আলীনগর বার্তা

আলীনগর বার্তা Newspapers carry the news of the world. Newspapers provide information and general knowledge. Newspapers provide news about a country's economic situation,

04/04/2022

আলহামদুলিল্লাহ
আমাদের সাজিদা কম্পিউটার একডেমি'র নতুন চারটি ব্যাচ শুরু হইছে
শনি-সোম,বুধবার
দুপুর ১2-১.৩০ এবং ২টা থেকে ৩.৩০

রবি,মঙ্গল বৃহস্পতিবার
দুপুর ১2-১.৩০ ব্যাচ
এবং ২টা থেকে ৩.৩০

দুই দিনেরই বিকাল এর ব্যাচ ফ্রি আছে ।
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন

20/01/2022
20/07/2021
Sajida Computer Academy 'র সেবাসমুহ
09/06/2021

Sajida Computer Academy 'র সেবাসমুহ

28/02/2021

২য় বর্ষপূর্তি উপলক্ষে
#সাজিদা কম্পিউটার একাডেমি 'র
পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন

with ca
: Tikorpara,Beanibazar
#01715195528

21/02/2021

মাতৃভাষা দিবসে আলীনগর ইউপি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

08/06/2020

সম্মানিত আলীনগর বাসি আমাদের আলীনগর গ্রামে করোনা পজেটিভ রোগী পাওয়া গিয়াছে।
মরহুম মাহবুবুল আলম সাহেবের স্ত্রী, আমেরিকা প্রবাসী সৈয়দ রাসেল এর মাতা, হাসিনা বেগম (প্রায় ৭০)
তবে আতংকিত হওয়ার কিছু নেই কারন তিনি এখন সিলেটে উনার নিজ বাসায় আছেন। সবাই উনার জন্য দোয়া করবেন।.
O.D :- Saydur Rahman
সুত্রঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঘরে থাকুন, সুস্থ থাকুন।

06/06/2020

🔴🔴🔴 জরুরী বিজ্ঞপ্তি 🔴🔴🔴

ডি এম হাই স্কুলের ৮ম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রেজিষ্ট্রেশন কাজ নির্ভুল ভাবে সম্পাদনের জন্য আগামী ৯জুন ২০২০,রোজ মংগলবার, সকাল ১০ঘটিকার সময়, ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার সনদ সহ পরিপাটি স্কুল ড্রেস পরিধান করে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হল।

নির্দেশ ক্রমে
মোঃ মাহফুজুর রহমান মোল্লা
প্রধান শিক্ষক
ডি এম হাই স্কুল

প্রয়োজনে -
০১৭১৭৭৪২৬৫৪ (আব্দুল বাসিত স্যার)
০১৭১২৩৩২৬৯০(মোঃ আল মামুন স্যার)

আলীনগরে ৩য় ধাপে রিপোর্টার সুমনের উদ্দ্যোগে "ঈদ উপহার" সামগ্রী বিতরন সম্পন্ন  মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু ...
24/05/2020

আলীনগরে ৩য় ধাপে রিপোর্টার সুমনের উদ্দ্যোগে "ঈদ উপহার" সামগ্রী বিতরন সম্পন্ন

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু…….. বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) মোকাবেলায় বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কর্মহীন অসহায় মধ্যবৃত্ত ৫০টি পরিবারের পাশে দাড়ালেন বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক, সিলেট সাংবাদিক ইউনিয়নের সদস্য, রিপোর্টার মোঃসুমন আহমদ।

সেই কালজয়ী গানই মনে হচ্ছিল মানুষের প্রতি মানুষের হৃদয়টাকে স্ফিত করে মানবিকতাকে জাগিয়ে তুলতেই যেন গানটি গেয়েছিলেন কিংবদন্তী সংঙ্গীতশিল্পী। আসলেই বাস্তবে মানুষ মানুষের জন্যে, আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। আজও মানুষকে ভাবায়, মানুষের চেতনাকে শাণিত করে জাগিয়ে তোলে।

তারই ধারাবাহিকতায় ১নং আলীনগর ইউনিয়নের আলীনগর গ্রামের সমাজ সেবক সুমন আহমদ নিজ উদ্যোগে রবিবার রাতে নিজ বাড়িতে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে এবং করোনা ভাইরাস মহামারীর প্রভাবে ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন হয়ে পড়া অসহায় ৫০টি পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আল-আমিন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি,সিলেট ডায়াবেটিস
হাসপাতালের অফিস সহকারী এস এম শামিম আহমদ, সাবেক অবসর প্রাপ্ত বাংলাদেশ পুলিশ সদস্য মোস্তফা কামাল,বাংলাদেশ রেলওয়ে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমদ, ওয়ার্ড যুবগীলের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ,বাংলাদেশ বেটালিয়ান আনসার সদস্য জাহেদ আহমদ, আফসান, কিবরিয়া, হাসান,আলী আহমদ,তালহা,ইকবাল,তারেক,তারিম প্রমুখ।

