Obiha By Emra Marma

Obiha By Emra Marma নমস্কার সবাইকে।
Obiha একটি অনলাইন বিজনেস পেজ।আমাদের কোন শোরুম নেই। যেকোনো তথ্য জানতে মেসেজ করুন ।
(28)

প্রি অর্ডার নেয়া হছে
21/06/2024

প্রি অর্ডার নেয়া হছে

অর্ডার নেয়া হচ্ছে
21/06/2024

অর্ডার নেয়া হচ্ছে

রাসেল ভাইপার মারাত্মক বিষধর একটি সাপ।  এই রাসেল ভাইপার সাপ ২৫ টি জেলায় ছড়িয়ে পড়েছে।
20/06/2024

রাসেল ভাইপার মারাত্মক বিষধর একটি সাপ। এই রাসেল ভাইপার সাপ ২৫ টি জেলায় ছড়িয়ে পড়েছে।

প্রত্যেকটি ডিজাইনের শাড়ি এক পিস করে স্টকে এভেলেবল আছে  ।
13/06/2024

প্রত্যেকটি ডিজাইনের শাড়ি এক পিস করে স্টকে এভেলেবল আছে ।

জামদানী ও মনিপুরী শাড়ি তে হেন্ডপেইন্ট কাজ প্রি - অর্ডার নেয়া হচ্ছে
08/06/2024

জামদানী ও মনিপুরী শাড়ি তে হেন্ডপেইন্ট কাজ

প্রি - অর্ডার নেয়া হচ্ছে

ইংরেজরা বরফের দেশ থেকে আমাদের সুজলা সুফলা উপমহাদেশে এসে কতরকম ফলমূল যে দেখেছে তার ইয়ত্তা নেই। কিন্তু নাম জানা না থাকায় স...
27/05/2024

ইংরেজরা বরফের দেশ থেকে আমাদের সুজলা সুফলা উপমহাদেশে এসে কতরকম ফলমূল যে দেখেছে তার ইয়ত্তা নেই। কিন্তু নাম জানা না থাকায় সবকিছুর সাথে সেউ apple যোগ করে নাম দিয়েছে, ফল বলতে তো একটা অ্যাপেলই ওরা চিনে। যেমন বেলের নাম দিয়েছে Wood apple, আনারসকে বলে pine apple, জামরুল হয়েছে rose apple!

এমনকি তালের শাঁসের মধ্যেও আঙুল ঢুকিয়েছে Ice apple. 😂😂

কপি পোস্ট

26/05/2024

অর্ডার নেয়া হচ্ছে

প্রি - অর্ডার নেয়া হচ্ছে শাড়ি - সেমি মসলিন কাপ্পল সেট / ফ্যামিলি সেট ও অর্ডার করতে পারবেন
26/05/2024

প্রি - অর্ডার নেয়া হচ্ছে

শাড়ি - সেমি মসলিন

কাপ্পল সেট / ফ্যামিলি সেট ও অর্ডার করতে পারবেন

16/05/2024

প্রি-অর্ডার নেয়া হচ্ছে
Piya Prue Marma গোলাপি শাড়ি 💜💙

শাড়ি ফেব্রিক - মসলিন সিল্ক /হাফ সিল্ক বা অর্গান্জা ফেব্রিক ও অর্ডার করতে পারবেন

আমাদের রিয়েল পিক

#হেন্ডপেইন্ট

16/05/2024

Plz follow and share o

16/05/2024

ভাইরাল সেই ডিজাইন

লেহেঙ্গা সেট
বড় থেকে ছোট যে কোন সাইজ অর্ডার করতে পারবেন🥰

অর্গান্জা ফেব্রিক

01/05/2024

কিছু কিছু আপনজন আছে, যারা নামে ই শুধু আপনজন;
রক্তের বন্ধনের মানুষ হয়েও তাদের কার্যকলাপ শত্রুর চেয়ে ও ভয়ংকর।
মুখে মধু আর অন্তরে আপনাকে অভিশাপ দিয়ে ভরিয়ে রাখবে ।
তারা সহজে ধরা পড়ে না কিন্তু একবার ধরা পড়লেও তারা লজ্জা পায় না

