নিরাপদ চিকিৎসা চাই, মৌলভীবাজার জেলা শাখা

  • Home
  • নিরাপদ চিকিৎসা চাই, মৌলভীবাজার জেলা শাখা

নিরাপদ চিকিৎসা চাই, মৌলভীবাজার জেলা শাখা নিরাপদ চিকিৎসা চাই একটা সামাজিক সংগঠ?

দেশজুড়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর করুণ দুরবস্থা, দেখার যেন কেউ নেই-একজন দিয়ে চলছে ৫০ শয্যা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স। ক...
21/04/2025

দেশজুড়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর করুণ দুরবস্থা, দেখার যেন কেউ নেই-একজন দিয়ে চলছে ৫০ শয্যা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স। কুলাউড়া বাসির দ্রুত স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সরকারের দৃষ্টি আর্কষন করছি।

04/11/2022

দেশে নীরবে বেড়েছে প্রায় সব ঔষধের দাম। গেলো কয়েক মাসে ব্যবহার্য বেশ কিছু ঔষধের মূল্য বৃদ্ধির হার ২০ থেকে ৫০ শতাংশ। যথাযথ আইন না থাকায় কোনো নিয়ন্ত্রন নেই ঔষধ প্রশাসন অধিদপ্তরে। মুক্তবাজারের যুক্তিতে গুরুত্বপূর্ণ এই পণ্যের মূল্য নির্ধারণ করে কোম্পানিগুলো। ঔষধের দামে লাগাম টানতে সরকারের সুদৃষ্টি অতি জরুরি।

শুভ জন্মদিন তাজুল ইসলাম তপন - মানবতার ফেরিওয়ালা,, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের একজন সৈনিক , সাধারন মানুষের জন্য পরোপকারী -...
23/09/2022

শুভ জন্মদিন তাজুল ইসলাম তপন - মানবতার ফেরিওয়ালা,, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের একজন সৈনিক , সাধারন মানুষের জন্য পরোপকারী - নিরাপদ চিকিৎসা চাই মৌলভীবাজার জেলা শাখার সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -যে সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকে
নিচিচা মৌলভীবাজার জেলা শাখার পক্ষ হতে জন্মদিনে শুভ কামনা দোয়া এবং ভালোবাসা রইলো

মোঃ- আজগর আলী
প্রতিষ্ঠাতা-সভাপতি
নিরাপদ চিকিৎসা চাই মৌলভীবাজার জেলা

19/09/2022

সিলেট: সালমান ফরিদ একাধারে লেখক, সাংবাদিক ও প্রভাষক। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এ স্থায়ী সদস্য কাজ করেছেন ন...

21/08/2022
আজ গভ.রেজিষ্ট্রেশনকৃত সু-চিকিৎসার দাবি আদায়ের সসর্ববৃহৎ সামাজিক জাতীয় সংগঠন নিরাপদ চিকিৎসা চাই,(নিচিচা) এর ৪র্থ প্রতিষ্ঠ...
17/08/2022

আজ গভ.রেজিষ্ট্রেশনকৃত সু-চিকিৎসার দাবি আদায়ের সসর্ববৃহৎ সামাজিক জাতীয় সংগঠন নিরাপদ চিকিৎসা চাই,(নিচিচা) এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিচিচা মৌলভীবাজার জেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন।

প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আজগর আলী''র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহান উমর, সহ-সভাপতি রিপন জুমা তালুকদার,সহ-সভাপতি উজ্জ্বল মিয়া,সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত,দপ্তর সম্পাদক তোফায়েল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ছাব্বির রহমান,সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক বাছিউল মাহিদ,জেলা সদস্য কাজি ওয়াহিদ সাকিব,সদর উপজেলা শাখার আহবায়ক সাব্বির আহমদ,যুগ্ন আহবায়ক ইমতিয়াজ আহমদ সুমন, নাজমুল খান,জামিল তরফদার,শামিম আহমদ, সাগর আহমদ ও সামাদ সহ প্রমুখ।

আজ নিরাপদ চিকিৎসা চাই মৌলভীবাজার জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল পর্যবেক্ষন করেন। এবং বিভিন্ন র...
16/08/2022

