20/01/2023
দৈনন্দিনের ছোট পাঁচটি আমল:
আমল:-১
প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুন।
"উচ্চারন:- আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলুহ।"
🍀ফজিলত:-
"যে ব্যাক্তি ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, ঐ ব্যাক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয় এবং যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।"
📖সহীহ মুসলিম, হাদিস নং-২৩৪)
আমল:-২
প্রত্যেক ফরজ নামাজ শেষে ''আয়তুল কুরসী" পাঠ করুন।।
🍀ফজিলত:-
"যে ব্যক্তি ফরজ নামাজের পর একবার আয়তুল কুরসী পাঠ করবে, জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তার আর কোন বাধা নাই।"
📖সিলসিলাহ সহিহাস, হাদিস নং-৯৭২)
আমল:- ৩
প্রত্যেক ফরজ নামাজ শেষে।
- ৩৩ বার সুবহানআল্লাহ,
- ৩৩ বার আলহামদুলিল্লাহ,
- ৩৩ বার আল্লাহু আকবার
এবং একবার এই দোয়াটি পড়া: লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলুক ওয়ালাহুল হামদ ওয়াহুয়া 'আলা কুল্লি শাই'ইন কাদির।
🍀ফজিলত:
অতীতের সমস্ত ছগীরা গোনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমান ও হয়।
এছাড়া হাদিসে রয়েছে ``নিঃসন্দেহে প্রত্যেক তাসবিহ সদকা, প্রত্যেক তাকবির সদকা, প্রত্যেক তাহলিল সদকা``।
📖(সহীহ মুসলিম, হাদিস নং-১২২৮
📖সহিহ মুসলিম, হাদিস : ১০০৬)
আমল:-৪
প্রতিরাতে সূরা মুলক পাঠ ।
🍀ফজিলত:
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, 'সূরা মুলক (তিলাওয়াতকারীকে) কবরের আজাব থেকে রক্ষা করবে।"
📖(সহীহ তারগিব, হাকিম-৩৮৩৯)
আমল:-৫
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন, ``তোমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় যাবে তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার ‘‘আল হামদুলিল্লাহ’` এবং ৩৪ বার ‘‘আল্লাহ্ আকবার’’ পড়ে নিবে।
এটা খাদিম অপেক্ষা অনেক উত্তম।``
📖সহিহ মুসলিম, হাদিস : ১০০৬)
তাই আসুন আমরা দৈনন্দিন এই ফজিলতপূর্ণ আমলগুলো করার অভ্যাস গড়ে তুলি, নিজেও আমল করি, অপর একজন ভাই-বোন কেও আমলগুলো চর্চা করার জন্য তাগিদ দেই।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
🌸আমিন🌸