21/09/2024
কারো ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোন ধরণের সম্পর্কই গড়ে তোলা যায় না !!
মাঝে মাঝে এক ধরণের প্রশ্ন শোনা যায়ঃ
"কি কি করলে ওকে পটানো যাবে ??"
অথবা
"ওর জন্য এত কিছু করলাম, তাও ওর মন গললো না ??"
অনুভূতির ব্যাপারগুলো এত সস্তা না...
আপনি কাউকে দামী গিফট দিলেন, তার প্রিয় রঙ, প্রিয় খাবার জেনে নিয়ে সেগুলা দিলেন, সে যা যা পছন্দ করে সেই অনুযায়ী কথা বললেন, কাজ করলেন আর ভেবে বসলেন যে এতেই সে আপনাকে ভালোবেসে ফেলবে, এটা খুবই ভুল ধারণা !!
বছরের পর বছর কারো সাথে সুসম্পর্ক থাকার পরেও তার প্রতি ভালোবাসা জন্মায় না, আবার খুব অল্প সময়েই কারো প্রতি তীব্র অনুভূতি জন্মে যায়! এই ব্যাপারটা ন্যাচারাল। এই কানেকশনটা মন থেকে আসে !!
ছেলে-মেয়ে নির্বিশেষে আমি এমন কিছু মানুষকে দেখেছি, যারা জোর করে ভালোবাসা আদায় করতে চায়। জোর করে ভালোবাসা আদায় করার বেশ কিছু পদ্ধতি আছে !!
এক শ্রেণীর মানুষ ইমোশনাল ব্ল্যাকমেইলিং করে ইমোশনাল কথাবার্তা থেকে শুরু করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়া কিছুই বাদ থাকে না !!
কেউ আপনার সামনে পাগলের মত কাঁদতে থাকলে, মানবিকতার খাতিরেও আপনি একটু নরম হবেন, আপনার মনে একটু মায়া জন্মাবে। এরা এইভাবেই ভালোবাসা আদায় করতে চায়। আফসোস, এরা করুণা কিংবা সিমপ্যাথি ছাড়া আর কিছুই পায় না !!
আরেক শ্রেণীর মানুষ আত্মহত্যার হুমকি দিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে ভালোবাসা আদায় করতে চায়। প্রতিনিয়ত এরা মানসিকভাবে অত্যাচার করতে থাকে। ফোনে, মেসেজে অথবা সামনা সামনি চলতে থাকে এই অত্যাচার !!
এই ব্ল্যাকমেইলিং বা অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকে সম্পর্কে রাজিও হয়ে যায় কিন্তু বাজি ধরে বলে দিতে পারি, এই সম্পর্ক কখনোই টিকে না !!
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, একসময় একজনের প্রতি আমারও ভালোলাগা কাজ করতো যখন উপলব্ধি করলাম, আমি যেভাবে মানুষটাকে Treat করি, বিপরীত দিক থেকে মানুষটা আমাকে ঐভাবে Treat করে না, পুরো ব্যাপারটাই একপাক্ষিক অনুভূতি, আমি তখন চুপ করে সরে আসি !!
হ্যাঁ সরে আসাটা কষ্টের, খুব কঠিন কাজ কিন্তু অসম্ভব না। একপাক্ষিক অনুভূতির বেলায় আপনি যতদিন মানুষটার সাথে কানেকটেড থাকবেন, আপনার কষ্ট বাড়তে থাকবে, সমস্যাও বাড়তে থাকবে। এই সমস্যার একটাই সমাধান, মনটাকে শক্ত করে সরে আসা !!
প্রথমদিকে খারাপ লাগবে, যত সময় গড়াবে খারাপ লাগাটা কমে যাবে।
Time heals everything !!
যে আপনাকে ভালোবাসে না, যে আপনাকে মুখের উপর 'না' বলে দিয়েছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা বোকামি।