Voice Of Right Path

Voice Of Right Path আল্লাহর রাসূল ﷺ বলেছেন, প্রচার করো যদিও একটিমাত্র আয়াত হয়‌।[সহীহ বুখারী]

15/05/2022

Messenger of Allah (ﷺ) say, "Islam has been built on five [pillars]: testifying that there is no deity worthy of worship except Allah and that Muhammad is the Messenger of Allah, establishing the salah (prayer), paying the zakat (obligatory charity), making the hajj (pilgrimage) to the House, and fasting in Ramadhan." [Bukhari & Muslim]

13/01/2022
05/10/2021

জান্নাত 😍

উমার রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন,একদিন আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছি...
30/05/2021

উমার রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন,

একদিন আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো; তার মাঝে ভ্রমণের কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারে নি। সে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বসে, নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন: “হে মুহাম্মাদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন”।

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “ইসলাম হচ্ছে এই- তুমি সাক্ষ্য দাও যে, আল্লাহ্ ছাড়া আর কোন সত্য ইলাহ্ নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠা কর, যাকাত আদায় করো, রমাদানে সওম সাধনা কর এবং যদি সামর্থ থাকে তবে (আল্লাহর) ঘরের হজ্জ কর।”

তিনি (লোকটি) বললেন: “আপনি ঠিক বলেছেন”। আমরা বিস্মিত হলাম, সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে। এরপর বলল: “আচ্ছা, আমাকে ঈমান সম্পর্কে বলুন”।

তিনি (রাসূল) বললেন: “তা হচ্ছে এই- আল্লাহ্, তাঁর ফিরিশ্‌তাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ ও আখেরাতর উপর ঈমান আনা এবং তাকদীরের ভাল-মন্দের উপর ঈমান আনা।”

সে (আগন্তুক) বলল: “আপনি ঠিক বলেছেন”। তারপর বলল: “আমাকে ইহসান সম্পর্কে বলুন”।

তিনি বলেন: “তা হচ্ছে এই- তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাঁকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন”।

সে (আগন্তুক) বলল: “আমাকে কেয়ামত সম্পর্কে বলুন”।
তিনি (রাসূল) বললেন: “যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশী কিছু জানে না”।

সে (আগন্তুক) বলল: “আচ্ছা, তার লক্ষণ সম্পর্কে বলুন”।

তিনি (রাসূল) বললেন: “তা হচ্ছে এই- দাসী নিজের মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে দম্ভ করবে”।

তারপর ঐ ব্যক্তি চলে যায়, আর আমি আরো কিছুক্ষণ বসে থাকি। তখন তিনি (রাসূল) আমাকে বললেন: “হে উমার, প্রশ্নকারী কে ছিলেন, তুমি কি জান? আমি বললাম: “আল্লাহ্ ও তাঁর রাসূল অধিক ভাল জানেন”। তিনি বললেন: “তিনি হলেন জিবরীল। তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন।”

[সহীহ মুসলিম, হা/৮]

এটাই আমাদের ইসলামের সৌন্দর্য 🥰
27/05/2021

এটাই আমাদের ইসলামের সৌন্দর্য 🥰

সুবহানআল্লাহ!   গতকালের সূর্য চক্রের কিছু অতুলনীয় সুন্দর ছবি ।ফটোগ্রাফী স্থান : ভারত ।
25/05/2021

সুবহানআল্লাহ!
গতকালের সূর্য চক্রের কিছু অতুলনীয় সুন্দর ছবি ।
ফটোগ্রাফী স্থান : ভারত ।

24/05/2021

জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন
তার বন্ধু,
আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন
তার শত্রু!

24/05/2021

মুফতি আমীর হামজাকে সাদা পোশাকে কিছু লোক তার নিজ বাস ভবন থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে।
সূত্র : বাঁশেরকেল্লা অফিসিয়াল পেইজ

24/05/2021

মুসলিম ঘরে জন্ম নেওয়া খুব সহজ!

কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরন করা কঠিন !

24/05/2021

তাঁর চেয়ে বড় যালেম আর কে যে আল্লাহর ঘর মসজিদ সমূহে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং এগুলো উজাড় করার চেষ্টা করে
সূরা বাক্বারাহ : আয়াত ১১৪

23/05/2021

প্রশ্নঃ শায়খ শহীদ মিনারে ফুল দেয়া জায়েয কি না ?
🎙️ জবাব : শায়খ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর 🎙️

উনি সেই সম্মানিত লোক 👮মুহাম্মদ আল জাহরানি যিনি মক্বার ইমামকে আত্মঘাতী হামলা থেকে আল্লাহর রহমতে রক্ষা করতে পেরেছেন ।
23/05/2021

উনি সেই সম্মানিত লোক 👮
মুহাম্মদ আল জাহরানি যিনি মক্বার ইমামকে আত্মঘাতী
হামলা থেকে আল্লাহর রহমতে রক্ষা করতে পেরেছেন ।

23/05/2021

ওযু বিশুদ্ধ না হলে সালাত বিশুদ্ধ হয় না

23/05/2021

আলহামদুলিল্লাহ বিয়ের জন্য পুরুষের নিম্নে ১৮ বছর এবং মহিলাদের নিম্নে ১৬ বছর এর আইন পাশ করা হয়েছে যা ইসলামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিলো

প্রশ্ন: বিয়েতে যদি মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়েকে কিছু স্বর্ণ দেয় তাহলে তা কি যৌতুক হিসাবে গণ্য হবে?▬▬▬ ◈◉◈▬▬▬উত্তর:...
22/05/2021

প্রশ্ন: বিয়েতে যদি মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়েকে কিছু স্বর্ণ দেয় তাহলে তা কি যৌতুক হিসাবে গণ্য হবে?
▬▬▬ ◈◉◈▬▬▬
উত্তর:
মেয়ের পরিবারের পক্ষ থেকে যদি মেয়ের বিয়ের পর স্বেচ্ছায় তাকে স্বর্ণের গয়না, অলঙ্কারাদি, পোশাক-আশাক, বাড়ির প্রয়োজনীয় ব্যবহার্য আসবাব-পত্র ইত্যাদি উপহার সামগ্রী দান করা হয় তাহলে তাতে কোনও দোষ নেই। বরং তা উত্তম। এতে দু পরিবারের মাঝে পারস্পারিক ভালবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং নব দম্পতিকে নতুন ঘর সাজাতে কিছুটা সহায়তা করা হয়। হাদিসে বর্ণিত হয়েছে:
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَهَّزَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فِي خَمِيلٍ وَقِرْبَةٍ وَوِسَادَةٍ حَشْوُهَا إِذْخِرٌ
আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা (রাঃ)-কে কিছু গৃহস্থালির আসবাবপত্র দান করেছিলেন। (সেগুলো হল:) একখানা চাদর। একটা পানির পাত্র (মশক) আর একটা বালিশ, যার ভিতরে ছিল ইযখির ঘাস।”

[এ হাদিসটি আহমদ শাকের সহিহ বলেছেন, মুসনাদ আহমদ ২/৫৭, শুআইব আরনাবুত বলেন, এর সনদ শক্তিশালী-তাখরিজুল মুসনাদ হা/৭১৫। আর শাইখ আলবানির পক্ষ থেকে দু ধরণের মন্তব্য পাওয়া যায়। এ জায়গায় বলেছেন: সহিহ- দ্রষ্টব্য: সহিহ ইবনে মাজাহ হা/৩৩৬৬। তবে তিনি অন্যত্র জঈফ বলেছেন। দ্রষ্টব্য: সুনানে নাসাঈ হা/৩৩৮৪-আল্লাহ ভালো জানেন কোনটি শাইখের সর্বশেষ মত]

অনুরূপভাবে বর পক্ষের কোনরূপ দাবি-দাওয়া বা চাপ প্রয়োগ ব্যতিরেকে কন্যাপক্ষ যদি বরকে স্বেচ্ছায় অঢেল সম্পদও প্রদান করে তাতে কোন দোষ নেই। তখন এটি উপহার হিসেবে গণ্য হবে। কিন্তু চুক্তি ভিত্তিক, চাপ প্রয়োগ বা দাবি করে একটি ফুটা পয়সাও গ্রহণ করাও বরের জন্য হারাম।
আল্লাহু আলাম।

আরও পড়ুন:

◉ যৌতুক বা পণ একটি হারাম ও জাহেলী প্রথা, সামাজিক ব্যাধি এবং দণ্ডনীয় অপরাধ
(সাথে রয়েছে যৌতুক সংক্রান্ত কতিপয় জরুরি বিধিবিধান)
m.facebook.com/Guidance2TheRightPath/posts/782456438840570
◉ যৌতুক একটি অবৈধ ও ঘৃণিত প্রথা
m.facebook.com/Guidance2TheRightPath/posts/400789653673919
▬▬▬ ◈◉◈▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

ফিলিস্তিন এম্বাসীর ভালবাসা প্রকাশ এবং নোটিশ কেউ যদি দান করতে চান তাহলে নিম্নরূপ 👇
21/05/2021

ফিলিস্তিন এম্বাসীর ভালবাসা প্রকাশ এবং নোটিশ
কেউ যদি দান করতে চান তাহলে নিম্নরূপ 👇

দুবাইতে একজন ট্যাক্সি চালকের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে,নতুন ড্রাইভার কিভাবে সমাধান করবেন কিছুই জানেন না,অনেক সময় পার...
21/05/2021

দুবাইতে একজন ট্যাক্সি চালকের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে,নতুন ড্রাইভার কিভাবে সমাধান করবেন কিছুই জানেন না,অনেক সময় পার হয়ে গেছে, হঠাৎ করে এই তিনজন লোকাল এরাবিয়ান এসে উনার সমস্যা সমাধান করে দিলেন, যারা সমাধান করলেন, তারা সবাই কোটিপতি,এবার ভাবুন তো, আমাদের দেশে হলে এরকম কোটিপতিরা কি এরকম কাজ করতো !!!?
মানবতা এদের কাছ থেকে শিখতে হবে,👍🇦🇪🇦🇪🇦🇪

21/05/2021

তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না মাতাপিতা, আত্মীয় স্বজন,ইয়াতিম ও দরিদ্রের সাথে সদয় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে
(সূরা বাক্বারাহ: ৮৩)

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Right Path posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category