ㇱঅনুপ্রেরণা ㇱ 𝐈𝐧𝐬𝐩𝐢𝐫𝐚𝐭𝐢𝐨𝐧

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • ㇱঅনুপ্রেরণা ㇱ 𝐈𝐧𝐬𝐩𝐢𝐫𝐚𝐭𝐢𝐨𝐧

ㇱঅনুপ্রেরণা ㇱ 𝐈𝐧𝐬𝐩𝐢𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 ツমৃত্যুツ অনিবার্য 💔


জানি আলো তুমি আসবে ফিরে
বিশ্বাসটুকু আমার আঁকড়ে ধরে 🖤

01/01/2025
01/01/2025

গুলশান, বনানী বা ধানমণ্ডি এলাকার কোনো এক ধনাঢ্য পরিবারের আভিজাত্য-পিয়াসী একজন তরুণের কথা ভাবুন। কাপড়, সানগ্লাস, জুতো, পারফিউম, দামি গাড়ি—তার জীবনের সবখানে বিলাসিতার ছাপ থাকা চাই।

আজ থেকে সাড়ে চৌদ্দ’শ বছর আগে, মক্কার জাহিলি দিনগুলোতে এমনই এক অভিজাত পরিবারে বাস করতেন এক সুদর্শন যুবক। ইতিহাসবিদেরা বলেন, তারচেয়ে সুন্দর চেহারার যুবক মক্কায় তখন আর একটিও ছিল না। দামি কাপড়চোপড়ের নেশা ছিল তাঁর। আরো নেশা ছিল দামি সুগন্ধির। সেই যুবক যেদিকে হেঁটে যেতেন, গায়ে মাখা সুগন্ধির সৌরভে সেদিকটা সয়লাভ হয়ে যেত।

সেই যুবকের নাম ছিল মুসআব ইবনু উমায়ের।

ইসলাম গ্রহণের অপরাধে পরিবার তাঁকে পর করে দিলো৷ তাঁর মা শর্ত দিলো, মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করলে, ঘরে তার কোনো ঠাঁই হবে না৷

সোনার চামচ মুখে জন্মেছিলেন তিনি। দামি কাপড়, দামি সুগন্ধি, দামি বাহন, অভিজাত জীবন—এসবকে ঘিরেই কাটছিল মুসআব ইবনু উমায়েরের জীবন৷ আল্লাহর দ্বীনকে কবুল করার কারণে, এক মুহূর্তে তাঁর বিলাসী জীবনে নেমে এলো দারিদ্র্যের ছায়া। অভিজাত জীবনের জৌলুসের বদলে মুসআব কবুল করলেন দারিদ্রপীড়িত কিন্তু সত্য আর সুন্দরের জীবন। রাদিয়াল্লাহু আনহু।

শুধু তা-ই নয়, দামি কাপড় না হলে যে মুসআবের একদা চলত না, উহুদের ময়দানে প্রাণপণে লড়াই করে শহিদ হওয়ার পর তাঁকে যখন দাফনের বিষয় সামনে এলো, দেখা গেল তাঁর জন্যে পর্যাপ্ত কাফনের কাপড়টাও মিলছে না। এতো ছোট একটুকরো কাফনের কাপড় মিলেছিল যে, সেটা দিয়ে মুসআব ইবনু উমায়ের রাদিয়াল্লাহু আনহুর মাথা ঢাকলে পা দেখা যায়, পা ঢাকলে মাথা বের হয়ে থাকে৷

মক্কার সবচাইতে সুদর্শন যুবক৷ চেহারার রূপ আর লাবণ্য যেন প্রস্ফুটিত ফুলকেও হার মানাবে। দামি কাপড় আর সুগন্ধিতে ছিল যার নেশা—আল্লাহর দ্বীনের জন্য সেই যুবক এমন একটা জীবন বেছে নিলেন যে জীবনে তাঁর জন্য তিন হাত পরিমাণ কাফনের কাপড়টুকুও জোগাড় হয় না।

এটাই হলো ত্যাগ।

প্রিয় যুবক ভাই এবং বোন, মুসআব ইবন উমায়ের রাদিয়াল্লাহু আনহুরা যে রব, যে দ্বীন, যে নবি আর যে কুরআনের সৌন্দর্যে পাগলপারা হয়ে অভিজাত জীবনের সমস্ত আরাম আয়েশ, সমস্ত সুখ স্বাছন্দকে পাড়ে মাড়িয়েছেন, সেই রব, সেই দ্বীন, সেই নবি আর সেই কুরআন তো আমাদের সামনেও আছে। কিন্তু, তাদের ত্যাগের মতো ত্যাগ কি আমাদের জীবনের কোথাও আছে?

এই যে, আজকের রাতটার কথাই চিন্তা করুন। থার্টি ফার্স্ট নাইটের এই রাতে দুনিয়া মেতে উঠবে সমস্ত অসভ্যতা আর অশ্লীলতা নিয়ে। ক

25/12/2024

"বদনজর মানুষকে ক’বর পর্যন্ত পৌঁছে দেয়, আর উটকে পৌঁছে দেয় পাতিলে।"

~সহিহ আল জামে, হাদিস নং ১২৪৯

যে কেউ বদনজর দিতে পারে। আর বদনজর কখন কিভাবে লাগে, তা বদনজর দেয়া ব্যক্তিও জানতে পারে না। বদনজর এক নিমিষেই সবকিছু শেষ করে দিতে পারে। তাই যা কিছু প্রিয় তা মানুষের নজর থেকে দূরে রাখাই উত্তম। 🙂🖤

দায়িত্ব ঘাড়ে চাপলে, শখ ব্যাপার'টা এমনিতেই মন থেকে উঠে যায়!😊💔
22/12/2024

দায়িত্ব ঘাড়ে চাপলে, শখ ব্যাপার'টা এমনিতেই মন থেকে উঠে যায়!😊💔

20/12/2024

আমার জীবনে ২০২৪ সালের সেরা শিক্ষা!
কখনো কাউকে নিয়ে over confidence দেখানো উচিত না! সেটা যেকোনো সম্পর্কই হতে পারে! কারণ মানুষ প্রথমে যা দেখায় পরে আর তা থাকে না। মানুষ পরিবর্তনশীল!'🙂🌸

ইতিহাসের পাতায় বাবা এক মহানায়ক।💞 Love You BaBa, 💝🥰
16/12/2024

ইতিহাসের পাতায় বাবা এক মহানায়ক।💞 Love You BaBa, 💝🥰

Address

Habiganj Sadar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when ㇱঅনুপ্রেরণা ㇱ 𝐈𝐧𝐬𝐩𝐢𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share