Tanjila Islam Tamanna

Tanjila Islam Tamanna "Exploring digital marketing, fueled by a love for books, and crafting unique product reviews to share my experiences.

আমার আজকের আয়োজনে থাকছে বেসিক স্কিন কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টেপ যেটা ছাড়া স্কিন কেয়ার রুটিন টাই অসম্পূর্...
08/06/2024

আমার আজকের আয়োজনে থাকছে বেসিক স্কিন কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টেপ যেটা ছাড়া স্কিন কেয়ার রুটিন টাই অসম্পূর্ণ এবং অকার্যকর।
হ্যাঁ, বলছিলাম সান প্রোটেকশন/ সানস্ক্রিন এর কথা। ত্বকের বিভিন্ন প্রবলেম এর জন্য যে সূর্যের অতিবেগুনী রশ্মি দায়ী এবং সূর্য থেকে কী রশ্মি বের হয়, এটা আমাদের স্কিনে কিভাবে/কি ক্ষতি করে, সানস্ক্রিন কীভাবে বাছাই করবেন, এটা কীভাবে সান ড্যামেজ থেকে রক্ষা করে, একদম বিস্তারিত সব তথ্যবহুল আলোচনা করব আজকের এই পোস্টে। আশা করছি এই পোস্ট পড়ার পর থেকে আপনাদের এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন এবং সানস্ক্রিন ব্যবহার করতে আর কোনো অজুহাত থাকবে না।

1️⃣সূর্য রশ্মি :>>> সাধারণত সূর্য থেকে ৩ ধরনের রশ্মি বের হয়। UVA,UVB এবং UVC। UVC আমাদের পৃথিবীতে এসে না পৌছালে ও UVA আমাদের স্কিনের চামড়া ভেদ করে একদম ভেতরে প্রবেশ করে এবং অনেকসময় স্থায়ী ড্যামেজ করে ফেলে। যেমন: ত্বক প্রাণহীন, ঝুলে পড়া,কোলাজেন তৈরিতে বাধা সৃষ্টি,অকালে বার্ধক্য, বলিরেখা, ব্রণের সংক্রমণ,মেছতা ইত্যাদি। অপরদিকে UVB আমাদের স্কিন ক্যান্সার/স্কিনের উপরিভাগ পুড়িয়ে দৃশ্যমান প্রভাব ফেলে। এছাড়াও আছে UVA এবং UVB সম্মিলিত Free Radical Damage.

কী দেখে সানস্ক্রিন বাছাই করবেন?

2️⃣SPF:>>>> SPF এর Full meaning হচ্ছে Sun protection factor. সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আপনার ত্বক কতটুকু সুরক্ষিত থাকবে তা নির্ভর করে SPF এর উপর। এটি দিয়ে মূলত সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার যে পরিমাপ সেটি বোঝানো হয়। SPF মিনিমাম 30 থেকে 50 এর মধ্যে থাকা সবচেয়ে ভালো।

3️⃣Broad spectrum:>>> ব্রড স্পেক্টার্ম লেখাটি মূলত ইউরোপিয়ান সানস্ক্রিন এর লেবেলিং এ দেওয়া থাকে। যেগুলো FDA এপ্রুভড, যারা একটি টেস্ট এর মাধ্যমে অনুমোদন দিয়ে থাকে যে এটি আপনার ত্বক কে UVA ও UVB উভয় রশ্মি থেকে রক্ষা করতে পারবে।

4️⃣PA+++,++,+:>>> এশিয়ান সানস্ক্রিন গুলোতে সাধারণত PA+++ PA++ PA+ লেখাটি দেখা যায়। এটা SPF এর মতোই একটি ফ্যাক্টর যা প্রোটেকশন এর মাত্রা নির্ধারণ করে। এটি PPD টেস্টের মাধ্যমে অনুমোদন দিয়ে থাকে।যেটির গায়ে + চিহ্ন যত বেশি সেটি ততক্ষণ বেশি সুরক্ষা প্রদান করে।

