Latifia Media-লতিফিয়া মিডিয়া

  • Home
  • Latifia Media-লতিফিয়া মিডিয়া

Latifia Media-লতিফিয়া মিডিয়া An Islamic Tv Channel.

ফুলতলী কমপ্লেক্স জামে মসজিদ ঢাকায় আজকের জুমা পূর্ববর্তী আলোচনা ও খুতবা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম...
28/06/2024

ফুলতলী কমপ্লেক্স জামে মসজিদ ঢাকায় আজকের জুমা পূর্ববর্তী আলোচনা ও খুতবা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি হযরত মাওলানা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

২৮ জুন ২০২৪
শুক্রবার
ফুলতলী কমপ্লেক্স ঢাকা

27/06/2024

দেশের শিক্ষা ব্যবস্থা ও সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে মহান জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য,জননেতা Mawlana Husam Uddin Chowdhury Fultali MP মহোদয়।
(২৭ জুন, ২০২৪)

22/09/2023

শিক্ষা ব্যাবস্থা থেকে বৈষম্য দূর করার জন্য তালামীযে ইসলামিয়া যে আন্দোলন করে যাচ্ছে সে আন্দোলন থামাবার শক্তি কারো নাই| মাওলানা এম এ কাদির আল হাসান

09/04/2023

আমি জিম্মাদারির সাথে বলছি এই মঙ্গল শোভাযাত্রার প্রজ্ঞাপণ লাথি দিয়ে সরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
পারলে আমাকে রুখে দাড়িও প্রয়োজনে আবার বদরের যুদ্ধ হবে।
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

দরদী মুর্শিদ আমাদের❤️সারাটা দিন রোজা রেখে অসহায় মানুষের হাতে খাবার তুলে দিয়ে ক্লান্ত শরীর নিয়ে এই বয়সেও ইফতারের সময় সেচ্...
08/04/2023

দরদী মুর্শিদ আমাদের❤️

সারাটা দিন রোজা রেখে অসহায় মানুষের হাতে খাবার তুলে দিয়ে ক্লান্ত শরীর নিয়ে এই বয়সেও ইফতারের সময় সেচ্ছাসেবকদের সাথে নিয়ে মাটির আসনে ইফতার করতে বসে যান!

''এমন দরদী আমি দেখিনি কোথাও
মুরশিদ তোমার চেয়ে
শুনতে নসিহত পবিত্র সোহবত
এ মন চায় বারবার।
বড় ছাহেব বড় ছাহেব
ওগো প্রিয় মুরশিদ আমার।"

দয়াময় 🤲 আমাদের মুর্শিদের নেক হায়াত দান করুন। আমিন।

04/03/2023

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন
সিলেট আলিয়া ময়দান।

03/03/2023

আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন

02/03/2023

আগামীকাল আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতেছেন নেতৃবৃন্দ।

02/03/2023

আগামীকাল আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

02/03/2023

আশেকানে মুস্তফাকে বরণ করতে প্রস্তুত হচ্ছে সিলেট আলিয়া ময়দান।

Send a message to learn more

02/03/2023

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সরাসরি।
আগামী ৩ ও ৪ মার্চ আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলনের শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে

আলহামদুলিল্লাহ! আগামী ৩ ও ৪ মার্চ ২০২৩ আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলনের মুহতারাম অতিথিবৃন্দ সিলেট এসে পৌঁছেছেন।এসময় ...
01/03/2023

আলহামদুলিল্লাহ!
আগামী ৩ ও ৪ মার্চ ২০২৩ আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলনের মুহতারাম অতিথিবৃন্দ সিলেট এসে পৌঁছেছেন।
এসময় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান।

13/02/2023

দ্বীনি শিক্ষা, দাওয়াত ও সংগঠন শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য রাখছেন তরুণ গবেষক মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী

11/02/2023

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর নাম ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে| মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী, গবেষক এরফোর্ট ইউনিভার্সিটি জার্মান

02/02/2023

মন্ত্রীর মন্ত্রীত্তে থাকার অধিকার নাই অনতি বিলম্বে পদত্যাগ করুন| আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী

তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার কাউন্সিল সম্পন্নকুতুব ফরহাদ সভাপতি, শেখ রেদওয়ান সম্পাদকবাংলাদেশ আনজুমানে তালামীযে ই...
01/02/2023

তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার কাউন্সিল সম্পন্ন
কুতুব ফরহাদ সভাপতি, শেখ রেদওয়ান সম্পাদক

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সিলেট পশ্চিম জেলার সভাপতি কবির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ এর উপস্থাপনায় কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুস সামাদ আজাদ, অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের ও সদস্য মো. আবুল কাশেম।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. কুতুব আল ফরহাদকে সভাপতি, শেখ রেদওয়ান হোসেনকে সাধারণ সম্পাদক ও মাহবুব খাঁনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৩ সদস্য বিশিষ্ট সিলেট পশ্চিম জেলা শাখার কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন - সহ সভাপতি রেজাউল করিম, হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, খালেদ আহমদ, নাজমুল ইসলাম শিহাব, প্রচার সম্পাদক শেখ বিলাল আহমদ, সহ প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, রইছ উদ্দিন, অর্থ সম্পাদক ইমরান আহমদ সূফী, অফিস সম্পাদক মো. ফয়ছল ইসলাম, সহ অফিস সম্পাদক আব্দুল হান্নান, নুর হোসেন চৌধুরী, রেদ্বওয়ান রাজা, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমদ রাজন, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত জুম্মান, জুনেদ আহমদ, বায়জিদ আহমদ, মো. রুকন উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব হোসেন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম রাজন, ইমদাদুর রহমান মুক্তা, শরিফ মাহদী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সালাম, আল আমিন সুমন, মিজানুর রহমান, আব্দুল আহাদ। সদস্য - নিজাম উদ্দিন, সেলিম আহমদ, মাহবুবুর রহমান, শামসুল ইসলাম, আহকামুল ইসলাম, জুনায়েদ তালুকদার, জাকির হোসেন, তুহিন আহমদ, শুয়াইবুল ইসলাম, আশরাফুল হক চৌধুরী, ইউসুফ আলী খাঁন ও জুবায়ের আহমদ।

আলহামদুলিল্লাহমক্কা শরিফের সম্মানিত ইমাম শেখ আহমেদ বিন মুখতার ছাহেব হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ছাহেব কে উপহা...
01/02/2023

আলহামদুলিল্লাহ
মক্কা শরিফের সম্মানিত ইমাম শেখ আহমেদ বিন মুখতার ছাহেব হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ছাহেব কে উপহার প্রদান করছেন,

সৌদি আরবের জেদ্দা শহরের স্থানীয় হোটেলে আনজুমানে আল ইসলাহ জেদ্দা সৌদি আরব শাখা কর্তৃক আয়োজিত পবিত্র মিরাজুন্নবী [সা.] এর তাৎপর্য শীর্ষক সেমিনার,
বিশেষ অতিথি শেখ আহমেদ বিন মুখতার,
ইমাম - মাসজিদ আল হারাম মক্কা শরিফ,

জেদ্দা,সৌদি আরব
২৯.০১.২০২৩

01/02/2023

আমরা জানিয়ে দিতে চাই মাঠে আন্দোলনে আমাদের ভালো রেকর্ড আছে| শায়েখ মারজান আহমদ চৌধুরী ফুলতলী

Address


Alerts

Be the first to know and let us send you an email when Latifia Media-লতিফিয়া মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share