পাপড়ি - Paprhi

পাপড়ি - Paprhi # বই প্রকাশনা
# প্রুফরিডিং
# পাণ্ডুলিপি সম্পাদনা
# গ্রাফিক্স ও ওয়েব ডিজাইন
# ছাপা
# ট্রাভেলিং সাপোর্ট

লেখা আহ্বান || ই-পাপড়ি
23/12/2024

লেখা আহ্বান || ই-পাপড়ি

চমৎকার চমৎকার সব ছড়ায় ভরপুর ছড়াগ্রন্থ। অর্ডার করুন আজই।প্রচ্ছদ: মাহাপারা তাবাস্সুম
19/12/2024

চমৎকার চমৎকার সব ছড়ায় ভরপুর ছড়াগ্রন্থ। অর্ডার করুন আজই।
প্রচ্ছদ: মাহাপারা তাবাস্সুম

প্রি অর্ডার || ভূত ধরল পটকা মামা || শাকিব হুসাইন সম্পূর্ণ রঙিন গল্পগ্রন্থ
19/12/2024

প্রি অর্ডার || ভূত ধরল পটকা মামা || শাকিব হুসাইন
সম্পূর্ণ রঙিন গল্পগ্রন্থ

উপন্যাস আর গল্প-ছড়ায়সময় মজায় মজায় গড়ায়।
19/12/2024

উপন্যাস আর গল্প-ছড়ায়
সময় মজায় মজায় গড়ায়।

আমরা তোমাদের ভুলবো না...
16/12/2024

আমরা তোমাদের ভুলবো না...

পাপড়ির নতুন বইটি পাচ্ছেন কেমুসাস বইমেলায় ১ নং স্টলে।
15/12/2024

পাপড়ির নতুন বইটি পাচ্ছেন কেমুসাস বইমেলায় ১ নং স্টলে।

জাহেদুর রহমান চৌধুরী সম্পাদিতসীরাত সংখ্যা, ২০২৪: একটি ভিন্নধারার সমৃদ্ধ ম্যাগাজিনজহুর মুনিম জাহেদুর রহমান চৌধুরী সম্পাদি...
15/12/2024

জাহেদুর রহমান চৌধুরী সম্পাদিত
সীরাত সংখ্যা, ২০২৪: একটি ভিন্নধারার সমৃদ্ধ ম্যাগাজিন
জহুর মুনিম

জাহেদুর রহমান চৌধুরী সম্পাদিত ১৩৬ পৃষ্ঠার ভিন্নধারা সীরাত সংখ্যা ২০২৪ নবীপাঠের জন্য দারুণ ম্যাগাজিন। কী জন্য দারুণ, তা আজকের ছোট আলাপে বলার চেষ্টা করব।

আমাদের নবী সা. সবার নবী। তাঁকে যে শুধু মুসলমানরা অনুসরণ করে এমন নয়। একজন বিধর্মীও নবীজির চলাফেরায় মুগ্ধ হতে বাধ্য; যদি তার মগজ থাকে। মুহাম্মদ সা. ধর্মের নবী। কিন্তু ধর্মীয় কাজের পাশাপাশি তাঁর বিচরণ ছিল সবখানে। যুদ্ধের ময়দান থেকে রান্নাঘর, কোথায় ছিল না তাঁর উপস্থিতি!
যেহেতু মুহাম্মদ সা.-এর ছোট্ট জীবন ছিল এত এত কাজে সমৃদ্ধ, অতএব চাহিদা ছিল সীরাত সংখ্যাটিতে তাঁর জীবনের নানা দিক উঠে আসার এবং ভিন্নধারা এই চাহিদা পূরণে সফল!

