Rpm's Zone

Rpm's Zone Allahu Akbar ❤️

I'm kichu meye 😐
09/01/2025

I'm kichu meye 😐

প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে থাকে প্রকৃতির ভাষা,  যা তার সৌন্দর্য দিয়ে অনুভূতি প্রকাশ করে।🥰
16/12/2024

প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে থাকে প্রকৃতির ভাষা, যা তার সৌন্দর্য দিয়ে অনুভূতি প্রকাশ করে।🥰

মেঘ মাথায় নিয়ে স্রষ্টার সৃষ্টি দেখার স্বাদ আমার আজন্ম 💭যদিও আমি মেঘের উপর থেকে ছবিটি তুলছি  😁
06/12/2024

মেঘ মাথায় নিয়ে স্রষ্টার সৃষ্টি দেখার স্বাদ আমার আজন্ম 💭
যদিও আমি মেঘের উপর থেকে ছবিটি তুলছি 😁

😑
03/11/2024

😑

27/09/2024

লাব্বাঈক ইয়া রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

"হে রাসূল (صلى الله عليه وسلم)
যারা আপনার ইজ্জতে আঘাত করে।
এই দু*নিয়ায় তার বেঁ*চে থাকার কোনো অধিকার নাই।
আর আপনার অপমানে যে নীরব থাকে,
সে আপনার উম্মত দাবি করার অধিকার নেই৷

শা'তি'মের একমাত্র শাস্তি শির'শ্ছেদ, সে তওবা করলেও।

বিঃদ্রঃ বাংলাদেশের মিডিয়াদের এ বিষয়ে তেমন কোনো কভারেজ নেই। চলুন আমরাই মিডিয়ার দায়িত্ব পালন করি।

বিস্তারিত জানতে হ্যাশট্যাগে ট্যাপ করুন

কারো ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোন ধরণের সম্পর্কই গড়ে তোলা যায় না !!মাঝে মাঝে এক ধরণের প্রশ্ন শোনা যায়ঃ"কি কি করলে ওকে পটা...
21/09/2024

কারো ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোন ধরণের সম্পর্কই গড়ে তোলা যায় না !!
মাঝে মাঝে এক ধরণের প্রশ্ন শোনা যায়ঃ
"কি কি করলে ওকে পটানো যাবে ??"
অথবা
"ওর জন্য এত কিছু করলাম, তাও ওর মন গললো না ??"
অনুভূতির ব্যাপারগুলো এত সস্তা না...
আপনি কাউকে দামী গিফট দিলেন, তার প্রিয় রঙ, প্রিয় খাবার জেনে নিয়ে সেগুলা দিলেন, সে যা যা পছন্দ করে সেই অনুযায়ী কথা বললেন, কাজ করলেন আর ভেবে বসলেন যে এতেই সে আপনাকে ভালোবেসে ফেলবে, এটা খুবই ভুল ধারণা !!
বছরের পর বছর কারো সাথে সুসম্পর্ক থাকার পরেও তার প্রতি ভালোবাসা জন্মায় না, আবার খুব অল্প সময়েই কারো প্রতি তীব্র অনুভূতি জন্মে যায়! এই ব্যাপারটা ন্যাচারাল। এই কানেকশনটা মন থেকে আসে !!
ছেলে-মেয়ে নির্বিশেষে আমি এমন কিছু মানুষকে দেখেছি, যারা জোর করে ভালোবাসা আদায় করতে চায়। জোর করে ভালোবাসা আদায় করার বেশ কিছু পদ্ধতি আছে !!
এক শ্রেণীর মানুষ ইমোশনাল ব্ল্যাকমেইলিং করে ইমোশনাল কথাবার্তা থেকে শুরু করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়া কিছুই বাদ থাকে না !!
কেউ আপনার সামনে পাগলের মত কাঁদতে থাকলে, মানবিকতার খাতিরেও আপনি একটু নরম হবেন, আপনার মনে একটু মায়া জন্মাবে। এরা এইভাবেই ভালোবাসা আদায় করতে চায়। আফসোস, এরা করুণা কিংবা সিমপ্যাথি ছাড়া আর কিছুই পায় না !!
আরেক শ্রেণীর মানুষ আত্মহত্যার হুমকি দিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে ভালোবাসা আদায় করতে চায়। প্রতিনিয়ত এরা মানসিকভাবে অত্যাচার করতে থাকে। ফোনে, মেসেজে অথবা সামনা সামনি চলতে থাকে এই অত্যাচার !!
এই ব্ল্যাকমেইলিং বা অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকে সম্পর্কে রাজিও হয়ে যায় কিন্তু বাজি ধরে বলে দিতে পারি, এই সম্পর্ক কখনোই টিকে না !!
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, একসময় একজনের প্রতি আমারও ভালোলাগা কাজ করতো যখন উপলব্ধি করলাম, আমি যেভাবে মানুষটাকে Treat করি, বিপরীত দিক থেকে মানুষটা আমাকে ঐভাবে Treat করে না, পুরো ব্যাপারটাই একপাক্ষিক অনুভূতি, আমি তখন চুপ করে সরে আসি !!
হ্যাঁ সরে আসাটা কষ্টের, খুব কঠিন কাজ কিন্তু অসম্ভব না। একপাক্ষিক অনুভূতির বেলায় আপনি যতদিন মানুষটার সাথে কানেকটেড থাকবেন, আপনার কষ্ট বাড়তে থাকবে, সমস্যাও বাড়তে থাকবে। এই সমস্যার একটাই সমাধান, মনটাকে শক্ত করে সরে আসা !!
প্রথমদিকে খারাপ লাগবে, যত সময় গড়াবে খারাপ লাগাটা কমে যাবে।
Time heals everything !!
যে আপনাকে ভালোবাসে না, যে আপনাকে মুখের উপর 'না' বলে দিয়েছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা বোকামি।

Ekti abeg er nam   😍
20/09/2024

Ekti abeg er nam 😍

চাঁদটা আমার ভীষণ পছন্দের 😍
19/09/2024

চাঁদটা আমার ভীষণ পছন্দের 😍

আমার পছন্দের হেয়ার স্টাইল 😌😌
15/09/2024

আমার পছন্দের হেয়ার স্টাইল 😌😌

ইদানিং আমার রুম🔥🔥
13/09/2024

ইদানিং আমার রুম🔥🔥

Address

Sylhet Sadar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rpm's Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rpm's Zone:

Videos

Share