5️⃣সানস্ক্রিন:>>> সাধারণত ইনগ্রেডিয়েন্স এর উপর ভিত্তি করে সানস্ক্রিন কে দুইভাবে ভাগ করা হয়।‌
➡️ফিজিক্যাল সানস্ক্রিন/সানব্লক: এর বৈশিষ্ট্য হলো সূর্যের অতিবেগুনি রশ্মি যখন আমাদের স্কিনে পড়ে তখন সেটি ত্বকের উপরিভাগে প্রলেপের মাধ্যমে ব্লক তৈরি করে ত্বকে প্রবেশ করতে বাধা দেয়, রিফ্লেক্ট করে। এর মূল উপাদান জিংক অক্সাইড এবং টাইটানিয়াম ডাই অক্সাইড।
➡️ক্যামিক্যাল সানস্ক্রিন: এর বৈশিষ্ট্য হলো এটি সূর্যের অতিবেগুনি রশ্মি কে ইনেকটিভ করে/ফিল্টার করে স্কিনে শুষে নেয়। এর মূল উপাদান Oxybenzone, Avobenzon, Octinoxide, Homosalate etc.
অন্যদিকে হাইব্রিড সানস্ক্রিন এ ইউভি রে রিফ্লেক্ট এবং শুষণ দুই ধরণের কম্বিনেশন দেখা যায়।

হায় আল্লাহ!
05/06/2024

হায় আল্লাহ!

**কুরআন পাঠ ও প্রতিযোগিতা ২০২৪-এর প্রথম ধাপের ফলাফল আলহামদুলিল্লাহ🤍🌸
03/06/2024

**কুরআন পাঠ ও প্রতিযোগিতা ২০২৪-এর প্রথম ধাপের ফলাফল

আলহামদুলিল্লাহ🤍🌸

আমার আজকের পোস্টটি তাদের জন্য যারা বেসিক স্কিন কেয়ার সম্পর্কে কিছুই জানেন না, স্কিন কেয়ার শুরু করতে চাচ্ছেন কিন্তু বোঝ...
03/06/2024

আমার আজকের পোস্টটি তাদের জন্য যারা বেসিক স্কিন কেয়ার সম্পর্কে কিছুই জানেন না, স্কিন কেয়ার শুরু করতে চাচ্ছেন কিন্তু বোঝে উঠতে পারছেন না শুরুতে কীভাবে কোন প্রোডাক্ট বাছাই/ব্যবহার করা উচিত, কোনটা উচিত না,
শর্টকাটে একদম বেসিক সব সাজেশন নিয়ে আজকের পোস্ট।

1️⃣স্কিন টাইপ ৪ ধরনের:>>> অয়েলি স্কিন>>ড্রাই স্কিন >>কম্বিনেশন স্কিন>>নরমাল স্কিন৷ এর বাহিরেও রয়েছে একনি প্রণ, সেনসেটিভ, ডিহাইড্রেটেড, ড্যামেজড, স্কিন।

2️⃣ স্কিন টাইপ বোঝার পদ্ধতি:>>>
১. টিস্যু মেথড
২. ফেইসওয়াশ মেথড

3️⃣বেসিক স্কিন কেয়ারের চারটি ধাপ:
1️⃣ফেসওয়াশ2️⃣ ময়েশ্চারাইজার
3️⃣সানস্ক্রিন 4️⃣ ডাবল ক্লিনজিং

4️⃣কেয়ার রুটিন:>>>
*দিনে: ফেসওয়াশ >ময়েশ্চারাইজার> সানস্ক্রিন
*রাতে: ডাবল ক্লিনজিং> ফেসওয়াশ >ময়েশ্চারাইজার

5️⃣একদম ই বেসিক সব জিনিসের মধ্যে কিছু স্কিনের মানুষদের যেসব প্রোডাক্ট এভয়েড করা ভালো:>>>

