Zayed Husen UI

Zayed Husen UI Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zayed Husen UI, Video Creator, Sylhet.

কারো সম্বন্ধে খারাপ মন্তব্য করার আগে একবার দেখে নিও তার দ্বারা তোমার কোনো ক্ষতি হয়েছে কি না? যদি ক্ষতি না হয় তাহলে ভালো মন্তব্য না করতে পারলে অন্তত খারাপ মন্তব্য করো না। কারণ তোমার ঐ বাজে মন্তব্য কখনো কারো গন্তব্য ঠেকাতে পারবে না।

25/12/2024

তোমার সফল হওয়াটা অনেক জরুরী। কারণ দিনশেষে মানুষ সফলতার গল্পই শুনতে চায়, ব্যর্থতার নয়।

23/12/2024

আসসালামু আলাইকুম, আগামী ২৯/১২/২০২৪ তারিখ থেকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কমলগঞ্জ, মৌলভীবাজার কর্তৃক ১০দিন মেয়াদি ভিডিপি প্রশিক্ষণ তেতইগাঁও উচ্চ বিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে। উক্ত প্রশিক্ষণটি শুধুমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের(মণিপুরী, মারমা,মুরং) জন্য। প্রশিক্ষণ উদ্বোধন করবেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের সম্মানিত উপমহাপরিচলক মহোদয়।

21/12/2024

আসসালামু আলাইকুম
আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীগন
কেমন আছেন সবাই?

এই সুন্দর জায়গাটি কোথায়? গিয়ে থাকলে কোন কাজে গিয়েছেন??
17/12/2024

এই সুন্দর জায়গাটি কোথায়? গিয়ে থাকলে কোন কাজে গিয়েছেন??

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মহান বিজয় দিবস অমর হউক।
16/12/2024

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মহান বিজয় দিবস অমর হউক।

14/12/2024

কলকাতার সংবাদ পরিবেশনের সময় উপস্থাপককে কি মনে হয়?

13/12/2024

আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন।

সফল মানুষেরা ব্যর্থতাকে দেখেন শিক্ষার  সুযোগ হিসাবে,আর ব্যর্থ মানুষেরা দেখেন পথের শেষ হিসাবে।।
10/12/2024

সফল মানুষেরা ব্যর্থতাকে দেখেন শিক্ষার সুযোগ হিসাবে,আর ব্যর্থ মানুষেরা দেখেন পথের শেষ হিসাবে।।

08/12/2024

প্রাথমিকে আর 'পোষ্য কোটা' নেই।

সবাইকে শুভ সন্ধ্যা।
08/12/2024

সবাইকে শুভ সন্ধ্যা।

08/12/2024

আলহামদুলিল্লাহ,
শুভ সকাল প্রিয় বন্ধুরা।
আপনারা সবাই কেমন আছেন?

মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে উক্ত ইউনিয়নের সহকারী আনসার কমান্ডার শাকেল বখত এর উদ্যোগ...
05/12/2024

মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে উক্ত ইউনিয়নের সহকারী আনসার কমান্ডার শাকেল বখত এর উদ্যোগে ২৪ আনসার ব্যাটালিয়ন, কালাপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এর পরিচালক জনাব মোঃ এনামুল খান স্যারের অর্থায়নে এবং সংশ্লিষ্ট ইউনিয়নের দলনেতা ও দলনেত্রীর সহযোগিতায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব শামসুন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সচিব, উপজেলা প্রশিক্ষক এবং উপজেলা প্রশিক্ষিকা।

হাত, পা, চোখ, কান, নাক, মুখ এবং ভালো-মন্দ বুঝার ক্ষমতা থাকার পরও তুমি অন্যদের চেয়ে পিছিয়ে কেন? কারণ তুমার মধ্যে অন্যদের ...
04/12/2024

হাত, পা, চোখ, কান, নাক, মুখ এবং ভালো-মন্দ বুঝার ক্ষমতা থাকার পরও তুমি অন্যদের চেয়ে পিছিয়ে কেন? কারণ তুমার মধ্যে অন্যদের তুলনায় একটি জিনিস বেশি আছে। আর সেটি হলো তোমার অলসতা।

04/12/2024

ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে দিনের শুরু করতে পারেন।
সবাইকে শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন?

03/12/2024

বড়ছেলের বয়স যখন ১৬ বছর, তখন ছোট ছেলের বয়স ছিল ৮ বছর। বড় ছেলের বয়স ৩২ বছর হলে ছোট ছেলের বয়স কত? উত্তর দিবেন কমেন্টে।

03/12/2024

বিদ্যা অর্জন সহজ,
কিন্তু শিক্ষা অর্জন কঠিন।
বিদ্যা থাকে সনদে
আর শিক্ষা থাকে আচরণে।

নিজের বাস্তব জীবন থেকে অর্জিত শিক্ষা পৃথিবীর আর কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করা সম্ভব নয়। আরো একটি সুন্দর দিনের প্রত্য...
02/12/2024

নিজের বাস্তব জীবন থেকে অর্জিত শিক্ষা পৃথিবীর আর কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করা সম্ভব নয়। আরো একটি সুন্দর দিনের প্রত্যাশায় শুভ রাত্রি।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Zayed Husen UI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zayed Husen UI:

Videos

Share

Category