Latifia Media-লতিফিয়া মিডিয়া

Latifia Media-লতিফিয়া মিডিয়া An Islamic Tv Channel.

22/09/2023

শিক্ষা ব্যাবস্থা থেকে বৈষম্য দূর করার জন্য তালামীযে ইসলামিয়া যে আন্দোলন করে যাচ্ছে সে আন্দোলন থামাবার শক্তি কারো নাই| মাওলানা এম এ কাদির আল হাসান

09/04/2023

আমি জিম্মাদারির সাথে বলছি এই মঙ্গল শোভাযাত্রার প্রজ্ঞাপণ লাথি দিয়ে সরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
পারলে আমাকে রুখে দাড়িও প্রয়োজনে আবার বদরের যুদ্ধ হবে।
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

দরদী মুর্শিদ আমাদের❤️সারাটা দিন রোজা রেখে অসহায় মানুষের হাতে খাবার তুলে দিয়ে ক্লান্ত শরীর নিয়ে এই বয়সেও ইফতারের সময় সেচ্...
08/04/2023

দরদী মুর্শিদ আমাদের❤️

সারাটা দিন রোজা রেখে অসহায় মানুষের হাতে খাবার তুলে দিয়ে ক্লান্ত শরীর নিয়ে এই বয়সেও ইফতারের সময় সেচ্ছাসেবকদের সাথে নিয়ে মাটির আসনে ইফতার করতে বসে যান!

''এমন দরদী আমি দেখিনি কোথাও
মুরশিদ তোমার চেয়ে
শুনতে নসিহত পবিত্র সোহবত
এ মন চায় বারবার।
বড় ছাহেব বড় ছাহেব
ওগো প্রিয় মুরশিদ আমার।"

দয়াময় 🤲 আমাদের মুর্শিদের নেক হায়াত দান করুন। আমিন।

04/03/2023

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন
সিলেট আলিয়া ময়দান।

03/03/2023

আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন

02/03/2023

আগামীকাল আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতেছেন নেতৃবৃন্দ।

02/03/2023

আগামীকাল আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

02/03/2023

আশেকানে মুস্তফাকে বরণ করতে প্রস্তুত হচ্ছে সিলেট আলিয়া ময়দান।

Send a message to learn more

02/03/2023

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সরাসরি।
আগামী ৩ ও ৪ মার্চ আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলনের শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে

আলহামদুলিল্লাহ! আগামী ৩ ও ৪ মার্চ ২০২৩ আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলনের মুহতারাম অতিথিবৃন্দ সিলেট এসে পৌঁছেছেন।এসময় ...
01/03/2023

আলহামদুলিল্লাহ!
আগামী ৩ ও ৪ মার্চ ২০২৩ আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলনের মুহতারাম অতিথিবৃন্দ সিলেট এসে পৌঁছেছেন।
এসময় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান।

13/02/2023

দ্বীনি শিক্ষা, দাওয়াত ও সংগঠন শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য রাখছেন তরুণ গবেষক মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী

11/02/2023

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর নাম ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে| মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী, গবেষক এরফোর্ট ইউনিভার্সিটি জার্মান

02/02/2023

মন্ত্রীর মন্ত্রীত্তে থাকার অধিকার নাই অনতি বিলম্বে পদত্যাগ করুন| আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী

তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার কাউন্সিল সম্পন্নকুতুব ফরহাদ সভাপতি, শেখ রেদওয়ান সম্পাদকবাংলাদেশ আনজুমানে তালামীযে ই...
01/02/2023

তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার কাউন্সিল সম্পন্ন
কুতুব ফরহাদ সভাপতি, শেখ রেদওয়ান সম্পাদক

