Campaign For Media Freedom - CMF

Campaign For Media Freedom - CMF Campaign For Media Freedom (CMF)' is an International Organization of Journalists.

মৌলভীবাজার প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা
07/10/2024

মৌলভীবাজার প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা

May Allah bring you joy, happiness, peace, and prosperity on this blessed occasion. Wishing you and your family this hap...
16/06/2024

May Allah bring you joy, happiness, peace, and prosperity on this blessed occasion. Wishing you and your family this happy occasion of Eid! Eid ul Adha Mubarak!

May the press always be free, and the truth never be a casualty. World Press Freedom Day 2024.
03/05/2024

May the press always be free, and the truth never be a casualty. World Press Freedom Day 2024.

মৌলভীবাজারে সিএমএফ'র দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা প্রেস রিলিজ:: মৌ‌লভীবাজার জেলায় এই প্রথমবা‌রের ম‌তো সরকারী ...
17/02/2024

মৌলভীবাজারে সিএমএফ'র দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

প্রেস রিলিজ::

মৌ‌লভীবাজার জেলায় এই প্রথমবা‌রের ম‌তো সরকারী বা কোন এন‌জিওর কোন ধর‌নের সহায়তা ছাড়া জেলার ৩৬ জন তরুন সংবাদকর্মী‌কে নি‌জে‌দের উ‌দ্যোগে প্রশিক্ষন প্রদান করেছে ক‌্যা‌ম্পেইন ফর মি‌ডিয়া ফ্রিডম( সি.এম.এফ)।

লন্ডন ভি‌ত্তিক ইং‌রে‌জি দৈনিক ডেইলী ড্যজ‌লিং ড‌ন'র সহ‌যোগীতায় শ‌নিবার (১৭ ফেব্রুয়ারী) মৌলভীবাজার প্রেসক্লা‌বে দিনব‌্যাপী এই ব‌্যা‌তিক্রমী প্রশিক্ষন কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।

ক‌্যা‌ম্পেইন ফর মি‌ডিয়া ফ্রিডম প্রতিষ্টার পর থে‌কে দীর্ঘদিন ধ‌রে মৌলভীবাজার সহ বি‌শেষ ক‌রে দ‌ক্ষিন সি‌লে‌টে তরুন সংবাদকর্মী‌দের পেশাগত মান উন্নয়ন ও স্বার্থরক্ষায় নির‌বি‌চ্ছিন্নভা‌বে কাজ কর‌ছে। পাশাপা‌শি দে‌শে প্রবা‌সে সাংব‌া‌দিক নির্যাতনের প্রতিবাদ ও সংবাদ মাধ‌্যমের স্বাধীনতার জন‌্য সে‌মিনার সমা‌বেশ ক‌রে আস‌ছে সিএমএফ।

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম‌এ সালামের সভাপতিত্বে ও সিএম‌এফের সভাপতি হোসাইন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কালবেলার সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদি, মাছরাঙ্গা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সজিব সাদিক, পরিবেশ বিষয়ক সাংবাদিক রিপন দে।

বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন কালবেলার সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদি, মাছরাঙ্গা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সজিব সাদিক ও এখন টেলিভিশনের রিপোর্টার বেলায়েত হোসেন।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সাংবাদিকতাকে আরো স্মার্ট করার জন্যে বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিকদের দক্ষ করার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ নিয়ে সেই প্রশিক্ষণ কাজে লাগাতে হবে। মৌলভীবাজারে প্রেসক্লাবকে আমরা সবাই মিলে আধুনিক ও স্মার্ট প্রেসক্লাব গড়ে তুলবো। সাংবাদিকদের যেকোন প্রয়োজনে আমি সব সময় পাশে থাকবো।

বার্তা প্রেরক-
কামরান আহমদ
দপ্তর সম্পাদক
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম
ফোনঃ ০১৭২২-২০২৭১৩

আপনি কি তরুণ সংবাদকর্মী? সাংবাদিকতায় ভালো ক্যারিয়ার গড়তে চান? তাহলে দেরি কেন? আপনাদের মতো তরুণদের নিয়ে ক্যাম্পেইন ফর মিড...
14/02/2024

আপনি কি তরুণ সংবাদকর্মী? সাংবাদিকতায় ভালো ক্যারিয়ার গড়তে চান? তাহলে দেরি কেন?

