বনলতা

বনলতা Vlog

নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো?বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়ে ও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারন অথ...
04/07/2024

নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো?

বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়ে ও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারন অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে যানে না এমনকি বুঝার চেস্টা ও করে না।
সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে।তখন হাসবেন্ডরা চিন্তা করে এবং স্ত্রীকে এটা ও বলে যে , তোমার ভরন পোষন সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেন তুমি ভালো নেই ? তারা এই কথা গুলো কেয়ার ও করে না।
কিন্তু কোন মেয়ে শুধু খাওয়া আর পোষাকের জন্য স্বামীর সংসারে আসে না।একটা মেয়ে বাবার বাড়িতে ও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না এমনকি যে কোন মানুষই যেখানে থাকুকনা কেন আল্লাহ তার রিযিকের ব্যবস্থা করে দেয়।তাই সব কিছুর পরে দিনশেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভাল আছে কিনা? সে আপনার থেকে আসলে কি চায়।আপনার সাথে সে খুশি আছে কিনা।
স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃস্টি করা মানে নিজের ক্ষতি নিজে করা।আপনি আপনার স্ত্রীর মানষিক অবস্থা বুঝার চেস্টা করুন।নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন।প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুটিয়ে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত এইভাবে এত সম্পর্কের পতন হতো না।

দুনিয়াতে এমন ও অনেক মেয়ে আছে যারা হাসবেন্ডের প্রতি লয়াল ,তাদের যদি হাসবেন্ড খারাপ ও হয় , সময় ও না দেয় তারা কোনদিন অন্য ছেলেদের সাথে টাইম পাস ও করবে না । আপনাকে বুঝানোর চেস্টা করবে, যদি আপনি ও না বুঝেন তাহলে নিরবে কান্না করবে , অথবা সংসার ত্যাগ… অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনো বুঝার চেস্টা ও করেনা কেন এমন হচ্ছে।

তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানষিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেয়া ও অন্যায়।তাই নিজে স্ত্রীকে ভাল রাখুন।স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেয়া নেয়ামত আর আল্লাহর কোন বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান।
এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন তার ভিতরের কস্ট বের করে আনুন।নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পেয়ে যায় মনে রাখবেন আপনার স্ত্রী ও আপনার বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী।

04/07/2024

-জীবনে অহংকার গুরুত্বপূর্ণ নয়"🧡
-কিন্তু আত্মসম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ..!

I've just reached 6K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one ...
04/07/2024

I've just reached 6K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

Me with that fictional person in my imagination ❣️
03/07/2024

Me with that fictional person in my imagination ❣️

সারাদিন পরিশ্রম শেষে একজন স্বামী বাসায় ঢুকে কী প্রত্যাশা করে? একজন পুরুষ সারাদিন বাইরে কাজ করে আসে। সে হয় চাকরি করে অথবা...
03/07/2024

সারাদিন পরিশ্রম শেষে একজন
স্বামী বাসায় ঢুকে কী প্রত্যাশা করে?


একজন পুরুষ সারাদিন বাইরে কাজ করে আসে। সে হয় চাকরি করে অথবা ব্যবসা। রাস্তায়, অফিসে, মানুষের সাথে লেনদেনে কতো ঝামেলা পার করে সে যখন বাসায় প্রবেশ করে, তখন আশা করে যে- "বাসায় গিয়ে একটু 'শান্তি' পাবো।"

সারাদিন সে বসের ঝাড়ি খেয়েছে বা পাওয়ানাদারের কাছ থেকে কটু কথা শুনেছে। অন্তত আর না হোক রিক্সাওয়ালার সাথে দর কষাকষি নিয়ে তার মেজাজ খারাপ হয়েছে। এমন অবস্থায় সে চায় বাসায় গিয়ে একটু মেজাজ ঠান্ডা হোক।

নারীরা সারাদিন ঘরে অনেক পরিশ্রম করে। ঘরের কাজ যতোই করা হোক না কেনো, কখনো শেষ হয় না; হবেও না।

আপনার স্বামী যখন ঘরে ঢুকবে, প্রথম অন্তত ১ ঘণ্টা সময় তাকে দিন। শুধুমাত্র তাকে। পানি বা শরবত এগিয়ে দেয়া থেকে শুরু করে তোয়ালে এগিয়ে দেয়া, নাস্তা খেতে চাইলে সেটার ব্যবস্থা করা, রুমের ফ্যান চালু না থাকলে ফ্যান চালু করা ইত্যাদি। অর্থাৎ, প্রথম ১ ঘণ্টা সময় নিজেকে এমনভাবে উপস্থাপন করুন, যেন সে সারাদিনের ক্লান্তি ভুলে যেতে পারে। ঐ সময় ভুলেও স্বামীর মেজাজ খারাপ হয়, এমন কথা বলবেন না। যেমন:

❌ আজ প্লেট ভেঙ্গে গেছে, টাকা দিও
❌ আমাদের বাসা ভাড়া, কারেন্ট বিল কি দেয়া হইছে?
❌ সারাদিন কী করো? একটা বারও ফোন দিলা না?
❌ বাসার বাজার তো শেষ হয়ে গেছে। আজকে বাজার করবা?

