28/11/2022
মাদার বাজার মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ২০২২ এর ফলাফল,
দৈনিক জাগ্রত কন্ঠ
ডেস্ক ; নাজমুল ইসলাম
ওসমানীনগর পধিনিধি
২৮ নভেম্বর ২০২২২,৪ঃ৪০
মাদার বাজার এফ ইউ সিনিয়র আলিম মাদ্রাসা এর ৬৫ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে,পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আবদুল আজিজ( ধনপুরি) ও সোহাগুর রহনান সবুজ( বগুরা) তাদের পরিশ্রম ও অন্যান্য শিক্ষকদের সহায়তা মাদার বাজার এফ ইউ সিনিয়র আলিম মাদ্রাসার ২০২২ এর এর সুনামধন্য রেজাল্ট অর্জন করেছে,
সোহাগুর রহমান সবুজ বলেন,২০১৮ তে আমি মাদার বাজার এফ ইউ সিনিয়র আলিম মাদ্রাসায় অবস্থান করি,আমার উদ্দেশ্য হলো মাদার বাজার এর সকল শিক্ষার্থী কে উচ্চতর অবস্থায় পৌঁছানো,এবং আমি খুব বেশি আনন্দিত যে আমার ৬৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ১ জন এ+ পেয়েছে,নামঃ শেখ মোহাম্মদ নাসিম, পয়েন্ট ; ৫ঃ০০,
মাদার বাজার এফ ইউ সিনিয়র আলিম মাদ্রাসা এর মাননীয় অধ্যক্ষ মাওলানা ডাঃ সৈয়দ শহিদ আহমদ বোগদাদি বলেন আমার প্রতিষ্ঠানে এমন সুনাম ভয়ে আনায় এস এস সি বিজয়ী শিক্ষার্থী দের ধন্যবাদ ও অভিনন্দন জানাই,
মাওলানা আজিজুর রহমান বলেন মাদার বাজার এফ ইউ সিনিয়র আলিম মাদ্রাসা আমি ক্লাস শিক্ষক চলাকালীন মুহূর্তে লক্ষ করি তাদের মেধা, এই মেধা কাজে লাগিয়ে এতো বড় সুনাম অর্জন করার জন্য ধন্যবাদ প্রিয় ছাত্র/ ছাত্রী,
শিক্ষার্থী; মাহিন হাসান মাহিন A গ্রেড(৪ঃ৭৫) বলেন আমরা ৬৫ জন পরীক্ষার্থী মধ্যে ১ টা A+ গ্রেড,২৩ টা A গ্রেড, ১৭ টি A- গ্রেড,১৬ টি B গ্রেড, ৫ টি C গ্রেড পেয়ে আমরা মনে করি ২০২২ সালে একটি ভালো রেজাল্ট করতে পেরেছি,
কিন্তুু দূঃখজনক ৩ জন অকৃতকার্য হয়েছেন,আগামী বছর অবশ্যই তাদের ভালো রেজাল্ট হবে,