Champions2.0

Champions2.0 Dont dream it, just do it

স্পেন যখন শেষবার ইউরোর ফাইনাল খেলে তখন ইয়ামালের বয়স ৪ বছর। ১২ বছর পর ইয়ামালই নিয়ে গেছে স্পেনকে স্বপ্নের ফাইনালে। একটা বা...
09/07/2024

স্পেন যখন শেষবার ইউরোর ফাইনাল খেলে তখন ইয়ামালের বয়স ৪ বছর। ১২ বছর পর ইয়ামালই নিয়ে গেছে স্পেনকে স্বপ্নের ফাইনালে।

একটা বাচ্চা ছেলে সেমিফাইনালের সব আলো একাই কেড়েছে।

স্পেনের সমুদ্রে ডুবল জার্মান জাহাজ
05/07/2024

স্পেনের সমুদ্রে ডুবল জার্মান জাহাজ

Emi Martinez : " We do not want to leave now, and we do not want to leave in this way. When messi  missed the penalty, m...
05/07/2024

Emi Martinez : " We do not want to leave now, and we do not want to leave in this way. When messi missed the penalty, my focus on the ball increased even more, and even all of the players focused well. We do not want more tears for Messi in America as happened in 2016, and we do not want him to feel guilty because he is our leader Viva Argentina "

মেসির জন্য কোপা এনে দিয়েছিলেন ডিমারিয়া,বিশ্বকাপ এনে দিয়েছিলেন ইমি। এখন আবারো ইমির দক্ষতায় কোপা জয়ের দারপ্রান্তে আরজেন্টি...
05/07/2024

মেসির জন্য কোপা এনে দিয়েছিলেন ডিমারিয়া,বিশ্বকাপ এনে দিয়েছিলেন ইমি। এখন আবারো ইমির দক্ষতায় কোপা জয়ের দারপ্রান্তে আরজেন্টিনা

ব্রাজিলে তারকা খেলোয়াড়ের দেখে এসেছি দীর্ঘ সময় ধরে। রোনালদো, রোনালদিনহো, রিভালদোকে দেখেছি, কাকাকে দেখেছি। এরা কারও সাথে ধ...
03/07/2024

ব্রাজিলে তারকা খেলোয়াড়ের দেখে এসেছি দীর্ঘ সময় ধরে। রোনালদো, রোনালদিনহো, রিভালদোকে দেখেছি, কাকাকে দেখেছি। এরা কারও সাথে ধাক্কা-ধাক্কি করা তো দূরের কথা অযথা কথা কাটাকাটি পর্যন্ত করতো না। কাফুকে সিআর৭ একবার ধাক্কা দিয়েছিল, জবাবে সে একটি হাসি উপহার দিয়েছিল। যাদের শক্তি আছে, সক্ষমতা আছে তারা কেন ঝগড়া করতে যাবে?

বর্তমান দলের তারকাদের সাথে আগের তারকাদের আকাশ-পাতাল পার্থক্য দেখি। ভিনি যেভাবে গ্রুপের ২ ম্যাচে হলুদ কার্ড দেখল তার কোন ব্যাখ্যা খুঁজে পাই না। তার এত রাগ কিসের তাও বুঝি না! ব্রাজিলের ঐতিহ্যের সাথে এই আচরণগুলো যায় না। ১৯৭০ থেকে ১৯৯৪ পর্যন্ত ২৪ বছর ব্রাজিল বিশ্বকাপ জিতেনি। তাই বলে মাঠের মধ্যে জিকো সক্রেটিসরা এমন আচরণ করেনি। তারা কাপ না জিতলেও ১৯৮২-৮৬ বিশ্বকাপে খেলা দিয়ে মানুষের মন জয় করেছে। বিশ্বকাপ না জিতলেও তেলে সন্তানাকে বিশ্বের সেরা কোচদের একজন হিসেবে গণ্য করা হয়।

আরেকটি কথা না বললেই নয়। আগে ব্রাজিল জাতীয় দলই তারকা তৈরি করত। জাতীয় দলে ভাল না করলে কেউ তাদেরকে চিনতই না। এখনকার খেলোয়াড়রা আগে থেকেই তারকা। তারকা হওয়ার পর তারা জাতীয় দলে খেলে।

