লতিফিয়া স্মৃতি সংসদ

লতিফিয়া স্মৃতি সংসদ আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের আকিদা মুসলিম সমাজে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস।

আলহামদুলিল্লাহশামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র ১৭ তম ঈসালে সাওয়াব মাহফিলে যোগ দিতে কামারগাঁও বাজার ...
15/01/2025

আলহামদুলিল্লাহ
শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র ১৭ তম ঈসালে সাওয়াব মাহফিলে যোগ দিতে কামারগাঁও বাজার থেকে এলাকার মুসল্লিয়ানদের নিয়ে রওয়ানা দিয়েছেন লতিফিয়া স্মৃতি সংসদ শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও)-এর দায়িত্বশীল বৃন্দ।

১৫ জানুয়ারি ২০২৫
বুধবার।

সফল হোক
12/01/2025

সফল হোক

ছাতকের ধারন বাজার সেওতরপাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘ আয়োজিত ২দিনব্যাপী শানে মোস্তফা (সা.) মহাসম্মেলনে তালীম-তরবিয়ত প্র...
06/01/2025

ছাতকের ধারন বাজার সেওতরপাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘ আয়োজিত ২দিনব্যাপী শানে মোস্তফা (সা.) মহাসম্মেলনে তালীম-তরবিয়ত প্রদান করছেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

৫ জানুয়ারি ২০২৫, রবিবার
ধারন বাজার, ছাতক, সুনামগঞ্জ।

শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলি ছাহেব কিবলাহ রহ. এর ১৭ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সফল হোক।বি:দ্র: ঈসালে সাওয়াব মাহফ...
27/12/2024

শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলি ছাহেব কিবলাহ রহ. এর ১৭ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সফল হোক।

বি:দ্র: ঈসালে সাওয়াব মাহফিলে শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও) থেকে লতিফিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বাস যাবে, যারা যেতে আগ্রহী ব্যানারে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন।

জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধান সংস্কার: আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারাসংবিধানে ইসলামকে নৈতিক দিকনির্দেশনার ভিত্তি হিস...
18/12/2024

জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধান সংস্কার: আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা
সংবিধানে ইসলামকে নৈতিক দিকনির্দেশনার ভিত্তি হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে
--
আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে-আহমদ হাসান ফুলতলী

জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধান সংস্কার : আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ট একটি দেশ। ঐতিহাসিক ও ধর্মতাত্ত্বিক দিক থেকে এদেশে ইসলাম সুপ্রতিষ্ঠিত। তাই এদেশের সংবিধানে ইসলামকে নৈতিক দিকনির্দেশনার ভিত্তি হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। রাষ্ট্রধর্ম ইসলামকে বহাল রাখার পাশাপাশি কুরআন ও সুন্নাহ পরিপন্থি কোনো আইন প্রণয়ন না করার বিষয়টিও সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
বক্তারা আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর, ২০২৪) জাতীয় প্রেসক্লাবে বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের উদ্যোগে ‘সংবিধান সংস্কার: আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।
পরিষদের আহবায়ক মাওলানা কবি রূহুল আমীন খানের সভাপতিত্বে ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিমকোর্টের মাননীয় বিচারপতি সৈয়দ এ.বি. মাহমুদুল হক। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। মূল বক্তব্য উপস্থাপন করেন এরফোর্ট ইউনিভার্সিটি, জার্মানি’র পিএইচডি গবেষক মারজান আহমদ চৌধুরী ফুলতলী।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সৈয়দ এ.বি. মাহমুদুল হক বলেন, এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান। আমিও ব্যক্তিগতভাবে ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান। আমাদের পূর্বপুরুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিলেন। তাই ইসলামের প্রতি আমাদের হৃদয়ের টান রয়েছে। তিনি মূল প্রবন্ধে উপস্থাপিত প্রস্তাবসমূহকে সুন্দর আখ্যায়িত করে বলেন, সংবিধান সংস্কারাধীন রয়েছে। এতে আমরা অনেক ভালো কিছু প্রত্যাশা করি।

মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইতিহাসের নানা বাঁক অতিক্রম করে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। ইতিহাস সাক্ষী, এদেশের মানুষ সময়ে সময়ে শোষণ, বঞ্চণা, নির্যাতন-নিপীড়ন ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ২০২৪ এর জুলাই বিপ্লব ইতিহাসের সে ধারারই অংশ। জুলাই বিপ্লবের পর নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কার ও উন্নয়নে নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। সংবিধান সংস্কারের জন্য গঠন করেছেন ‘সংবিধান সংস্কার কমিশন’। এ কমিশন দেশের সকল নাগরিকের নিকট থেকে সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও প্রস্তাব আহ্বান করেছে। সে আহ্বানে সাড়া দিয়ে আমরা হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) এর বিপ্লবী চেতনা উজ্জীবনের লক্ষ্যে গঠিত ‘বালাকোট চেতনা উজ্জীবন পরিষদ’ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে গত ২৩ নভেম্বর ১৯ দফা প্রস্তাব পেশ করেছি। আমাদের দাবি, সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করতে হবে, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের আমীর মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী, চরমোনাই আহছানাবাদ রশিদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর সভাপতি ড. এ কে এম মাহবুবুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মুহাম্মদ ঈসা শাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মোঃ রূহুল আমীন, বিশিষ্ট আলিমে দ্বীন মুফতী আবু নছর জিহাদী, মহাখালী দারুল উলূম হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, দারুল ফিকর ওয়াল ইফতা আল-ইসলামী বাংলাদেশ’র সদস্য সচিব মাওলানা আবু সালেহ মুহাম্মদ কুতবুল আলম, মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার পোস্ট ডক্টোরাল ফেলো ড. ফয়জুল হক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

সেমিনারে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শহিদুল হক, গোড়ান নাজমুল হক কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এমরানুল হক, মোহাম্মদপুর গাউসিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আ. ন. ম. মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ গোপালদী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এবিএম আব্দুস সালাম, বঙ্গভবন জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল কবির, টাঙ্গাইল তাফিজিয়া দরবার শরীফের পীরজাদা সৈয়দ মাহবুব, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগর সভাপতি ইমাদ উদ্দীন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ইকরাম কুতুবি, ঢাকা মহানগর সহ-সভাপতি আতিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক আহমদ রায়হান ফারহি, জার্মানি বার্লিনের বাইতুল মুকাররামের খতিব মাওলানা হেলাল উদ্দীন সিরাজী, শাহনুর প্রপার্টিজ লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার নাইমুল হক খান প্রমুখ।

মূল প্রবন্ধে সংবিধান সংস্কারে ১৯ দফা প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে- সংবিধানের প্রস্তাবনায় “সর্বশক্তিমান আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্ব” ও ইসলামকে নৈতিক দিকনির্দেশনার ভিত্তি হিসেবে স্বীকৃতি প্রদান, রাষ্ট্রধর্ম ইসলামকে বহাল রাখা, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বিলোপ, কুরআন ও সুন্নাহ পরিপন্থি কোনো আইন প্রণয়ন না করা, আলিম-উলামা ও ইসলামী আইনজ্ঞদের সমন্বয়ে ‘ইসলামিক আইডোলজি কাউন্সিল’ গঠন করা, এলজিবিটিকিউ বা ট্রান্সজেন্ডারের মতো বিষয় অধিকার হিসাবে অন্তর্ভুক্ত না করা, মুসলমানদের বিবাহ, তালাক, উত্তরাধিকার ও অন্যান্য পারিবারিক বিষয় পূর্ণরূপে ইসলামী নীতি অনুসারে পরিচালনার স্বীকৃতি প্রদান, জাতীয় শিক্ষা কমিশন গঠন, পাঠ্যক্রমে বাধ্যতামূলক ইসলামী শিক্ষা অন্তর্ভুক্তি, ইসলামী অর্থনীতি ও শ্রম অধিকার বাস্তবায়ন, সুদমুক্ত ব্যাংক ব্যবস্থা প্রবর্তন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা বিধানসহ ধর্মীয় ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করার সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। প্রস্তাবসমূহ উল্লেখ করার সাথে সাথে এগুলোর ঐতিহাসিক ও ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপটের পাশাপাশি ক্ষেত্রবিশেষে অন্যান্য দেশের আইন, সংবিধান ও প্রাসঙ্গিক বিষয়ের উদাহরণও আনা হয়েছে। “সর্বশক্তিমান আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্ব” এর ক্ষেত্রে বলা হয়েছে, মৌরতানিয়া, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন রাষ্ট্রের সংবিধানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী স্রষ্টার সার্বভৌমত্বের কথা বিভিন্ন পরিভাষায় প্রযুক্ত হয়েছে। রাষ্ট্রধর্মের কথাও মালয়েশিয়া, তিউনিসিয়া, ডেনমার্ক, আইসল্যান্ড-এর সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে।

লতিফিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2024

লতিফিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

১ যুগপূর্তি উপলক্ষে লতিফিয়া স্মৃতি সংসদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং হিতাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের আন্তর...
11/12/2024

১ যুগপূর্তি উপলক্ষে লতিফিয়া স্মৃতি সংসদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং হিতাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

আপনাদের অকৃত্রিম ভালোবাসা, আন্তরিক সহযোগিতা এবং নিরলস সহায়তার কারণে আজ আমরা লতিফিয়া স্মৃতি সংসদ, শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও)-এর এক যুগ পূর্ণ করতে সক্ষম হয়েছি। এক যুগের দীর্ঘ যাত্রায় লতিফিয়া পরিবার আপনাদের সার্বিক সহযোগিতার জন্য চিরকাল কৃতজ্ঞ।

আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং পরিতৃপ্ত যে, আমাদের পাশে আপনাদের মতো উদার মনীষী, শুভাকাঙ্ক্ষী ও হিতাকাঙ্ক্ষীরা রয়েছেন। আপনারা আমাদের জন্য শুধু অনুপ্রেরণা নয়, আমাদের কার্যক্রমের মূল শক্তি।

ভবিষ্যতেও আমাদেরকে সহযোগিতা দিয়ে, ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আপনাদের প্রতি আমাদের বিশ্বাস অটুট। আমরা আশাবাদী, আপনাদের অকৃত্রিম সহায়তায় লতিফিয়া স্মৃতি সংসদ আরও নতুন দিগন্তের পথে এগিয়ে যাবে।
১ যুগপূর্তি উপলক্ষে আমাদের সকল কর্মসূচিতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ আপনাদের জীবনকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় করুন।

সিলেটে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ই/স্ক/নের কার্যক্রম নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। তারিখ...
29/11/2024

সিলেটে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ই/স্ক/নের কার্যক্রম নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

তারিখ: ২৯/১১/২০২৪ইং

লতিফিয়া ইসলামিক ফোরাম পরগনা বাজার জিয়াপুর'র সভাপতি মাওলানা রুবেল আহমদ এর বিয়েতে ক্রেস্ট প্রদান করছেন, লতিফিয়া স্মৃতি সং...
09/11/2024

লতিফিয়া ইসলামিক ফোরাম পরগনা বাজার জিয়াপুর'র সভাপতি মাওলানা রুবেল আহমদ এর বিয়েতে ক্রেস্ট প্রদান করছেন, লতিফিয়া স্মৃতি সংসদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

০৯ নভেম্বর ২০২৪ ইং, শনিবার।
ছায়েমা শাদি মহল, গোবিন্দগঞ্জ।

লতিফিয়া স্মৃতি সংসদ শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও)-এর প্রবাসী সদস্য জনাব রহিম মিয়া'র ছোট বোনের বিয়েতে ক্রেস্ট প্রদান করছেন...
26/10/2024

লতিফিয়া স্মৃতি সংসদ শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও)-এর প্রবাসী সদস্য জনাব রহিম মিয়া'র ছোট বোনের বিয়েতে ক্রেস্ট প্রদান করছেন, লতিফিয়া স্মৃতি সংসদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

২৫ অক্টোবর ২০২৪ ইং, শুক্রবার।

27/09/2024

একটি রাজনৈতিক দল শুধু রাজনীতিতেই দায়বদ্ধ। কিন্তু একটি ইসলামী দল দ্বীনি, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে দায়বদ্ধ থাকে।

ভারতে রাসূল ﷺ ও ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ। এ দায় বাকি সব দায় থেকে আলাদা। এ দায় স্বয়ং ঈমানের, অস্তিত্বের, মহব্বতের, পরিচয়ের।

فداك أبي وأمي وروحي وقلبي يا رسول الله ﷺ

লতিফিয়া স্মৃতি সংসদ'র সৌজন্যে নাশিদ সিরিজের পরিবেশনায় রিলিজ হলো ঈদে মীলাদুন্নবী সা. নাশিদ।
21/09/2024

লতিফিয়া স্মৃতি সংসদ'র সৌজন্যে
নাশিদ সিরিজের পরিবেশনায় রিলিজ হলো ঈদে মীলাদুন্নবী সা. নাশিদ।

Pukaro Ya Rasool Allah | Rabi Ul Awal Naat 2024 | Nasheed Series Song: Pukaro Ya Rasool AllahRec...