#ড্যামেজ স্কিনে ডাবল ক্লিনজিং। বিশেষ করে মাইসেলার ওয়াটার ব্যবহার, কটন প্যাড দিয়ে ঘষাঘষি করা, ক্যামিক্যাল সানস্ক্রিন ইউজ করা।
#এক্টিভ একনি/টিনেজার/ ড্যামেজড স্কিনে ফিজিক্যাল এক্সফোলিয়েটর/ স্ক্রাবিং কোনো ফেইসওয়াশ ইউজ করা।
#সুপার অয়েলি/একনি প্রণ স্কিন এ ক্লিনজিং অয়েল ব্যবহার করা।
#সেনসেটিভ স্কিন এ Fregrence যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা।
#একনি প্রণ, সেনসেটিভ,এক্টিভ একনি/ড্যামেজড স্কিনে ভিটামিন সি যুক্ত ফেইস ওয়াশ/ক্রিম ব্যবহার করা।

~ছবিতে একটি হার্স ইনগ্রেডিয়েন্স যুক্ত ফেইসওয়াশ।🖤

30/05/2024

কুরআন প্রতিযোগিতার প্রথম ধাপের পরীক্ষা অতি সন্নিকটে।

আপনারা প্রস্তুত তো?

৩১ মে ভোর ৬টায় ইনশআল্লাহ।

29/05/2024

Pray for Gaza...😓💔

🌸🤍
29/05/2024

🌸🤍

কুরআন-বিষয়ক জ্ঞানচর্চার অংশ হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন এ যাবৎ কালের সর্ববৃহৎ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। ৩ জনকে উমরাহ-সহ ১৫ লক্ষ টাকার পুরস্কার থাকছে এই প্রতিযোগিতায়। এ লক্ষ্যে এই রমজান থেকে আগামী রমজানকে আমরা ঘোষণা করেছি ‘কুরআন-বর্ষ’ হিসেবে।

তো আসুন, কুরআন-বর্ষে আমরা কুরআন চর্চা করি আর জিতে নিই উমরাহ-সহ মূল্যবান সব পুরস্কার। আপনার বাসায় যদি অনুবাদ কুরআন থাকে, আর মনোযোগ দিয়ে কুরআনের অনুবাদ পড়ার মানসিকতা থাকে, তবে আপনি এই প্রতিযোগিতার উপযুক্ত ব্যক্তি।

প্রতি ধাপে সংশ্লিষ্ট পারা-সমূহ থেকে অনু্বাদ-নির্ভর প্রশ্ন করা হবে। তাই সংশ্লিষ্ট পারাগুলোর অনুবাদ মনোযোগ দিয়ে পড়লেই আপনি পরীক্ষায় ভালো ফলাফল করবেন ইনশাআল্লাহ।

রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: https://forms.gle/SUpr72eUeetS8wyYA

গরমের সময় একনিপ্রণ এবং তৈলাক্ত ত্বকের অধিকারীদের মত যন্ত্রণায় আর কেউ থাকে না। তাই এই গরমে স্কিনকে শান্তি দিবে,স্কিন তৈ...
29/05/2024

গরমের সময় একনিপ্রণ এবং তৈলাক্ত ত্বকের অধিকারীদের মত যন্ত্রণায় আর কেউ থাকে না। তাই এই গরমে স্কিনকে শান্তি দিবে,স্কিন তৈলাক্ত না করে হাইড্রেটিং করবে পাশাপাশি ইরিটেশন কমিয়ে স্কিনকে ঠান্ডা এবং সুথিং রাখবে ত্বকে ভারী অনূভুত হবে না, সহজেই স্কিনে মিশে যাবে, এমনই একটি ময়েশ্চারাইজার হলো IUNIK ব্র্যান্ডের Centella Claming Gel cream.

