Channel Desh Sylhet

Channel Desh Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Channel Desh Sylhet, News & Media Website, Sylhet.

23/04/2024

ভারতের জীবনজ্যোতি হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য (০২)

23/04/2024

ভারতের জীবনজ্যোতি হাসপাতাল সম্পর্কে বলছেন কর্তৃপক্ষ (০১).

23/04/2024

সিলেটে বৈশাখী মেলা ১৪৩১ (০৪)

23/04/2024

সিলেটে বৈশাখী মেলা ১৪৩১ (০৩)

22/04/2024

সিলেটে বৈশাখী মেলা ১৪৩১ (০২)

22/04/2024

সিলেটে বৈশাখী মেলা ১৪৩১ (০১)

উপবাসের ইবাদতি শেষেইফতারিতে সেলফিবাজীচলছে দারুন হেসে।  কর্মস্থল সিলেট প্রতিদিনে আমাদের ইফতার।  সবার জন্য শুভকামনা।  শুভর...
14/03/2024

উপবাসের ইবাদতি শেষে
ইফতারিতে সেলফিবাজী
চলছে দারুন হেসে।

কর্মস্থল সিলেট প্রতিদিনে আমাদের ইফতার।

সবার জন্য শুভকামনা।

শুভরাত্রি
১৪.০৩.২৪

বুনন'র যুদ্ধ বিরোধী সংখ্যা।ধন্যবাদ, বুনন সম্পাদক অধ্যাপক কবি খালেদ ভাইকে।শুভবিকেল২৭.০২.২৪
27/02/2024

বুনন'র যুদ্ধ বিরোধী সংখ্যা।

ধন্যবাদ, বুনন সম্পাদক অধ্যাপক কবি খালেদ ভাইকে।

শুভবিকেল
২৭.০২.২৪

08/02/2024

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ ....

13/11/2023

লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহজাহান চিশতির মৃত্যু

সৃষ্টি আর ধ্বংসের মাঝামাঝি দাঁড়িয়েএনামুল কবীরএকদিন কোলাহল থেমে যাবে জানিক্লান্তিরা পালাবে বহুদূর, চীরকালবয়ে চলা নদীটাও এ...
10/04/2023

সৃষ্টি আর ধ্বংসের মাঝামাঝি দাঁড়িয়ে
এনামুল কবীর

একদিন কোলাহল থেমে যাবে জানি
ক্লান্তিরা পালাবে বহুদূর, চীরকাল
বয়ে চলা নদীটাও একদিন হারিয়ে যাবে
মৃত্তিকা গিলে খাবে, খেয়েছে যেমন যুগেযুগে
তেমনি হারাবে আরও কতশতো!

আমাদের এই সোনালী রূপালী বা
শোকার্ত দিনগুলো ফিরবে
নবনব রূপে, নবচেতনায় রাঙাবে বা ভাসাবে
আরও কত প্রস্ফুটিত প্রাণ।

সৃষ্টি আর ধ্বংসের মাঝামাঝি দাঁড়িয়ে আজ
এসো আমরা সত্যের জয়গানে মুখরিত করি
জগৎ সংসার।।

শুভরাত্রি
১১.০৪.২৩

এনামুল কবীরের‘প্রণয় বিলাপ’থেকেশিল্পীশিল্পী মানে এমন যেজন বিশেষ গুণে গুণীশিল্পী মানে উদার হৃদয় ভালবাসার খনি।কেউবা আছেন কথ...
09/04/2023

এনামুল কবীরের

‘প্রণয় বিলাপ’

থেকে

শিল্পী

শিল্পী মানে এমন যেজন বিশেষ গুণে গুণী
শিল্পী মানে উদার হৃদয় ভালবাসার খনি।

কেউবা আছেন কথা শিল্পী, কেউবা আছেন বাক
কেউবা আবার চিত্রশিল্পী, ভিশন নাম ডাক।

কেউবা আছেন নাট্য শিল্পী, কেউবা আবার কণ্ঠ
কেউবা আছেন কারুশিল্পী, কেউবা আবার ভন্ড।

কেউবা আছে নৃত্যশিল্পী, কেউবা চলচ্চিত্র
কেউবা আবার শব্দ শিল্পী সবার প্রিয় মিত্র।

শিল্পী মানে শিল্পস্রষ্ঠা সবাই জানে ভাই
আমি কেমন শিল্পী হবো, ভাবনাজুড়ে তাই!
০৫.১০.১২

শুভরাত্রি
০৯.০৪.২৩

‘প্রণয় বিলাপ’ থেকে ‘জলভিখারী’জীবনের খুব লম্বা একটা সময় বাংলার রাস্তাঘাট ঘুরতে ঘুরতেই আমার কেটেছে। ওই সময়টাতে আমার কিছু ল...
07/04/2023