আপনাদের মতো তরুণদের নিয়ে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ) এর আয়োজনে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. রোজ শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক একটি কর্মশালা হবে। কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগণ ক্লাস নিবেন। এই কর্মশালায় মূল ধারার সাংবাদিকতার সাথে জড়িতরা অংশগ্রহণ করতে পারবেন। আপনি এ কর্মশালায় যোগদান করতে আগ্রহী হলে নিচের ফর্মটি পূরণ করুন। আপনি নির্বাচিত হলে আমরাই আপনার সাথে যোগাযোগ করবো।

https://forms.gle/Y6xqaFWVFj3g4tnTA

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
22/09/2023

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

20/05/2023

Campaign for Media Freedom (CMF) is a global non-profit organization dedicated to promoting and protecting press freedom around the world. Founded in 2018, the organization is led by a team of experienced media professionals, human rights advocates, and legal experts who are committed to ensuring th...

World Press Freedom Day 2023
03/05/2023

World Press Freedom Day 2023

Message from Ms Audrey Azoulay,Director-General of UNESCO, on the occasion of World Press Freedom Day3 May 2023Freedom  ...
03/05/2023

Message from Ms Audrey Azoulay,
Director-General of UNESCO,
on the occasion of World Press Freedom Day
3 May 2023

Freedom of the press is the cornerstone of democratic society. Without a debate of ideas, without verified facts, without diversity of perspectives, democracy is a shadow of itself; and World Press Freedom Day was established to remind us of this. For the international community, it is first and foremost a question of combating the impunity that still surrounds crimes of which journalists are victims, with nearly nine out of ten murders of journalists going unpunished. This, for instance, is the objective of the United Nations Plan of Action on the Safety of Journalists and the Issue of Impunity, which UNESCO has been leading for ten years. It is also about ensuring that independent media can continue to exist. With the digital revolution, the information landscape and its modes of production and distribution have been radically disrupted, jeopardizing the viability of independent professional media. To ensure that information remains a common good in the digital age, our Member States, through the Windhoek +30 Declaration of 2021, have undertaken to support independent journalism, ensure greater transparency of online platforms, and develop media and information literacy. We will not be able to do this without the actors who now have significant control over access to information: the digital platforms. This is why UNESCO held the “Internet for Trust” conference in February, as an essential step towards the development of principles to regulate digital platforms. This is a fundamental issue, because it involves both protecting freedom of expression and fighting disinformation and hate speech. Thirty years after the first World Press Freedom Day, we can see how far we have come and how far we still have to go. So, let this Day be an opportunity to renew our commitment, within international organizations, to defending journalists and, through them, press freedom.

ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল ২০২৩) মৌলভীবাজার শহরের ক্যাফে লা...
15/04/2023

ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল ২০২৩) মৌলভীবাজার শহরের ক্যাফে লাজাওয়াব রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল আয়োজিত হয়।

সংগঠনের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিএম‌এফের উপদেষ্টা ও ইউকে বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- এনটিভি ইউরোপের মৌলভীবাজার প্রতিনিধি শাহ নেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভ, সিএম‌এফের সিনিওর সহ-সভাপতি আশরাফ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নাঈম, দপ্তর সম্পাদক কামরান আহমদ, কোষাধ্যক্ষ মাছুম বখস মাহি, প্রচার সম্পাদক রিপন মিয়া, সদস্য আলিম আল মুনিম, শুভ গোয়ালা, বিটিভির ক্যামেরা পার্সন ও আইনিউজের প্রতিবেদক এম‌এ মোস্তফা, সাংবাদিক ইকরাম হোসেন, অলি আহমদ মাহিন, ছড়াকার গওহর মুহাম্মদ জাওয়াদ প্রমূখ।

উল্লেখ্য, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় দেশে বিদেশে অবস্থানরত একঝাক তরুণ সংবাদকর্মীদের সংগঠন ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)।

সাংবাদিক খলিলুর রহমান স্টালিনের সাথে পুলিশের বর্বর আচরণের নিন্দা ও দোষীদের শাস্তি দাবি সিএমএফ'রপ্রেস বিজ্ঞপ্তি:: ঢাকায় ক...
13/02/2023