এদিকে সমাজ সেবক মোঃ সুমন আহমদ বলেন,
"ত্রান নয়" উপহার হিসেবে গ্রহন করুন। কোভিড ১৯ মোকাবেলায় আমরা মানুষ হয়ে কি অসহায় মানুষের পাশে দাঁড়াবো না। ওদের কষ্টের সময় সহানুভূতির হাত বাড়াবো না। মানবিক গুণাবলিই যদি না থাকে তাহলে আমরা কিসের মানুষ। তাই নিজেকে মানব সেবায় নিয়োজিত রেখেছি। মানুষের জন্য কিছু করতে পারলে মনে শান্তি পাই। তাই সারা জীবন অসহায় মানুষের পাশে থাকতে চাই।

29/04/2020

২৯/০৪/২০২০(বুধবার)
🔔 কোভিড-১৯ (করোনা ভাইরাস) 🇧🇩 বাংলাদেশ:- আপডেট
✅নমুনা পরীক্ষা ঃ৪৯৬৮জন
🛑 নতুন আক্রান্তঃ ৬৪১জন
🔴 মোট আক্রান্তঃ৭১০৩জন

🔺 নতুন মৃত্যুঃ ৮জন
🔻 মোট মৃত্যুঃ ১৬৩জন

👉🏼 নতুন সুস্হঃ ১১জন
✅ মোট সুস্হঃ ১৫০জন

সূত্র:আইইডিসিআর
ঘরে থাকুন-সুস্থ থাকুন

16/04/2020

"করোনা" আপডেট- ১৬/০৪/২০২০
নতুন আক্রান্তঃ ৩৪১ জন
মোট আক্রান্তঃ ১৫৭২ জন
নতুন মৃত্যুঃ ১০ জন
মোট মৃত্যুঃ ৬০ জন
সুস্থ হয়েছেনঃ ৪২ জন

08/04/2020

করোনা আপডেট: বাংলাদেশ
গত ২৪ ‍ঘন্টায় ৯৮১ জনের মধ্যে পরিক্ষা করা হয়েছে
নতুন আক্রান্ত ৫৪ জন
মোট আক্রান্ত ২১৮ জন
মৃত্যু বরন করেছেন আরো ৩ জন
মোট মৃত্যু বরন করেছেন ২০ জন

07/04/2020

ব্রেকিং নিউজঃ-

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪১, মৃত্যু ৫ জনের

06/04/2020

বাংলাদেশে মোট ১৭টি ল্যাবে কোভিড শনাক্তকরণে কাজ চালু হচ্ছে। নাম ও ফোন নাম্বার দেওয়া হলো:-

১। রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR), ঢাকা।
📷যোগাযোগ: 02-9898796

২। ইনস্টিটিউট অব পাবলিক হেলথ(জনস্বাস্থ্য ইনস্টিটিউট), মহাখালী, ঢাকা।
📷যোগাযোগ: 02-8821361

৩। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম।
📷যোগাযোগ: 031-2780426

৪। শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (CHRF), ঢাকা।
📷যোগাযোগ: 02-48110117

৫। আইসিডিডিআরবি (icddr,b), ঢাকা।
📷যোগাযোগ: 09666-771100

৬। আইডিইএসএইচআই (ideSHi), ঢাকা।
📷যোগাযোগ: 01793-163304

৭। ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরী মেডিসিন, ঢাকা।
📷যোগাযোগ: 02-9139817

৮। রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
📷যোগাযোগ: 0521-63388

৯। রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
📷যোগাযোগ: 0721-772150

১০। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
📷যোগাযোগ: 02-55165088

১১। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
📷যোগাযোগ: 091-66063

১২। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।
📷যোগাযোগ: 0821-713667

১৩। খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
📷যোগাযোগ: 041-760350

১৪। শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
📷যোগাযোগ: 0431-2173547

১৫। কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার।
📷যোগাযোগ: 01821-431144

১৬। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, ঢাকা।
📷যোগাযোগ: 01769-016616

১৭। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
📷01866-637482

দয়া করে সবাই শেয়ার করবেন।
(©সংগৃহীত )