লতিফিয়া স্মৃতি সংসদ শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও)-এর সাধারণ সম্পাদক হাফিজ মুহাম্মদ হাবিবুর রহমান এর বিয়েতে ক্রেস্ট প্রদান...
16/07/2024

লতিফিয়া স্মৃতি সংসদ শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও)-এর সাধারণ সম্পাদক হাফিজ মুহাম্মদ হাবিবুর রহমান এর বিয়েতে ক্রেস্ট প্রদান করছেন, লতিফিয়া স্মৃতি সংসদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

১৫ জুলাই ২০২৪ ইং, সোমবার।
প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার,সিলেট।

15/06/2024

আচ্ছালামুয়ালাইকুম,
দেশ বিদেশে অবস্থানরত লতিফিয়া স্মৃতি সংসদের সাবেক ও বর্তমান দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী সহ মুসলিম উম্মাহ’র সবাইকে জানাই পবিত্র ঈদুল আদ্বহার শুভেচ্ছা ও ঈদ মুবারক।

লতিফিয়া স্মৃতি সংসদ শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও)-এর প্রবাসী সদস্য জনাব জাহাঙ্গীর আলম এর বিয়েতে ক্রেস্ট প্রদান করছেন, লতি...
01/03/2024

লতিফিয়া স্মৃতি সংসদ শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও)-এর প্রবাসী সদস্য জনাব জাহাঙ্গীর আলম এর বিয়েতে ক্রেস্ট প্রদান করছেন, লতিফিয়া স্মৃতি সংসদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

১মার্চ ২০২৪ ইং, শুক্রবার।
বাফেট প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার,
আল হামরা শপিং সেন্টার,জিন্দাবাজার,সিলেট।

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ও এলাকার মুর্দেগানের ঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষ্যে লতিফিয়া স্মৃতি সংসদের দাওয়...
21/02/2024

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ও এলাকার মুর্দেগানের ঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষ্যে লতিফিয়া স্মৃতি সংসদের দাওয়াতি সফর সম্পন্ন

আগামী ২৪ ফেব্রুয়ারী ২০২৪ইং, শনিবার লতিফিয়া স্মৃতি সংসদ শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও)-এর উদ্যোগে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) ও এলাকার মুর্দেগানের ঈসালে সাওয়াব মাহফিল সফল করার লক্ষ্যে ২০ ও ২১ফেব্রুয়ারি লতিফিয়া স্মৃতি সংসদের একটি প্রতিনিধি দল দাওয়াতি সফর করেন।

এসময় নেতৃবৃন্দ সিংচাপইড় আলিম মাদরাসার অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল হাদি, সমতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব নাসির উদ্দীন,কুমারকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার জনাব মাওলানা আজিজুর রহমান, খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাওলানা আনোয়ার হোসেন, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল গনি, হাসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলা উদ্দিন, মন্ডলপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক জনাব হাফিজ সালেহ আহমদ,জিয়াপুর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ রুমেল হোসাইন, মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সাইদ, জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু তাহের চিসতি,পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী জনাব ইদ্রিস আলী, জিয়াপুর হযরত শাহজালাল (রহ.) আদর্শ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক জনাব ক্বারি জিয়াউর রহমান, আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জনাব রুবেল আহমদ, রেইনবো একাডেমির সহকারী শিক্ষক শাহিনুর রহমান জুনেদ, শীতল ছায়া একাডেমির সহকারী প্রধান শিক্ষক জনাব রণ সূত্র ধর সহ বিভিন্ন পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন।

দাওয়াতি সফরে উপস্থিত ছিলেন লতিফিয়া স্মৃতি সংসদ শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও)-এর সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অফিস সম্পাদক রেদোয়ান আহমদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফ উদ্দিন, নির্বাহী সদস্য জাকারিয়া আলম প্রমুখ।

আগামী ২৪ ফেব্রুয়ারী ২০২৪ইং, শনিবার, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ও এলাকার মুর্দেগানদের ঈসালে সাওয়াব মাহফিল সফল...
16/02/2024

আগামী ২৪ ফেব্রুয়ারী ২০২৪ইং, শনিবার, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ও এলাকার মুর্দেগানদের ঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষ্যে এলাকার মুরব্বিয়ানদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন গ্রামের মুরব্বিয়ান, লতিফিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা ও সাবেক-বর্তমান দায়িত্বশীল বৃন্দ।

১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার
শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও)

মুবারক ঈসালে সাওয়াব মাহফিলে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
06/02/2024

মুবারক ঈসালে সাওয়াব মাহফিলে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when লতিফিয়া স্মৃতি সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লতিফিয়া স্মৃতি সংসদ:

Videos

Share