পরিবেশবাদী মো.ফজল খান

পরিবেশবাদী মো.ফজল খান বিশ্বনাথের আলো-সত্য প্রচারে অঙ্গিকার

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবল।কে হবে ২০২২ বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলের দেশ?স্পেন, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, পর্ত...
06/12/2022

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবল।
কে হবে ২০২২ বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলের দেশ?
স্পেন, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, পর্তুগাল, ইংল্যান্ড?

মানবের কল্যাণে কাজ করা আমার পেশা ও নেশা...
05/12/2022

মানবের কল্যাণে কাজ করা আমার পেশা ও নেশা...

"শোক সংবাদ" ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাহী রাজীউন। বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, বৈদ্যকাপন নিবাসী, সাবেক মেম্বার ও সাবেক বিশ্ব...
03/12/2022

"শোক সংবাদ"
ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাহী রাজীউন।
বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, বৈদ্যকাপন নিবাসী, সাবেক মেম্বার ও সাবেক বিশ্বনাথ পুরানবাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি জনাব আরশ আলী সাহেব আজ সকাল ১১.৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।
জানাজার নামাজ রাত ৮টায় নিজ বাড়ীতে সম্পন্ন হবে।

01/12/2022

আজ মহান পবিত্র কুরআন শরীফ এর ১৪৪৪ বছর পূর্ণ হল!

বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ
01/12/2022

বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ

"আসল আর নকল" যাচাই করুন।বাঙালিরা সব পারে--- ভাই।মিডিয়া গুলো যে কি, বুঝি না?অতি উৎসাহী ভালো না!
29/11/2022

"আসল আর নকল" যাচাই করুন।
বাঙালিরা সব পারে--- ভাই।
মিডিয়া গুলো যে কি, বুঝি না?
অতি উৎসাহী ভালো না!

আলোচিত-সমালোচিত হতে হলে যোগ্যতা লাগে। যার মধ্যে ভালো-মন্দ নিয়ে নূন্যতম যোগ্যতা-অভিজ্ঞতা আছে, সে আলোচিত-সমালোচিত হয়।
29/11/2022

আলোচিত-সমালোচিত হতে হলে যোগ্যতা লাগে। যার মধ্যে ভালো-মন্দ নিয়ে নূন্যতম যোগ্যতা-অভিজ্ঞতা আছে, সে আলোচিত-সমালোচিত হয়।

28/11/2022

ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মান ভালো খেলছে। তবে
২০২২ বিশ্বকাপ স্পেন চ্যাম্পিয়ন হবে!

নিজ হাতে শিকারের মাছ.. খেতে দারুণ সুস্বাদু।
27/11/2022

নিজ হাতে শিকারের মাছ.. খেতে দারুণ সুস্বাদু।

27/11/2022

সময় আর নদীর স্রত একি ধারায় থাকে না। পরিবর্তন হবেই হবে। দু'দিন আগে পিছে...

আগের যুগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতাম সবাই মিলে উৎসব পরিবেশে। ডিজিটাল যুগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছি নীরবে, একা একা, মোবা...
25/11/2022

আগের যুগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতাম সবাই মিলে উৎসব পরিবেশে। ডিজিটাল যুগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছি নীরবে, একা একা, মোবাইল ফোনের মাধ্যমে---

24/11/2022

আমরা এমন এক অদ্ভুত প্রাণী- ভিনদেশির প্রতি এতো প্রেম-ভালবাসা দেখাতে গিয়ে দেশী ভাইকে রক্তাক্ত করে ফেলি। অনেক সময় আত্মহত্যা করে ফেলি। শুনেছি হার্ট ফেল করে মারাও যায়।

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোল ব্যবধানে হারাল জাপান। জাপানিকে অভিনন্দন ও জার্মানিকে আগামীতে আরো ভালো করার জন্য শুভ ক...
23/11/2022

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোল ব্যবধানে হারাল জাপান। জাপানিকে অভিনন্দন ও জার্মানিকে আগামীতে আরো ভালো করার জন্য শুভ কামনা রইলো।

আর্জেন্টিনাকে বাঁশ দেওয়া জন্য অভিনন্দন না দিয়ে পারলাম না----অভিনন্দন অভিনন্দন অভিনন্দন শক্তিশালী সৌদিআরব ফুটবল টিমকে।আর ...
22/11/2022

