ওয়াজ BD

ওয়াজ BD আসসালামু আলাইকুম।

ফলো দিয়ে পাশে থাকেন।
(1)

14/09/2023

সঠিক।

25/06/2023

খুশির সংবাদ!!
বাংলাদেশে ৬ লাখেরও বেশি কুরআনের হাফেজ আছে! আলহামদুলিল্লাহ 🖤🖤

আমার সমস্ত ভালোবাসা সেই রবের উপর যিনি আমাকে অফুরন্ত পাপের পরেও দয়া করে 🌸💙
24/06/2023

আমার সমস্ত ভালোবাসা সেই রবের উপর
যিনি আমাকে অফুরন্ত পাপের পরেও দয়া করে 🌸💙

23/06/2023

যিল-হজ্জ্ব মাসের প্রথম দশ দিনের প্রত্যেক দিনের রোযা এক-এক বছর রোযা রাখার সমান এবং প্রত্যেক রাতের ইবাদত শবে কদরের রাতের ইবাদতের সমান।
—(তিরমিযী শরীফ)

সুবহানাল্লাহ!
মহান আল্লাহ তা'আলা আমাদেরকে আমল করার তাওফীক দান করুন!

🪴 হজের সময় আরাফাতের মাঠে অবস্থান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবীজি (সাঃ) বলেছেন ‘আরাফাতে অবস্থান করাই হলো হজ(সুনানে-না...
23/06/2023

🪴 হজের সময় আরাফাতের মাঠে অবস্থান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবীজি (সাঃ) বলেছেন ‘আরাফাতে অবস্থান করাই হলো হজ
(সুনানে-নাসায়ি-৩০৪৪)

আরাফার দিনে অবতীর্ণ হয়েছে কোরআনে কারিমের সর্বশেষ আয়াত, ‘আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দীন মনোনীত করলাম
(সুরা-মায়েদা-০৩) 🪴

23/06/2023

ঈদ আপনার জন্য, আপনার সন্তানদের জন্য আনন্দের।

আপনি যখন কোরবানির গরু হাট থেকে কিনে নিয়ে আসেন, তখন আপনার সন্তানরা আনন্দ করে।

আপনি যখন ঈদের জামা কাপড় মার্কেট থেকে কিনে নিয়ে এসে ঘরে প্রবেশ করেন তখন বউ বাচ্চার আনন্দ দেখে কে।

কিন্তু আপনার পাশের বাসার, পাশের ঘরের, পাশের বাড়ির এতীম শিশুটির ক্লিষ্ট মলিন চেহারাটা কি দেখেছেন কখনো?

এতীমের নিরব চোখের চাহনি কখনো খেয়াল করেছেন?

যদি না দেখেন তাহলে তা আপনার দুর্ভাগ্য।

মহানবী সা, নিজে এতীম ছিলেন। নবীজি সা, বলেছেন, এতীমের প্রতিপালনকারী ও আমি জান্নাতে দুই আঙুলের মত কাছাকাছি থাকব। অর্থাৎ নবীজীর সা, প্রতিবেশি হবে সে।

এই ঈদে তাই এতীমদের প্রতি খেয়াল রাখবেন। নিজের আপন বাচ্চাকে যেভাবে আদর করেন একটা এতীম বাচ্চাকেও সেভাবে আদর করবেন।।

যদি এমন করেন তাহলে কী হবে?

তাতে আপনি আখেরাতে জান্নাতে নবীজীর প্রতিবেশী হওয়ার সৌভাগ্য অর্জন করবেন।

আল্লাহ সবাইকে নবীজির সা, প্রতিবেশী হওয়ার সৌভাগ্য দান করুন।

22/06/2023

তাকবীরে তাশরীক -

আল্লাহ আকবার আল্লাহ আকবার

লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্ল-হু আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ

প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করা

09 যিলহজ্জ = ৫ ওয়াক্ত

১০যিলহজ্জ= ৫ওয়াক্ত

১১যিলহজ্জ = ৫ওয়াক্ত

১২জিলহজ্জ= পাঁচ ওয়াক্ত

১৩জিলহজ্জ = ফজর + যোহর + আছর

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa barakatuh ☑️আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ) কর্তৃক বর্ণিত,  "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা...
14/06/2023

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa barakatuh

☑️আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ) কর্তৃক বর্ণিত,

"রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এ অবস্থায় নিয়ে আসা হবে যে, তার সত্তর হাজার লাগাম থাকবে।