আজকের ম্যাচ নিয়ে যদি বলি তাহলে পুরো ম্যাচে মিডফিল্ডের সমন্বয়হীনতা আর ভুল পাসের ছড়াছড়ি। ইউরোপে খেলা ব্রাজিলীয় সুপারস্টাররা যখন ফ্লপ তখন ক্লাবে ফ্লপ হওয়া হামেস রদ্রিগেজ পুরো ম্যাচ দাপিয়ে বেড়ায়।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মিডফিল্ড কন্ট্রোল করা কলম্বিয়ার খেলোয়াড়েরা সব ব্রাজিলের লিগে খেলে। আর ব্রাজিলের স্কোয়াডে ঘরোয়া লিগের কেউ নেই।

যাদেরকে ডাকা হয়েছে তারা নিশ্চই ভাল খেলোয়াড় বলেই ডাকা হয়েছে। কিন্তু সাফল্যর জন্য আরও বেশি ডেডিকেশন দরকার। দরকার খেলোয়াড়দের মধ্যকার সমন্বয় এবং ব্রাজিলের নিজস্ব পদ্ধতিতে সমস্যা সমাধান। ইউরোপীয় ক্লাবের কোচরা কিভাবে কৌশল সাজায় তা জাতীয় দলে প্রয়োগ করলে চলবে না। এটা অনেক বেশি কঠিন জায়গা।

আশাকরি সব সমস্যা কাটিয়ে উঠে আবার ঐতিহ্যের পথে ফিরবে ব্রাজিল।

🟡 ফুটবলে জার্সি বা শার্ট খুলে ফেললে কেন হলুদ কার্ড দেয়া হয়??২ নভেম্বর, ২০০২। ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা চলছে ম্যানচেস্টার...
03/07/2024

🟡 ফুটবলে জার্সি বা শার্ট খুলে ফেললে কেন হলুদ কার্ড দেয়া হয়??

২ নভেম্বর, ২০০২। ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা চলছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং সাউথহ্যাম্পটনের। ফিল নেভিল এবং ফ্যাব্রিস ফার্ন্ডানেজের গোলে ১-১ সমতা।
৭৯ মিনিটে নেভিলের সাব হিসেবে নামলেন ঝাঁকড়া চুলের উরুগুইয়ান এক স্ট্রাইকার। নাম, ডিয়েগো ফোরলান।
৮৫ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক কার্লিং শটে ২-১ করেন ফোরলান। প্রথম ইপিএল গোলের আনন্দে জার্সি খুলে মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে।

কিন্তু ততক্ষণে সাউথহ্যাম্পটন সেন্টার করে খেলা শুরু করে দিয়েছে। জার্সি না পরে খালি গায়েই ফোরলান নেমে পড়েন মাঠে!! সেইন্টস ফরওয়ার্ড জেমস বিটিকে ট্যাকল-ও করেন। বল আউট হওয়ার পরে, ইউনাইটেডের ৩জন গ্রাউন্ডস স্টাফ এসে নতুন একটা জার্সি পরিয়ে দেন ফোরলান কে।
রেফারি কিছু বলতেও পারছিলেন না। কারণ, তখনো খালি গায়ে খেলার বিরুদ্ধে শক্ত কোনো নিয়ম ছিল না।

তবে, এরপরেই নড়েচড়ে বসে ফিফা। নিয়ম করা হয়, জার্সি খুলে ফেলার একমাত্র শাস্তি হলুদ কার্ড।

★মেন্টালিটি মন্সটার বনাম নার্ভলেস অভিনেতা★১. ফাইনালের ৭৭ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। স্কোরলাইন তখনও ২-০ ...
02/07/2024

★মেন্টালিটি মন্সটার বনাম নার্ভলেস অভিনেতা★

১. ফাইনালের ৭৭ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। স্কোরলাইন তখনও ২-০ ছিল, আর পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনা ফ্রান্সকে প্রায়শই ডমিনেট করেছে; ফ্রান্স তেমন কোনো সুবিধা করতে পারেনি।

কিন্তু হঠাৎ করেই এম্বাপ্পের ঝড়ো পারফরম্যান্সে ফ্রান্স ফিরে আসে ম্যাচে, স্কোর হয়ে যায় ২-২। আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে ২ গোলের লিড হারানোর পরপরই মাঠের চিত্র পাল্টে যায়।