প্রথম প্রবন্ধ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল আহাদ-এর ‘মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) এর অবদান’। বিষয়টি অনেক মুসলমানের নজর এড়িয়ে যায়। অথচ এই বিষয়ে যে অনেক আয়াতের সাথে অনেক অনেক হাদিস আছে, এই প্রবন্ধ পড়ে আমরা তা টের পাই। অবাক হই। মুগ্ধ হই। জ্ঞান সমৃদ্ধ হয়। ধন্যবাদ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল আহাদ।

নবীজীবনের অনেক অধ্যায় পার হয়েছে জিহাদের ময়দানে। জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ। অতএব প্রত্যেক মুসলমানের জন্য জিহাদের বিষয়ে নিদেনপক্ষে মৌলিক ধারণা থাকা জরুরি। ইঞ্জিনিয়ার ফিরোজ আহমদ-এর ‘মহানবী (সা.) এর যুদ্ধাভিযান’ শিরোনামের প্রবন্ধ পড়লে এই জরুরি কাজটা পূর্ণ হয়ে যায়।

ভিন্নধারার সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)’ শিরোনামের একটি প্রবন্ধ লিখেছেন। এই প্রবন্ধ ছোট, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ নবীজির জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত সময় এই প্রবন্ধে উঠে এসেছে। অর্থাৎ নবীজির পূর্ণ জীবন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়েছেন সম্পাদক।

কামরুল আলম-এর ‘কেমন ছিলেন প্রিয় নবী (সা.)’ শিরোনামের প্রবন্ধে উঠে এসেছে নবীজির চারিত্রিক ও শারীরিক বর্ণনা। সহজ ও সাবলীল ভাষায় লেখা এই প্রবন্ধটি পড়ে পাঠকের নবীপ্রেম সতেজ হবে বৈকি!

আগেই বলেছি, নবীজি যেমন মুসলিমের, তেমনি অমুসলিমের। যেমন ঘরের, তেমনি যুদ্ধের। যেমন বড়দের, তেমনি ছোটদের। হাসান হিফজুর রহমান-এর ‘ছোটদের মুহাম্মাদ (সা.)’ প্রবন্ধপাঠে বোঝা যায় নবীর হৃদয়টা খুব কোমল ছিল। শিশুদের সাথে তাঁর আচরণ ছিল শিশুসুলভ।

পনেরোটি প্রবন্ধের পর ছিল অনেকগুলো কবিতাও। কবি আফজাল চৌধুরী, কবি কালাম আজাদ থেকে শুরু করে আলো ছড়ানো তরুণ লেখক—ছিল অনেকের লেখা৷

ভিন্নধারা বন্ধ করতে গিয়ে চোখে পড়ল শেষ পৃষ্ঠায় থাকা ‘মুহাম্মদ সা.’ লেখা কিছু মনোরম আরবি ক্যালিওগ্রাফি। তৃপ্তি নিয়ে ম্যাগাজিনটি বন্ধ করতে করতে বললাম-
‘ভিন্নধারা’ ভিন্নধারায়
যেন সে তার কদম বাড়ায়!

ভিন্নধারা সীরাত সংখ্যা ২০২৪ প্রকাশ করেছে ভিন্নধারা পাবলিকেশন। মুদ্রক পাপড়ি। প্রচ্ছদ করেছেন আহমেদ নাবিল।

পাপড়ির নতুন বই। পাবেন কেমুসাস বইমেলা ১ নং স্টলে।
14/12/2024

পাপড়ির নতুন বই। পাবেন কেমুসাস বইমেলা ১ নং স্টলে।

পাপড়ির নতুন বই।
13/12/2024

পাপড়ির নতুন বই।

কেমুসাস বইমেলা। পাপড়ি। স্টল: ১
06/12/2024

কেমুসাস বইমেলা। পাপড়ি। স্টল: ১

বইমেলায় ঢুকেই প্রথম যে স্টল, সেটা পাপড়ির। ১ নং স্টল। স্টলের কিছু স্থিরচিত্র।
05/12/2024

বইমেলায় ঢুকেই প্রথম যে স্টল, সেটা পাপড়ির। ১ নং স্টল। স্টলের কিছু স্থিরচিত্র।

ছড়াকার কামরুল আলম-এর৪৪তম জন্মবার্ষিকীতে জমজমাট সুহৃদ সন্ধ্যাছড়াকার ও কথাসাহিত্যিক কামরুল আলমের ৪৪তমল জন্মবার্ষিকী উদযাপি...
26/11/2024

