MD Rubel Ahmed

MD Rubel Ahmed You get what you try

04/11/2022
04/11/2022
✨ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ কেন ?✨- পরিসংখ্যান অনুযায়ী ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র কিংবা প্রয়োজন...
30/10/2022

✨ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ কেন ?✨

- পরিসংখ্যান অনুযায়ী ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র কিংবা প্রয়োজনীয় দক্ষতা না থাকায় মূলত এই বেকারত্ব সমস্যার সৃষ্টি। এমন হাজারো স্নাতক বেকার রয়েছে যাদের স্কিল ভিত্তিক দক্ষতা না থাকায় চাকরি হচ্ছে না। কাজেই ফ্রিল্যান্সিং করে আপনি ছাত্রজীবনেই আপনার স্কিল ভিত্তিক দক্ষতা বাড়িয়ে ক্যারিয়ার পরিকল্পনায় অগ্রসর হতে পারবেন। ধরে নিন, আপনার আইটি বিষয়ে আগ্রহ রয়েছে কিংবা ওয়েব নিয়ে। ফ্রিল্যান্সিং করার জন্য আপনি ওয়েব অথবা আইটি বিষয়ক কোর্স করে নিজেকে ক্যারিয়ার জগতের এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন। কেননা, মুক্তপেশা কোর্স শুধু আপনাকে টাকা উপার্জনের কৌশলই শেখাবে না। আপনাকে প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগে যথেষ্ট অভিজ্ঞ করে তুলবে। আপনার জ্ঞানের সীমাকে প্রসারিত করবে। আপনার কমিউনিকেশন স্কিল, আইটি নলেজ, ওয়েব মার্কেটিং, মার্কেটিং স্ট্রাটেজি, রাইটিং স্কিলকে দ্বিগুণ করে তুলবে।




করোনাভাইরাস আসার পর থেকে ব্যবসায়ীদের যে দুর্যোগ চলছে তা সত্যিই দুঃখজনক। লকডাউনের জন্য কোনো ব্যবসায়ী তার নিত্য দিনের রোজগ...
30/10/2022

করোনাভাইরাস আসার পর থেকে ব্যবসায়ীদের যে দুর্যোগ চলছে তা সত্যিই দুঃখজনক। লকডাউনের জন্য কোনো ব্যবসায়ী তার নিত্য দিনের রোজগার হারিয়েছে। এজন্য অনেক ব্যবসায়ীরই মাথায় হাত। বুদ্ধিমানেরা কিন্তু কখনোই হতাশ হয়ে পরে না। তারা সব সময়-ই সিচুয়েশন হ্যান্ডেল করার স্মার্ট ওয়ে খোঁজে। বুদ্ধিমান তাকেই বলে যে যেকোনো সিচুয়েশনে নিজেকে উপযুক্ত করে গড়ে তোলে। আপনার যদি শহরে বিজনেস থাকে এবং তা লক ডাউনের কারণে বন্ধ হয়ে যায় তাহলে লোকাল বিজনেস কে আপনার বেঁছে নেওয়া উচিৎ। তবে সংকটময় এই সময় টা তে লোকাল বিজনেসে ও পরিবর্তন এসেছে। তাই আপনাকে সর্বপ্রথম লোকাল বিজনেসের পরিবর্তনগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। তারপর আপনার লোকাল বিজনেস স্মার্ট ওয়েতে প্রোমোট করতে হবে।

29/10/2022

তুমি #আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকে দেখবে।
ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই ইলন মাস্ককে দেখবে।
তুমি কুড়ি হাজার টাকার #ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে।
শাহরুখ খান ফুটপাথের দু'শ টাকার গেঞ্জি পরলেও সবাই শাহরুখ কেই দেখবে।
ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো।
গাদাগুচ্ছের টাকা খরচা করে 'শো অফ' করে কিচ্ছু পাওয়া যায় না।
বাবা মায়ের থেকে দামী জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও, যাতে তোমার ব্যবহার করা ছেঁড়া রুমালও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয়। নিজেকে ব্র‍্যান্ডিং করো, তাহলে একটা সময় তোমার ব্যবহৃত জিনিস পত্রও ব্র‍্যান্ড হয়ে যাবে।
'শো অফ' তারা করে যাদের ভেতরটা ফাঁপা হয়, সেজন্যই তারা বাহিরটাকে ঝকঝকে চকচকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে।
তাই সময় থাকতে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলো,
সময় একবার ফুরিয়ে গেলে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না।
আমরা শুধু নাই নাই বলি যা আছে সেটা পলিশ করিনা

Address

Tukorbazar, Shodor
Sylhet
3100

Telephone

+8801988355251

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Rubel Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Rubel Ahmed:

Videos

Share