স্বামী বাসায় আসার পর অনেক স্ত্রী তোড়জোড় করে কাজ শুরু করেন। ছোটো সন্তানকে একটু পরে খাওয়ানো, ঘুম পাড়ানো গেলেও স্ত্রী সেই মুহূর্তেই এটাকে প্রায়োরিটি দেন; স্বামীর কিছু লাগবে কিনা সেদিকে ভ্রুক্ষেপই করেন না।

একজন স্বামীর কাছে যদি মনে হয় বাইরে থাকা আর ঘরে থাকা সমান বা ঘরের চেয়ে বাইরে থাকলেই মেজাজ ভালো থাকে; তাহলে স্ত্রী হিসেবে এটা আপনার ব্যর্থতা। টক্সিক হাজবেন্ড ছাড়া একজন সুস্থ-স্বাভাবিক হাজবেন্ডের সাথে যদি আপনি আয়োজন করে সুখী হতে চান, আপনি অনেকটাই সুখী হতে পারবেন।

স্বামী ঘরে ঢুকার পর প্রথম ১ ঘণ্টা যদি নিজেকে তার জন্য ব্যস্ত রাখেন, তর্ক-ঝগড়া করার উপলক্ষ্য আসা সত্ত্বেও যদি চুপ করে থাকেন, তাহলে আপনি কিছুই হারাবেন না। বরং এই এক ঘণ্টার এফোর্টের ফলে সারারাতের জন্য আপনি আপনার স্বামীকে পাবেন, আবদার করার এমনকি ঝগড়া করার জন্যও রাতের কয়েক ঘণ্টা পাবেন। ঐ যে আপনি আপনার স্বামীকে খুব ভালোভাবে প্রায়োরিটি দিলেন, সে যদি আসলেই ভালো স্বামী হয় বা চেষ্টা করে, তাহলে অন্তত আপনার সাথে ঐদিন ভালো ব্যবহার করবেই করবে।

খাওয়া শেষে বলতে পারে- "থাক, আজকে আমিই তোমাকে চা বানিয়ে খাওয়াই।" দেখুন, একজন পুরুষের কাছে টাকা থাকলে বিল-ভাড়া সে পেন্ডিং রাখে না। এসব তাগাদা আপনি রাতে খাওয়া শেষেও দিতে পারেন। স্বামী সারাদিন কেনো ফোন দিতে পারেনি এটার পেছনেও স্ট্রং কারণ থাকতে পারে। সেই নিজ থেকে বলবে সারাদিন কীভাবে কাটিয়েছে।

স্বামী ঘরে ঢুকার পর তাকে ওয়েলকাম করার জন্য আপনি কতোটা আন্তরিক, নিজের ইগো ১ ঘণ্টার জন্য হলেও বিসর্জন দিতে প্রস্তুত কি-না সেটার ওপর নির্ভর করবে ঘরে-ফেরা স্বামীর সাথে আপনার দিনের বাকি অংশ অর্থাৎ জীবনের বাকি অংশ কীভাবে কাটবে। ''নিড''।

একজন প্রেমিক সেজে প্রেমিকার ইজ্জত লুফে নিচ্ছে, বেস্ট ফ্রেন্ড সেজে মেয়ে বন্ধুর সাথে ইতরামি করছে। সেই পঁচে যাওয়া সময়ের পাশ...
03/07/2024

একজন প্রেমিক সেজে প্রেমিকার ইজ্জত লুফে নিচ্ছে, বেস্ট ফ্রেন্ড সেজে মেয়ে বন্ধুর সাথে ইতরামি করছে। সেই পঁচে যাওয়া সময়ের পাশ কেটে কেউ হালাল জীবনসঙ্গিনীর জন্য মোহরানা জমাচ্ছে, ব্যাপারটাহ সুন্দর নাহ?

পুরুষ হোন, পুরুষের মতো। আপনি কেন বিবাহবহির্ভূত নারীর প্রেমিক, বন্ধু হতে যাবেন? আপনার তো পায়ের তলার মাটি শক্ত করার কথা||

________
ছবি: সংগ্রহীত

আপনাকে অনেকেই ভালোবাসতে পারে, তবে সবাই যে আপনাকে মূল্যায়ন করবে কিংবা বুঝতে পারবে তা কিন্তু নয়,,সর্বোপরি মানুষটার কাছে আপ...
01/07/2024

আপনাকে অনেকেই ভালোবাসতে পারে, তবে সবাই যে আপনাকে মূল্যায়ন করবে কিংবা বুঝতে পারবে তা কিন্তু নয়,,

সর্বোপরি মানুষটার কাছে আপনার গুরুত্ব কতটুকু,মানুষটার জীবনে কতটুকু অংশ জুড়ে আপনি অবস্থান করছেন কিংবা মানুষটা ঠিক তার জীবনে অপশন হিসাবে রেখেছে কিনা তার উপর নির্ভর করে সে আপনাকে মূল্যায়ন ঠিক কতটুকু করবে ,,