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সিলেট পশ্চিম জেলার সভাপতি কবির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ এর উপস্থাপনায় কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুস সামাদ আজাদ, অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের ও সদস্য মো. আবুল কাশেম।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. কুতুব আল ফরহাদকে সভাপতি, শেখ রেদওয়ান হোসেনকে সাধারণ সম্পাদক ও মাহবুব খাঁনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৩ সদস্য বিশিষ্ট সিলেট পশ্চিম জেলা শাখার কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন - সহ সভাপতি রেজাউল করিম, হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, খালেদ আহমদ, নাজমুল ইসলাম শিহাব, প্রচার সম্পাদক শেখ বিলাল আহমদ, সহ প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, রইছ উদ্দিন, অর্থ সম্পাদক ইমরান আহমদ সূফী, অফিস সম্পাদক মো. ফয়ছল ইসলাম, সহ অফিস সম্পাদক আব্দুল হান্নান, নুর হোসেন চৌধুরী, রেদ্বওয়ান রাজা, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমদ রাজন, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত জুম্মান, জুনেদ আহমদ, বায়জিদ আহমদ, মো. রুকন উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব হোসেন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম রাজন, ইমদাদুর রহমান মুক্তা, শরিফ মাহদী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সালাম, আল আমিন সুমন, মিজানুর রহমান, আব্দুল আহাদ। সদস্য - নিজাম উদ্দিন, সেলিম আহমদ, মাহবুবুর রহমান, শামসুল ইসলাম, আহকামুল ইসলাম, জুনায়েদ তালুকদার, জাকির হোসেন, তুহিন আহমদ, শুয়াইবুল ইসলাম, আশরাফুল হক চৌধুরী, ইউসুফ আলী খাঁন ও জুবায়ের আহমদ।

আলহামদুলিল্লাহমক্কা শরিফের সম্মানিত ইমাম শেখ আহমেদ বিন মুখতার ছাহেব হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ছাহেব কে উপহা...
01/02/2023

আলহামদুলিল্লাহ
মক্কা শরিফের সম্মানিত ইমাম শেখ আহমেদ বিন মুখতার ছাহেব হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ছাহেব কে উপহার প্রদান করছেন,

সৌদি আরবের জেদ্দা শহরের স্থানীয় হোটেলে আনজুমানে আল ইসলাহ জেদ্দা সৌদি আরব শাখা কর্তৃক আয়োজিত পবিত্র মিরাজুন্নবী [সা.] এর তাৎপর্য শীর্ষক সেমিনার,
বিশেষ অতিথি শেখ আহমেদ বিন মুখতার,
ইমাম - মাসজিদ আল হারাম মক্কা শরিফ,

জেদ্দা,সৌদি আরব
২৯.০১.২০২৩

01/02/2023

আমরা জানিয়ে দিতে চাই মাঠে আন্দোলনে আমাদের ভালো রেকর্ড আছে| শায়েখ মারজান আহমদ চৌধুরী ফুলতলী

27/01/2023

🔴লাইভ
সুইডেনে ইসলাম বিদ্বেষী উগ্রবাদী কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে তালামীযের বিক্ষোভ মিছিল

26/01/2023

পাঠ্যপুস্তকে ডারউইনের বিবর্তনবাদের মতবাদ যোগ করা কোনো মুসলমান মেনে নিতে পারে না| মাওলানা লুৎফুর রহমান সিরাজী,সভাপতি বালাগনজ উপজেলা আল ইসলাহ

17/01/2023

আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় সাহেব কিবলাহ সম্পর্কে যা বললেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

16/01/2023

আমরা পীরাকির ব্যবসা করি না আমাদেরকে বাজারের পীর বানাবেন না | আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

15/01/2023

আমি ৯২ ভাগ ছাত্রদের অভিভাবক হয়ে এসেছি মুসলমানদের সন্তানদের নাস্তিক বানানোর লাইসেন্স জনগন কোনো সরকারকে দেয়নি| শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ের পর যা বললেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

15/01/2023

লাইভ
তালিম তরবিয়ত প্রদান করছেন আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় সাহেব কিবলাহ ফুলতলী

14/01/2023

যখন অন্ধকারে এই পাপীর কবর অন্ধকারাচ্ছন্ন থাকবে আপনার নুর দিয়ে আমার অন্ধকার কবর আলোকিত করুন ইয়া রাসুল সাঃ।
যে নাত শুনে কাঁদলেন আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী

