Md Basir Miah মোঃ বাছির মিয়া

Md Basir Miah মোঃ বাছির মিয়া Thanks for following my page

ঈদ মোবারক 🌙
09/04/2024

ঈদ মোবারক 🌙

ক্যাপশন গুলো পরেন।
02/04/2024

ক্যাপশন গুলো পরেন।

পার্পল ক্যাপের সাথে খেলতে সত্যিই আশ্চর্যজনক লাগে। আমি আমার সঙ্গী এবং ভক্তদের দ্বারা অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আম...
29/03/2024

পার্পল ক্যাপের সাথে খেলতে সত্যিই আশ্চর্যজনক লাগে। আমি আমার সঙ্গী এবং ভক্তদের দ্বারা অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি এটা নিশ্চিত জন্য এত দিন লালন করা হবে.

আপনার সমর্থন এবং ভালবাসার জন্য ধন্যবাদ. চির কৃতজ্ঞ।

🗣️ Mustafizur Rahman....

29/03/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

বাকরুদ্ধ 😷
23/12/2023

বাকরুদ্ধ 😷


22/12/2023

বাঙ্গালীরা পেটের টানে বিদেশে আসে। আর বিদেশীরা প্রেমের টানে বাংলাদেশে যায় !

হ্যায়া কেয়া হুয়া🤣
21/12/2023

হ্যায়া কেয়া হুয়া🤣

🇵🇸 যে কারণে মুসলিমের হৃদয়ে ফিলিস্তিন 🇵🇸"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""১. আল-আকসা মসজিদ ফিলিস্তিনে।২....
21/12/2023

🇵🇸 যে কারণে মুসলিমের হৃদয়ে ফিলিস্তিন 🇵🇸
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

১. আল-আকসা মসজিদ ফিলিস্তিনে।
২. বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা এই মসজিদ।
৩. অসংখ্য নবীদের জন্মস্থান এই ফিলিস্তিন।
৪. অনেক নবীগণ এই মসজিদের ইমাম ছিলেন।
৫. কুরআনে আল-আকসা মসজিদের নাম রয়েছে।
৬. এখান থেকেই নবী মুহাম্মাদ (ﷺ) মিরাজে যান।
৭. এই মসজিদে নামাজ আদায়ের সওয়াব বেশী।
৮. এই মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ।
৯. মুসলিমরা ফিলিস্তিনের স্থানীয় বাসিন্দা।
১০. ইয়াহুদীরা ফিলিস্তিনের যবর দখলদার।
১১. এখানেই রয়েছে ইব্রাহিম এবং মূসা (আঃ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।
১২. এখানেই আল্লাহর মহানবী রাসুল (ﷺ) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন। সেই জামাতের ইমাম ছিলেন মহানবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় চব্বিশ হাজার নবী রাসুল ছিলেন।
১৩. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে আদম এবং সুলাইমান আলাইহিস সালাম এর নাম।
১৪. এর সাথে জড়িয়ে আছে খলিফা উমর (রাঃ) এর সেই বিখ্যাত বাইতুল মাকদিস বিজয়ের ঘটনা।
১৫. এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।
১৬. এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।
১৭. এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে। যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!
১৮. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।
১৯. পবিত্র কুরআনে সূরা ইসরার শুরুতেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন।

হে আল্লাহ্... বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা জালেম ইজরাঈলদের দখলমুক্ত করে মাজলুম ফিলিস্তিনী মুসলিমদের কাছে ফিরিয়ে দাও এবং বিশ্ব মুসলিমদের এক হয়ে ইজরাঈলদের বিরুদ্ধে লড়ে যেতে গায়েবী সাহায্য করো। আল্লাহুম্মা আমীন। সুম্মা আমীন।

BPL এর সোনালী অতীত
13/12/2023

BPL এর সোনালী অতীত

পোস্টটি যত সম্ভব শেয়ার করে সবাইকে সতর্ক করুন।ছবির ভদ্রলোক গতকাল পাবনায় ধান কাটতে গিয়ে  রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) এর কামড়...
10/12/2023

পোস্টটি যত সম্ভব শেয়ার করে সবাইকে সতর্ক করুন।

ছবির ভদ্রলোক গতকাল পাবনায় ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) এর কামড়ে আজকে সকালে মৃত্যুবরণ করেন।

এই প্রানঘাতী বিষধর সাপটি আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে পুরো দেশে। ধারনা করা হয়, বন্যার সময় ভারত থেকে ভেসে এসেছে এই সাপ। খুব দ্রুত এবং সংখ্যায় অনেকগুলো করে ডিম পাড়ে এরা।

কৃষকরা ধান কাটতে যেতে পারছেন না। জীবনের ঝুঁকি নিয়ে কাটতে হচ্ছে। এই সাপের এন্টিভেনম সম্ভবত সব জায়গায় এভেইলেবেল নেই।

সাপটি চেনা সহজ। গায়ে ডায়মন্ড শেপের ছোপ। জায়গা থেকে সহজে নড়ে না। অন্য সাপ পায়ের শব্দ পেলে সরে যায়, এরা সরে না। বিপদ টা এখানেই।

সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইলো।

03/12/2023

😴😴

❤️❤️
14/11/2023

❤️❤️





জনিসিহিরোন্দ্রনাথ
10/11/2023

জনিসিহিরোন্দ্রনাথ



SUUUUU❤️🥰
09/11/2023

SUUUUU❤️🥰

এক মুঠো ভাতের জন্য বেঁচে থাকার লড়াই করা কি অপরাধ,তাই বলে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করতে হবে বাংলাদেশের সাধারণ...
08/11/2023

এক মুঠো ভাতের জন্য বেঁচে থাকার লড়াই করা কি অপরাধ,তাই বলে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করতে হবে বাংলাদেশের সাধারণ জনগণ কে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে একটি বাহিনীকে হায়েনায় পরিণত করেছে হাসিনা গং স্বৈরাচার।

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে ,
পুলিশ কর্তৃক নির্মাণ নির্যাতন ও গুলি করে,দুইজন পোশাক শ্রমিকের মৃত্যু

আল্লাহ তাদের শহীদের মর্যাদা ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন ।
🙌আমিন 🙌

বাংলাদেশে সম্প্রতি বিপুলসংখ্যক মানুষের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।সোমবার, নভেম্বর ৬, ২০২৩, যুক্তরাষ্ট্...
07/11/2023

বাংলাদেশে সম্প্রতি বিপুলসংখ্যক মানুষের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

সোমবার, নভেম্বর ৬, ২০২৩, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা (জাতিসংঘ) বাংলাদেশে সহিংসতামুক্ত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করি। গ্রেফতার হওয়া বিপুল সংখ্যক মানুষের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।




Address

Sylhet

Telephone

+8801716497674

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Basir Miah মোঃ বাছির মিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Basir Miah মোঃ বাছির মিয়া:

Videos

Share