এর প্রধান উপাদান ৭০% Centella (থানকুনি) নির্যাস এবং ১০% টি ট্রি নির্যাস দুটোই স্কিন সুথিং রাখার জন্য কার্যকরী ইনগ্রেডিয়েন্স‌। খুবই Light weight জেল বেসড একটি ময়েশ্চারাইজার।
এটি পোরস একদমই ক্লগ করবে না,ফাংগাল একনি সেইফ, প্রেগন্যান্সি ও ব্রেস্ট ফিডিং সেইফ, হালকা স্মেলযুক্ত, এ্যালকোহল Free, প্যারাবেন Free, সালফেট Free, Colour free, এক কথায় টেনশন Free..!!
আমার স্কিন এ এটি হাইড্রেট করার পাশাপাশি স্কিনকে Calming এবং Soothing রাখে, smooth করে, একনি স্পট ট্রিট করতে বেশ ভালো কাজ করেছে।

**Recommend: যাদের স্কিন একনিপ্রণ, সেনসেটিভ, ভীষণ অয়েলি, স্কিন কিছুটা ড্যামেজড তাদের জন্য এই জেল ক্রিম টা খুবই ভালো অনেক মানানসই একটি ময়েশ্চারাইজার, হলি গ্রেইল বলা যায়।

**Not recommended: যাদের বয়স ২৫+ কখনোই বেসিক স্কিন কেয়ার করেন নি শুরু করতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের একনি, বাম্পস, পিগমেন্টেশন, ব্রেকআউট, খুব বাজে ভাবে স্কিন ড্যামেজড, স্কিন অয়েলী মনে হলেও ভেতর থেকে অনেক বেশি ডিহাইড্রেড তাদের ক্ষেত্রে এই ময়েশ্চারাইজার টি আমি প্রথমেই রেকমেন্ড করব না কারণ আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে বেসিক স্কিন কেয়ার এর শুরুতে ময়েশ্চারাইজার টি এরকম স্কিনে Full Hydration না ও দিতে পারে অথবা ব্যবহারের বেনিফিট পেতে অনেকটা সময় লাগতে পারে। যেহেতু স্কিন অনেকটা লম্বা সময় ধরে খুব বাজে ভাবে ড্যামেজ হয়েছে। তাই অইসব প্রবলেম ফেইসকারীদের আমি রেকমেন্ড করব বেসিক স্কিন কেয়ার এর শুরুর দিকে প্রথম ৩মাসে ময়েশ্চারাইজার এ আরেকটু advantage নেওয়া উচিত,বিশেষ করে রাতের বেলা একটু ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করা।
**Highly recommend for Oily Sensitive skin.🌸🤍

~Product purchase from Guraba's Choice

🌸🤍
27/05/2024

🌸🤍

আসসালাম মিডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে
ইসলামী প্রতিযোগিতা ১৪৪৬ হি./২০২৪ ঈ.

বিষয়: দুরুদ পাঠ প্রতিযোগিতা

তারিখ: ১ জিলহজ - ১০ মুহাররম / ৮ জুন-১৮ জুলাই (৪০ দিনের চ্যালেঞ্জ)

বিশেষ পুরস্কার

১ম পুরস্কার : ৫০০০ টাকা (৩০০০ টাকা মূল্যের বই + ২০০০ টাকা মূল্যের কোর্স)

২য় পুরস্কার : ৩০০০ টাকা (২০০০ টাকা মূল্যের বই + ১০০০ টাকা মূল্যের কোর্স)

৩য় পুরস্কার : ২০০০ টাকা (১০০০ টাকা মূল্যের বই + ১০০০ টাকা মূল্যের কোর্স)

৪র্থ - ৫০ তম : ১০০০ টাকা (৫০০ টাকা মূল্যের বই + ৫০০ টাকা মূল্যের কোর্স)

৫১-১০০ তম : ৫০০ টাকা (৫০০ টাকা মূল্যের কোর্স)

বি. দ্র.: প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী ১০০ জনের জন্য ৫০০ টাকা মূল্যের কোর্স হিসেবে আসসালাম একাডেমীর বিবাহ গাইডলাইন (হ্যাপী ম্যারিজ লাইফ) কোর্সটি পুরস্কার হিসেবে থাকবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী

রেজিস্ট্রেশন

⭐ যে কোন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করতে পারবে।

⭐ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিচের গুগল ফরমে নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং গুগল ফরম সাবমিট করার পর প্রদত্ত টেলিগ্রাম গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত হতে হবে। পুরুষদের জন্য ভিন্ন গ্রুপ এবং নারীদের জন্য ভিন্ন গ্রুপ থাকবে। এগুলোতে নিয়মিত প্রতিযোগিতা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আলোচনা পর্যালোচনা করা হবে। তেমনি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে। সেখানে কেবল প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। এছাড়াও আছে ফেসবুক গ্রুপ। সেখানেও আপনি আপনার প্রতিদিনের দুরুদ পড়ার পরিমাণ ও অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন।

⭐ একটি জিমেইল দিয়ে কেবল একবারই রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন লিংক-

https://forms.gle/bAvEanjtHZjK52Um9

⭐ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোন ফি নেই।

প্রতিযোগিতার নীতিমালা

⭐ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

⭐ জিলহজ মাসের ১ তারিখ থেকে শুরু করে মুহাররম মাসের ১০/১১ তারিখ পর্যন্ত ৪০ দিন ব্যাপী প্রতিযোগিতা চলবে। ৪০ দিনের দরুদ পাঠের সামষ্টিক ফলাফল যোগ করে ১ লক্ষ বা ততোধিক সর্বোচ্চ সংখ্যক পাঠকারী ১০০ জনকে ঘোষণা অনুযায়ী বই ও কোর্স পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

⭐ পুরস্কার পাওয়ার জন্য ৪০ দিনে কমপক্ষে ১ লক্ষ বার দুরুদ পাঠ করতে হবে। ১ লক্ষ বারের অধিক সর্বোচ্চ সংখ্যক দরুদ পাঠকারীগণ ধারাবাহিকভাবে প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে গণ্য হবেন।

⭐ প্রতিদিন একবার গুগল ফরমের মাধ্যমে আমলের রিপোর্ট জমা দিতে হবে। প্রতিদিন জমা দেওয়ার ক্ষেত্রে পূর্বের দিনের ফরম সাবমিট করার পর থেকে বর্তমান ফরম সাবমিট করার পর্যন্ত যত বার পড়া হয়েছে সেটাই হিসাব হবে। কোন কারণে আগের দিন জমা দিতে না পারলে সর্বশেষ ফরম সাবমিট করার পর থেকে বর্তমান সাবমিট করা পর্যন্ত দুরুদ পড়ার পরিমাণ একসাথে যোগ করে জমা দিতে হবে।

⭐ ৪০ দিনের মধ্যে অন্তত ৩০ দিন রিপোর্ট জমা দেওয়া আবশ্যক। নতুবা প্রতিযোগিতায় পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারবে না। তবে যারা বেশি সংখ্যক দিন রিপোর্ট জমা দেবে তারা অগ্রগণ্য থাকবে।

⭐ দুরুদ শরীফ পাঠ করার ক্ষেত্রে সংক্ষিপ্ত যেকোনো দরুদ পাঠ করলেও চলবে। যেমন: اللهم صل على محمد বা صلى الله عليه وسلم বা অন্য কোন দরুদ।

⭐ দুরুদ শরীফ অবশ্যই উচ্চারণ করে পড়তে হবে। শুধু মনে মনে চিন্তা করা যথেষ্ট নয়। তাই পড়ার ক্ষেত্রে সবগুলো হরফ সঠিকভাবে উচ্চারিত হচ্ছে কিনা সে বিষয়টি গুরুত্বের সাথে লক্ষ রাখতে হবে।

⭐ দরুদ পড়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বত ও ভালোবাসা অন্তরে রেখে পড়তে হবে। আমাদের আসল লক্ষ্য তো আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও রাসুলের ভালোবাসা অর্জন করা। এ লক্ষ্য যেন অর্জিত হয় সেই চেষ্টা ও দোয়া অব্যাহত রাখতে হবে।

⭐ আমরা মূলত চাই, ৪০ দিন দরুদ পাঠের মাধ্যমে যেন সারা জীবন লক্ষ-কোটি বার দরুদ পড়ার অভ্যাস আমাদের হয়ে যায়। দরুদ পাঠ করতে করতে যেন স্বপ্নে রাসুলের দিদার নসিব হয়। জিয়ারতে মদিনার তাওফিক নসিব হয়।