এই বিশ্বকাপ ফাইনাল সেই ফাইনাল, যা মেসি খেলেছিলেন ৮ বছর আগে, কিন্তু ট্রফি তখনও অধরা ছিল। এবারও কি সেই ট্রফি অধরাই থাকবে? লিড হারানোর সেই মুহূর্তে মেসির মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল স্বাভাবিকভাবে।

তবুও, তার মুখে ফুটে উঠল একটি মিষ্টি হাসি। এই হাসি যেন তার টিমমেটদের ভেঙে পড়তে না দেখে, যেন তার নিজের আত্মবিশ্বাস ক্ষুণ্ন না হয়। এই হাসির মাধ্যমে তিনি তার দলের প্রতি তার অগাধ বিশ্বাসের পরিচয় দেন। যাকে চোকার, বটলার, ক্রাইবেবি ইত্যাদি কতশত নামে ডাকে নিন্দুকেরা, তার মুখে এমন এক রহস্যময় হাসি! মেসির এই হাসি যেন সকল সমালোচনার জবাব হয়ে উঠে, দলের মনোবলকে শক্তিশালী করে তোলে এবং ভবিষ্যতের জন্য এক নতুন আশার সঞ্চার করে।

পরবর্তীতে এই মেসিই এক্সট্রা টাইমে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন। তার নেতৃত্বে এবং দৃঢ়তায় আর্জেন্টিনা আবারও ম্যাচে নিজেদের প্রতিষ্ঠা করে।

এই মুহূর্তগুলোতে মেসির ব্যক্তিত্ব এবং নেতৃত্বের শক্তি প্রকটভাবে ফুটে ওঠে, যা তার টিমমেটদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। মেসির এই অনুপ্রেরণামূলক ভূমিকা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের পথে আবারও নিয়ে আসে এবং আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়লাভ করে।

---

২. গতকাল ইউরোর রাউন্ড অব ১৬- এর ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও স্লোভেনিয়া। স্বাভাবিকভাবেই, পর্তুগাল ছিল ফেভারিট দল। তাদের দলে বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো থাকায় প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে ম্যাচের শুরু থেকে ৯০ মিনিট পর্যন্ত স্লোভেনিয়া দুর্দান্ত ডিফেন্সিভ খেলায় মুগ্ধ করে। তাদের অসাধারণ প্রতিরোধের কারণে পর্তুগাল একবারও গোলের দেখা পায়নি।

ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমের প্রথমার্ধের শেষ দিকে, দিয়োগো জোতাকে পেনাল্টি বক্সে ফাউল করে স্লোভেনিয়ান ডিফেন্ডার দ্রকুসিচ। ফলে পর্তুগাল পেনাল্টির সুযোগ পায়। স্বভাবতই স্পটলাইট এসে পড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর। এমন চ্যালেঞ্জ তিনি বহুবার সফলভাবে মোকাবিলা করেছেন। সবাই ধরে নিয়েছিল, রোনালদো সহজেই গোল করবেন।

কিন্তু বাস্তবতা ভিন্ন হলো। রোনালদো পেনাল্টি মিস করেন এবং হতাশায় কান্নায় ভেঙে পড়েন। যাকে তার ভক্তকুল "মেন্টালিটি মন্সটার" বলে ডাকে, সেই রোনালদো ভেঙে পড়েন কান্নায়!

একজন হেভিওয়েট দলের ক্যাপ্টেন হিসেবে ম্যাচের আরও ১৫ মিনিট বাকি থাকা সত্ত্বেও তার এই আবেগপ্রবণ মুহূর্ত টিমমেটদের ওপর কী প্রভাব ফেলতে পারে, তা হয়তো তিনি তখন ভাবেননি। তবে, শেষ পর্যন্ত তার টিমমেটদের অক্লান্ত প্রচেষ্টাতেই পর্তুগাল বিজয়ী হয় এবং কোয়ার্টার ফাইনালের জন্য স্পট বুক করে।

