Md. Misbah

Md. Misbah Welcome to my Page. Please Follow me

16/12/2024

পতেঙ্গা সমুদ্র পার

07/12/2024

মদিনা থেকে মক্কার পথে—প্রিয় বাবা-মা ও জোহায়রা ফেরদৌস

আলহামদুলিল্লাহ, প্রিয় বাবা-মা এবং আমাদের পরিবারের সবচেয়ে আদরের সদস্য ছোট্ট জোহায়রা ফেরদৌসকে নিয়ে মদিনা থেকে মক্কার পথে যাত্রা শুরু করছেন। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে মহান রব আমাদের এই পবিত্র ভ্রমণের সুযোগ করে দিয়েছেন।

মদিনার প্রশান্তিময় পরিবেশ থেকে শুরু করে মক্কার পবিত্র মসজিদুল হারামে পৌঁছানো—এটা জীবনের এক বিশেষ মুহূর্ত। উনাদের এই যাত্রা যেন সওয়াব এবং দোয়ায় পূর্ণ হয়।

প্রার্থনা করি, আল্লাহ আমাদের এই সফরকে নিরাপদ ও বরকতময় করে তুলুন এবং আমাদের সবার জন্য রহমত বর্ষণ করুন।

"رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ"

জীবনের বিরল এক মুহূর্ত—পবিত্র কাবা শরিফের সামনে আমার ছোট্ট ভাতিজি জোহায়রা ফেরদৌস । তার নিষ্পাপ মুখে যেন আকাশের তারাদের ম...
27/11/2024

জীবনের বিরল এক মুহূর্ত—পবিত্র কাবা শরিফের সামনে আমার ছোট্ট ভাতিজি জোহায়রা ফেরদৌস । তার নিষ্পাপ মুখে যেন আকাশের তারাদের মায়া আর আল্লাহর ঘরের পবিত্রতার ছোঁয়া।

এই দৃশ্যটি শুধু একটি ছবি নয়, এটি ইবাদত, ভালোবাসা, এবং পবিত্রতার এক অনন্য নিদর্শন। আল্লাহ আমাদের সবাইকে বারবার তার ঘরের সামনে হাজির হওয়ার সৌভাগ্য দান করুন এবং আমাদের জীবনে এমন শান্তি ও রহমত বর্ষিত হোক।

"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক।"

আজকের দিনটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দময়। আমার শ্রদ্ধেয় বাবা মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রিয় মা হাজের...
26/11/2024

আজকের দিনটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দময়। আমার শ্রদ্ধেয় বাবা মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রিয় মা হাজেরা বেগম, এবং আমাদের সবার আদরের ছোট্ট ভাতিজি জোহায়রা ফেরদৌস আনিসা পবিত্র উমরাহ পালনের জন্য আজ আল্লাহর ঘরের পথে রয়ানা দিয়েছেন।

এই পবিত্র সফর তাঁদের জীবনে অফুরন্ত রহমত, বরকত এবং কল্যাণ বয়ে আনুক। আল্লাহ তাআলা তাঁদের যাত্রাকে নিরাপদ করুন, ইবাদতগুলো কবুল করুন এবং সুস্থতার সঙ্গে ঘরে ফিরে আসার তাওফিক দিন। আমাদের পরিবারের পক্ষ থেকে সবাই তাঁদের জন্য দোয়া করবেন।

আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র ইবাদত পালনের সুযোগ দান করুন। আমিন।

18/11/2024

🔴 লাইভ সম্প্রচার
মাওলানা আলী হাসান উসামা
খাদিমুল কোরআন পরিষদ সুজানগর।

18/11/2024

🔴 লাইভ সম্প্রচার
মাওলানা রেজাউল করিম আবরার
আয়োজনে : খাদিমুল কোরআন পরিষদ সুজানগর।

18/11/2024

🔴 লাইভ সম্প্রচার
মাওলানা উবাইদুর রহমান হুজাইফি
খাদিমুল কোরআন পরিষদ সুজানগর।

17/11/2024

লাইভ সম্প্রচার
🎤 আলোচনা করছেন: আল্লামা নজমুদ্দিন কাসেমী

17/11/2024

লাইভ সম্প্রচার
🎤 আলোচনা করছেন: আল্লামা মুস্তাকুন্নবী কুমিল্লা।

16/11/2024

🟥 লাইভ সম্প্রচার
🎤 আলোচনা করছেন: জসিম উদ্দিন রহমানি
আয়োজনে: খাদিমুল কুরআন পরিষদ সুজানগর।

16/11/2024

🟥 লাইভ সম্প্রচার
🎤 আলোচনা করছেন: ডক্টর মোহাম্মদ শহিদুল্লাহ ইব্রাহিম।
আয়োজনে: খাদিমুল কুরআন পরিষদ সুজানগর।

