![এই পেজটি খুলেছিলাম সাস্টের সকলের গল্পকে তুলে ধরার জন্য। পেজটি সেই প্রথম থেকে আমি একাই দেখাশুনা করি। কিন্তু বর্তমানে বিভি...](https://img5.medioq.com/154/813/479052761548139.jpg)
13/08/2024
এই পেজটি খুলেছিলাম সাস্টের সকলের গল্পকে তুলে ধরার জন্য। পেজটি সেই প্রথম থেকে আমি একাই দেখাশুনা করি। কিন্তু বর্তমানে বিভিন্ন ব্যস্ততা ও সমস্যার কারণে পেজটিতে সময় দেওয়া হয় না। গত ৪/৫ ধরে পেজটিতে তেমন কোনো পোস্ট করা হয়নি বললেই চলে।
আমি চাই পেজটি আবার আগের মত চালু হোক। তাই পেজটি মেইনটেইন করার জন্য কিছু এডমিন ও মডারেটর প্রয়োজন।
আগেই বলে রাখি, এই পেজ থেকে কোনো উপার্জন করা সম্ভব না। তাই যদি কেউ স্বেচ্ছাসেবী হিসাবে এই পেজের এডমিন বা মডারেটর হতে চান তাহলে পেজের ইনবক্সে জানাবেন।
তবে দুইটা শর্ত আছে।
১. আপনাকে অবশ্যই একজন সাস্টিয়ান হতে হবে।
২. কোনো প্রকার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না বা ভবিষ্যতে কোনো পলিটিক্যাল এক্টিভিটিসে অংশগ্রহণ করা যাবে না।