☑️প্রত্যেক লাগামের সাথে সত্তর হাজার ফিরিশতা থাকবেন। তাঁরা তা টানতে থাকবেন।

📚(মুসলিম,৭৩৪৩)📚

11/06/2023

সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে দামী হতে পারে না।

হযরত আলী(আঃ),🌸🖤🌸

10/06/2023

❝আপনার ছেলে-মেয়ে আপনাকে
সালাম দিতে লজ্জা পায়.
কিন্তু প্রাইভেট টিচার বা স্কুলের
টিচারকে সালাম দিতে লজ্জা পায় না❞
এর অর্থই হিচ্ছে আপনার পরিবারে দ্বীনের চর্চা নেই।

06/06/2023

একজন অসহায় ব্যক্তি একটি ঘটনা History of a helpless man - azhari waz new

05/06/2023

মানুষ কেন ভুলে জায় সর্ট ওয়াজ।
#ড._মিজানুররহমান_আযহারী
Short Waz

04/06/2023

যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব ।”- সূরাঃ ত্বহা ১২৪ ।

28/05/2023

এই যুগে মানুষের ঈমান বাঁচানো বড় কঠিন 😭
#আরিফ_বিন_হাবিব #ওয়াজ

06/05/2023

রাসূল (সাঃ) বলেছেন,
"তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদৌস চাইবে কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত " 🌸🥀

—[ সহিহ বুখারী-২৭৯০]❣️❤️

27/03/2023

চোখের গোনাহ এতটাই ভয়াবহ যে
সেজদাহ'রত অবস্থায় তা চোখে ভেসে ওঠে.!

আল্লাহুম্মাগফিরলি!

13/03/2023

♡•𝐁𝐞𝐬𝐭 𝐋𝐢𝐧𝐞❥•࿐

🖤 হাজারটা ধর্মের মধ্যে আমরা মুসলিম'.!☺️
- হ্যাঁ এটাই আমাদের সৌভাগ্য'.!❤️💖

🤍"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"💞

07/03/2023

মালিক আজ যাদের ক্ষমা করে দিবেন। তাদের মাঝে যেন আমিও থাকি। আমিন।

26/02/2023

সাইদুল ইস্তেগফার :সবাই পড়ার অনুরোধ রইল।
اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

16/02/2023

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,যে বেক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) সে জান্নাতে যাবে।
আবূ দাউদ- ৩১১৬

04/02/2023

-বাংলায় যা গৃহিণী, ইংরেজিতে তা House Wife, কিন্তু আরবিতে সেটা,রাব্বিয়াতুল বাইত!🌸
অর্থাৎ The Queen Of House ইসলাম নারীদের অনেক সম্মান দিয়েছে! 💞🌸

02/02/2023

রাসূল ﷺ বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে,
আল্লাহ্‌ তার মর্যাদা বাড়িয়ে দেন।

(সহিহ মুসলিম : ৬৪৮৬)

29/01/2023

বান্দা যখন দোওয়ার জন্য হাত উঠায়, সেই হাত খালি ফিরিয়ে দিতে!
"আল্লাহ" লজ্জা পান।
সুবহানাল্লাহ 🤲🤲🤲

27/01/2023

শুক্রবার; আজকে সবার দোয়া কবুল হোক!'🌸

21/01/2023

সারাটা জীবন শুধু ভেবেই গেলেন মানুষ কি বলবে!
অবশেষে তারা বলল 'ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'😌

كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ

— 𝘌𝘷𝘦𝘳𝘺 𝘤𝘳𝘦𝘢𝘵𝘶𝘳𝘦 𝘮𝘶𝘴𝘵 𝘵𝘢𝘴𝘵𝘦 𝘥𝘦𝘢𝘵𝘩 🙂
অর্থ: "প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে" (সূরা: আলে ইমরান, আয়াত: ১৮৫) 🥲

20/01/2023

দৈনন্দিনের ছোট পাঁচটি আমল:

আমল:-১

প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুন।
"উচ্চারন:- আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলুহ।"

🍀ফজিলত:-
"যে ব্যাক্তি ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, ঐ ব্যাক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয় এবং যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।"
📖সহীহ মুসলিম, হাদিস নং-২৩৪)

আমল:-২

প্রত্যেক ফরজ নামাজ শেষে ''আয়তুল কুরসী" পাঠ করুন।।
🍀ফজিলত:-
"যে ব্যক্তি ফরজ নামাজের পর একবার আয়তুল কুরসী পাঠ করবে, জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তার আর কোন বাধা নাই।"
📖সিলসিলাহ সহিহাস, হাদিস নং-৯৭২)