01/05/2024

সময়কে মনে রাখুন,
কোন সময়ে কোন মানুষ কীরকম আচরণ করেছে, এটা খুব দরকারী।🖤

29/04/2024

মানুষ এতোই আত্ম-অহমিকায় ভোগে যে, অন্যের বিপদকে ‘পাপের ফল’
এবং
নিজের বিপদকে ‘সৃষ্টিকর্তার পরীক্ষা’ মনে করে।
অথচ
বাস্তবে এর সম্পূর্ণ বিপরীত হতে পারে।

♦️বিশেষ আবহাওয়া বুলেটিন!স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রার (৪৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস) রেকর্ড ভাঙ্গার আশংকা খুবই বে...
27/04/2024

♦️বিশেষ আবহাওয়া বুলেটিন!
স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রার (৪৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস) রেকর্ড ভাঙ্গার আশংকা খুবই বেশি আগামী ২৮ ও ২৯ শে এপ্রিলের যে কোন দিন। সম্ভব্য জেলা: চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, পাবনা, রাজশাহী, ও চাঁপাইনবাবগঞ্জ।

খুবই জরুরী প্রয়োজন ছাড়া সকাল ১১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে ঘরের বাহিরে বের হওয়ার থেকে বিরত থাকুন। শিশু ও বয়স্ক ব্যক্তিদের এই সময়ে ঘরের বাহিরে বের খোলা আকাশের নিয়ে অবস্থান করা জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যে কোন সময় হিটস্ট্রোক হয়ে যেতে পারে।

Mostofa Kamal Palash
আবহাওয়া ও জলবায়ু গবেষক!

হ্যান্ড পেইন্টের সকল পণ্য আবার অর্ডার নেওয়া হচ্ছে। যারা যারা অর্ডার করতে চান ইনবক্স করবেন
24/04/2024

হ্যান্ড পেইন্টের সকল পণ্য আবার অর্ডার নেওয়া হচ্ছে।
যারা যারা অর্ডার করতে চান ইনবক্স করবেন

একদিনে পাঁচ কোটি গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড করেছিল ভারত। তারপর খুব সম্ভবত দুই হাজার উনিশ সালে এই রেকর্ড ভেঙে একদিনে বিশ কোটি...
21/04/2024

একদিনে পাঁচ কোটি গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড করেছিল ভারত। তারপর খুব সম্ভবত দুই হাজার উনিশ সালে এই রেকর্ড ভেঙে একদিনে বিশ কোটি গাছ লাগায় ইথিওপিয়া। বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতের কোটি। গাছ লাগাতে ধর্ম, বর্ণ, জাত, শিক্ষা, ডিগ্রি, পদ কিচ্ছু লাগে না। সবার জন্য সহজ।

একটা দিন ঠিক করেন। গিনেজ রেকর্ড কর্তৃপক্ষকে ডাক দেন। তারপর একজনে পাঁচটা করে গাছ লাগান। একজন অন্যজনের পেছনে অন্য কোনোদিন লাগব, একটা দিন অন্তত শুধু আমরা গাছ লাগাব।

যত তাড়াতাড়ি সম্ভব ইভেন্ট খুলেন। আয়োজন করেন। শুভকাজে দেরী করতে নাই।

- সংগৃহীত

"ট্রুথ অর ডেয়ার" গেমে একবার একজনকে অদ্ভুত একটা ডেয়ার দিছিলাম। ২৪ ঘন্টা সে আমার সাথে যোগাযোগ করতে পারবে না। টেক্সট, ভয়েস,...
20/04/2024