---

৩. সময় নিজের নিয়মেই পরিবর্তিত হয়। প্রাণীরা বৃদ্ধ হয়, উদ্ভিদ নেতিয়ে যায়, সূর্য অবধারিতভাবেই অস্ত যায়। সময়ের প্রতিটি ভাগেরই আলাদা সৌন্দর্য আছে। একজন তরুণের সৌন্দর্য এবং অভিরুচির সাথে একজন প্রৌঢ় বা অশীতিপর বৃদ্ধের কখনোই মিলবে না। একজন সুস্থ মানসিকতার মানুষ এটা মেনে নিতে বাধ্য।

তেমনি, প্রতিটি অ্যাথলেটের ক্যারিয়ারেরও অবধারিত ডিক্লাইন ফেইজ আসে। যতই আগুনে পারফরম্যান্স থাকুক না কেন, একসময় তাতে ভাটা পড়েই।

একজন অ্যাথলেট তখন কী করে? সে তার সীমাবদ্ধতা মেনে নিয়ে ধীরে ধীরে স্পটলাইটের আড়ালে চলে যেতে শুরু করে। হাইয়েস্ট লেভেল থেকে তুলনামূলক নিচের সারিতে চলে যায়। অনেকেই টপ ফর্মে থাকা অবস্থাতেই অবসর নিয়ে ফেলে। মোদ্দা কথা হলো, সবাই-ই নিজেদের ডিক্লাইন মেনে নেয়, প্রকৃতির উপর খবরদারী করে না, নিজেকে জোর করে প্রাসঙ্গিক বানিয়ে রাখতে চায় না।

"The Dark Knight" মুভির সেই বিখ্যাত ডায়ালগের কথাও হয়তো সবার খেয়ালে আছে – "You either die a hero, or live long enough to see yourself become a villain."

একইভাবে রোনালদোরও উচিত ছিল পারফরম্যান্সে ভাটা পড়ার পর নিজের শেষটা সুন্দর করার চেষ্টা করা, একটি হ্যাপি এন্ডিং দেওয়া। এতে তার লিগ্যাসি বজায় থাকতো, নতুন প্রজন্মকে মোটিভেট করতে পারতো। রোনালদো একজন গ্রেট ফুটবলার।

প্রায় দুই যুগ ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা চাট্টিখানি কথা নয়। অনেক গ্রেট প্লেয়ারই তা পারেননি; অনেকেই ডিক্লাইন্ড হয়েছেন বা ফিটনেস সমস্যায় ক্যারিয়ার থেমে গেছে। মেসিবিহীন ফুটবলে রোনালদো নাম্বার ওয়ান হওয়ার দাবিদার। তার খেলা নিয়ে সন্দেহ থাকা উচিত নয়। কিন্তু তার যখন থেমে যাওয়ার দরকার ছিল, তিনি করেছেন পুরো উল্টোটা।

কারণ একটাই, তিনি চেয়েছিলেন এখনো প্রাসঙ্গিক থাকতে। সবার কাছে প্রচার করতে চেয়েছেন তার এখনো মনস্টার মেন্টালিটি আছে, জয়ের ক্ষুধা আছে। তিনি এখনো তরুণ।

যতদিন তার পারফরম্যান্স ছিল, ততদিন স্বাভাবিকভাবেই অ্যাটেনশন পেয়েছেন। যখন ডাউনফল শুরু হলো, তখন তিনি অ্যাটেনশন চাওয়ার জন্য উন্মাদ হয়ে গেলেন। বিভিন্ন সাক্ষাৎকার এবং সোশ্যাল মিডিয়ায় উদ্ভট মন্তব্য, অফ দ্য ফিল্ডে ন্যাক্কারজনক কাজকর্ম, এমনকি অন দ্য ফিল্ডেও হাস্যকর সব কাজ করেছেন।

এমন সব মন্তব্য দিয়েছেন, যা তার নিজের কথার বিপরীতে গেছে। এতো কিছু করেও তিনি তার ডিক্লাইন আটকাতে পারেননি। ফলে বাধ্য হয়ে তাকে ইউরোপ ছাড়তে হয়েছে। এই ডাউনগ্রেডকে তিনি প্রচার করেছেন নতুন চ্যালেঞ্জ নামে। কিন্তু বিধাতার বিচার বোধহয় একটু বেশিই সূক্ষ্ম।

তিনি অখ্যাত এক লীগে খেলতে গিয়েও এখন পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেননি। এতে তার উন্মাদনা আরো বেড়ে গেছে।