যার কাছে আপনার বিন্দুমাত্র মূল্য নেই, সে কেবল কথার কথায় বলবে সে আপনাকে ভালোবাসে!
কিন্তু তার আচরণে কোনো প্রমাণ আপনি পাবেন না ,,

এটা নিয়ে যখনই অভিযোগ করতে যাবেন তখনই নানা উপায়ে আপনাকে বুঝাতে চাইবে মানুষটা সত্যি আপনাকে বুঝতে পারে কিংবা মূল্যায়ন করে ,,

যে মানুষটা আপনাকে বুঝতেই পারে না, বুঝার চেষ্টাটুকুও কখনো করে না;সেই মানুষটা আপনাকে মূল্যায়ন করবে কি করে ,,

তবুও আপনার সরল মন সেই মানুষটার ছেলে ভুলানো কথায় আপনার সরল মন গলে বরফ হয়ে যায় ,
পুনরায় ভরসা করে আবার সেই একই আচরণের পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ করে দিন ,,

আর অযথা অভিযোগ দায়ের করেন, মনে অভিমান পুষে রাখেন, আক্ষেপ করতে থাকেন ,,

অসহায়ের মতো মানুষটাকে বারবার নিজের মূল্য বুঝাতে গিয়ে বারবার ব্যর্থ হোন ,,

কিন্তু এভাবে ঠিক কতদিন ,যে মুখে বলে ভালোবাসি;কিন্তু আচরণে মূল্যহীন বুঝায় তাকে নিজের মূল্য কিংবা নিজেকে বুঝানোর চেষ্টা করে কোনো লাভ আছে কি?নিশ্চয়ই নেই ,,

যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে মূল্যায়ন করে না-সে আপনাকে ভালোবাসলেই কি আর ভালো না বাসলেই কি ,,

পৃথিবীতে ভালো যে কেউ বাসতে পারে,তবে নিজের সঠিক মূল্যায়নটা খুব কম মানুষই করতে পারে ,,

আপনি একটা মানুষের বিষয়ে যথেষ্ট যত্নবান, তার সব বিষয়ে খুবই যত্নশীল ,,
কিন্তু তাই বলে কি মানুষটাও আপনার বিষয়ে যত্নশীল হবে ,,

আপনাকে মনে রাখতে হবে মূল্যবান জিনিসের সঠিক কদর করার ক্ষমতা যদি সৃষ্টিকর্তা সবাইকে দিতো তবে কেউ খাঁটি সোনা ছেড়ে;সোনা ভেবে তামার পিছনে দৌঁড়াতো না ,,

"জীবন নাটকের চেয়ে নাটকীয়"

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ও...
30/06/2024

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস পানি রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা গামছাটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয় ।।

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে ।।

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি....

কিছু জিনিস খুব ছোটোবেলাতেই কন্যা সন্তানের মস্তিষ্কে গেঁথে দিতে হবে। * তোমার বাবার বা তোমার স্বামীর কোটি টাকার সম্পত্তি থ...
29/06/2024

কিছু জিনিস খুব ছোটোবেলাতেই কন্যা সন্তানের মস্তিষ্কে গেঁথে দিতে হবে।

* তোমার বাবার বা তোমার স্বামীর কোটি টাকার সম্পত্তি থাকলেও ,তোমার তাতে কিছু যায় আসে না। তুমি তোমার নিজের পার্সের চিন্তা করবে।

* তুমি বিশ্বসুন্দরী হও না কেনো! তোমার প্রধান অলঙকার তোমার শিক্ষা। যে শিক্ষিত নয় সে পঙ্গু।

* সংসারে আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে থেকে গেলে! অর্থাৎ বারবার তোমার সম্মানকে ধর্ষণ করা হবে।

* যতোখানি ভালোবাসবে ততোখানি দুঃখ পাবে। তাই তোমার যদি ভালোবাসার সমুদ্র থাকে তবে সেখান থেকে নিজের জন্য কিছু তুলে রেখো। স্বার্থপর না হয়েও নিজের যত্ন নেওয়া যায়।

* যখন বদ্ধ ঘরে দম আটকে যাবে তখন নিজের অক্সিজেন নিজেই যোগাড় করতে বের হয়ে পড়ো। তাতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে না।

অনেক ছেলেদের গার্জিয়ান আছে যারা মেয়ের বাবা মা নেই শুনলে সেই মেয়েকে বাড়ির বউ বানাতে চায় না। অথচ মা-বাবা হারানো ছেলে-মেয়েদ...
28/06/2024

অনেক ছেলেদের গার্জিয়ান আছে যারা মেয়ের বাবা মা নেই শুনলে সেই মেয়েকে বাড়ির বউ বানাতে চায় না। অথচ মা-বাবা হারানো ছেলে-মেয়েদের অনেক স্বপ্ন থাকে নিজের না থাকলেও শশুড় শাশুড়ী হয়তো মা-বাবার অভাব পূরণ করবে 🌸💔
এরকম সমাজে লোকের অভাব নাই

কিছু কিছু মানুষ আছে দেখবেন, এরা জন্ম থেকেই পোড়া কপালের হয়! পরিবারের কাছে অবহেলা-অবজ্ঞায়, অভাব-অনটনে বড় হয়ে দাম্পত্য জীবন...
28/06/2024

কিছু কিছু মানুষ আছে দেখবেন, এরা জন্ম থেকেই পোড়া কপালের হয়! পরিবারের কাছে অবহেলা-অবজ্ঞায়, অভাব-অনটনে বড় হয়ে দাম্পত্য জীবনেও চরম ভাবে অসুখী হয়!

