23/07/2022
কেউ বেশীদিন কারো 'প্রিয়' থাকেনা।
এই দুনিয়াতে বেশীদিন কেউ কারো 'প্রিয়' থাকেনা, কেউ না।
শতভাগ উজাড় করে ভালবেসেও কারো হৃদয়ের সবটুকু জায়গা দখল করা সম্বব না। উল্টো আপনার অশান্তি, আপনার ডিফ্রেশন কিংবা প্রশান্তি নষ্ট করবে আপনারই প্রিয়মুখগুলো, যাদেরকে খুশী করতে আপনি আপ্রাণ চেষ্টা করছেন।
আপনার চাপা স্বভাবের কারণে তারাই আপনাকে সবচেয়ে বেশী আহত করবে,ক্ষত-বিক্ষত করবে, আপনার দু'চোখে অশ্রু ঝরাবে। ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ভাষায়,"দুনিয়াতে কেউ কারো ষোল-আনা আপন হয়না। যে স্ত্রীকে আপনি আপন ভাবছেন, সে দু''ঘন্টা কথা শুনে, তো চারঘন্টা ঝগড়া করবে।
যে সন্তানকে আপন ভাবছেন, সে এখন আপনার অনুগত হলেও একটু পরেই অবাধ্য হয়ে যাবে। যে মা-কে আপনি সবচেয়ে বেশী আপন ভাবছেন, তিনিও আপনার আরেক ভাইয়ের কানকথা শুনে (প্রভাবিত হয়ে) আপনার পর হয়ে যাবে। সুতরাং দুনিয়াতে কেউ কারো ষোল-আনা আপন হয়না, কেউ না।
আমাদের এই জীবনটা স্রেফ মানুষকে খুশী রাখার একটা সংগ্রাম মাত্র। আমরা ছোটবেলায় মা-বাবাকে খুশী করবার চেষ্টা করেছি কিন্তু ষোল আনা পারিনি, বন্ধু-বান্ধবকে খুশী করবার চেষ্টা করেছি কিন্তু ষোল-আনা পারিনি, বিয়ের পরে স্ত্রীকে খুশী করবার চেষ্টা করেছি তাও ষোল-আনা পারিনি! কর্মক্ষেত্রে, ব্যক্তিজীবনে সবজায়গায় আমরা বারো'আনাই ব্যর্থ, যদিও চার'আনা সফল হই। তবে, একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন-না, কখনো ছেড়ে যান-না, যিনি ষোল-আনাই আপন হন, তিনি হলেন আমাদের রব, মহান আল্লাহ্।"
ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ)-র ভাষার, "আল্লাহ ব্যাতিত অন্য কারো উপর বেশি নির্ভরশীল হয়োনা। মনে রেখো অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়।"তাই জীবনটাকে একটা চাতক পাখির মতো ছেড়ে দিয়েছি, "সময় হলে সব হবে"--- এই আশা নিয়ে বসে আছি।
দুঃখ-কষ্টগুলো এখন আর প্রকাশ করিনা, চেপে রাখি নিজের ভেতরে। চাপা স্বভাবের কারণে আলহামদুলিল্লাহ্ বলে আড়াল করে দেই চোখের পানি। "আল্লাহ্ একদিন সত্যিই সব ঠিক করে দিবেন" এই বিশ্বাসটাই নতুন করে বাঁচতে, ভালো থাকতে, কিংবা হাজারো কষ্টের মাঝে হাসতে শেখায়। এইতো জীবন, যে জীবনে কেউ কারো ষোল--আনা দরদি হয়না, কেউ না।
লেখাঃ সংগৃহিত।