MD Rahel Ahemd

MD Rahel Ahemd Arafath Hussain Rahel
(O+ve) Blood Donate

রক্তে কেনা এ ভাত,পাশে দানবের কোলাহল ;তোমার নামেও "স্বাধীন' লেখা,জানো কি তোফাজ্জল?
20/09/2024

রক্তে কেনা এ ভাত,
পাশে দানবের কোলাহল ;
তোমার নামেও "স্বাধীন' লেখা,
জানো কি তোফাজ্জল?

20/09/2024

মেধাবীদের ভাতের হোটেল।
এখানে জীবনের দামে ভাত পাওয়া যায়।

19/09/2024

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,
শামীম মোল্লা’র লা :::শ #জাহাঙ্গীর নগর #বিশ্ববিদ্যালয় #ক্যাম্পাসে।

সম্পর্কে দশটি অজানা তথ্য

১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।

২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।

৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।

৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।

৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি

৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।

৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।

৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।

৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন পরিসীমা খাদ্য পরিবেশন করছে

ভারতের মৌমিতার জন্য মোমবাতি প্রজ্জ্বলন করে ফেলছিলেন আপনারা, অথচ স্বর্ণা দাস নামের একটা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফে...
08/09/2024

ভারতের মৌমিতার জন্য মোমবাতি প্রজ্জ্বলন করে ফেলছিলেন আপনারা,

অথচ স্বর্ণা দাস নামের একটা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফেলেছে।

এই মেয়েটার বয়স কত ছিলো জানেন? ১৪ বছর।

মেয়েটার একটা ছবি পত্রিকাতে এসেছে। বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া। স্বর্ণার স্কুলের টিচার জানিয়েছেন, স্বর্ণা খুব ভালো ছাত্রী ছিলো। খেলাধুলা আর ছবি আঁকাতেও সে খুব ভালো ছিলো।

জাতীয় সঙ্গীত নিয়ে কিছু বললে আপনার মন খারাপ হয়। কারণ এই গানের "মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি" লাইনটা আপনার প্রিয়।

আপনার দেশের ১৪ বছরের একটা বাচ্চা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফেলেছে। লা*শ নিয়ে গেছে। এরচে মলিন বদন একটা দেশের জন্য আর কিছু পারে?

কিন্তু আপনার আমার চোখে অশ্রুটা কই?

নাকি আমাদের অশ্রু এতোটাই দামী যে গ্রামের এক সাধারণ কিশোরী, স্বর্ণা দাসের জন্য ঐটা খরচ করা যায় না?

তিনি শিখিয়েছেন মানুষ কতটা অমায়ীক হতে পারে !তিনি শিখিয়েছেন মানুষকে কিভাবে ভালবাসতে হয় !তিনি শিখিয়েছেন কাজ করতে হবে , প্রচ...
25/08/2024

তিনি শিখিয়েছেন মানুষ কতটা অমায়ীক হতে পারে !তিনি শিখিয়েছেন মানুষকে কিভাবে ভালবাসতে হয় !তিনি শিখিয়েছেন কাজ করতে হবে , প্রচার নয় !উনাকে নিয়ে নিউজ করা অনেক সাংবাদিকের নিষেধ !

উনি চানও না , মিডিয়া উনার নিয়ে নাচুক !
উনার বড় sotrus উনার আলেম সমাজ !
উনি মানুষ , বাকিগুলো বে মানুষ , জোকার , ....পার !

সেসব মিডিয়া উনার সংবাদ গুলো প্রচার করে না ,তাদের চিনে রাখুনপ্রচার হলে কাজগুলো করতে উনার হয়তো আরও সহজ হত ,হয়তো আরও বেশী করতে পারতেন !
উনাকে সন্ধেহ বা অবিশ্বাসের সুযোগ নেই !
উনি শিখেন নি , বিশ কোটি উঠিয়ে পাঁচ কোটি দান করে -পনের কোটি রেখে ইলেকশনে খরচ করতে হবে !উনি কোনদিন হয়তো নির্বাচন করবেন না !উনি আলোচনায় নয় , আড়ালে থেকে কাজ করতে চান।


Copy From Pricila

25/08/2024

আল্লাহপাক এই দাণ কে কবুল করুক 🤲 এবং উনার মাতাকে জান্নাত দাণ করুক।

23/08/2024

আল্লাহ তাদের রক্ষা করুন😭😭

17/08/2024

মাত্র দশদিনের মাথায় ওরা ভুলে গেছে এদের ভাইয়ের লাশের কথা, যাদের রক্ত এখনো শুকায়নি।

16/08/2024

এটাই কি স্বাধীনতা?
এই স্বাধীনতা কি বাংলার জনগণ চেয়েছে?
এই স্বাধীনতার জন্য কি ছাত্র সমাজের পাশে সাধারণ জনগণ দাড়িয়েছিলো?