সাংবাদিক খলিলুর রহমান স্টালিনের সাথে পুলিশের বর্বর আচরণের নিন্দা ও দোষীদের শাস্তি দাবি সিএমএফ'র

প্রেস বিজ্ঞপ্তি::

ঢাকায় কর্মরত সিলেট অঞ্চলের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতি- সিবিসাসের দফতর সম্পাদক ও ঢাকা মেইলের অপরাধ বিষয়ক প্রতিবেদক খলিলুর রহমান স্টালিনের সাথে পুলিশের বর্বর আচরণ ও পেশাগত দায়িত্ব পালনের সময় মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)।

সোমবার (১৩ ফেব্রয়ারি) সংগঠনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে সিএমএফ সভাপতি হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তারা বলেন, ‘‘ একজন সংবাদকর্মী তথ্য সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও ধারণ করবেন এটাই স্বাভাবিক। কিন্তু তার পেশাগত কাজে বাঁধা সৃষ্টি করা কোনো আইনশৃঙ্খলা বাহীনির সদস্যের কাজ হতে পারে না। পেশাগত দায়িত্ব পালনের সময় জনসম্মুখে একজন গণমাধ্যম কর্মীর আইডি কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া, গায়ে হাত তোলা এবং ভিডিও ডিলেট করা পুলিশ সদস্যের কাজ হতে পারে না। এঘটনায় আমরা বিস্মিত হয়েছি। পেশাদার সাংবাদিকদের উপর এমন হামলা ও নিপীড়নের দৃশ্যে মনে হয়েছে পুলিশ আমাদের গণমাধ্যম কর্মীদের শত্রু ভাবা শুরু করেছে। যা দেশের আইনশৃঙ্খলা বাহীনির কাছ থেকে মোটেই কাম্য নয়। কিছু পুলিশ সদস্যের ঔদ্ধত্যপূর্ণ এমন আচরণে পুলিশ বিভাগেরও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে আমরা মনে করছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, রাজধানীর সিটি কলেজ এলাকায় গতকাল রোববার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করছিলেন খলিলুর রহমান স্টালিন। সংঘর্ষের সময় কয়েকজন ছাত্রকে আটকের ছবি তুলতে যাওয়ায় খলিলের উপর চড়াও হয় পুলিশ। একজন পুলিশ সদস্য কলার ধরে খলিলের আইডি কার্ড ও মোবাইল ফোন কেড়ে নেয় ও তাকে পুলিশের গাড়িতে উঠিয়ে নেয়। এ সময় পুলিশ তাকে মারধর করে। তার কর্তৃক ধারণ করা ছবি ও ভিডিও মুছে দিয়ে পরে ছেড়ে দেওয়া হয়।

বার্তা প্রেরক-
কামরান আহমদ
দপ্তর সম্পাদক
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম(সিএমএফ)
মোবা: ০১৭২২-২০২৭১৩

ঢাকা পোস্টের সম্পাদকের বিরুদ্ধে মামলায় সিএমএফ'র প্রতিবাদ প্রেস বিজ্ঞপ্তি ::সংবাদ প্রকাশের জেরে দেশের জনপ্রিয় অনলাইন সং...
17/01/2023

ঢাকা পোস্টের সম্পাদকের বিরুদ্ধে মামলায় সিএমএফ'র প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি ::

সংবাদ প্রকাশের জেরে দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট এর সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের বিরুদ্ধে গাইবান্ধায় হয়রানিমূলক, মিথ্যা চাঁদাবাজি ও আইসিটি আইনে মামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সাংবাদিকদের সংগঠন ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংগঠনটির সভাপতি হোসাইন আহমদ এবং সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন এক যৌথ বিবৃতিতে অবিলম্বে এ হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দরা বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সাংবাদিকরা যখন সোচ্চার ঠিক তখনই সরকারের বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা একটি অসাধু চক্র নিজেদের দুর্নীতি- অনিয়ম-অপরাধ ঢাকতে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ওই চক্রটির কর্মকাণ্ড সরকারের স্বাধীন সংবাদ মাধ্যম নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।

সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে নেতারা বলেন, স্বাধীন দেশে গণমাধ্যম কর্মীদের কাজে প্রতিবন্ধকতা করা বন্ধ না হলে সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

বার্তা প্রেরক-
কামরান আহমদ
দপ্তর সম্পাদক
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)
মোবাইলঃ +৮৮০১৭২২-২০২৭১৩

রাজধানীতে সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে সিএমএফ! প্রেস বিজ্ঞপ্তি::জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক ইত্তেফাক পত্রিক...
04/12/2022

রাজধানীতে সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে সিএমএফ!