আর্জেন্টিনাকে বাঁশ দেওয়া জন্য অভিনন্দন না দিয়ে পারলাম না----
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন শক্তিশালী সৌদিআরব ফুটবল টিমকে।
আর অপেক্ষায় রইলাম- বাঁশ খাওয়ার জন্য ব্রাজিল বাকী আছে--- তাই উভয় দলের রিপোর্টাররা লাফালাফি কম করবেন! এটার নাম খেলা- হার জিত থাকবেই।
খেলা দেখবো আনন্দে। উপভোগ করবো সবাই মিলে। প্রতিটা দেশের ফুটবল দলকে উৎসাহীত দিবো। সাপোর্ট করবো এর মধ্যেই যেকোন একটি দলকে। তাই বলে জীবন মরণ বিসর্জন দিতে হবে কেন? অন্যকে আক্রমণ করে কথা বলবো কেন? ঢোল পিটিয়ে প্রচার করবো কেন? সে দেশ কি আমার দেশের কোন উপকারে আসছে? কোন স্বার্থে তার দেশের জন্য এতো মরিয়া আছেন?
অতএব, যে দেশের খেলা সুন্দর ও আনন্দ দিবে- তাকে অভিনন্দন জানাবো। আর যে দল হারবে, তাকে আগামী দিনের জন্য শুভকামনা জানাবো।
"ধন্যবাদ সবাইকে"

বিশ্বকাপ ফুটবল প্রেমী দের "পতাকা" দেখে মাতৃভূমি কাঁদছে -------- মো. ফজল খানরাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০২২ উপলক্ষে বিদেশী পতা...
18/11/2022

বিশ্বকাপ ফুটবল প্রেমী দের "পতাকা" দেখে মাতৃভূমি কাঁদছে -------- মো. ফজল খান

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০২২ উপলক্ষে বিদেশী পতাকা অননুমোদিতভাবে উড়ানো বন্ধের নির্দশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চে এ আবেদনের শুনানি হবে। মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল আমিন নামে এক ব্যাক্তি এ রিট করেন। আমরা তাঁর দেশ প্রেম দেখে অভিনন্দন ও স্যালুট জানাই।

কিছু বিষয় দেখে দুঃখ লাগে। আমরা কোথায় আছি, আমাদের মন মানসিকতা দেখে আমাদের প্রাণ প্রিয় স্বাধীনতা আজ গুমরে গুমরে কাঁদছে.....
"চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদ" এর উপর ব্রাজিলের পতাকা।

একজন বীর মুক্তিযুদ্ধা হাইকোর্টে রিট করেছেন, অন্যদিকে মুক্তিযুদ্ধা সংসদে উড়ছে বিশ্বকাপ ফুটবল সমর্থক দের বিদেশী পতাকা! ভাবতে অবাক লাগে!! বহু রুপি এই সোনার বাংলাদেশর মানুষ.....। এই বিদেশী দের পতাকা উড়ানোর জন্য কী নয় মাস যুদ্ধ করেছিলেন?

বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে সেই কৃষক আমজাদ জমি বিক্রি করে এবার বানিয়েছেন সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা জার্মানীর পতাকা! অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ৪ কি:মি:! আর্জেন্টিনার ৮০০ ফুট পতাকা! ব্রাজিলের ১০০০ ফুট পতাকা! এভাবে হাজার হাজার সমর্থক তৈরী করে রেখেছেন বিদেশীদের জাতিয় পতাকা। কিন্তু কেন?

অথচ নিজের দেশ, মাতৃভূমির জন্য- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস ও জাতিয় ক্রিকেট দল যখন বিদেশীদের সাথে খেলার জন্য লড়াই করেন তখন লাল সবুজের ১ ফুট লম্বা বাংলাদেশের জাতীয় পতাকা জুটে না। আমাদের মধ্যে কী দেশ প্রেম আছে?

হ্যা! আমরা খেলাধুলা ভালবাসি। বিশেষ করে বিশ্বকাপ ফুটবল খেলা। আমাদের ফেভারিট দল কে সাপোর্ট করবো, বিজয়ের আনন্দ উল্লাস করবো, ভালো কথা- তাই বলে জীবন বিসর্জন দিতে হবে? যাদের জন্য এতো আয়োজন, জীবন বিসর্জন দিচ্ছ, হাজার হাজার টাকা খরচ করেছো, প্রতিপক্ষের সমর্থিত লোকের সাথে কথা কাটাকাটি করে মারামারি করছো- যাদের জন্য এতো কিছু করছো, তারা কী তোমাকে চিনে/ জানে? নাকি বলতে পারবে তুমি কোন দেশের নাগরিক?

আপনারা দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকা ও গণমাধ্যমে প্রচার হয়েছে, বিভিন্ন দলের সমর্থিত দেশের পতাকা লাগাতে গিয়ে ছাদ থেকে, গাছ থেকে, বৈদ্যুতিক তারে লেগে অনেকে আহত/ নিহত হয়েছেন। কাদের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছেন? কেন আত্ম ত্যাগ করছেন?