নিজের সখ-আহ্লাদ, চাওয়া- পাওয়ার কোনো মূল্য এরা পায় না। জন্মের পর থেকে পরিবার এবং বিয়ের পর থেকে নিজের সঙ্গীর কাছেও প্রাপ্য মূল্য, অধিকার এবং সম্মান টুকুনও পায় না!

অবহেলা অনাদরে বেড়ে ওঠা মানুষগুলোর চাহিদা খুব সীমিত থাকলেও তারা নিজেদের চাহিদা, না পরিবার আর না সঙ্গীর কাছ থেকে পূরণ করতে পারে। তাদের কাছে জীবন মানে বিষাদময় এবং যন্ত্রণার!

যারা পরিবার থেকে নিজের ইচ্ছে, স্বপ্ন এবং প্রত্যাশা পূরণ করতে পারে না, তারা স্বপ্ন দেখে বিয়ের পর সঙ্গী অন্তত তাদের বুঝবে, দাম্পত্য জীবন সুখের হবে। কিন্তু সেই স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হয়, তখন তারা জীবনের সব সখ-আহ্লাদকে বিসর্জন দেয়!

একজন মানুষ হিসাবে, ভালো ভাবে বাঁচতে যা যা প্রয়োজন, তারা সেটুকু পায় না। আ মৃ ত্যু অভাববোধ আর ভালোবাসার সংকট নিয়ে তারা হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকে! একমাত্র উপরওয়ালা ছাড়া তাদের খোঁজ কেউ রাখে না– কেউ রাখে না! তাদের জন্মই হয় আ মৃ ত্যু শুধু দুঃখ পাওয়ার জন্য।

28/06/2024

যারা মিথ্যা কথা বলে তাদের কি করা উচিৎ

জীবন যুদ্ধে কতোই না কৌতূহল।কতশত স্বপ্ন বুনে মানুষ বাঁচার জন্য, লড়ে হাজার হাজার প্রাণ, একটু শান্তির ঘুমের জন্য। কিন্তু শা...
28/06/2024

জীবন যুদ্ধে কতোই না কৌতূহল।
কতশত স্বপ্ন বুনে মানুষ বাঁচার জন্য,
লড়ে হাজার হাজার প্রাণ, একটু শান্তির ঘুমের জন্য।
কিন্তু শান্তি পায় বা কোথায়?
কেউ হাসে, কেউ হাসায়!
কেউ বা অভিশাপের ঢলে ঝুলে আছে জীবিত এই প্রাণ নিয়ে।
কেন-ই বা এত মায়া এত মমতা জড়িয়ে আছে এই পৃথিবীর বুকে।
তারাই তো বলেছিলো,
"হায়রে মানুষ রঙিন ফানুস,
দম ফুরালেই ঠুস"

Don't force children to take science if they interested in Arts 😂🤣
27/06/2024

Don't force children to take science if they interested in Arts 😂🤣

হুট করে মন খারাপ হয়, কিচ্ছু ভাল্লাগে না। শুধু ফিল করি "আমার কি যেনো নাই"।😊💔
27/06/2024

হুট করে মন খারাপ হয়, কিচ্ছু ভাল্লাগে না। শুধু ফিল করি "আমার কি যেনো নাই"।😊💔

It's okay 🤣🤣
26/06/2024

It's okay 🤣🤣

24/06/2024

যাদের নামায পড়তে ইচ্ছা করে না তারা সবসময় এই দোয়াটা পরবেন "আল্লাহুম্মা আ ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ! "নামাযে মনোযগী হতে সাহায্য করে !

বাংলাদেশেই যে শুধু বেস্টফ্রেন্ড স্বামী কে কেঁড়ে নিয়ে বিয়ে করে নেয় ব্যাপারটা এমন নয়,ভারতীয় কাপল ব্লগার পায়েল এবং কৃতিকা ম...
23/06/2024