06/04/2020

█ ব্রেকিং নিউজ █

নতুন আক্রান্তঃ ২৯ জন
মোট আক্রান্তঃ ১১৭ জন
নতুন মৃত্যুঃ ৪ জন
মোট মৃত্যুঃ ১৩ জন

সূত্রঃ IEDCR

নিজে নিরাপদ থাকতে,ঘরেই থাকুন।
নিজে ঘরে থেকে ,অন্যকেও নিরাপদ থাকতে সহায়তা করুন।

বিকেল পাঁচটার মধ্যে সিলেটে দোকান বন্ধের নির্দেশঅনলাইন ডেস্কঃ-করোনাভাইরাসের সংকটকালীন সময় সিলেটের সকল নিত্যপ্রয়োজনীয় দোকা...
04/04/2020

বিকেল পাঁচটার মধ্যে সিলেটে দোকান বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্কঃ-করোনাভাইরাসের সংকটকালীন সময় সিলেটের সকল নিত্যপ্রয়োজনীয় দোকান আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে বিকেল পাঁচটার মধ্যে বন্ধ করতে হবে।

শনিবার (৪ এপ্রিল) এ আদেশ জারী করেছেন সিলেটে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যা ৫টা পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না। রোববার থেকে এটি কার্যকর হবে। তবে দোকান সকাল কয়টা থেকে খোলা যাবে এ বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। আক্রান্তদের মধ্যে আরও দুজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।

করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তি ভাইরাস ছড়ায়না ১. আজকের দিন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে , মৃত ব্যক্তির কাছ হতে অন্য ক...
04/04/2020

করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তি ভাইরাস ছড়ায়না

১. আজকের দিন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে , মৃত ব্যক্তির কাছ হতে অন্য কোন ব্যক্তির দেহে ভাইরাসটি ছড়িয়েছে

২. মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী জানাজা ,দাফন বা সৎকার করা যাবে

৩. মৃতদেহ পরিবহনের জন্য আলাদা বিশেষ কোন পরিবহনের দরকার নেই

৪. মৃতদেহের গায়ে কোন প্রকার কেমিক্যাল ছিটানোর ও দরকার নেই

৫. মৃতদেহ যিনি গোসল করবেন তিনি একটি মাস্ক , একজোড়া গ্লাভস এবং একটি ডিসপোজেবল গাউন পরিধান করবেন

৬. মৃতদেহের কাছে যেতে পারবেন তবে স্পর্শ করা যাবেনা আর যদি কোন কারণে স্পর্শ হয়ে যায় তাহলে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন

৭. কবর দেওয়ার ক্ষেত্রেও বিশেষ কোন সতর্কতা নেই
আসুন মৃতব্যক্তিদের সম্মান দিই। আতংকিত না হই। করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছেন তারাতো আমাদেরই কেউ। শেষ বিদায়টুকু সম্মানের সাথে নির্বিঘ্নে দিন।

রেফারেন্স: ২৪ মার্চ ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে প্রকাশিত Infection Prevention and Control for the safe management
of a dead body in the context of COVID-19

https://bit.ly/3dLjKSZ

শহীদ মুক্তিযোদ্ধা এম .মনোহর আলীর ৪৯ তম শহীদ দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঅনলাইন ডেস্ক:শহীদ মুক্তিযোদ্ধা এম.ম...
04/04/2020

শহীদ মুক্তিযোদ্ধা এম .মনোহর আলীর ৪৯ তম শহীদ
দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:শহীদ মুক্তিযোদ্ধা এম.মনোহর আলীর ৪৯ তম শহীদ দিবস উপলক্ষে ৩রা এপ্রিল শুক্রবার বাদ আসর নগরীর তালতলাস্থ শহীদ মুক্তিযোদ্ধা মনোহর-রওশন ভবনে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দরগা শাহজালাল (র) মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মৌলানা মুফতি মুহিব্বুল হক ছাহেব। দোয়া শেষে করোনা ভাইরাসে গৃহবন্দি ও কর্মহীন শ্রমজবীবী অসহায় ৩২০ জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জর্জকোর্টের এডিশনাল পিপি এডভোােকট মাহফুজুর রহমান, মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, জৈন্তপুর উপজেলা ্আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল করিম পাকি, সহ-সভাপতি হরিলাল দাশ, যুগ্ম সম্পাদক রেজানুর রহমান সেলিম, যুগ্ম সম্পাদক ইয়াছিন আহমদ সুমন, অর্থ বিষয়ক সম্পাদক মুজিুবুর রহমান, সিনিয়র সদস্য মিজানুর রহমান, সুপংকর দাশ, মো. আলম খাঁন রুবেল , আদনান খান হেলাল, দেওয়ান মোহাম্মদ মঞ্জুর আহসান, শ্রমিক নেতা কাওছার আহমদ, মহানগর আওয়ামী হকার্সলীগের আহবায়ক আব্দুর রকিব, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, সদস্য সচিব আশিকুর রহমান প্রমুখ।

02/04/2020

তাপমাত্রা নাকি সময়, কোনটা করোনাকে পরাস্ত করতে পারে?