এখন তিনি নিজের ঢোল নিজেই পেটান, অন দ্য ফিল্ডে অদ্ভুত বাচ্চামি করেন, স্পষ্ট অফসাইডে লাইনসম্যানের প্রতি হম্বিতম্বি করেন, প্রতিপক্ষের পতাকার অসম্মান করেন, কম গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টের ফাইনালে বাজে পারফরম্যান্স দিয়ে হেরে কান্নাকাটি করেন এবং নিজের উপর ফোকাস রাখার চেষ্টা করেন। তার ভক্তরাও এসবকে মেন্টালিটি মন্সটার কিংবা প্যাশনের নাম দিয়ে চালিয়ে দেন।

গতকালের রোনালদোর কান্নার মুহূর্তকেও তার ভক্তরা "প্যাশন" হিসেবে বিবেচনা করছে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে আরও ১৫ মিনিট বাকি থাকতে কান্না যদি সত্যিই প্যাশনের প্রতীক হয়, তাহলে আট বছর আগে ইউএসএর মেটলাইফ স্টেডিয়ামে টানা তৃতীয় ফাইনাল হারার পর মেসির কান্নাকে কেন "লুজার" বা ব্যর্থতার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছিল?

মেসি সেই সময় কতটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিলেন, তা কিভাবে তারা বুঝতে পারবে? টানা তিনটি ফাইনালে পৌঁছানো রোনালদোর জন্য স্বপ্নের মতো, আর সেগুলোতে পরাজয়ের ঘানি বহন করা তো আরও দূরের বিষয়!

যে মেসিকে রোনালদোর ভক্তকুল "চোকার" বা "বটলার" ইত্যাদি নামে ডাকে, সেই মেসি বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে লিড হারিয়েও নিজের নার্ভ শান্ত রাখতে পেরেছিল।

অথচ সেই "মেন্টালিটি মন্সটার" রোনালদো ইউরোর রাউন্ড অব ১৬ এ নিজের আবেগ ধরে রাখতে ব্যর্থ হলো।

ভক্ত হওয়া আর চোখে ঠুলি পরা মুরিদ হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। রোনালদোর খেলা উপভোগ করা, কোনো টুর্নামেন্টে টপ স্কোরার হলে বাহবা দেওয়া, ট্রফি জিতলে রোডমার্চ করা আপাতদৃষ্টিতে স্বাভাবিকই। কিন্তু তার অসুস্থ কাজকর্মকে মনস্টার মেন্টালিটি বলে ছড়ানো সেই ঠুলি পরা মুরিদ হওয়ারই সমতুল্য।

✍️ফারাবি
🎨নোমান

🚨 সব হতাশাকে পেছনে ফেলে ডিয়াগো কস্তা বীরত্বে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল!ফুল টাইম: পর্তুগাল ০-০ স্লোভেনিয়া টাইব্রেকার: পর...
01/07/2024

🚨 সব হতাশাকে পেছনে ফেলে ডিয়াগো কস্তা বীরত্বে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল!

ফুল টাইম: পর্তুগাল ০-০ স্লোভেনিয়া
টাইব্রেকার: পর্তুগাল ৩-০ স্লোভেনিয়া



রদ্রি আপনার জন্য রেগুলার গোল করবে না এবং এটা তার কাজও না। তার আসল কাজ গেইম কন্ট্রোল করা, পুরো দলকে সলিডিটি দেওয়া এইসব প...
30/06/2024

রদ্রি আপনার জন্য রেগুলার গোল করবে না এবং এটা তার কাজও না। তার আসল কাজ গেইম কন্ট্রোল করা, পুরো দলকে সলিডিটি দেওয়া এইসব পার্ফেক্টলি করেই সে বর্তমান সময়ের সেরা মিডেফিল্ডের একজন...

কিন্তু রদ্রি যেদিন গোল করবে, এমন মূহুর্তে গোল করবে তা আপনাকে মুগ্ধ করবেই। আপনি চাইলেও তা ভুলতে পারবেন না সহজে কারণ তার প্রায় প্রতিটা গোলই চিরচেনা আউট সাইড দ্যা বক্স থেকে যায় আগের গোলের স্মরণ করিয়ে দেয়....