বাংলাদেশেই যে শুধু বেস্টফ্রেন্ড স্বামী কে কেঁড়ে নিয়ে বিয়ে করে নেয় ব্যাপারটা এমন নয়,ভারতীয় কাপল ব্লগার পায়েল এবং কৃতিকা মল্লিক ওরা দু'জন বেস্টফ্রেন্ড ছিলো,পায়েল যখন বিয়ে করে ৮ বছরের এক ছেলে সন্তানের মা তখন কৃতিকা কিছু ফটোর জন্য পায়েল কে ব'লে তখন পায়েল তাঁর স্বামীর নাম্বার দিয়ে ব'লে সব ফটো আরমান এর কাছে আছে,তখন থেকেই আরমান মল্লিক এবং কৃতিকার মধ্যে কথা শুরু হয়,হঠাৎ একদিন তাঁর স্বামী,সন্তান এবং বেস্টফ্রেন্ড কে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করা হয়,পরবর্তী তে সে প্ল্যান ক্যান্সেল হওয়ায় কৃতিকা কে ১ সপ্তাহের জন্য বাসায় থাকতে ব'লে সেই ১ সপ্তাহের মধ্যে ই প্রেম হ'য়ে উঠে পায়েলের স্বামী এবং বেস্টফ্রেন্ড কৃতিকার মধ্যে,ওরা দু'জন বিয়ে করে ফেলে পায়েল যেহেতু এক সন্তানের মা এবং সে তাঁর স্বামী কে ভীষন ভালোবাসে তাই সে বিয়েটা মেনে নিয়েছিলো এবং একসাথে থাকা শুরু করলো!'
এ কথাগুলোই ইন্ডিয়ান রিয়েলিটি শো "big boss" এ এসে কান্না করতে করতে বলছিলো!'হায়রে ভালোবাসা,হায়রে ঠকানো Shame on this type of people.
🥱

আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অন...
23/06/2024

আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।
গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো,অনেক সম্মানের,অনেক আরামদায়ক।
গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে?

এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত।আপনার চুল বড় কেন, অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন,বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন।মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।

গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া,
আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে।
১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি,অশ্লিল ভাষায় গালাগালি,মামলা মোকদ্দমা চলতেই থাকে।

এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া,কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া,এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।

গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা,এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা।
তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী(হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই।আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকম ই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি।আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি,কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই।
তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।

আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো।গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে।যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা,কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি,অর্থনীতি,খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা।যার অধিকাংশই আবার গুজব।

(এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই,যারা আপনাকে বুঝতে চায়,বুঝে,বুঝার চেষ্টা করে।যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়,যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়,যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না।তাদের স্যালুট,তারা আজীবন সম্মানপ্রাপ্য)

(জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও,একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্র কারন তিক্ততা,কাউকে কষ্ট দেওয়ার জন্য লিখিনি।

সংগৃহীত,

রাসেল'স ভাইপার : গুজব সত্যের চেয়ে ঝোড়োবেগে চলে! রাসেল'স ভাইপার নিয়ে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে দেশের সব...
22/06/2024

রাসেল'স ভাইপার : গুজব সত্যের চেয়ে ঝোড়োবেগে চলে!

রাসেল'স ভাইপার নিয়ে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে দেশের সব জেলায় জেলায় রাসেল'স ভাইপার কিলবিল কিলবিল করছে! অতি উৎসাহের প্রচারণায় একটা মেকি আতঙ্ক তৈরি হয়েছে! এখন মাছরাঙা কিংবা মাইট্টা সাপের মত বিষহীন সাপকেও ভয় লাগছে! বাইম মাছ কিংবা কুঁচিয়ার মধ্যেও রাসেল'স ভাইপারের ছায়া! প্রচারণা এতো প্রবল যে স্বপ্নে-জাগরণে কেবল রাসেল'স ভাইপার! চন্দ্রবোড়া বিষয়ক সত্য-মিথ্যা মিশ্রিত সংবাদ যে হারে প্রচার ও শেয়ার হচ্ছে তাতে আতঙ্কিত না হয়ে উপায় নাই। গুজব সত্যের চেয়ে বেশি বেগে চলে!

বাঙালি কোন সাপ দেখেছে আর সেটাকে পিটিয়ে না মেরে ক্ষান্ত হয়েছে- এ ঘটনা এখনো প্রায় বিরল। রাসেল'স ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তার অধিকাংশ ভূয়া তত্ত্ব। পথেঘাটে কিংবা ক্ষেতখামারে কৃষক চোখ বুঝে হাঁটে না! এই অপপ্রচার দ্বারা শখের কৃষকের কৃষিকাজ বন্ধ হবে। তাতে কার লাভ কে জানে! সাপ আতঙ্কে গাও গেরামের কৃষাণী আর শাকপাতা তুলতে বাগানে-ক্ষেতে যাবে না!

রাসেল'স ভাইপার নিঃসন্দেহে বিষধর সাপ তবে বাংলাদেশে এন্টিভেনম আছে এবং সাপও নিধন হচ্ছে। রাসেল'স ভাইপার কামড় দিলে নিশ্চিত মৃত্যু এটা সত্য নয়। চন্দ্রবোড়ার নাম সেই ছোটকাল থেকে শুনি। বেজি এবং গুইসাপ আমরাই হত্যা করে সাপের বংশ বাড়াতে সুযোগ দিয়েছি। তবে দেশে প্রতিবছর মশার কামড়ে যে সংখ্যক মানুষ মারা যায় তার মাত্র ৩% মানুষ মারা যায় সব সাপের ছোঁবলে। আতঙ্কিত না হয়ে অপপ্রচারকে নিরুৎসাহিত করি।