#ব্রাজিল:
তাপমাত্রা: ২৫ থেকে ২৯ ডিগ্রি
শনাক্ত: ৩৯০৪
মৃত্যু: ১১৭
আজ শনাক্তের: ৩৩তম দিন

#ইন্দোনেশিয়া:
তাপমাত্রা: ২৬ থেকে ৩১ ডিগ্রি
শনাক্ত: ১২৮৫
মৃত্যু: ১১৪
আজ শনাক্তের: ২৭তম দিন

#ফিলিপাইন:
তাপমাত্রা: ২৯ থেকে ৩৫ ডিগ্রি
শনাক্ত: ১৪১৮
মৃত্যু: ৭১
আজ শনাক্তের: ২৪তম দিন

#মালয়েশিয়া:
তাপমাত্রা: ২৮ থেকে ৩৪ ডিগ্রি
শনাক্ত: ২৪৭০
মৃত্যু: ৩৪
আজ শনাক্তের: ৬৪তম দিন

#ভারত:
তাপমাত্রা: ৩২ থেকে ৩৭ ডিগ্রি
শনাক্ত: ১০০০
মৃত্যু: ২৫
আজ শনাক্তের: ৫৯তম দিন

সময় নিয়ে মহামারী রূপ:
১. ইতালি: শনাক্ত হবার ৪৫তম দিনে
২. স্পেন: শনাক্ত হওয়ার ৫০তম দিনে
৩. যুক্তরাষ্ট্র: শনাক্ত হওয়ার: ৫৫তম দিনে।

বি:দ্র: আমাদের শনাক্ত হওয়ার ২৩ তম দিন আজ শেষ হবে,, সুতরাং যারা ভাবছেন ভাইরাস থাকলে তো এতদিনে লক্ষণ প্রকাশ পেত, মাত্র এই কয়জন রূগী, তাদের বলি,
আমেরিকাতে ২৩ তম দিনে রূগি ছিল মাত্র ১১ জনের মত,
আমাদের ৫১ তাও টেস্টের ব্যাপক ঘাটতি,
বোকা না হলে বিবেচনায় আনেন আর চোখ কান খোলা রেখে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করুন...

দয়া করে:
১. ঘরে থাকি, পরিষ্কার থাকি
২. প্রার্থনা করি, আল্লাহ যেনো আমাদের সবাইকে ক্ষমা করে দেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন৷
সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার উপর ১০০% ভরসা রাখুন।
(সংগৃহীত)

 #পরিষ্কার থাকুন সুস্থ থাকুন করোনাভাইরাস প্রতিরোধ করুন" আজ সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট এর নিজস্ব উদ্যো...
26/03/2020

#পরিষ্কার থাকুন সুস্থ থাকুন
করোনাভাইরাস প্রতিরোধ করুন"

আজ সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট এর নিজস্ব উদ্যোগে এবং Dr khondaker serajuddin তত্তাবধানে Hand sanitizer( WHO guidance) তৈরি করা হয় । এছাড়াও অনেকগুলো mask তৈরি করা হয়েছে যা হসপিটালে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

#জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর"
প্রতিবেদক : Rahman milon

সেনাবাহিনী নামছে ****১. ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ছুটি ঘোষণা।২. ২৪ মার্চ থেকে ৬৪জেলায় মাঠ পর্যায়ে সিভিল প্রশাসন এর পাশাপাশি...
23/03/2020

সেনাবাহিনী নামছে ****

১. ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ছুটি ঘোষণা।
২. ২৪ মার্চ থেকে ৬৪জেলায় মাঠ পর্যায়ে সিভিল প্রশাসন এর পাশাপাশি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেইট তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব নিশ্চিত করবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।
৩. কাচাঁবাজার; নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও জরুরী সেবা খোলা থাকবে।
৪. সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চলবে।
৫. ইসলামিক ফাউন্ডেশন কতৃক মসজিদের পরিবর্তে ঘরে থেকে ইবাদত এর জন্য অনুরোধ। ধর্মীয় সভা-সমাবেশ স্থগিত।
৬. গণপরিবহন সীমিত আকারে থাকবে।
৭. সকল ধর্মীয়-সামাজিক-রাজনৈতিক কর্মসূচি বাতিল।
৮. ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ; জরুরী সেবা ব্যতীত।
৯. হত-দরিদ্রগোষ্ঠীর জন্য খাবারের ব্যবস্থা করবেন জেলা প্রশাসন।
১০. ভাসানচর হত-দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