আর আমি আপনি ভুলতে চাইবোই বা কেন এমন গোল গুলোর কথা। যতদিন মনে থাকবে ততদিন ফুটবলের সৌন্দর্য আরো উপভোগ্য হবে ❤️

আত্ম*ঘাতী গোলে পিছিয়ে পড়লেও রদ্রি, ফাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস ও ডানি ওলমোর গোলে জর্জিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন...
30/06/2024

আত্ম*ঘাতী গোলে পিছিয়ে পড়লেও রদ্রি, ফাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস ও ডানি ওলমোর গোলে জর্জিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন।
কুয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মানির সাথে।
বিগ ক্লাস💥

আরজেন্টিনাই একমাত্র টিম যারা কিনা গ্রুপ পর্বে কোন গোল কসিড করে নি।চ্যাম্পিয়ন বলে কথা 🔥
30/06/2024

আরজেন্টিনাই একমাত্র টিম যারা কিনা গ্রুপ পর্বে কোন গোল কসিড করে নি।
চ্যাম্পিয়ন বলে কথা 🔥

ক্লোভিস অ‍্যাকোস্টা ফার্নান্দেস, ব্রাজিলের দ্বাদশ খেলোয়ার!লম্বা নামের এই ব‍্যক্তিকে নাম দেখে চেনা দুরহ ব‍্যাপার। কিন্তু ...
30/06/2024

ক্লোভিস অ‍্যাকোস্টা ফার্নান্দেস, ব্রাজিলের দ্বাদশ খেলোয়ার!

লম্বা নামের এই ব‍্যক্তিকে নাম দেখে চেনা দুরহ ব‍্যাপার। কিন্তু তার ছবি দেখে খুব সহজেই চিনে ফেলা যায়। মূলত ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে ব্রাজিলের পরাজয়ের পর বিশ্বকাপের ট্রফির রেপ্লিকা জড়িয়ে বাচ্চাদের মত অকুল ধারায় কেঁদে বিশ্বব‍্যাপি পরিচিতি পান। " ব্রাজিলের সবচেয়ে দুঃখী মানুষ " শিরোনামে তার কান্নাভেজা ছবি সাংবাদিকরা ফলাও করে প্রচার করে। ওই সময়ে এই ছবিটি ব্রাজিলিয়ান ফ‍্যানদের জন‍্য শোকের প্রতিক হয়ে উঠে।

১৪ তে বিশ্বব‍্যাপী পরিচিত হলেও এই বৃদ্ধ কিন্তু অনেক আগে থেকেই ব্রাজিল দলের একনিষ্ঠ ভক্ত হিসেবে সবসময় ব্রাজিলের ম‍্যাচে উপস্থিত থাকতেন। পেশায় একজন ব‍্যবসায়ী ক্লোভিস ফার্নান্দেস ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে ব্রাজিল দলের সাথে অংশগ্রহণের পর থেকে ১৫০ টিরও বেশি ব্রাজিলের ম‍্যাচে উপস্থিত ছিলেন। এরি সাথে তিনি ৩০ টির বেশি দেশ ভ্রমণ করেছেন ব্রাজিলের ম‍্যাচ দেখতে।

এরকম সর্বত্র উপস্থিতির জন‍্যই হয়তো তিনি নিজেকে মজা করে ব্রাজিলের দ্বাদশ খেলোয়ার হিসেবে পরিচয় দিতেন। ক্লোভিস সর্বদা বিশ্বকাপ ট্রফির অনুরূপ একটি রেপ্লিকা তার সাথে রাখতেন। ৯০ সালের শুরুর দিকেই তিনি "গাউচোস না কোপা" নামের একটি ফ‍্যানব‍্যাজ প্রতিষ্ঠা করেন।

২০১৪ সেমিফাইনালে ব্রাজিলের পরাজয়ের পর তিনি তার সাথে থাকা বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা একজন জার্মান ভক্তকে দিয়ে দেন। অবশ‍্য পরবর্তী ম‍্যাচে সেটি আবার ফিরিয়ে নেন। ফ‍্যান হিসেবে ক্লোভিস সর্বশেষ ২০১৫ কোপা আমেরিকা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। কিন্তু দূর্ভাগ‍্যজনকভাবে ব্রাজিল এই টুর্নামেন্টে মাঝপথেই বাদ পড়েন। এরপর এই ১৫ সালের ১৬ সেপ্টেম্বর ক‍্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন তিনি। ২০১৮ বিশ্বকাপে তার ছেলেরা তার স্মৃতি হিসেবে তার সেই রেপ্লিকা ট্রফি বহন করে।

