Md.Nurul Amin

Md.Nurul Amin Nurul Amin
(66)

01/09/2024

বন্ধ হতে যাচ্ছে বিদ্যুতের মিটারের অযৌক্তিক সকল চার্জ
এমনটাই চেয়েছিলাম আমরা, স্বাধীন বাংলাদেশে।
"আলহামদুলিল্লাহ"

25/08/2024

➖৭ মিনিটেই সচিবালয় ক্লিয়ার➖✊

➖ছাএ-জনতা জেগে উঠেছে আবার➖🙋‍♂️

24/08/2024

গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রি করলে চিহ্নিত করে রাখুন,
পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্র জনতা যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

24/08/2024

বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয়না, বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয়— সেই ছাত্র ছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে। মাশাআল্লাহ! আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি।

কি ভাইয়া ফেইসটা চেনা চেনা লাগে🤣🤣🤣
24/08/2024

কি ভাইয়া ফেইসটা চেনা চেনা লাগে🤣🤣🤣

ফেনী-নোয়াখালীতে পৌছে গেছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রান সহায়তা🙌🏼❤️ alhamdulillah
23/08/2024

ফেনী-নোয়াখালীতে পৌছে গেছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রান সহায়তা🙌🏼❤️ alhamdulillah

23/08/2024

কিছু বলার মতো ভাষা নাই শুধু দোয়া ছারা 🤲🤲😭😭

22/08/2024

পদ্মা সেতু যদি সম্ভব হয়
তবে বাধঁও সম্ভব।
এবার তাহলে বাধেঁর সামনে বাধঁই হউক বা স্থায়ী সমাধান হউক,আওয়াজ উঠুক!

22/08/2024

ধন্যবাদ ইন্ডিয়া!
আমাদের জাতীয় শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়ে গেলো!❤️

22/08/2024

নিউজফিড জুড়ে বন্যায় সারাদেশের মানুষের হাহাকার..!😥
আল্লাহ সবাইকে এই বন্যার ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করুক।
আমিন..!🤲

22/08/2024

তাদের দেশের মৌমিতার জন্য আমরা সবাই কাঁদতেছিলাম আর তারা আমার দেশের বন্যায় আটকা মানুষ দেখে হাসতেসে 😢

22/08/2024

ও ভাই আমারে একটু উঁচু জায়গায় তুলে দাও, আমার পেটে ৯ মাসের বাচ্চা।🥺

এক আপুর আর্তনাদ। 😭

22/08/2024

হে আল্লাহ
ফেনি নোয়াখালী কুমিল্লা সহ সকল পানি বন্দিদেরকে আপনি রক্ষা করুন।😭

13/06/2024
আমি নিরুদ্দেশের ঘুড়ি, যে আমাকে খুঁজবে ভালো তার আকাশেই উড়ি,,!❤️
08/06/2024

আমি নিরুদ্দেশের ঘুড়ি,
যে আমাকে খুঁজবে ভালো তার আকাশেই উড়ি,,!❤️

একটু আড়াল হতেই মানুষ কেমন ভুলে যেতে ব্যস্ত হয়ে যায়, বৃষ্টি আড়াল হলেই পাখি'টাও যেমন এক ফোঁটা জল রাখতে চায় না গা'য়।প্রয়োজন...
07/06/2024

একটু আড়াল হতেই মানুষ কেমন ভুলে যেতে ব্যস্ত হয়ে যায়,
বৃষ্টি আড়াল হলেই পাখি'টাও যেমন এক ফোঁটা জল রাখতে চায় না গা'য়।
প্রয়োজন ফুরালেই নিমিষেই যোগাযোগ ফুরিয়ে যায়,
শীত লুকাতেই চাদরটা যেমন পড়ে থাকে অবহেলায়।
বসন্ত পেয়ে গেলে,মানুষ ভুলে যায় শিশির ভেজা ভোরের গল্প।
হৃদয়ে মিশে থাকা মানুষ'টাও হারালে,খুঁজে নেয় বিকল্প।
এই-যে চারিপাশে এত প্রিয় মুখ,আমি হারালে কে-বা রাখবে মনে?
ভুলে যাবে আমার অধ্যায় গুলোও,নতুন কোনো বইয়ের আগমনে!
চলতে চলতে জমে আলাপন,আড়াল হলেই দেখি সব মরীচিকা।
আদতে মানুষ খেয়াঘাটের মতো,বেলা শেষে ভীষণ একলা-একা!
Hafiz Hussain Ahmed Ali Akbor

একটা সময়ের পর মানুষ নিজেকে গুটিয়ে ফেলতে থাকে। তার সুখ-দুখ হাসি-কান্না এসব কিছু প্রকাশ করার চাইতে লুকিয়ে রাখতেই স্বাচ্ছন্...
05/06/2024

একটা সময়ের পর মানুষ
নিজেকে গুটিয়ে ফেলতে থাকে।
তার সুখ-দুখ হাসি-কান্না এসব কিছু
প্রকাশ করার চাইতে লুকিয়ে রাখতেই
স্বাচ্ছন্দ্য বোধ করে তখন।
তুমুল মুখকাটা স্বভাবের মানুষটাও
তখন কথা গিলতে শেখে যায়।

মানুষ বড় হতে হতে
বড় বেশি একা হয়ে যায়।

Address

Sylhet
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Nurul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share