Suhed

Suhed এইখানে একনায়কতন্ত্র চলে,,,,��

26/08/2024

"চারদিনের জন্য আয়ু নিয়ে এসেছিলাম দু'দিন কাটলো প্রত্যাশায়, দু'দিন অপেক্ষায়.

#বাহদুর শাহ জাফর

16/08/2024

এই মদের গ্লাস থেকে তোমার স্মৃতি মুছে যাওয়ার আগে তুমি পালিয়ে যা-ও৷ 💔

15/08/2024

ছবির এই নারীর নাম ডা: মৌমিতা দেবনাথ, ভারতের পশ্চিমবঙ্গের RG Kar Medical College এর ৩০ বছর বয়সী একজন চিকিৎসক।

টানা ৩৬ ঘন্টার অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এ সময় তার কলিগ মেয়ে বন্ধুর সাহায্যে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। নির্মম সেই মৃত্যুকে হাসপাতাল কর্তৃপক্ষ চালিয়ে দিতে চাইল আত্মহত্যা বলে।

মৌমিতার সারা দেহে পৈশাচিক, বর্বর আঘাতের চিহ্ন রয়েছে। দীর্ঘক্ষণ হাত দিয়ে গলা চেপে ধরায় তার দু চোখ বেয়ে রক্ত বেরিয়ে এসেছিলো। পুরো দেহে পাওয়া গিয়েছে ১১৩ টি মানুষের কামড়ের দাগ, যে কামড় মানুষরুপী হিংস্র শকুনিরা তাদের পৈশাচিক আনন্দে উপভোগ করেছিলো।

১৫০ গ্রাম সিমেন (বীর্য) পাওয়া যায় মৌমিতার দেহে, প্রাপ্ত ফ্লুইডের পরিমান অনুযায়ী ধারণা করা হয় কমপক্ষে ১৮-২০ জন কাপুরুষ তাকে গণধর্ষণ করে।

এমন পৈশাচিক গণধর্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলো মেডিকেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কর্তৃপক্ষের এই অন্যায়ের প্রতিবাদ যারা করতে গিয়েছেন তাদেরকেও ক্ষমতার জোরে শাসিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার।

জাস্ট একবার ভাবুন, কতটা সময় ধরে মেয়েটার গলায় চেপে ধরার কারনে তার চোখের মনি ভেদ করে রক্ত বেরিয়ে আসে!!

একটাবার ভাবুন, কতটা পরিমানের অমানুষ হলে নিজে মেয়ে হয়ে অন্য মেয়ের হাত চেপে ধরে ১৮-২০ জনকে দিয়ে নিজের মেয়ে কলিগকে ধর্ষণ করাতে পারে!!

ভাবা যায়- কতটা হিংস্র ও জানোয়ার হলে একটা মেয়ের শরীরে ১১৩ টা কামড় বসাতে পারে?

ভারতে গণধর্ষণের ঘটনা অহরহই ঘটে, কিন্তু মৌমিতার এই ঘটনা সকল বিভৎসতাকে হার মানিয়েছে। পৃথিবীতে একই সময়ে একজন নারীর উপর এমন বিভৎস নির্যাতন অন্য কোথাও হয়েছে বলে আমার জানা নেই।

মৌমিতার বিভৎসতার পক্ষে যারা সাফাই গাইছে বা গাইবে তারা প্রত্যেকেই সাক্ষাৎ রক্তচোষা ডাইনি।যারা এই ঘটনাকে ভিন্নখাতে নিয়ে যেতে চাইবে তারা শুধু ভারতেই নয় সমগ্র পৃথিবীর জন্য ক্ষতিকর।

মৌমিতা আমার আত্মীয় কিংবা পরিচিত কেহ নয়, কিন্তু আজ থেকে আমি মৌমিতার ভাই। মৌমিতা আমার বোন। আমি আমার বোনের উপর জুলুম ও নির্যাতনের কঠিন বিচার চাই। যারা আমার বোনকে হত্যা করেছে তাদের প্রত্যেকের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।




#মৌমিতা

WE DEMAND JUSTICE FOR MOUMITA DEVNATH!!

রাজধানীর চানখারপুল এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রোকন বিশ্বাস। স্ত্রীর থ্রি-পিস পড়ে পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর হাতে...
12/08/2024

রাজধানীর চানখারপুল এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রোকন বিশ্বাস। স্ত্রীর থ্রি-পিস পড়ে পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর হাতে আটক।

জয় বাংলা৷

12/08/2024

আপনি কিছু শুরু করার আগেই একদল মানুষ আপনাকে৷
নিরুৎসাহিত ভয়, তিরস্কার হাসিঠাট্টা তামাশা করবে, এটাই তাদের ধর্ম৷

স্বৈরাচারী প্রেমিকা৷ 💔
12/08/2024

স্বৈরাচারী প্রেমিকা৷ 💔

11/08/2024

অনেক দিন পর বন্ধুর সাথে দেখা৷ 🤣🤣

31/07/2024

চাইছিলাম শহরে ছোট একটা সংসার হোক আমাদের৷

কিন্তু রাস্ট্রের অটোমেটিক রাইফেল গুলিতে হারালাম আমার সন্তান৷

30/07/2024

পৃথিবীর যত গোলাপ ফুল ফোটে,
তার লাল বর্ণ আমাদের রক্ত।
তার সুগন্ধ আমাদের নি:শ্বাস বায়ু
কবি আল মাহমুদ

29/07/2024

রক্তাক্ত লাশ যখন ঘৃণা করবে তোমাদের৷

হাশরের ময়দানে তোমরা দাঁড়াবে কিভাবে?

28/07/2024

এই ব্যার্থ মিছিলে ক্লান্ত দেহো নিয়ে, আমাদের হয়তো বেঁচে থাকতে লজ্জা হবে৷ আমাদের হয়তো আর চোঁখে চোঁখ রাখা হবে না৷

এতো ক্লান্তি নিয়ে নিশিযাপন করছি, এতো তাজা বুলেট দিয়ে ছাড়ানো তাজা রক্তের সুভাষ মিষে গেছে যে গোলাপে সেই গোলাপ আর তোমাকে দেওয়া হবে না৷

16/07/2024

আমাদের দেহ ক্ষত-বিক্ষত,
আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মূতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত,
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু।

~আল মাহমুদ

এই মুহুর্তে দেশের সব মিডিয়ায় উচিৎ ঢাকা মেডিকেলে তাদের ক্যামেরা নিয়ে যাওয়া। মারাত্মক আহত ছাত্রছাত্রীরা কীভাবে কাতরাচ্ছে এ...
15/07/2024

এই মুহুর্তে দেশের সব মিডিয়ায় উচিৎ ঢাকা মেডিকেলে তাদের ক্যামেরা নিয়ে যাওয়া। মারাত্মক আহত ছাত্রছাত্রীরা কীভাবে কাতরাচ্ছে একের পর এক বড় বড় জখম নিয়ে, সেই দৃশ্য পুরো দেশবাসীর সামনে তুলে ধরার দায়িত্ব কিন্তু মূলধারার মিডিয়ায়। যা খবর পেলাম, ঢাকা মেডিকেলের ভেতর ভয়াবহ অবস্থা এখন। এমনকি ঢাকা মেডিকেলের ভেতরও নাকি আক্রমণকারীরা টার্গেট করে ঝাঁপিয়ে পড়ার চেষ্টায় আছে।

10/07/2024

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Suhed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suhed:

Videos

Share