14/06/2022
আমি দিনে ১৮ ঘন্টা কাজ করে দেখেছি।
দিনে ১২ঘন্টা ঘুমিয়েও দেখেছি।
পরিক্ষায় ফেল করে দেখেছি।
ক্লাসে প্রথম হয়েও দেখেছি।
আমি রোমাঞ্চকর প্রেম দেখেছি।
শিকড়ের টান দেখেছি।
তিক্ত বিচ্ছেদ..ও দেখেছি।
আমি খালি পকেটে পুরো শহর ঘুরেছি,
আবার সেই শহরে হাজার টাকার নোট উড়িয়েছি।
আমি পরিবারকে শক্ত করে ধরে দেখেছি,
পরিবার ছাড়া একা চলেও দেখেছি।
আমার নিজের চাওয়া গুলো কেউ প্রাধান্য দিয়ে দেখেছি 😊
আবার সেই নিজের চাওয়া গুলো কেউ গলাটিপে হ*ত্যা করে দেখেছি।
আমি সবকিছুর বিনিময়ে নিজেকে খুজেছি। খুজে পায়নি কোথাও। কোথাও আমার অস্তিত্ব নেই।
আমি ভিখারির ন্যায় পথে পথে ঘুরেছি তবে কিসের সন্ধানে জানা নেই,
বুঝলাম মহান রবের দিকে ফিরে আসা ছাড়া কোন উপায়েই ভালো থাকা সম্ভব নয়।☝️
আমার আল্লাহ আর আমি ছাড়া কিচ্ছু নাই 😔
সব ধোকা
আল্লাহই একমাত্র সত্য 🥀🥰
লেখা : সাদি