এসো আলোর পথে

এসো আলোর পথে May Allah accept us
(5)

30/01/2025

আবেগ দিয়ে স্বপ্ন সাজানো যায়,পূর্ণতা দেয়া যায়না। আর বাস্তবতা স্বপ্ন গড়া যায়,ভাঙ্গা যায়না

29/01/2025

মানুষকে ততবার ক্ষমা করুন,যতবার আল্লাহর কাছে আপনার ক্ষমা প্রয়োজন।

Big shout out to my newest top fans! 💎 Selim UddinDrop a comment to welcome them to our community,  fans
29/01/2025

Big shout out to my newest top fans! 💎 Selim Uddin

Drop a comment to welcome them to our community, fans

29/01/2025

𝗔𝗖𝗧𝗜𝗩𝗘🥰আছি🟢
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 দিন✅
নোটিফিকেশন পাওয়া মাত্রই 𝗕𝗔𝗖𝗞 দিবো💯

28/01/2025

আসতাগফিরুল্লাহ

28/01/2025

মেরাজের ইতিহাস ও ঘটনা(পর্ব ২)@🌹🌹

হিযরতের আগের কথা,রাসূল সা: শুয়ে ছিলেন। তন্দ্রাচ্ছন্ন,চোখ দুটো বুজে এসেছে।তবে,হৃদয়-মানস ছিল জাগ্রত।এর মাঝে আগমন করলেন হযরত জিবরাঈল আ:।তিনি নবীজিকে,উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট।একটি,স্বর্ণের পেয়ালা আনা হলো,তা ছিল ঈমান ও হিকমতে পরিপূর্ণ, তাতে,জমজমের পানি।
জিবরাঈল আ.নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন।বের করে আনলেন নবীজি সা.এর,হৃদয়। যমযমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্হাপন করে দিলেন জায়গামত।ঈমান ও হিকমতে পূর্ণ করে দেয়া হলো,নবীজি সা.এর কলব।(চলবে)

27/01/2025

শবে মেরাজের ঘটনা ও ইতিহাস@ (পর্ব ১)

মেরাজ অর্থ -ঊর্ধ্বলোকে গমন।লাইলাতুল মেরাজ উপমহাদেশে শবে মেরাজ হিসাবে আখ্যায়িত।এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সা:অলৌকিক উপায়ে ঊর্ধ্বলোকে আরোহণ করেছিলেন। এবং মহান আল্লাহ তায়ালার সাথে সাক্ষাত করেছিলেন।

মহানবী সা:কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আ: ও মিকাইল আ:এর সং বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন।তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে আগমন করেন।এর পর ধারাবাহিক ভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আযিম পর্যন্ত ভ্রমন করে মহান রাব্বুল আলামিনের সংে শাক্ষাত লাভ করেন।পাশাপাশি জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। (চলবে)

27/01/2025

Good afternoon everyone 💞💞💞💞

26/01/2025

Good morning everyone 🌹🌹🌹

25/01/2025

✅ 𝗔𝗖𝗧𝗜𝗩𝗘 আছি।
𝐅𝐎𝐋𝐋𝐎𝐖 দিন।
🔔 নোটিফিকেশন পাওয়া মাত্রই।
𝐅𝐎𝐋𝐋𝐎𝐖 𝐁𝐚𝐜𝐤 দিবো।
ইনশাআল্লাহ

25/01/2025

সেই দিন রূহ্ ও ফিরিশ্‌তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে ; দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে।

يَوْمَ يَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓٮِٕكَةُ صَفًّا ؕۙ لَّا يَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا‌

সূরা নম্বর: ৭৮ আয়াত নম্বর: ৩৮

25/01/2025

হে মানবমণ্ডলী ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতেই সৃষ্টি করিয়াছেন ও যিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাহাদের দুইজন হইতে বহু নর - নারী ছড়াইয়া দেন; এবং আল্লাহকে ভয় কর যাঁহার নামে তোমরা একে অপরের নিকট যাচ্ঞা কর, এবং সতর্ক থাক জ্ঞাতিবন্ধন সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ্‌ তোমাদের উপর তীক্ষ্ম দৃষ্টি রাখেন।

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا

সূরা নম্বর: ৪ আয়াত নম্বর: ১

24/01/2025

সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌রই,

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ۙ

সূরা নম্বর: ১ আয়াত নম্বর: ২

22/01/2025

🐓অহংকার 🐓
খুব ছোট একটা শব্দ।
কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারন,,,।

21/01/2025

জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটা সন্ধ্যা শেষ হয় নতুন অবিঙ্ঞতা নিয়ে।

21/01/2025

বাদাম বিক্রেতার ঝুড়ি থেকে হুট করে একটা বাদাম নিয়ে খাওয়াটাও জুলুম,বিচারের মাঠে এর হিসাবও আল্লাহ্‌র নিকট আমার-আপনার দিতে হবে।

21/01/2025

পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো,আপনি রবের কাছে চেয়েছেন এবং সেটা পেয়ে ও গেছেন।
🌹আলহামদুলিল্লাহ 🌹

20/01/2025

🌹 নারী 🌹
যখন কন্যা তখন সে 'রহমত '
যখন বোন তখন সে 'আমানত '
যখন বউ তখন 'নেয়ামত'
যখন মা তখন সে 'জান্নাত '
💕আলহামদুলিল্লাহ 💞

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো আলোর পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এসো আলোর পথে:

Videos

Share

Category