দীর্ঘ ৪ বছর পর বিশ্বকাপ ফুটবল ২০২২ উপভোগ্য করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে পৃথিবীর মানুষ। প্রত্যেকে কোন না কোন দেশের খেলোয়াড়দের সমর্থন করেন।
আপনি/আমি ব্রাজিল, আর্জেন্টিনার, ইংল্যান্ড, স্পেন বা অন্যান্য দেশে খেলোয়াড়দের সাপোর্টার্স হতেই পারি, উচিত ছিল আগে নিজের দেশের পতাকা লাগানো। দেশের প্রতি সম্মান দেখানোর জন্য নিজে দেশের পতাকার পাশাপাশি সমর্থিত দেশের পতাকা। এবং পতাকা- পতাকার মতো থাকবে। ১০০০ ফুট/ ৫০০ ফুট পতাকার কী প্রয়োজন? আপনি কী রেকর্ড করতে যাচ্ছেন? অপচয় করবেন না, তোমার এই খাতের অতিরিক্ত টাকা দেশের গরীব দুঃখি মানুষকে সাহায্য করুন।

মনে রাখবেন- সবার আগে নিজের মাতৃভূমিকে ভালবাসুন। নিজের দেশকে ভালবাসুন, নিজের দেশের মানুষকে ভালবাসুন।

লেখক- মো. ফজল খান, আহবায়ক- বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা।

বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আযোজনে বিশ্বনাথ পৌরসভার নবগঠিত মেয়র, কাউন্সিলর, পরিবেশবাদী নেতৃবৃন্দ, স্থানীয় সংবাদিক বৃন...
13/11/2022

বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আযোজনে বিশ্বনাথ পৌরসভার নবগঠিত মেয়র, কাউন্সিলর, পরিবেশবাদী নেতৃবৃন্দ, স্থানীয় সংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে খুব শীঘ্রই ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত করবো।
মোঃ ফজল খান
আহব্বায়ক--বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ

12/11/2022

৪৩ মিনিটের সময় আমার বক্তব্য- দেখেনিন

09/11/2022
সুখ-দুঃখ, হাসি-কান্না, ভালো-মন্দ নিয়েই আমার জীবন। কি পেলাম? কি হারালাম? তার হিসাব কখনো করিনি। পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে হা...
08/11/2022

সুখ-দুঃখ, হাসি-কান্না, ভালো-মন্দ নিয়েই আমার জীবন। কি পেলাম? কি হারালাম? তার হিসাব কখনো করিনি। পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে হাজার হাজার রাজা-বাদশা, ক্ষমতাশালী ব্যক্তি এসে ছিলেন, আবার চলে গেছেন। কে কার খবর রাখেন। অতি সাধারণ মানুষ হিসেবে আমার-তোমার মৃত্যুর ১০/২০ বছর পর কে আমাদের খবর নেবে।
পৃথিবীটা অনেক সুন্দর! আমাদের সাধ্যমতো উপভোগ করতে হবেই। পরীক্ষামুলক সবকিছু উপলব্ধি করার নামই জীবন। এতে অনেক কিছু শেখা ও জানা যায়।
ছবি- ৮ নভেম্বর ২০২২

এবার বাসিয়া নদীর তীরে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পৌর শহরের ময়লা আবর্জনা অপসারণের কাজ বাস্তবায়নের পালা.....নবগঠিত পৌর মেয়র...
05/11/2022

এবার বাসিয়া নদীর তীরে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পৌর শহরের ময়লা আবর্জনা অপসারণের কাজ বাস্তবায়নের পালা.....
নবগঠিত পৌর মেয়র জনাব মুহিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।
মোঃ ফজল খান
আহব্বায়ক- বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ

01/11/2022

ইভিএম এর মধ্যে ভোট দেওয়ার নিয়ম শিখুন

“আশা ও কিছু কথা”----বিশ্বনাথ পৌরসভা ৪ নং ওয়ার্ড পৌর শহর এর পরেই একটা অসাধারণ প্রাকৃতিক সামাজিক ও রাজনৈতিক সৌন্দর্য  বহন ...
31/10/2022