16/11/2024
16/11/2024

🟥 লাইভ সম্প্রচার
🎤 আলোচনা করছেন: আল্লামা মেরাজুল হক মাজহারি সাহেব ঢাকা
আয়োজনে: খাদিমুল কুরআন পরিষদ সুজানগর।

16/11/2024

খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মহাসম্মেলন

আলহামদুলিল্লাহ! খাদিমুল কোরআন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

🔸 তারিখ: ১৬, ১৭ ও ১৮ তারিখ
🔸 স্থান: সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠ
🔸 সময়: প্রতিদিন বাদ মাগরিব থেকে মধ্যরাত পর্যন্ত

---

১ম দিনের বিশেষ আলোচনা

🔹 তারিখ: ১৬ তারিখ
আলোচনা করবেন:
1️⃣ মাওলানা খুরশিদ আলম কাসেমী
2️⃣ মুফতি জসিম উদ্দিন রহমানী
3️⃣ মুফতি মেরাজুল হক মাজহারী

---

২য় দিনের বিশেষ আলোচনা

🔹 তারিখ: ১৭ তারিখ
আলোচনা করবেন:
1️⃣ মুফতি মুস্তাকুন্নবী কাসেমী
2️⃣ মুফতি সিরাজুল ইসলাম
3️⃣ মুফতি হারুন ইজহার চৌধুরী

---

৩য় দিনের বিশেষ আলোচনা

🔹 তারিখ: ১৮ তারিখ
আলোচনা করবেন:
1️⃣ মুফতি আলী হাসান উসামা
2️⃣ মুফতি রেজাউল করিম আবরার
3️⃣ মুফতি উবাইদুর রহমান হুজাইফি

---

লাইভ সম্প্রচার:

সারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সম্মেলনটি সরাসরি উপভোগ করতে পারবেন। তাফসীরুল কোরআনের আলো ছড়িয়ে দিতে আপনার পরিবার, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে শেয়ার করুন।

বিশেষ অনুরোধ: সময়মতো উপস্থিত হয়ে মাহফিলকে সফল করুন।

ছোট্ট নিষ্পাপ মুনতাহা আর আমাদের মাঝে নেই। সে ছিল পাশের বাড়ির মরজিনার নিষ্ঠুরতার শিকার। একরত্তি সেই শিশু, যার প্রাণে খেলা...
10/11/2024

ছোট্ট নিষ্পাপ মুনতাহা আর আমাদের মাঝে নেই। সে ছিল পাশের বাড়ির মরজিনার নিষ্ঠুরতার শিকার। একরত্তি সেই শিশু, যার প্রাণে খেলা করছিল হাজারো স্বপ্ন, তাকে নির্মমভাবে হত্যা করে পাশের খালের পানিতে পুঁতে ফেলা হয়েছে।

এ ঘটনা আমাদের সমাজের মানবিক অবক্ষয়ের গভীর সংকেত বহন করে। এমন নিষ্ঠুর ঘটনা আমাদের বিবেককে নাড়া দেয়, মানুষ হিসেবে কোথায় যাচ্ছি আমরা? এমন নিষ্ঠুরতার প্রতিকার হওয়া জরুরি। মুনতার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ আসনে স্থান দান করুন। তার মতো আর কোনো শিশু যেন এমন নিষ্ঠুরতার শিকার না হয়, এটাই আমাদের প্রার্থনা।

প্রতিটি অভিভাবকের কাছে আহ্বান, সন্তানের সুরক্ষা নিশ্চিত করুন, যেন তাদের জীবন ভালোবাসা ও স্নেহের মাঝে বেড়ে উঠতে পারে।

ইন্নালিল্লাহ চোখের সামনে একটা ইটের গাড়ি উল্টে পড়ে গেল।
31/10/2024

ইন্নালিল্লাহ চোখের সামনে একটা ইটের গাড়ি উল্টে পড়ে গেল।

25/10/2024

দেখে নিন গরীবের সাজেক! উচু পাহাড় থেকে হাকালুকি হাওড় ও ভারত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য।।

উঁচু পাহাড়ের চূড়ায় সবুজ শ্যামল প্রকৃতি যেন এক স্বর্গীয় সৌন্দর্য। সবুজ গাছপালা, নীল আকাশের নিচে মেঘের খেলা, আর হালকা বাতা...
25/10/2024

উঁচু পাহাড়ের চূড়ায় সবুজ শ্যামল প্রকৃতি যেন এক স্বর্গীয় সৌন্দর্য। সবুজ গাছপালা, নীল আকাশের নিচে মেঘের খেলা, আর হালকা বাতাসের ছোঁয়া - সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ দৃশ্য। এখানে এসে মন যেন প্রশান্তিতে ভরে ওঠে। জীবন থেকে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতে চাইলে এমন সৌন্দর্যের কোনো তুলনা নেই।

Address

Moulvibazar
Sylhet
3251

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Misbah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Misbah:

Videos

Share

Category