ফলাফল ও পুরস্কার

⭐ প্রতিযোগিতার ফলাফল প্রস্তুতকারীগণ সর্বোচ্চ আমানতদারি ও দক্ষতার সাথে যাবতীয় বিষয়াদি সম্পন্ন করবেন। এ ব্যাপারে কোনো রূপ আপত্তি করার সুযোগ থাকবে না।

⭐ প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর সাধ্যমত দ্রুত অনলাইনে ফলাফল ও পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

⭐ নিয়ামাহ বুক শপ থেকে আপনার পছন্দ অনুযায়ী প্রাপ্য পুরস্কারের টাকা সমমূল্যের বই কুরিয়ারে নিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি চাইলে আপনার পুরস্কার বাবদ প্রাপ্য নির্ধারিত অর্থের সাথে অতিরিক্ত অর্থ যুক্ত করেও যে কোনো বই নিয়ে নিতে পারবেন।

⭐ প্রতিযোগিতা সংশ্লিষ্ট বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে।

যোগাযোগ

01901 303 666

25/05/2024

ফজর🤍🌸

DABO-Waterfall Aqua CreamStay tuned for an in-depth review..
25/05/2024

DABO-Waterfall Aqua Cream
Stay tuned for an in-depth review..

গরমের সময় একনিপ্রণ এবং তৈলাক্ত ত্বকের অধিকারীদের মত যন্ত্রণায় আর কেউ থাকে না। তাই এই গরমে স্কিনকে শান্তি দিবে,স্কিন তৈ...
22/05/2024

গরমের সময় একনিপ্রণ এবং তৈলাক্ত ত্বকের অধিকারীদের মত যন্ত্রণায় আর কেউ থাকে না। তাই এই গরমে স্কিনকে শান্তি দিবে,স্কিন তৈলাক্ত না করে হাইড্রেটিং করবে পাশাপাশি ইরিটেশন কমিয়ে স্কিনকে ঠান্ডা এবং সুথিং রাখবে ত্বকে ভারী অনূভুত হবে না, সহজেই স্কিনে মিশে যাবে, এমনই একটি ময়েশ্চারাইজার হলো IUNIK ব্র্যান্ডের Centella Claming Gel cream.

এর প্রধান উপাদান ৭০% Centella (থানকুনি) নির্যাস এবং ১০% টি ট্রি নির্যাস দুটোই স্কিন সুথিং রাখার জন্য কার্যকরী ইনগ্রেডিয়েন্স‌। খুবই Light weight জেল বেসড একটি ময়েশ্চারাইজার।
এটি পোরস একদমই ক্লগ করবে না,ফাংগাল একনি সেইফ, প্রেগন্যান্সি ও ব্রেস্ট ফিডিং সেইফ, হালকা স্মেলযুক্ত, এ্যালকোহল Free, প্যারাবেন Free, সালফেট Free, Colour free, এক কথায় টেনশন Free..!!
আমার স্কিন এ এটি হাইড্রেট করার পাশাপাশি স্কিনকে Calming এবং Soothing রাখে, smooth করে, একনি স্পট ট্রিট করতে বেশ ভালো কাজ করেছে।

**Recommend: যাদের স্কিন একনিপ্রণ, সেনসেটিভ, ভীষণ অয়েলি, স্কিন কিছুটা ড্যামেজড তাদের জন্য এই জেল ক্রিম টা খুবই ভালো অনেক মানানসই একটি ময়েশ্চারাইজার, হলি গ্রেইল বলা যায়।