প্রধানমন্ত্রীর সাথে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী'র মতবিনিময়: দাবী পূরণের আশ্বাসনতুন শিক্ষাক্রমের অসঙ্গতি ও পাঠ্যপু...
12/01/2023

প্রধানমন্ত্রীর সাথে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী'র মতবিনিময়: দাবী পূরণের আশ্বাস

নতুন শিক্ষাক্রমের অসঙ্গতি ও পাঠ্যপুস্তকে উল্লেখিত কুরআন-সুন্নাহ বিরোধী ও আপত্তিকর বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। আজ ১২ জানুয়ারি, বৃহস্পতিবার এক প্রতিনিধিদল নিয়ে প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে তিনি মাদরাসার জন্য স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন, সাধারণ বিষয়সংখ্যা কমিয়ে ১০০০ নম্বর নির্ধারণ, স্বকীয়তা রক্ষা, পাঠ্যপুস্তক সংশোধনসহ বিবিধ দাবি উপস্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী মনযোগ সহকারে বক্তব্য শুনেছেন, পাঠ্যপুস্তকের অসঙ্গতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেছেন। সাথে সাথে তিনি মাদরাসা শিক্ষার স্বকীয়তা রক্ষার প্রতি গুরুত্বও প্রদান করেছেন।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.খ.ম আবূ বকর সিদ্দীক, ফরিদগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান।

12/01/2023

শিক্ষাব্যবস্থা নিয়ে চক্রান্ত মেনে নেওয়া যাবে না| আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

আজ বুধবার, আবারও রোহিঙ্গা শরণার্থীদের পাশে ভালোবাসা নিয়ে হাজির যুগের হাতেম তাঈ হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব...
11/01/2023

আজ বুধবার, আবারও রোহিঙ্গা শরণার্থীদের পাশে ভালোবাসা নিয়ে হাজির যুগের হাতেম তাঈ হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলী। সাথে আছেন হযরত বড় ছাহেব কিবলার দুই সুযোগ্য ছাহেবজাদা মাওলানা গুফরান আহমদ চৌধুরী এবং মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা।

১১ জানুয়ারি ২০২৩

বাংলাদেশী মুসলিম কমিউনিটি ইউকের আয়োজনে গতকাল বার্মিংহামের একটি অভিজাত কনফারেন্স হলে “বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও...
10/01/2023

বাংলাদেশী মুসলিম কমিউনিটি ইউকের আয়োজনে গতকাল বার্মিংহামের একটি অভিজাত কনফারেন্স হলে “বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও নৈতিকতা বিবর্জিত পাঠ্যপুস্তক প্রণয়ন: ভবিষ্যৎ জাতি গঠনে এর প্রভাব এবং আমাদের করণীয়” শীর্ষক সর্বদলীয় গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্য রাখেন, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স বার্মিংহামের চেয়ারম্যান ও আনজুমানে আল ইসলাহ মিডল্যান্ডস ডিভিশনের চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসান।

সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টার বার্মিংহামের পরিচালক আলহাজ্জ হাফিজ সাব্বির আহমদের পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ্ব জসিম উদ্দিন সহ বাংলাদেশী মুসলিম কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ।

৯ জানুয়ারি ২০২৩ ইং, সোমবার, বার্মিংহাম, ইউকে।

05/01/2023

প্রস্তুত হচ্ছে বালাই হাওর
আগামী ১৫ ই জানুয়ারি যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ রহ. এর ইসালে সাওয়াব উপলক্ষে বালাই হাওরে প্রস্তুত হচ্ছে সামিয়ানা

03/01/2023

নতুন বই নিয়ে যা বললেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

26/12/2022

আপনার অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে 🥰
আল্লাহু আকবার,মনছুয়ে যাবে যে তেলাওয়াত

Address

Office: Hazi Nawab Ali Market (1st Floor) Bissow Road, Subhanighat
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Latifia Media-লতিফিয়া মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category