"ট্রুথ অর ডেয়ার" গেমে একবার একজনকে অদ্ভুত একটা ডেয়ার দিছিলাম। ২৪ ঘন্টা সে আমার সাথে যোগাযোগ করতে পারবে না। টেক্সট, ভয়েস, কল কিছুই না। সে এক্সেপ্ট করলো। তবে, ১৭ ঘন্টা পর ঠিকই টেক্সট দিলো। তার কাছে মনে হয়েছিলো, এসব ডেয়ার ফেয়ার মানার চেয়ে আমার সাথে যোগাযোগ করাটা- মনের জন্য শান্তির। অথচ সেই মানুষের সাথে আমার বহুকাল কথাই নেই। সে সবশেষ কবে টেক্সট দিয়েছে, সেটা দেখতে গেলে দুএকটা ক্যালেন্ডার উল্টে পাল্টে ফেলা লাগবে। এ কথা বলার একটাই উদ্দেশ্য, মানুষ পরিবর্তনশীল। এটা মাথার ভেতর ভালোমতো গেঁথে নেওয়া জরুরি, সবার জন্যই। আজ আপনার ঠান্ডা জ্বরেও যে চিন্তিত, একদিন হয়তো আপনার মৃত্যুও তাকে কাঁদাবে না। যার সমস্ত ছটফটানিতে আপনার অস্তিত্ব, কখনো দেখবেন- সে ছটফটানি এখন অন্য কারো জন্য। আজ যার সাথে নানা দুঃখের গল্প শেয়ার করছেন, হুট করে একদিন সে নিজেও হয়ে যাবে 'দুঃখের গল্প'! আপনার দিক থেকে সব ঠিক থাকলেও, কিছু মানুষ বদলে যাবে। পরিবর্তন হয়ে যাবে। যার যে ভার্সনটা আজ দেখছেন- সেটা সবসময় দেখার প্রত্যাশা রাখলে, কষ্ট পেতে পারেন... মানুষ কিন্তু সত্যিই পরিবর্তনশীল!

কপি পোস্ট

19/04/2024

সাংগ্রাইং ছুটিতে বাড়িতে আসার পর অনেকদিন ধরে পেজে ভিডিও আপলোড করার সময় পাচ্ছিলাম না।

আজকে নেট ও সমস্যা নেই ভাবলাম একটা ভিডিও আপলোড করা যেতেই পারে

#মারমা

রিব্বন/ পার্ল/ হ্যান্ড পেইন্টের কাজগুলো আমি নিজের হাতে করি এ জন্য ভাই বোন ডেলিভারির সময় আমার হাতের উপর ডিপেন্ড করে 🤣🤣🐸
07/04/2024

রিব্বন/ পার্ল/ হ্যান্ড পেইন্টের কাজগুলো আমি নিজের হাতে করি এ জন্য ভাই বোন ডেলিভারির সময় আমার হাতের উপর ডিপেন্ড করে 🤣🤣🐸

সত্যিই কি তাই? কার অভিজ্ঞতা কেমন? 🐸🥴
06/04/2024

সত্যিই কি তাই?
কার অভিজ্ঞতা কেমন? 🐸🥴

05/04/2024

মনোরম পরিবেশে দু ভাই বোনের আড্ডা 💟💟

04/04/2024

ভোররাত ৪.৩৫ কুমিল্লা রাস্তায় এখমো

04/04/2024

নিয়ে আসলাম নতুন কিছু

#

04/04/2024

যদি আপনার ফ্যামিলিতে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে। তাহলে বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন।

ছোট সোনা মনি দে ঈদের আনন্দ ❤️❤️❤️
04/04/2024

ছোট সোনা মনি দে ঈদের আনন্দ ❤️❤️❤️

Address

Sylhet

Opening Hours

Monday 11:00 - 22:00
Tuesday 11:00 - 22:00
Wednesday 11:00 - 22:00
Thursday 11:00 - 22:00
Saturday 11:00 - 22:00
Sunday 11:00 - 22:00

Telephone

+8801789149430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Obiha By Emra Marma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share