31/10/2022
“আশা ও কিছু কথা”
----
বিশ্বনাথ পৌরসভা ৪ নং ওয়ার্ড পৌর শহর এর পরেই একটা অসাধারণ প্রাকৃতিক সামাজিক ও রাজনৈতিক সৌন্দর্য বহন করে ১৭ টা গ্রাম নিয়া ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ।
দল মত নির্বিশেষ এলাকার সর্বসাধারণের অক্লান্ত পরিশ্রম,একতা ও নিষ্ঠার সাথে কাজ করায় এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। যাহা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুফল বহন করছে এবং করবে। অত্র এলাকার সার্বিক উন্নয়নে নিয়োজিত সম্মানিত দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি সালাম, শ্রদ্ধা ও অভিবাদন !
নব গঠিত বিশ্বনাথ পৌরসভা ৪ নং ওয়ার্ড কালিগন্জ বাজার মূল কেন্দ্রবিন্দু অতি পুরোনো একটা বাজার । অত্র এলাকা ছাড়াও পাশের উসমানী নগর উপজেলার কিছু অংশের সাধারণ জনগণের সংযোগ ও কেন্দ্রবিন্দু।
সিলেট→রশিদপুর থেকে জগন্নাথপুর সড়ক যোগাযোগ ব্যবস্থা। মাদাই বিল/ছোট হাওয়রে কালবার্ট ও বাজারে পাশ দিয়া বাসীয়া নদী উপর ব্রিজ সেতুবন্ধ প্রধান যোগাযোগ মাধ্যম।
এপার-ওপার-মাদাই ওপার নিয়া ১৭ টা গ্রাম, কালিগন্জ বাজার ব্রিজ, মাদাই বিল ছোট কালবার্ট অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য ভরপুর।
ওয়ার্ডের আওতা ভুক্ত জনকল্যাণ উচ্চ বিদ্যালয়,৪ টা সরকারী প্রাথমিক বিদ্যালয়,২ টা মাদ্রাসা,১ টা কেন্দ্রীয় ঈদগা,এতিমখানা, প্রায় ১৪/১৫ টা মসজিদ, হিন্দু ধর্মাবলম্বীদের কালী মন্দির বা কালী বাড়ী, কালিগন্জ বাজারে ও বিভিন্ন গ্রামে সামাজিক সংঘটন,ব্যাংক , সরকারী পুকুর, হিফজখানা, কিন্ডারগার্ডেন,বিভিন্ন রাজনৈতিক সংঘটন, ব্যবসায়ী সংঘটন সমূহ নিয়া আমাদের ৪ নং ওয়ার্ড।
উপরে উল্লেখিত প্রতিটা প্রতিষ্ঠান ও সংঘটন এর পরিচালনা কমিটির দায়িত্বশীল, শিক্ষানোরাগী শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়া “ আলোকিত ৪ নং ওয়ার্ড বাস্তবায়ন” কমিটি গঠন করার প্রথম ইচ্ছা এবং পরিকল্পনা।
একা কারো পক্ষে কিছু করা সম্ভব হয় না, বেসরকারী-সরকারী ও সামাজিক সতইচ্ছা, পরিকল্পনা, সহযোগিতার মাধ্যমে এলাকার সমস্যা গুলা সমাধানে সততার সাথে কাজ করতে চাই এবং করব ইনশাআলাল্লাহ।
এপর্যন্ত ৪ নং ওয়ার্ডে কিছু সমস্যা বাস্তবায়ন করতে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকাবাসীরঃ
দুর্নীতি মুক্ত ও অনিয়ম পরিহার করা,সমতার সহিত বন্টন ও কার্যক্রম, পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা করা,বিশুদ্ধ পানি ও স্যনিটেসন,রাস্তায় বৈদ্যুতিক বাতি,নদী নালা খাল বিল পানি চলাচলে উপযোগী করা, মাদাই বিল প্রাকৃতিক সৌন্দর্য বিনোদন ও মৎস উৎপাদন,বাসীয়া নদী বাঁচানো ও নৌযান চলাচল উপযোগী করা, মাদক মুক্ত করা,যুব সমাজের বিনোদনে খেলাধূলা ব্যবস্থা,শিক্ষা ও সাহিত্য,সামাজিক ন্যায়বিচার,কালীগন্জ বাজার পরিস্কার পরিচ্ছন্ন ও সার্বিক উন্নয়ন, আয়কর, ট্রেড লাইসেন্স ও বাসা বাড়ির পৌরকর সঙ্গতিপূর্ণ রাখা,মশা নিধন, বাজারে দ্রব্যে মূল্য নিয়ন্ত্রণ ক্রেতা বিক্রেতা মানউন্নয়ন - সহ নানাবিধ চাওয়া পাওয়া ওয়ার্ডবাসীর।
আপনাদের সহযোগিতা ও সমর্থন থাকলে এক এক করে আপ্রাণ চেষ্টা করব সক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী ,
ইনশাআল্লাহ।
আগামী ২ নভেম্বর ২০২২ ইং পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ড এর এক জন কাউন্সিলর পদ প্রার্থী বোতল মার্কায় ভোট চাই দোয়া ও সহযোগিতা কামনা করি।
বিনীত নিবেদনঃ
মোঃ ফজল খান
৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী,
বিশ্বনাথ পৌরসভা, সিলেট।
বাংলাদেশ