একজন বাবার বয়সী লোককে এই রকম রাস্তায় হেনস্তা করার আইন কে দিয়েছে?

😭😭😭সত্যি দুঃখ জনক
30/07/2024

😭😭😭সত্যি দুঃখ জনক

30/07/2024

#বর্তমান_প্রজন্ম
এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশন নাই।

এরা বই পড়ে না, নিউজপেপার পড়ে না। আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা।

এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না। বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে।
এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।

এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। বেশিরভাগ ক্ষেত্রে এরা মোবাইল গেইমিং আশক্ত যারা তারা তাদের বাবা-মায়ের সাথে খারাপ আচরণ করে, এদের না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।

আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।

বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা ফার্স্টফুডে আসক্ত।
এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নিদৃষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস পড়ে না। সাহিত্য বুঝে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না। সাদী, রুমি, হাফিজ ত বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না৷

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দু:সাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই। আবেগ নাই। সৎ সাহস নাই। এদের একটাই স্কিল- স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ।
কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা না বুঝে সিনিয়রিটি, না বুঝে জুনিয়িরিটি।

17/07/2024

বদরুন্নেসা কলেজের ছাত্রলীগ নেত্রী কে বেঁধে রেখে কি প্রমাণ করতে চায়?

16/07/2024

যৌক্তিক আন্দোলন যৌক্তিক ভাবে আদায় করুণ, কিন্ত দেশ দ্রোহী স্লোগান দিয়ে নয়।

06/07/2024

এটাই বর্তমান প্রজন্ম

ঈদ মুবারাক 🌙 তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।
17/06/2024

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বন্যা ও বর্ষাতে চারিদিক পানির কারণে সাপ ঘরে আশ্রয় নিতে পারে...!বন্যা কবলিত এলাকায় ব...
04/06/2024

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বন্যা ও বর্ষাতে চারিদিক পানির কারণে সাপ ঘরে আশ্রয় নিতে পারে...!
বন্যা কবলিত এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে শয়ন কক্ষে অথবা ঘরের নির্দিষ্ট স্থানে লাল রঙের লাইফবয় সাবান টুকরা টুকরা করে ছিটিয়ে রাখুন চারপাশে। কারণ লাইফবয় সাবানে কার্বক্সালিক এসিড/কার্বনিল এসিড থাকায় সাপ কাছে আসতে পারেনা। অথবা কার্বলিক এসিডের ছিপি খুলে ঘরের কোনে রাখতে হবে। কার্বলিক সাবান অথবা কার্বলিক এসিড পাওয়া না গেলে সজিনার ডাল অথবা রসুন কেটে টুকরো টুকরো করে ঘরের চারদিকে ছড়িয়ে দিতে হবে। এতে ঘরে সাপ ঢুকবে না। অথবা লাল মরিচ পুড়িয়া দিন ঘরে সাপ থাকলে বেরিয়ে যাবে।

© প্রচারে: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা।

-হৃদয় বিদারক মৃত্যু! 😭আল্লাহ তুমি বি*চার কর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার,গলিয়ারা উত্তর ইউনিয়নের,খিলপাড়া  নিবাসী, প্রবাসী...
30/04/2024

-হৃদয় বিদারক মৃত্যু! 😭আল্লাহ তুমি বি*চার কর
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার,গলিয়ারা উত্তর ইউনিয়নের,খিলপাড়া নিবাসী, প্রবাসী জাকির হোসেন(কালন) এর একমাত্র মেয়ে তানজিম সুলতানা (ঝুমু)-০৯, খিল পাড়া-লক্ষিপুর সড়কের এর রাস্তার পাশে ধ*র্ষন করে মেরে ফেলে।

মেয়েটি লক্ষীপুর চৌহমনী সংলগ্ন, খেঁয়াইশ সোনালী শিশু বিদ্যা নিকেতন কিন্ডারগার্টেনের ৩য় শ্রেনির ছাত্রী, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে মেয়েটিকে ধ*র্ষ,*ন করে ধান ক্ষেতে ফেলে দেয়। স্থানীয় লোকজন ২৯/০৪/২৪ইং দুপুর ২ ঘটিকার সময় মেয়েটিকে মৃ*ত অবস্থায় দেখতে পায়।

28/04/2024

নিজেকে এতটুকু প্রতিষ্ঠিত করুন যেন বউ বাচ্চার ভিডিও বেচে খাওয়া না লাগে!