“আশা ও কিছু কথা”
----
বিশ্বনাথ পৌরসভা ৪ নং ওয়ার্ড পৌর শহর এর পরেই একটা অসাধারণ প্রাকৃতিক সামাজিক ও রাজনৈতিক সৌন্দর্য বহন করে ১৭ টা গ্রাম নিয়া ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ।
দল মত নির্বিশেষ এলাকার সর্বসাধারণের অক্লান্ত পরিশ্রম,একতা ও নিষ্ঠার সাথে কাজ করায় এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। যাহা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুফল বহন করছে এবং করবে। অত্র এলাকার সার্বিক উন্নয়নে নিয়োজিত সম্মানিত দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি সালাম, শ্রদ্ধা ও অভিবাদন !
নব গঠিত বিশ্বনাথ পৌরসভা ৪ নং ওয়ার্ড কালিগন্জ বাজার মূল কেন্দ্রবিন্দু অতি পুরোনো একটা বাজার । অত্র এলাকা ছাড়াও পাশের উসমানী নগর উপজেলার কিছু অংশের সাধারণ জনগণের সংযোগ ও কেন্দ্রবিন্দু।
সিলেট→রশিদপুর থেকে জগন্নাথপুর সড়ক যোগাযোগ ব্যবস্থা। মাদাই বিল/ছোট হাওয়রে কালবার্ট ও বাজারে পাশ দিয়া বাসীয়া নদী উপর ব্রিজ সেতুবন্ধ প্রধান যোগাযোগ মাধ্যম।
এপার-ওপার-মাদাই ওপার নিয়া ১৭ টা গ্রাম, কালিগন্জ বাজার ব্রিজ, মাদাই বিল ছোট কালবার্ট অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য ভরপুর।
ওয়ার্ডের আওতা ভুক্ত জনকল্যাণ উচ্চ বিদ্যালয়,৪ টা সরকারী প্রাথমিক বিদ্যালয়,২ টা মাদ্রাসা,১ টা কেন্দ্রীয় ঈদগা,এতিমখানা, প্রায় ১৪/১৫ টা মসজিদ, হিন্দু ধর্মাবলম্বীদের কালী মন্দির বা কালী বাড়ী, কালিগন্জ বাজারে ও বিভিন্ন গ্রামে সামাজিক সংঘটন,ব্যাংক , সরকারী পুকুর, হিফজখানা, কিন্ডারগার্ডেন,বিভিন্ন রাজনৈতিক সংঘটন, ব্যবসায়ী সংঘটন সমূহ নিয়া আমাদের ৪ নং ওয়ার্ড।
উপরে উল্লেখিত প্রতিটা প্রতিষ্ঠান ও সংঘটন এর পরিচালনা কমিটির দায়িত্বশীল, শিক্ষানোরাগী শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়া “ আলোকিত ৪ নং ওয়ার্ড বাস্তবায়ন” কমিটি গঠন করার প্রথম ইচ্ছা এবং পরিকল্পনা।
একা কারো পক্ষে কিছু করা সম্ভব হয় না, বেসরকারী-সরকারী ও সামাজিক সতইচ্ছা, পরিকল্পনা, সহযোগিতার মাধ্যমে এলাকার সমস্যা গুলা সমাধানে সততার সাথে কাজ করতে চাই এবং করব ইনশাআলাল্লাহ।
এপর্যন্ত ৪ নং ওয়ার্ডে কিছু সমস্যা বাস্তবায়ন করতে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকাবাসীরঃ
দুর্নীতি মুক্ত ও অনিয়ম পরিহার করা,সমতার সহিত বন্টন ও কার্যক্রম, পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা করা,বিশুদ্ধ পানি ও স্যনিটেসন,রাস্তায় বৈদ্যুতিক বাতি,নদী নালা খাল বিল পানি চলাচলে উপযোগী করা, মাদাই বিল প্রাকৃতিক সৌন্দর্য বিনোদন ও মৎস উৎপাদন,বাসীয়া নদী বাঁচানো ও নৌযান চলাচল উপযোগী করা, মাদক মুক্ত করা,যুব সমাজের বিনোদনে খেলাধূলা ব্যবস্থা,শিক্ষা ও সাহিত্য,সামাজিক ন্যায়বিচার,কালীগন্জ বাজার পরিস্কার পরিচ্ছন্ন ও সার্বিক উন্নয়ন, আয়কর, ট্রেড লাইসেন্স ও বাসা বাড়ির পৌরকর সঙ্গতিপূর্ণ রাখা,মশা নিধন, বাজারে দ্রব্যে মূল্য নিয়ন্ত্রণ ক্রেতা বিক্রেতা মানউন্নয়ন - সহ নানাবিধ চাওয়া পাওয়া ওয়ার্ডবাসীর।
আপনাদের সহযোগিতা ও সমর্থন থাকলে এক এক করে আপ্রাণ চেষ্টা করব সক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী ,
ইনশাআল্লাহ।
আগামী ২ নভেম্বর ২০২২ ইং পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ড এর এক জন কাউন্সিলর পদ প্রার্থী বোতল মার্কায় ভোট চাই দোয়া ও সহযোগিতা কামনা করি।
বিনীত নিবেদনঃ
মোঃ ফজল খান
৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী,
বিশ্বনাথ পৌরসভা, সিলেট।
বাংলাদেশ

26/10/2022

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও আলোচনায় আছেন তরুণ সমাজসেবক ও ব্যব.....

Address

Alapur
Sylhet Division

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801712961821

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরিবেশবাদী মো.ফজল খান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পরিবেশবাদী মো.ফজল খান:

Videos

Share


Other News & Media Websites in Sylhet Division

Show All