_মাসিক_আলকাউসার

Address

Golapgonj
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when NUR TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NUR TV:

Videos

Share