কি অপরাধ ছিলো এই শিশুটির, জানিনা এটা কোথাকার বা কবের পিক,কিন্ত মৃত বাচ্চাটার দৃশ্য দেখে কলিজা কেপে উঠল।আল্লাহ-ক্যামনে পা...
08/04/2024

কি অপরাধ ছিলো এই শিশুটির, জানিনা এটা কোথাকার বা কবের পিক,কিন্ত মৃত বাচ্চাটার দৃশ্য দেখে কলিজা কেপে উঠল।
আল্লাহ-ক্যামনে পারলো এরা এই রকম কস্ট দিয়ে শিশুটাকে মারতে।

ছবিঃ অনলাইন থেকে সংগ্রহীত।

এডিটেড কালেকশন:- এই শিশু তথ্য ও ঘটনা কমেন্ট বক্সে দেওয়া হলো।

সবার স্বপ্ন বাড়ি যায় না!ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমত...
06/04/2024

সবার স্বপ্ন বাড়ি যায় না!

ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলীর পেপার দোকানের সামান্য কর্মচারী। হোক সামান্য কর্মী কিন্তু ছেলের কাছে তো বাবা রাজা। মহাপুরুষ।

ঈদের বাড়তি পরিশ্রম, বোনাস আর হয়তো কিছু সঙ্চয় মিলিয়ে ছেলের জন্য কিনেছিলেন এই গোলাপী সাইকেল। তার রাজপুত্র যখন এই সাইকেলে চড়ে সারাবাড়ি দাপিয়ে বেড়াবে বাবার কাছে এরচেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! চালাতে চালাতে রাজপুত্র বেল বাজাবে বাবা সরে গিয়ে হাসতে হাসতে জায়গা করে দেবে। মা বিরক্ত হয়ে কপট রাগ করবে হয়তো। সন্তান হাসবে। পৃথিবীর শ্রেষ্ঠ সেই হাসিমুখ।

বাবা মা দুজনেরই একসঙ্গে দেখার কথা ছিলো প্রিয় সন্তানের সেই হাসিমুখ।

কিন্তু মহান সৃষ্টিকর্তা সেটা চাননি বোধহয়। গতকাল ইফতার করে বাসায় ফেরার পর বুকে ব্যাথা ওঠে বাবার। তারপর স্ট্রোক। না ফেরার দেশে চলে যান বাবা।

আজ ভোর রাতের দিকে অ্যাম্বুলেন্সে ঠিকই বাসায় ফেরেন বাবা। গোলাপী সাইকেলটাও সঙ্গে। কিন্তু বাবার আর কখনোই দেখা হবে না সন্তান তার কিনে দিয়ে আসা সাইকেলে চড়ে কিভাবে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে।

ছবি ও তথ্যঃ প্রিয় পুলিশ কর্মকর্তা পলাশ দাসের

06/04/2024

আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ও আমাদের কে ক্ষমা করে দিন,আপনার এই পবিত্র রাতে আপনার নিকট এই চাওয়া।

মাকে মা.রধ.র করায় মা.দ.কা.সক্ত ছেলেকে কু.পি.য়ে হ'ত্যা করল বাবা
03/04/2024

মাকে মা.রধ.র করায় মা.দ.কা.সক্ত ছেলেকে কু.পি.য়ে হ'ত্যা করল বাবা

আমার দেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ডে সিলেটে শিলা বৃষ্টি হয়েছে, অসংখ্য মানুষের টিনের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে! পাশাপাশি...
31/03/2024

আমার দেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ডে সিলেটে শিলা বৃষ্টি হয়েছে, অসংখ্য মানুষের টিনের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে!

পাশাপাশি রাস্তায় থাকা অনেক মানুষ আহত হয়েছে!
রাস্তায় থাকা গাড়ি ও বিভিন্ন বাসা বাড়ির Glass ভেঙে গেছে।

সবাই নিরাপদে থাকুন ও সিলেটের জন্য দোয়া/প্রার্থনা করুন!

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when MD Rahel Ahemd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Rahel Ahemd:

Videos

Share

Category


Other Video Creators in Sylhet

Show All