ক্লোভিসের অনেক আশা ছিল ব্রাজিলকে ষষ্ঠবারের মত বিশ্বকাপ জিতে হেক্সা পূরণ করতে দেখতে। ব্রাজিল এখনো ষষ্ঠ বিশ্বকাপ জিতথে পারেনি, হয়তো অদূর ভবিষ্যতে জিতবে, কিন্তু বৃদ্ধের আর তা দেখে যাওয়া হবে না।

© Faiyaz Al Amin

𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐬𝐞𝐚𝐬𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐆𝐫𝐚𝐧𝐢𝐭 𝐗𝐡𝐚𝐤𝐚 ✨⚽বায়ার লেভারকুসেনের হয়ে বুন্দেসলিগা শিরোপা যেতেন।🏆বায়ার লেভারকুসেনের হয়ে ডিএফবি পোকাল ...
30/06/2024

𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐬𝐞𝐚𝐬𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐆𝐫𝐚𝐧𝐢𝐭 𝐗𝐡𝐚𝐤𝐚 ✨⚽

বায়ার লেভারকুসেনের হয়ে বুন্দেসলিগা শিরোপা যেতেন।🏆
বায়ার লেভারকুসেনের হয়ে ডিএফবি পোকাল খেতাব।🏆
ডাবলিনে ইউরোপা লিগের ফাইনালিস্ট।🇪🇺
সুইজারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত চলমান ইউরোতে কোয়ার্টার ফাইনাল...🇨🇭
সুইজানল্যান্ডের হয়ে এখনো চলমান ইউরোতে হারের মুখ দেখেননি🎖️
লেভারকুসেনের হয়ে লিগে একবারো হরেননি 🎖️
লেভারকুসেনের হয়ে পুরো সিজনে মাত্র একবার হারের মুখ দেখেছেন 😥
৪টি ইউরোর ম্যাচ খেলে 2টিতেই MOTM নির্বাচিত হয়েছেন 🥇
ইতালির বিপক্ষে 96% নির্ভুল পাস দিয়েছেন 🧠

𝐋𝐄𝐀𝐃𝐄𝐑𝐒𝐇𝐈𝐏 এর সংজ্ঞা 𝐆𝐫𝐚𝐧𝐢𝐭 𝐗𝐡𝐚𝐤𝐚💫✊🏻

মাত্র ৫ মিনিটের ব্যবধানে হিরো থেকে জিরো!ডেনমার্কের ডিফেন্ডার জোয়াকিম এন্ডারসেন এর উপর দিয়ে যেন একটি ঝড় বয়ে গেল। ম্যাচের ...
29/06/2024

মাত্র ৫ মিনিটের ব্যবধানে হিরো থেকে জিরো!

ডেনমার্কের ডিফেন্ডার জোয়াকিম এন্ডারসেন এর উপর দিয়ে যেন একটি ঝড় বয়ে গেল।

ম্যাচের ৪৮তম মিনিটে এন্ডারসেনের গোলে ১-০তে এগিয়ে গিয়েছিল ডেনমার্ক। আরেকটি আপসেটের গল্প লিখতে পারত তারা। কিন্তু ভিএআর এ অফসাইড ধরা পড়ে গোল বাতিল হয়ে যায়।

এরপর ম্যাচের ৫২তম মিনিটে এন্ডারসেন পেনাল্টি দিয়ে বসেন জার্মানিকে। নিজেদের পেনাল্টি বক্সে তার হাতে বল স্পর্শ করে। পেনাল্টিতে গোল করে লীড নেয় জার্মানি।

Absolute Cinema!