আমল:- ৩

প্রত্যেক ফরজ নামাজ শেষে।
- ৩৩ বার সুবহানআল্লাহ,
- ৩৩ বার আলহামদুলিল্লাহ,
- ৩৩ বার আল্লাহু আকবার
এবং একবার এই দোয়াটি পড়া: লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলুক ওয়ালাহুল হামদ ওয়াহুয়া 'আলা কুল্লি শাই'ইন কাদির।

🍀ফজিলত:
অতীতের সমস্ত ছগীরা গোনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমান ও হয়।

এছাড়া হাদিসে রয়েছে ``নিঃসন্দেহে প্রত্যেক তাসবিহ সদকা, প্রত্যেক তাকবির সদকা, প্রত্যেক তাহলিল সদকা``।
📖(সহীহ মুসলিম, হাদিস নং-১২২৮
📖সহিহ মুসলিম, হাদিস : ১০০৬)

আমল:-৪

প্রতিরাতে সূরা মুলক পাঠ ।

🍀ফজিলত:
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, 'সূরা মুলক (তিলাওয়াতকারীকে) কবরের আজাব থেকে রক্ষা করবে।"
📖(সহীহ তারগিব, হাকিম-৩৮৩৯)

আমল:-৫

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন, ``তোমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় যাবে তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার ‘‘আল হামদুলিল্লাহ’` এবং ৩৪ বার ‘‘আল্লাহ্ আকবার’’ পড়ে নিবে।
এটা খাদিম অপেক্ষা অনেক উত্তম।``
📖সহিহ মুসলিম, হাদিস : ১০০৬)

তাই আসুন আমরা দৈনন্দিন এই ফজিলতপূর্ণ আমলগুলো করার অভ্যাস গড়ে তুলি, নিজেও আমল করি, অপর একজন ভাই-বোন কেও আমলগুলো চর্চা করার জন্য তাগিদ দেই।

আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
🌸আমিন🌸

10/01/2023

“রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমল কে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় ।”
— বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

06/01/2023

হাজেরা (আ) চেয়েছিলেন তৃষ্ণা মেটানোর
সামান্য পানি,আল্লাহ দিয়েছিলেন তাঁহাকে
অফুরন্ত যমযম খানি।
একদিন আপনারও
চাওয়ার থেকে পাওয়ার পাল্লা হবে ভারী।▫️

~ ইনশাআল্লাহ।🖤🤲

06/01/2023

~ একদিন মুসা নবি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যখন খুশি হও তখন কি করো ??😐

আল্লাহ বললেন : বৃষ্টি দেই 😘!!

মুসা নবী বললেন : বেশি খুশি হলে ?? 😐

আল্লাহ বললেন : বান্দার বাসায় আত্মীয় পাঠাই !! 🥰

মুসা নবী বললেন : এর থেকে বেশি খুশি হলে ?? 😐

আল্লাহ বললেন : বান্দার ঘরে কন্যা সন্তান দেই!! 😘🥰🤍💙💖💞

~ সুবহানআল্লাহ !! 🤍😘🥰

05/01/2023

আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।
(সুরা আল - বাকারা আয়াত -১৫৫)

03/01/2023

মেয়েদের ৬ টা সাজ হারাম। ❌

১|পারফিউম ব্যবহার করা।❌

২| বাজনা ওয়ালা নুপুর পড়া। ❌

৩| ব্রু-প্লাগ করা।

৪| মাথায় পরচুল লাগানো।❌

৫| শরীরে ট্যাটু করা।❌

৬| কপালে টিপ পরা। ❌

__ "আল্লাহ সব বোনকে বোঝার তৌফিক দান করুন!'🤲🧡
__ "আমিন🤲🖤

আল্লাহ বলেছেন"হে মুমিনগণ,আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক"সূরা আত-তাওবাহ:৯আয়াত:১১৯
28/12/2022

আল্লাহ বলেছেন"হে মুমিনগণ,আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক"
সূরা আত-তাওবাহ:৯
আয়াত:১১৯

27/12/2022

আল্লাহ''- বলেছেন-
যে, ব্যক্তি ''আমার-ভয়ে-
এক"ফোঁটা"চোখের"পানি"ফেলবে-
আমি,আল্লাহ"তার জন্য জাহান্নামের"আগুন-
হারাম''করে-দিব..!!!
🥀 " সুবহানাল্লাহ"🥀

22/12/2022

সাইয়েদুল ইস্তেগফার।
اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ।
আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

02/12/2022

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

উচ্চারণঃ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা।

আসসালামু আলাইকুম
27/11/2022

আসসালামু আলাইকুম

Address

Dakshinbhag, Barlekha, Moulvibazar
Sylhet
788719

Alerts

Be the first to know and let us send you an email when ওয়াজ BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ওয়াজ BD:

Share

Category


Other Media in Sylhet

Show All