শুধু মাস্ক পড়লে হবে নাআপনার ব্যবহৃত মোবাইল ফোন টি হতে পারে ভাইরাস এর কারখানা।সুতরাং  মোবাইল ব্যবহার এ সতর্কতা অবলম্বন কর...
22/03/2020

শুধু মাস্ক পড়লে হবে না
আপনার ব্যবহৃত মোবাইল ফোন টি হতে পারে ভাইরাস এর কারখানা।
সুতরাং মোবাইল ব্যবহার এ সতর্কতা অবলম্বন করুন

আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন
আল্লাহ কে স্মরণ করুন

ধন্যবাদ ভালবাসার নর্থ ইস্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে💕কার্টেসিঃ আলিম আল রাজি ভাইপৃথিবীর এই নজীরবিহীন সংকটে নর্থ ইস্ট মেডিক...
21/03/2020

ধন্যবাদ ভালবাসার নর্থ ইস্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে💕
কার্টেসিঃ আলিম আল রাজি ভাই

পৃথিবীর এই নজীরবিহীন সংকটে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল যেভাবে তাঁর ডাক্তারদের ওউন করলো সেটা পুরো বাংলাদেশের জন্য উদাহারণ হয়ে থাকলো। ইতিমধ্যে নর্থ ইস্টের এই উদ্যোগগুলো পুরো বাংলাদেশের কাছে প্রশংসিত হচ্ছে।

আমাকে একাধিক মেডিকেল কলেজ থেকে একাধিক মানুষ ফোন এবং ইনবক্সে জিজ্ঞেস করেছেন, 'নর্থ ইস্ট এত দ্রুত এগুলো কীভাবে ম্যানেজ করলো? এগুলো কোথায় পাওয়া যাবে?'

এই প্রশ্নের উত্তর আমাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবেনা। পাওয়া যাবে আজ আফজাল স্যারের কথায়। আজ সকাল বেলা স্যার তাঁর স্বভাবসুলভ সিলেটি টানে বলছিলেন, 'ওবা, ইতা তো আমরার ফুয়া ফুড়িন। ইতারে আমারারই বাঁচানি লাগবো পুলিশ তাকিয়া, প্রশাসন তাকিয়া, এটেন্ডেন্ট তাকিয়া আর করোনা তাকিয়া।'

একটি প্রটেক্টিভ গিয়ার যেখানে জীবন ও মৃত্যুর পার্থক্য গড়ে দিচ্ছে সেখানে কোনো প্রতিষ্ঠান যখন তাঁর ছেলেমেয়েদের এরকম তীব্রভাবে ওউন করে কেবল তখনই এত দ্রুত এত দুর্লভ এই গিয়ারগুলো সংগ্রহ ও বিতরণ করা সম্ভব।

নর্থ ইস্টকে ধন্যবাদ।
জানিনা বেঁচে থাকবো কিনা। যদি বাঁচি তবে আজ থেকে ৩০ বছর পর সন্তানের কাছে বসে হয়তো গল্প করবো - এই গ্রহেও প্রতিটা মানুষের ভাগ্য যখন জীবন ও মৃত্যুর মাঝখানে দুদোল্যমান ছিলো তখন নর্থ ইস্ট মেডিকেল কলেজ আমার হাতে বেঁচে থাকার কিছু অস্ত্র তুলে দিয়েছিলো।

https://youtu.be/d4tvM5WLjfc
14/03/2020

https://youtu.be/d4tvM5WLjfc

করোনা ভাইরাস নিয়ে সেরা কিছু তথ্য .করোনা নিয়ে যাদের ভুল ধারণা এই ভিডিও তা দেখতে পারেন . অনেকর ভুল ধারণা এটা অনেক বড...

Address

Tikorpara, Beanibazar, Sylhet
Sylhet
3100

Telephone

+8801716306063

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলীনগর বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলীনগর বার্তা:

Videos

Share

Category

আলীনগর বার্তা

দৈনিন্দিন জীবনের ঘটনা প্রনালী সবারকাছে পৌছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস.সাথে থাকুন আলীনগর বার্তা

Nearby media companies


Other Newspapers in Sylhet

Show All

You may also like