কাউকে যেকোন ধরনের সাপে কাটলে ওঝা এবং বৈদ্যের কাছে না নিয়ে যথা দ্রুত ডাক্তারের কাছে নিলে দূর্ঘটনার মাত্রা কমে আসবে। অসচেতনতার কালে মানুষ জা'ত সাপের দংশনেও মারা যেতো। কাজেই হুজুগে কৃষি এবং কৃষক যেনো ক্ষতিগ্রস্ত না হয়। রাসেল'স ভাইপার বিষয়ে সচেতনতা মূলক প্রচারণা হোক। অপপ্রচারে আতঙ্ক ছড়ায়।

বাস্তুসংস্থানে কে কখন উড়ে এসে জুড়ে বসবে তা মানুষের সৃষ্টি! প্রকৃতির গতিপথ বিঘ্নিত করলেই মানুষের হারিয়ে যেতে যা যা লাগবে তা হাজির হবে। সচেতন হই তবে সমাধান মিলবে। নাক চোখ খোলা রেখে চললে রাসেল'স ভাইপার কারো ক্ষতির কারণ হবে না বরং খুনীই খুন হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-অপপ্রচার যতদিন চলবে ততদিন এখান সেখান থেকে প্রচুর রাসেল'স ভাইপার আবিস্কার হবে! কেউ কেউ কেঁচোর মধ্যেও রাসেল ভাইপার খুঁজে পাবে। আতঙ্কিত নয়, সচেতন হোন।

লং ডিস্টেন্স রিলেশনশিপ " এই সম্পর্কে বেশি কিছু দরকার নেই... মানুষ পরিস্থিতির কারনে দূরে থাকতে পারে কিন্তু সততা নিয়ে একসা...
22/06/2024

লং ডিস্টেন্স রিলেশনশিপ " এই সম্পর্কে বেশি কিছু দরকার নেই... মানুষ পরিস্থিতির কারনে দূরে থাকতে পারে কিন্তু সততা নিয়ে একসাথে থেকে প্রমান করে দূরত্ব কোন সম্পর্ক শেষ করতে পারে না...

লং ডিস্টেন্স রিলেশনশিপে " বিশ্বাস ' ভরসা' যত্ন' সম্মান ' এই চারটা জিনিস যথেষ্ট...

একটা মানুষকে ভালোবাসি আমি' সে আমার থেকে হাজার হাজার মাইল পরিস্থিতির কারনে দূরে থাকতে ই পারে, আমার তাকে বলতে হবে না" এই তুমি না বলে বাহিরে যেও না' তুমি কারো সাথে কথা বলবা না' কারো সাথে দেখা করবে না' কোন থার্ড পারসন যেনো আসতে না পারে" কোন মানুষ যেনো সুযোগ খুজতে না পারে... এগুলো তাকে কখনোই বলতে হবে না!!

একটা মানুষকে এগুলো বলতে হয়না, সে আমাকে ভালোবাসলে তার মনে একশোবার বাঁধা দিবে' আমার একটা মানুষ আছে...সে এখন দূরে... সময় সুদিন আসলে আবার একসাথে হয়ে সবটুকু বিকেলে..কিংবা কুয়াশা ঘেরা সকাল কাটাবো...

সে কারো সাথে কথা বলতে গেলে তার হাত বাধা না দিতে পারে, কিন্তু বুকের মধ্যে বাঁধা আসবে... কারন ঠকাতে গেলে মানুষের বুক কাপে...

হাতের মুঠোয় হাত রাখতে পারে সে দূরত্বে বসে, কিন্তু একটা মানুষের কথা চিন্তা করে একজন মানুষ হয়ে থাকা বোধহয় চরিত্রের বড় উদাহরণ!!

দেহ বিলিয়ে না শুধু, আজকাল কথা বলে মানুষ ঠকানো যায়... কিন্তু চারপাশে যখন হাজার হাজার মাইলের মানুষ গুলো একসাথে হয়ে সবটুকু সময় বিবাহ করে একসাথে আছে... সত্যি ভালো লাগে কারন তারা জানতো " মিথ্যা কথা" অজুহাত " অভিনয় " জীবনের কোন সমাধান না!!

আমার মানুষটা একটা জিনিসে কষ্ট পাচ্ছে সেটা সবার আগে বন্ধ করতে হবে, আমার মানুষটার একটু কথা বলাতে কিংবা একটা ছবিতে অথবা কলে তার দিন রাতের সকল টেনশন ভয় দূর হচ্ছে তাকে এইটুকু শান্তি দিতে পারি!!

সত্যি ভালোবাসলে " মানুষের লোভ হতে হয়না, সে লোভী হয়ে উঠে তোমাকে পাওয়ার আশায়!!

চাইলে তোমার তো দূরে বসে কারো সাথে দেখা', কথা" নতুন হাত পেতে পারে কিন্তু সে তোমার উপর সম্পূর্ণ ভরসা করে কারন সে জানে তুমি যখন কথা দিয়েছো রাখবে ই!!

কোন অযুহাত কিংবা সমাজ পরিস্থিতি পরিবার মানবে না, মানুষের জন্য সমস্যা হচ্ছে... এগুলো কোন সম্পর্ক শেষ করত পারে না, একসাথে থেকে সবাইকে প্রমান করে দিতে হয় বাঁধা আসবে কিন্তু হাত চেঞ্জ হবে না!!