ছড়াকার কামরুল আলম-এর
৪৪তম জন্মবার্ষিকীতে জমজমাট সুহৃদ সন্ধ্যা

ছড়াকার ও কথাসাহিত্যিক কামরুল আলমের ৪৪তমল জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ২৫ নভেম্বর ২০২৪ সোমবার প্রকাশনাসংস্থা পাপড়ির পাঠক সংগঠন পাপড়ি বুকক্লাবের উদ্যোগে সিলেট নগরের তালতলাস্থ পাপড়ি কার্যালয়ে আয়োজিত সুহৃদ সন্ধ্যায় সভাপতি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেটের সাধারণ সম্পাদক ও বাসস সিলেটের ব্যুরো চিফ গল্পকার-সাংবাদিক সেলিম আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু, কবি বাছিত ইবনে হাবীব ও ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার। আলোচনায় অংশ নেন ছড়াকার রিপন আহমদ ফরিদী, গল্পকার ও অভিনেতা মিনহাজ ফয়সল, গীতিকবি নূর মোহাম্মদ চৌধুরী, সাংবাদিক এম. এ ওয়াহিদ চৌধুরী, গল্পকার তাসলিমা খানম বীথি, কবি জুবের আহমদ সার্জন, ছড়াকার ও চিত্রশিল্পী কবির আশরাফ, ছড়াকার আবদুল কাদির জীবন, ছড়াকার মুয়াজ বিন এনাম, গল্পকার আহমদ জুয়েল, কবি মইনুল হাসান আবির, ছড়াকার জহুর মুনিম, কবি সুফি আকবর, কবি জেসির আরাফাত, গল্পকার মিলাদ হোসেন সুজন, কবি সোলেমান রাসেল, জুনাঈদ আহমদ, লেখক রিপন মিয়া। গান পরিবেশন করেন শিল্পী মোঃ ওমর ফারুক ও আহমেদ কায়েস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছড়াকার ও বাচিক শিল্পী নাঈমুল ইসলাম গুলজার।
প্রধান অতিথির বক্তব্যে গল্পকার সেলিম আউয়াল বলেন, আজকের আলোচিত-আলোকিত একজন কামরুল আলম; তাঁর বাড়ি সিলেটে। কামরুল আলম ইচ্ছে করলে চলে যেতে পারতেন ইংল্যান্ড। তাঁর বড় ভাই কানাডার একটি ইউনিভার্সিটির প্রফেসর। তাঁর বাবা কবি করামত আলী ছিলেন একজন স্বনামধন্য শিক্ষাবিদ। এই উত্তরাধিকার বহন করে তিনিও চলে যেতে পারতেন। কিন্তু তিনি প্রকাশনাসংস্থা পাপড়িতে শ্রম দিচ্ছেন। এটা তাঁর বড় একটি স্যাক্রিফাইস।
বিশেষ অতিথি কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী কামরুল আলম একজন আলোকিত মানুষ। তার ৪৪তম জন্মবার্ষিকীতে আমি সুস্থ-সুন্দর দীর্ঘায়ু কামনা করছি।
সভাপতির বক্তব্যে কবি মোঃ আমিনুল ইসলাম বলেন, কামরুল আলম একটি আলোকিত পরিবারের সন্তান। তাঁর বাবা ছিলেন শিক্ষক, তিনিও অধ্যাপনা পেশার সঙ্গে সম্পৃক্ত। আমরা আশা করি তাঁর বংশধারা এভাবেই চলবে এবং তাদের ভবিষ্যৎ আলোকিত হবে।
অনুষ্ঠানের মধ্যমণি ছড়াকার কামরুল আলম তাঁর জীবন সম্পর্কে নানা কথা বলেন এবং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এরপর ছড়াকার কামরুল আলম-এর ৪৪তম জন্মবার্ষিকী স্মারক ‘ছন্দাকারে চুয়াল্লিশ’-এর মোড়ক উন্মোচন করা হয় এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