আজ নিরাপদ চিকিৎসা চাই মৌলভীবাজার জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল পর্যবেক্ষন করেন। এবং বিভিন্ন রুগিদের খোজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন নিচিচা মৌলভীবাজার জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আজগর আলী, প্রচার সম্পাদক জুনেদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ছাব্বির রহমান, সদর উপজেলা শাখার আহবায়ক সাব্বির আহমদ, জেলা সদস্য ওয়াহিদ সাকিব, সদর উপজেলা শাখার সদস্য শাহ সিজলু আহমেদ, কামরুল হাসান,আকাশ মল্লিক, সামাদ আহমদ সহ প্রমুখ।

24/07/2022

এই হলো মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের অবস্থা।

কার কাছে বলব আর লেখেই বা কি হবে ? মৌলভীবাজার জেলা টা দেখার মত কেউ নেই? অভিভাবক শূন্য এই জেলায় সাধারন মানুষ নানা ধরনের সমস্যায় ভোক্ত ভোগি হচ্ছেন।

আজ যদি প্রয়াত কিছু এমপি-মন্ত্রি বেছে থাকতেন ঠিকি নজর দিতেন। হসপিটালের এক্সরে মিশিন সহ অনেক ধরনের যন্ত্র নষ্ট, হসপিটালের প্রতিটা ওয়ার্ডে জায়গায় জায়গায় , ময়লা আবর্জনা, অপরিচ্ছন্নতা ভরা ডাক্তার,নার্স এবং পরিচ্ছন্নতা কর্মি সংকট ,

অনেক অভিযোগ আসে যারা বাহিরে চেম্বার নিয়ে বসেন অনেক ডাক্তারদের এখন আগের দিন নাকি ৩০০ টাকা ভিজিট দিয়ে টিকিট কনফার্ম করতে হয় , যেদিন দেখাবেন সেদিন নাকি বাকি টাকা গুলো দিতে হবে, এখন প্রশ্ন হল কোন কারনে রুগি পরের দিন ঐ ডাক্তারের চেম্বারে না গেলে ৩০০ টাকা রুগি না দেখে ডাক্তারের পকেটে ঢুকে গেলো।

প্রতিদিনই মানুষ সেবা নিতে গিয়ে এগুলো মুখোমুখি হতে হয়।

কতৃপক্ষের সাথে কথা বল্লে উনারা বলেন দরখাস্ত পাঠিয়েছেন এই বলে দায় সারা বক্তব্য দিয়েই শেষ।সংসদে বা সাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সাধারণ মানুষের পক্ষ হয়ে যে এগুলো চেয়ে নিয়ে আনতে হবে এমন লোক ও এই জেলায় এখন নেই।

তারপর ও ধন্যবাদ জানাই নিরাপদ চিকিৎসা চাই জেলা শাখার পক্ষ হতে। দেশ টিভি কে ♥️ আমাদের দুঃখগুলা তুলে ধরার জন্য।
আরও জানতে: নিরাপদ চিকিৎসা চাই, মৌলভীবাজার জেলা পেইজ ভিজিট করুন।

মো: আজগর আলী
প্রতিষ্ঠিতা-সভাপতি
নিরাপদ চিকিৎসা চাই মৌলভীবাজার জেলা শাখা

এই হচ্ছে আমাদের মৌলভীবাজার  ২৫০ শয্যা সরকারি সদর হসপিটাল  সোমবার ও বৃহস্পতিবার আল্ট্রাসনোগ্রাফি বন্ধ থাকে। জিজ্ঞাস করলাম...
30/06/2022

এই হচ্ছে আমাদের মৌলভীবাজার ২৫০ শয্যা সরকারি সদর হসপিটাল সোমবার ও বৃহস্পতিবার আল্ট্রাসনোগ্রাফি বন্ধ থাকে। জিজ্ঞাস করলাম কেনো বন্ধ বলে লোকবল নাই। যে জায়গায় সারা জেলার মানুষ প্রতিদিন সেবা নিতে যায় সেই জায়গায় এই অবস্থা। লোকবল ছাড়া কেন এই বিভাগ খোলা হবে। যদি সাপ্তাহের বাকি দিন গুলো খুলা থাকে তাহলে এই দুই দিন কেন বন্ধ থাকবে। বাহিরে একটা ডায়গনিষ্ট সেন্টারে আলট্রাসনোগ্রাফি করলে ৯০০-১০০০ টাকা লাগে আর সদর হসপিটালে সেটা মাত্র ১১০ টাকা , তাহলে বুঝেন সদর হসপিটালে আল্ট্রাসনোগ্রাফি করালে সাধারণ মানুষের কত টাকা সেভ হয়? আমরা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এর থেকে পরিত্রান চাই , মৌলভীবাজার ২৫০ শয্যা হসপিটালে সেবার মান চাই। এবং প্রতিদিন আল্ট্রাসনোগ্রাফি সেবা চাই।