what a match 💥চ্যাম্পিয়ন  হতে দলিয় পারফরম্যান্স যে কতটা দরকার আজকের ম্যাচটা তার পারফেক্ট উদাহরণ।  আপনি কাকে রেখে কার প্র...
29/06/2024

what a match 💥
চ্যাম্পিয়ন হতে দলিয় পারফরম্যান্স যে কতটা দরকার আজকের ম্যাচটা তার পারফেক্ট উদাহরণ। আপনি কাকে রেখে কার প্রশংসা করবেন। ভিরাট কোহলি প্রথমে আগ্রেসিভ মাইন্ডে ব্যাটিং করতে ছিলেন কিন্তু পর পর উইকেট যাওয়ায় তাকে দলের হাল ধরতে হয়। তিনি চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিলেন এরকম সিচুয়েশ কিভাবে হ্যান্ডেল করতে হয়। তখন ইন্ডিয়ার দরকার ছিল লম্বা একটা ইনিংস, ভিরাটের সাথে তখন পাথে- পা মেলান আক্সার পাটেল। ভিরাটের ঠান্ডা মাতায় ব্যাটিং আর আক্সারের এগ্রেসিভ ইনিংস ভারতকে ফাইটিং স্কোর এনে দেয়।তার পর বলতে হয় বোমরাহ -পান্ডিয়ার কথা। দলের স্পিনাররা যখন মার খাচ্ছিলেন তখন বোমরাহ হয়ে দারান আফ্রিকার পথের কাঠা। আর হারদিকের অসাধারণ বোলিং জাস্ট আউট সট্যান্ডিং!! রোহিত রান পান নাই কিন্তু কাপ্টিন্সি ছিল অসাধারন।হানড্রিক ক্লাসেন যখন পুর ফিট তখন ভারত একটা মাইন্ড গেম খেলে! রিসাব প্যান্ট ট্রিটমেন্ট নিতে কিছুটা সময় নেন এতে খেলার পরিবেশ কিছুটা ঠান্ডা হয়ে যায় তার পরের বলেই ক্লাসেন দিয়ে বসেন তার উইকেট অথচ এর আগের ওভারেই ক্লাসেন ভারতের বুকে কাপুনি সৃষ্টি করে ছিলেন । এখানে ভারতের প্লানটা পুরপুরি কাজ করে যায়। সাউথ আফ্রিকা যখন জয়ের ধার প্রান্তে তখন মিলার ছিলেন আফ্রিকার শেষ ভরসা! জিততে তাকে হিট করতেই হত ঠিক সেই মুহুর্তে পান্ডিয়ার লউয়ার ফোলটসে ছক্কা হাকাতে গিয়ে মিলার দিয়ে বসেন ক্যাচ, এক অসাধারন ক্যাচ নেন সুরিয়া কুমার, এইটাই খেলার মুড় গুরিয়ে দেয়, এর জন্য অবশ্যই সুরিয়া কুমার প্রশংসার পাবেন। ভারতের দলিয় পারফরম্যান্সটাই ভারতে জয় এনে দেয়। ভারত কেন এত ভাল করে! তার পিছনের কারন গুলা বাংলাদেশকে জানা দরকার,শেখার দরকার।
তবে সাউঠ আফ্রিকা যতেষ্ট ভাল ফাইট দেয়েছে তবে ভাগ্য তাতে সায় দেয় নি।

🇦🇷🇵🇹 রোনালদো ও মেসি নিজেদের এমন পর্যায়ে নিয়ে গেছেন যে মাঠে নামলেই গড়ে ফেলছেন একের পর এক কীর্তি। তবে এবারের কোপা আমেরিকা ...
28/06/2024

🇦🇷🇵🇹 রোনালদো ও মেসি নিজেদের এমন পর্যায়ে নিয়ে গেছেন যে মাঠে নামলেই গড়ে ফেলছেন একের পর এক কীর্তি। তবে এবারের কোপা আমেরিকা ও ইউরোতে দুইজন বেশ হতাশার রেকর্ডই গড়েছেন। গ্রুপ পর্বে তারা দুইজন মিলে ৫ ম্যাচ খেলে ২৪ টি শট নিয়েও খুলতে পারেননি গোলের মুখ। ২০১০ সালের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ স্টেজে গোল করতে ব্যর্থ হলেন লিওনেল মেসি, অন্যদিকে রোনালদো তার ক্যারিয়ারেই প্রথমবার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ পর্বে গোল করতে ব্যর্থ হলেন!

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Champions2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Champions2.0:

Videos

Share