সকল সুখের সময় প্রথমে ই পেতে নেই, একটু কষ্ট ' পরিস্থিতি খারাপ" ঝগড়া ঝামেলা " হোক কিন্তু সুখটা শেষে হলে দীর্ঘদিন টিকে থাকে!!😌❤️

#বনলতা

মানুষই মানুষের ঔষধ,কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়।❤️
22/06/2024

মানুষই মানুষের ঔষধ,
কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়।❤️

একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত  অপে'ক্ষা করে থাকা একটা মেয়ে আর, প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের প্রিয় মানুষ'কে ভুলে না ...
22/06/2024

একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত অপে'ক্ষা করে থাকা একটা মেয়ে আর, প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের প্রিয় মানুষ'কে ভুলে না যাওয়া এক'টা ছেলের ভালো'বাসা গুলো যেন কখনো না হা'রায় 💜

কাল ফেসবুক ঘাটতে ঘাটতে একটা ভাইয়ার পোস্ট দেখলাম পোস্টটা ছিলো এমন...⭕ আমি রাতে ফোন দেখতে দেখতে হঠাৎ দেখলাম ফেসবুকে একটা ন...
21/06/2024

কাল ফেসবুক ঘাটতে ঘাটতে একটা ভাইয়ার পোস্ট দেখলাম পোস্টটা ছিলো এমন...

⭕ আমি রাতে ফোন দেখতে দেখতে হঠাৎ দেখলাম ফেসবুকে একটা নোটিফিকেশন আসলো, ভিতরে ঢুকে দেখছি একটি মহিলা আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে , আমিও তাকে এড করে নিলাম, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে নিজেই একটা মেসেজ পাঠিয়েছিলাম ,"আমরা কি একে অপরকে চিনি "
তিনি উত্তর দিয়েছেন : শুনেছি আপনি নাকি বিয়ে করেছেন কিন্তু আমি এখনো আপনাকে ভালোবাসি ;
সে অতীতের বন্ধু ছিল , ছবিতে তাকে খুব সুন্দর লাগছিল ,
তারপর কিছুক্ষণ আড্ডা দিলাম , হঠাৎ আড্ডাটা বন্ধ করে আমার স্ত্রীর দিকে তাকালাম, সে তার ক্লান্তিকর দিনের সব কাজ শেষে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ,
তার দিকে তাকিয়ে ভাবছি যে কিভাবে এত নিরাপদ বোধ করছে, যে সে সম্পূর্ণ আমার সাথে নতুন বাড়িতে এতো আরামে ঘুমাতে পারে , সে তার পিতা মাতার বাড়ি থেকে অনেক দূরে ,
যেখানে তিনি তার পরিবারে ঘেরা 24 ঘন্টা কাটিয়েছেন ,
যখন সে মন খারাপ করত বা দুঃখ পেতো, তখন তার মা সেখানে ছিলেন যাতে তিনি তার কোলে কাঁদতে পারতেন , তার ভাই বা বোন জোকস বলতো আর তাকে হাসাতেন , তার বাবা বাড়ি ফেরার পথে তার পছন্দের সবকিছু নিয়ে আসতেন ,
এবং এখনো তিনি আমার উপর এত বিশ্বাস স্থাপন করেছেন ,
হঠাৎ এসব চিন্তা মাথায় এলো তাই ফোনটা হাতে নিলাম আর ব্লক চাপলাম! আমি তার দিকে ফিরে তার দিকে শুয়ে পড়লাম ,

আমি একজন মানুষ, শিশু নই। আমি তার প্রতি বিশ্বস্ত থাকার শপথ নিয়েছি। এবং তাই হবে,আমি এমন একজন মানুষ হওয়ার জন্য চিরকাল লড়াই করব। যে তার স্ত্রীর সাথে প্রতারণা করবে না এবং একটি পরিবারকে চিহ্ন করবে না।🖤

আসলে উনি চাইলেই তার স্ত্রীর আড়ালে তাকে ঠকাতে পারতেন কিন্তু তিনি তা করেন নি। একটি মেয়ে তার বাবার খুব প্রিয় হয়।
মেয়েটার শৈশব, পরিবার সবাইকে ছেড়ে নতুন এক অধ্যায় শুরু হয়, নতুন বাড়ি, নতুন জায়গা, নতুন মানুষ, এই সবার ভিতর সবচেয়ে বড় সাপোর্ট টা দরকার স্বামীর এই একটা মানুষ যে তার
স্বভাব,চরিত্র, যত্ন,ভালোবাসা দিয়ে ভালো রাখতে পারেন।

কারো সাথে এমন প্রতারণা করবেন না যার মাশুল আপনাকে সারাজীবন পোহাতে হয়, কারণ শেষমেশ কিন্তু একটা প্রতারকের সাথে একটা প্রতারকের দেখা হয়, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না , ♥️

আসো চুক্তি করি ভালোবাসার। আমার দেয়া সম্মানের বিনিময়ে আমায় দিয়ো তোমার যত্নদের। চলো প্রতিজ্ঞা করি একসাথে বুড়ো হবার। হাতে হ...
21/06/2024