মো:-আজগর আলী
প্রতিষ্ঠাতা-সভাপতি
নিরাপদ চিকিৎসা চাই , মৌলভীবাজার জেলা শাখা

আলহামদুলিল্লাহ্‌ --অবশেষে ক্যানসারের ওষুধ আবিষ্কার! নতুন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে সফল গবেষকরাবর্তমানে ক্যানসারের বিভিন...
11/06/2022

আলহামদুলিল্লাহ্‌ --অবশেষে ক্যানসারের ওষুধ আবিষ্কার! নতুন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে সফল গবেষকরা

বর্তমানে ক্যানসারের বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত থাকলেও এই রোগ থেকে পুরোপুরি নিষ্কৃতি পাওয়ার নজির খুবই বিরল। বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে ক্যানসার থেকে নিরাময় পাওয়ার ওষুধ আবিষ্কারের চেষ্টা করছেন বহু বছর ধরেই। তবে মানব ইতিহাসে এই প্রথম এমন একটি ওষুধের সফল পরীক্ষামূলক প্রয়োগের তথ্য সামনে এলো, যা মাত্র ছয় মাসেই রোগীর শরীরের সমস্ত ক্যানসারের কোষকে ধ্বংস করতে সক্ষম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের বিশেষজ্ঞ ড. আন্দ্রেয়া সেরসেকের নেতৃত্বে সম্পন্ন হয়েছে এ গবেষণা। মাত্র ১২ জন রোগী নিয়ে খুব স্বল্প পরিসরে করা এই গবেষণার ফলাফল দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন গবেষকরা।

সম্প্রতি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ গবেষণার কথা জনসম্মুখে আনেন ড. সেরসক। এ সংক্রান্ত একটি গবেষণাপত্র রোববার (৬ জুন) প্রকাশিত হয়েছে ওষুধ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ এবং গোটা গবেষণাটি করা হয়েছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনের তত্ত্বাবধানে।

বলা হচ্ছ, ডেস্টারলোম্যাব নামের এই ওষুধটি ক্যানসারের প্রচলিত অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো যন্ত্রণাদায়ক নয়। এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ। মূলত এই ওষুধটি প্রয়োগ করা হয়েছিল মলদ্বারের ক্যানসারে আক্রান্ত ১২ জন রোগীর ওপর। প্রতি তিন সপ্তাহ পরপর ছয় মাস ধরে একটি করে ট্যাবলেট নিতো তারা। ছয় মাস পর তাদের আবারও পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় কোনো রোগীর শরীরেই আর বিন্দুমাত্র ক্যানসারের কোষ শনাক্ত হয়নি।

নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ড. আন্দ্রেয়া সেরসেক বলেন, এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। যখনই গবেষণার ফল আমাদের সামনে এলো, খুশিতে তখন কেউই চোখের পানি ধরে রাখতে পারিনি আমরা। তিনি জানান, রেডিয়েশন, অস্ত্রপচার বা কেমোথেরাপির মতো প্রচলিত চিকিৎসা পদ্ধতির মতো এই ওষুধ নেয়ার পর তেমন কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। শরীরের স্বাভাবিক ক্রিয়াকলাপ অক্ষুন্ন থাকে।

তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের আগে এই ওষুধ নিয়ে আরও গবেষণা করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে এখন পর্যন্ত এই ওষুধ যতটুকু সফলতা দেখিয়েছে তা মানব ইতিহাসে প্রথম।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে একটা সাত বছরের বাচ্চা পায়ে কাটা নিয়ে চিকিৎসা নিতে গেলে তাৎক্ষণিক কর্তব্য...
03/06/2022

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে একটা সাত বছরের বাচ্চা পায়ে কাটা নিয়ে চিকিৎসা নিতে গেলে তাৎক্ষণিক কর্তব্যরত চিকিৎসক ছোট খাটো সার্জারী করে প্রেসক্রিপশন দিয়ে বিদায় দেন, ফার্মেসীতে গেলে কোন ফার্মেসীয়ালারা এই বাচ্চাকে ঔষধ দেন নি!