প্রেস বিজ্ঞপ্তি::
জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার হাসিব প্রান্থ ও মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লা আল মারুফ'র উপর পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)।

রবিবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে সিএমএফ-এর সভাপতি হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন এক যৌথ বিবৃতিতে অপরাধী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানান।

বিবৃতিতে বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের উপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তাহীনতার চিত্র ফুটিয়ে তুলেছে। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে দেশের সাংবাদিক সমাজ, সচেতন মহল ও দেশপ্রেমিক নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা৷

নেতৃবৃন্দরা আরো বলেন, বিশ্বব্যাপী যখন গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার কথা বলা হচ্ছে তখন এ ধরণের হামলা করে গণমাধ্যমক কর্মী তথা গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে সন্ত্রাসীরা। যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের মাধ্যমে গণমানুষের পক্ষে সাংবাদিকরা কাজ করছেন। অথচ একটি মহল এই হামলার মাধ্যমে জনগণের পক্ষের কলমকে থামিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। যা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনি সংকেত।

বার্তা প্রেরক-
কামরান আহমদ
দপ্তর সম্পাদক
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম(সিএমএফ)
মোবাঃ +৮৮০১৭২২-২০২৭১৩

মৌলভীবাজারে সাংবাদিকদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমএফপ্রেস বিজ্ঞপ্তি::ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডমের সভাপত...
30/10/2022

মৌলভীবাজারে সাংবাদিকদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমএফ

প্রেস বিজ্ঞপ্তি::

ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডমের সভাপতি, দৈনিক যুগান্তর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সাহসী সাংবাদিক হোসাইন আহমদের উপর পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)।

রবিবার (৩০ অক্টোবর) সকালে সিএমএফ-এর সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন এক বিবৃতিতে অপরাধী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, হোসাইন আহমদের উপর ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তাহীনতার চিত্র ফুটিয়ে তুলেছে। শহরের প্রাণকেন্দ্রে পুলিশ ফাঁড়ি ও ডাকঘরের সামনে এরকম প্রকাশ্যে হামলা করাই প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে দেশের সাংবাদিক সমাজ, সচেতন মহল ও দেশপ্রেমিক নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, বিশ্বব্যাপী যখন গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার কথা বলা হচ্ছে তখন এ ধরণের হামলা করে গণমাধ্যমক কর্মী তথা গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে সন্ত্রাসীরা। যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের মাধ্যমে গণমানুষের পক্ষে সাংবাদিকরা কাজ করছেন। অথচ একটি মহল এই হামলার মাধ্যমে জনগণের পক্ষের কলমকে থামিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। যা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনি সংকেত।

উল্লেখ্য, সাংবাদিক হোসাইন আহমদ শনিবার (২৯ অক্টোবর) রাত অনুমান ৯:০০ ঘটিকার সময় পেশাগত দায়িত্ব পালন শেষে মৌলভীবাজার শহরের বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী প্রধান ডাকঘর ও পুলিশ ফাঁড়ির সামনের সড়কে অতর্কিতভাবে পেছন থেকে মোটরসাইকেল ও প্রাইভেট কার যোগে এসে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তিনি সরকারী বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে সংবাদ করে জেলা জুড়ে আলোচনার জন্ম দেন।

বার্তা প্রেরক-
কামরান আহমদ
দপ্তর সম্পাদক,
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ)
মোবাঃ +৮৮০১৭২২-২০২৭১৩

'কোন সাংবাদিক নিউজের সোর্স প্রকাশে বাধ্য নয়' - হাইকোর্ট
24/10/2022

'কোন সাংবাদিক নিউজের সোর্স প্রকাশে বাধ্য নয়' - হাইকোর্ট

Address

Court Road, Chowmuhani, Maulvibazar
Sylhet
3200

Alerts

Be the first to know and let us send you an email when Campaign For Media Freedom - CMF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Campaign For Media Freedom - CMF:

Share