**Not recommended: যাদের বয়স ২৫+ কখনোই বেসিক স্কিন কেয়ার করেন নি শুরু করতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের একনি, বাম্পস, পিগমেন্টেশন, ব্রেকআউট, খুব বাজে ভাবে স্কিন ড্যামেজড, স্কিন অয়েলী মনে হলেও ভেতর থেকে অনেক বেশি ডিহাইড্রেড তাদের ক্ষেত্রে এই ময়েশ্চারাইজার টি আমি প্রথমেই রেকমেন্ড করব না কারণ আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে বেসিক স্কিন কেয়ার এর শুরুতে ময়েশ্চারাইজার টি এরকম স্কিনে Full Hydration না ও দিতে পারে অথবা ব্যবহারের বেনিফিট পেতে অনেকটা সময় লাগতে পারে। যেহেতু স্কিন অনেকটা লম্বা সময় ধরে খুব বাজে ভাবে ড্যামেজ হয়েছে। তাই অইসব প্রবলেম ফেইসকারীদের আমি রেকমেন্ড করব বেসিক স্কিন কেয়ার এর শুরুর দিকে প্রথম ৩মাসে ময়েশ্চারাইজার এ আরেকটু advantage নেওয়া উচিত,বিশেষ করে রাতের বেলা একটু ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করা।
**Highly recommend for Oily Sensitive skin.🌸🤍

Product purchase froGuraba's Choicece

Feedback🤍🌸
17/05/2024

Feedback🤍🌸

**যাদের অতিরিক্ত অয়েলি স্কিন Acne-prone, ফেইসে অনেক ব্রণ কিংবা স্কিন অতিরিক্ত সেনসিটিভিটি নিয়ে আমার মত ভয়ে থাকেন প্রোডাক্ট স্যুট‌ করবে কি না। তাদের জন্য একদম পার্ফেক্ট একটি ময়েশ্চারাইজার হচ্ছে “𝐍𝐞𝐮𝐭𝐫𝐨𝐠𝐞𝐧𝐚 𝐇𝐲𝐝𝐫𝐨 𝐁𝐨𝐨𝐬𝐭 𝐖𝐚𝐭𝐞𝐫 𝐆𝐞𝐥”

এতে থাকা Hyaluronic Acid স্কিনে ময়েশ্চার লক করে দেয়। স্কিন অনেকক্ষণ হাইড্রেটেড রাখে এবং মুখের অতিরিক্ত তেল ও চিটচিটে ভাব দূর করে। স্কিনকে সফট, স্মুথ ও গ্লোয়িং করে। একদম লাইটওয়েট ও জেল বেইজড টেক্সচার, সামার এর জন্য পারফেক্ট। দ্রুত স্কিনে Absorb হয়ে যায়।Oil free এবং Non-comedogenic হওয়ায় পোরস একদমই ক্লগ করবে না।
এটা Dermatology tested। প্রেগন্যান্ট এবং ব্রেস্ট ফিড সেফ। পোরস টাইট করবে এবং সেনসিটিভি কমাবে এবং স্কিন এর এক্সেস ওয়েল প্রডিউস কমাবে।
একটা ময়েশ্চারাইজার এ যদি এত কিছু থাকে তাহলে আর কি লাগে।💝
এটা Basically নরমাল টু কম্বিনেশন স্কিনের জন্য, তবে অয়েলি সেনসেটিভ স্কিন এ খুব ভালো স্যুট করে। Oil-free, dye-free, and fragrance-free যা সাধারণত সেন্সিটিভ ত্বকের জন্য বেশ উপযুক্ত ।
আমার স্কিন এক্সট্রিমলি ওয়েলি এন্ড সেনসেটিভ, ফার্স্ট টাইম ব্যবহারের ক্ষেত্রে স্কিন এ হালকা জ্বালাপোড়া হতে পারে আমার ও হয়েছিল,সে ক্ষেত্রে অল্প পরিমাণে ইউজ করলে ভালো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। বাদবাকি সব কিছু ঠিকঠাক ছিল,আমি Personally Use করে খুবই ভালো রেজাল্ট পেয়েছি।
Super hydrating moisturiser🌸🤍

~Product purchase from Guraba's Choice




চমৎকার এই রিভিউটি লিখেছেন - তানজিলা ইসলাম তামান্না আপু।
অনেক ভালোবাসা নিবেন 💙

ফুল 🌸🤍
16/05/2024

ফুল 🌸🤍

🤍🌸
15/05/2024

🤍🌸

সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
অসংখ্য দরূদ এবং সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি।