কারণ একটাই উনি ভূল ঔষধ এই শিশুটিকে দিয়েছেন!!

সেফ্যুরক্সিম ক্ল্যাভুলেনিক ৫০০ মিঃগ্রাঃ যদি ৭ বছরের বাচ্চাকে দিতে হয় তবে ৭০ বছরের বুড়ো মানুষটাকে উনি কি দেবেন? আর ঔষধটাতে বাচ্চার শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হবে??

সাধারন মানুষের একটা ভরসার জায়গা হলো ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল; আর এখানকার চিকিৎসার এই অবস্থা!!

কতৃপক্ষের এখনই উচিত এসব ভূল চিকিৎসার লাগাম টেনে ধরার, না হলে আগামীতে আমাদের আরো বড় বড় সমস্যার সম্মুখীন হতে হবে।

ফার্মেসীওয়ালারা হয়তো বাচ্চা সাথে না থাকলে ৫০০ মিঃগ্রাঃ ঔষধটাই দিতো কিন্তু দিনশেষে ক্ষতিটা হতো কার??

লিখাঃ Jaher Hussain Ruben ভাই এর ওয়াল থেকে নেয়া।

সরকারি হাসপাতালের পরিবেশ, আসলে তো তোমরাই করছো শেষ! হাসপাতাল না থাকলেই জনগণ; চেম্বারে যেতে হবে অবশেষ। সেখানে জবাই হবে উপরি কামাই হবে, মানুষের সেবার কী দরকার!!

কার্ডিয়াক এম্বুলেন্সের এর শুভ উদ্ভোধন। মৌলভীবাজারে রোগী আনা-নেয়ার জন্য কিলোমিটার প্রতি ১০ টাকা ভাড়ায় মিলবে অত্যাধুনিক সু...
25/04/2022

কার্ডিয়াক এম্বুলেন্সের এর শুভ উদ্ভোধন। মৌলভীবাজারে রোগী আনা-নেয়ার জন্য কিলোমিটার প্রতি ১০ টাকা ভাড়ায় মিলবে অত্যাধুনিক সুবিধা সম্বলিত কার্ডিয়াক অ্যাম্বুলেন্স।

মৌলভীবাজার এই প্রথম আসলো কার্ডিয়াক এম্বুলেন্স, ধান্দাবাজরা দূরে থাকতে হবে, ইহা নিয়ে ধান্দা করার পরিনতি জেল। সব শ্রেনী পেশার মানুষের জন্য এই সুযোগ সুবিধা পাবেন ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রাপ্ত কার্ডিয়াক এম্বুলেন্সের এর আজ শুভ উদ্ভোধন হলো।
কার্ডিয়াক এ্যাম্বুলেন্সটি চালু হওয়ায় স্বল্প খরচে হার্টের রোগীদের উপকারে আসবে। এখন থেকে কার্ডিয়াক রোগীদের স্থানান্তর করতে ও সেবা দিতে অসুবিধা হবে না।
এ্যাম্বুলেন্সটি গতবছরের ডিসেম্বর মাসের ১৪ তারিখে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার স্বরুপ দেয়া হয়। এ্যাম্বলেন্সের সকল যন্ত্রাংশ খোলা থাকায় সেটি চালু করতে বিলম্ব হয়েছে।শেষে উত্তরা মোটরস এসে সেটি সেটিংস করে দিয়ে যায়।
উল্লেখ্য, ভারত সরকার বাংলাদেশকে ১০৯টি উন্নতমানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স গত বছর ১৩ সেপ্টেম্বর ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এ্যাম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন যার একটি মৌলভীবাজারে দেয়া হয়।
আমার রিকুয়েষ্ট অবহেলার বস্তু যেনো না হয় সরকারি কোনও সম্পত্তি। কেননা অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারি কোনও কিছু আদায় করা হয়। তাই সকলেই এই সমস্ত সম্পদ রক্ষনাবেক্ষন করবো। এ দেশ আমাদের, আমাদের ই দায়িত্ব। আসুন সমাজ উন্নয়নে যে কোনও ভালো কাজে শরিক হই। ধন্যবাদ সবাইকে।

মো:-আজগর আলী
প্রতিষ্ঠাতা-সভাপতি
নিরাপদ চিকিৎসা চাই, মৌলভীবাজার জেলা শাখা

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when নিরাপদ চিকিৎসা চাই, মৌলভীবাজার জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share