25/11/2024

চলছে সুহৃদ সন্ধ্যা

25/11/2024

ছড়াকার ও কথাসাহিত্যিক কামরুল আলম-এর ৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সুহৃদ সন্ধ্যা।

আজ সন্ধ্যায় পাপড়িতে আপনি সবান্ধবে আমন্ত্রিত।
25/11/2024

আজ সন্ধ্যায় পাপড়িতে আপনি সবান্ধবে আমন্ত্রিত।

23/11/2024

নুর মোহাম্মদ চৌধুরীর 'আজানের গান' গ্রন্থের প্রকাশনা উৎসবে সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক, ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরীর বক্তব্যের চুম্বক অংশ।

কারবালার উপাখ্যান, লেখক মাহফুজ জোহা। উপাখ্যান অর্থ বিবরণ, বৃত্তান্ত। সুতরাং বইয়ের নামের অর্থ কারবালার বিবরণ। ৩০৫ পৃষ্ঠার...
17/11/2024

কারবালার উপাখ্যান, লেখক মাহফুজ জোহা। উপাখ্যান অর্থ বিবরণ, বৃত্তান্ত। সুতরাং বইয়ের নামের অর্থ কারবালার বিবরণ। ৩০৫ পৃষ্ঠার বইটিতে উঠে এসেছে কারবালার ঘটনা। শুধু যে কারবালার ঘটনাই এসেছে, তা না। লেখক কিছু জায়গায় নিজের চিন্তাও উল্লেখ করেছেন। প্রমাণ হিসেবে বললে বলা যায় বইয়ের শেষের ‘কারবালার ঘটনা: ইতিহাসের শিক্ষা’। বইটির আরেকটি আকর্ষণীয় দিক হল; বড়ো এই বইয়ে যাদের বর্ণনা আছে, লেখক বইয়ের শুরুতে তাদের নাম এবং সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছেন; যা বইটিকে আয়ত্ত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
কারবালার ইতিহাসপাঠে আগ্রহী পাঠকরা এই বই সবসময় হাতের নাগালে রাখেন।

আশরাফ আলী চারু—ভালো গল্পকার। গল্প লেখার পাশাপাশি পড়াশোনা করেছেন শেরপুর নিয়েও। তার ফলস্বরূপ এবার বের করছেন ‘ইতিহাস-ঐতিহ্য...
14/11/2024

আশরাফ আলী চারু—ভালো গল্পকার। গল্প লেখার পাশাপাশি পড়াশোনা করেছেন শেরপুর নিয়েও। তার ফলস্বরূপ এবার বের করছেন ‘ইতিহাস-ঐতিহ্যে শেরপুর’।

প্রায় ১৫ ফর্মার বইটি পড়লে পাঠকরা শেরপুর সম্পর্কে জরুরি বিষয় থেকে শুরু করে খুঁটিনাটি বিষয় নিয়েও জানতে পারবেন। শেরপুরের বিলুপ্ত হওয়া খেলা, বিলুপ্ত হওয়া খাদ্য, ম্যাগাজিন থেকে শুরু করে উল্লেখযোগ্য যা যা হারিয়ে গেছে, তা যেমন উল্লেখ করেছেন; তেমনি উল্লেখ করেছেন শেরপুরের জেলা, স্থান থেকে নিয়ে শেরপুরের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি।
এছাড়াও শেরপুরের ব্যবসা-বাণিজ্য, শেরপুরের ধর্মীয় ইতিহাস থেকে নিয়ে আরও অনেক তথ্য সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। আরও সহজের জন্য তা আলাদা করেছেন দশটি অধ্যায়ে।

ইতিহাস-ঐতিহ্যে শেরপুর গ্রন্থটি শেরপুরবাসী তো অবশ্যই; বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষ এবং বাংলাভাষী সকল ইতিহাসপাঠে আগ্রহী পাঠক পড়বেন বলে আমরা বিশ্বাস করি।

প্রচ্ছদ: আহমেদ নাবিল

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when পাপড়ি - Paprhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাপড়ি - Paprhi:

Share

Category