‘প্রণয় বিলাপ’ থেকে ‘জলভিখারী’

জীবনের খুব লম্বা একটা সময় বাংলার রাস্তাঘাট ঘুরতে ঘুরতেই আমার কেটেছে। ওই সময়টাতে আমার কিছু লেখা নিয়ে ‘প্রণয় বিলাপ’ নামক একটা পাণ্ডুলিপি প্রস্তুত করেছিলাম। ছাপানো আর হয়নি। হবে? জানিনা। ওই পাণ্ডলিপি থেকে সময় সুযোগ মতো ছড়া বা কবিতা এখন নিজের টাইমলাইনেই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে আমার ফেসুবক পেইজ ‘দেশ সিলেটে’ও। আজ থেকেই শুরু....।

জলভিখারী

আমি ছিলাম জলভিখারী
তুমি মহারাণী
দিয়েছিলে একটু ছোঁয়া
দাওনি কোন বাণী।
আমি ছিলাম প্রেমপিয়াসী
তৃষ্ঞাকাতর মন
তুমি ছিলে তোমার মত
দূরের কোনোজন।।

শুভরাত্রি
০৮.০৪.২৩

মেয়র আরিফের বাড়ির সামনেই সিসিক’র মরণফাঁদএনামুল কবীর :: সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকা- নিয়ে সমালোচনা নতুন নয়। অনেক ...
05/04/2023

মেয়র আরিফের বাড়ির সামনেই সিসিক’র মরণফাঁদ

এনামুল কবীর :: সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকা- নিয়ে সমালোচনা নতুন নয়। অনেক পুরানো। বিশেষ করে কাজে সমন্বয়হীনতার কারণে নাগিরক দুর্ভোগ দিনেদিনে বেড়েই চলেছে। এই দুর্ভোগ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে নগরজুড়ে থাকা অসংখ্য গর্ত আর খানাখন্দ। নগরবাসী দুঃখ করে এগুলোকে বলেন মরণফাঁদ। এবার স্বয়ং মেযর আরিফুল হক চৌধুরীর বাড়ির সামনে দেখা মিলেছে এমন একটা মরণফাঁদের।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাড়ি নগরীর কুমারপাড়ায়। তার বাড়ি থেকে বেরিয়ে নয়াসড়কমুখী রাস্তার প্রায় মাঝামাঝি, কুমারপাড়া পয়েন্টে বেশ বড়সড়ো একটা গর্ত দেখা যাচ্ছে অনেক দিন ধরে।

একটা খুব গুরুত্বপূর্ণ রাজপথে প্রায় ইঞ্চিদেড়েক গভীর ও কয়েক ফুট চওড়া এ গর্তের কারণে এই এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে। এছাড়া অনেকসময় যানবাহনের গতি কমাতে গিয়ে ধাক্কাধাক্কিও লাগছে। রাতে প্রায়ই পথচারীরা হোঁচট খেয়ে আহত হচ্ছেন। প্রায়ই রিকশা থেকে ছিটকে পড়ে আহত হচ্ছেন অনেক যাত্রী। ছোটোখাটো দুর্ঘটনা প্রতিদিনই লেগেই থাকছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অনেক দিন ধরেই এই গর্ত তার অস্তিত্ব ঘোষণা করে চললেও এদিকে নজর নেই কারও। স্বয়ং মেয়র আরিফুল হক চৌধুরী তার বাসা থেকে বেরিয়ে এই রাস্তা ধরেই এগিয়ে যান বিভিন্ন গন্তব্যে। কিন্তু এতবড় গর্তটা তার নজরেও পড়েছে বলে মনে হচ্ছেনা। পড়লে নিশ্চিয়ই তিনি কোন ব্যবস্থা নিতেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা গেছে, এ ব্যাপারে মেয়র আরিফ এবং স্থানীয় কাউন্সিলরকে বারবার অবগত করা হলেও তারা কোন ব্যবস্থাই নিচ্ছেন না। কেউকেউ বলছেন, দু’একটা প্রাণ না যাওয়া পর্যন্ত সিসিক নামক কুম্ভকর্ণের ঘুম আর ভাঙবে বলে মনে হয়না।

মেয়র আরিফুল হক চৌধুরী এখন লন্ডন সফরে। আর স্থানীয় ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ না করায়, কবে তাদের নিদ্রাভঙ্গ হবে সে সম্বন্ধে কিছুই জানা যায়নি।

17/04/2022

Address

Sylhet
3100

Telephone

+8801733975085

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel Desh Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel Desh Sylhet:

Videos

Share