আসো চুক্তি করি ভালোবাসার। আমার দেয়া সম্মানের বিনিময়ে আমায় দিয়ো তোমার যত্নদের। চলো প্রতিজ্ঞা করি একসাথে বুড়ো হবার। হাতে হাত রেখে পারি দেই জীবনের বাকি পথটা। দেখিয়ে দেই সকলকে সব গল্প ছেড়ে যাবার হয় না। কিছু গল্প আজন্ম থেকে যাওয়ার মতো ভীষণ সুন্দরও হয়। কিছু মানুষ কথা দিয়ে মুখ ফিরিয়ে নেয় না। কেউ কেউ থেকে গিয়ে প্রমাণ করে দেয় ভালোবাসা মিথ্যে কিছু না।

চলো আমরা সেই কথা রাখা মানুষ দুটো হই। আমাদের দেখে অন্যরা শিখুক কি করে ভালোবাসাতে হয়, সেটা ধরে রাখতে হয়। তারাও বুঝুক রাখতে চাইলে কাউকে হারাতে হয় না৷ চেষ্টা দুই তরফ থেকে হলে উপর থেকে বিধাতাও মঞ্জুর করে নেন। হারাতে দিলে ছোট-খাটো জিনিসও হারিয়ে যায়৷ রাখতে জানলে আস্ত একটা মানুষও রেখে দেওয়া যায়। চেষ্টা থাকলে পাশাপাশি বসে শেষ সূর্যাস্তও দেখা যায়।

#বনলতা

- একজন পুরুষ তখনই ভাগ্যবান...- যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে.🖤❤️
21/06/2024

- একজন পুরুষ তখনই ভাগ্যবান...
- যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে.🖤❤️

🎉 Facebook recognised me as a top rising creator this week!
17/06/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

কিছু নারী কখনোইই বিলাসবহুল কিংবা রাজপ্রসাদ চায় না,মনের মতো পুরুষ পেলে এরা কুড়ে ঘরকেও রাজপ্রসাদ বানাতে পারে!!'🤍🥰
17/06/2024

কিছু নারী কখনোইই বিলাসবহুল কিংবা রাজপ্রসাদ চায় না,মনের মতো পুরুষ পেলে এরা কুড়ে ঘরকেও রাজপ্রসাদ বানাতে পারে!!'🤍🥰

11/12/2023

- أَستَغْفِرُ اللهَ

উচ্চারণ : ‘আস্তাগফিরুল্লাহ।’

অর্থ : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।

- أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ

উচ্চারণ : ‘আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।‘

অর্থ : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর দিকেই ফিরে আসছি।
- أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

উচ্চারণ : 'আস্‌তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।'

অর্থ : 'আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তাওবাহ করে) ফিরে আসি।'

24/11/2023

আমরা বাচ্চাদের বেস্ট দেয়ার চেষ্টা করি সবচাইতে নামী স্কুলে পড়াই আবার ভবিষ্যৎ বানানোর জন্য বিদেশেও পাঠাই নিজের সর্বস্ব খালি করে তাতেও যখন তাদের ব্যবহার আচরণ আমাদের কষ্ট দেয় তখন এটাও বলি তোদের জন্যই তো শত কষ্ট পেয়ে সংসারটা করলাম । কিন্তু আপনার ত্যাগের কাঁচকলাও যখন বুঝেনা তারা তখন আপনি পেছনে ফিরে দেখলেন সবই তো বৃথা । এ আমি কার জন্য করে গেলাম ???? আমি সব দিয়ে আমি কি পেলাম ? আমি তো যা নিজে পাইনি বেস্ট থেকে বেস্ট দিয়েছি তাও বাচ্চা মানুষ হোক । আর এ মানুষ বানানোর প্রক্রিয়ায় এক জায়গায় আপনি ভুল করেছেন কি তা জানেন ? অতিরিক্ত মাথায় তুলে ফেললে অতিরিক্ত সহজলভ্য করে তুললে পৃথিবীর সবকিছুই সস্তা হয়ে যায় । একটু দেখুন যেটা মানুষ হবে বিদেশে না পাঠালে কি বাচ্চা মানুষ হয়না ? কত মেধাবী বাচ্চা দুঃখই ঘরে পদ্ম ফুল হয়ে আলোকিত করেছে তাই না ? তাহলে সন্তানকে স্ট্রাগল করতে না দেয়া বা স্ট্রাগল না শেখানোই বা তাদের নিজ যোগ্যতায় সব অর্জন করতে না শেখানোই মস্ত বড় ভুল । যেগুলো মানুষ হবার এমনিই হয় আর যেগুলো মানুষ হবেনা তাদের জন্য যতই ঢালুন ঘুরে ফিরে তারা সেটার মর্যাদা করতেও পারবেনা । তাই সন্তানকে স্ট্রাগল শেখানটাও দরকার । তাদের হেরে আবার জিততে শেখান তাও চেষ্টা করতে শেখান । এটুকুই বলবো ।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when বনলতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বনলতা:

Videos

Share