আলহা'মদুলিল্লাহ্, ৪র্থ বারের মতো শুরু হচ্ছে As-Sahaba Foundation কর্তৃক আয়োজিত দ্বীনি ইলম ভিত্তিক কুইজ।
এবারের কুইজটি অন্যবারের চেয়ে একটু বেশি "হৃদয়ের কাছের"। কারণ কুইজটি সাজানোই হয়েছে এমনভাবে যেন কুইজের মাধ্যমে আমাদের পেয়ারা হাবীব রাসূলাল্লহ্ ﷺ এর মুহব্বত উপচে পরে একেকজন প্রতিযোগীর হৃদয়ের গহীন থেকে।

এবারের কুইজের পুরষ্কারের জন্য ৩ টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

(ক) মূল কুইজ
(খ) লক্ষ্য আমার লক্ষ দরুদ
(গ) ছড়িয়ে দেই রবের তরে

পুরস্কার সমূহ:

(ক) মূল কুইজ:

পুরুষ,
১ম: ৯০০৳ মূল্যের বই
২য়: ৭০০৳ মূল্যের বই
৩য়: ৫০০৳ মূল্যের বই
৪র্থ-৫ম-৬ষ্ঠ: গোপন বই (এটা সারপ্রাইজ হিসেবেই থাকুক!)

নারী,
১ম: ৯০০৳ মূল্যের বই
২য়: ৭০০৳ মূল্যের বই
৩য়: ৫০০৳ মূল্যের বই
৪র্থ-৫ম-৬ষ্ঠ: গোপন বই (এটা সারপ্রাইজ হিসেবেই থাকুক!)

[সকল বই এর মূল্য ওয়াফি পাবলিকেশন এর মূল্য অনুযায়ী হবে]

(খ) লক্ষ্য আমার লক্ষ দরুদ:
সবচেয়ে আকর্ষণীয় এবং মূল্যবান (আল্লাহর নিকট) পুরষ্কারের বন্যা নামিয়ে দেয়া হবে "লক্ষ্য আমার লক্ষ দরুদ"-এর বিজেতার জন্য ইন শা আল্লাহ। এমনসব গোপন পুরষ্কার যা মিস হয়ে গেলে আফসোসের শেষ থাকবে না!!!

৮ দিনে সবচেয়ে বেশি দরুদ পাঠকারী হবে এর বিজেতা। তবে শর্ত হচ্ছে কমপক্ষে ১ লক্ষবার দরুদ পাঠ করতে হবে । অর্থাৎ যারা যারা ৮ দিনে ১ লক্ষবার দরুদ পাঠ করতে পারবে তাদের মধ্য সবচেয়ে বেশি দরুদ পাঠকারীকেই পুরষ্কারের বন্যায় ভাসিয়ে দেয়া হবে ইন শা আল্লাহ! এখন কেউ চাইলে ২-৩ লক্ষবার পড়েও বিজেতা হয়ে যেতে পারে!

খুব কি কঠিন মনে হচ্ছে?
কঠিন মনে হলেও আমরা নিশ্চিত ১ লক্ষ দরুদ পাঠ করবে এমন অংশগ্রহণকারীর সংখ্যা হবে প্রচুর। প্রিয় হাবীব রাসূলাল্লহ্ ﷺ এর মুহব্বতে এই উম্মত যে কত পাগল তার প্রমাণের ছিটেফোঁটা হয়তো পাবেন এখানে। প্রতিযোগিতার লক্ষ্য ১ লক্ষ না দিয়ে ১ কোটি দিলেও বোধয় কোমর বেধেঁ নামতেন আল্লাহর কিছু বান্দা/বান্দি। প্রতিযোগিতায় অংশ নেয়ার মাধ্যমে কাটুক না কিছুসময় দরুদের সাগরে! হোক না আমার কয়েকটা দিন দরুদময়!

এর পুরষ্কার কি থাকবে?
এটি সম্পূর্ণ গোপন! প্রিয় হাবীব রাসূলাল্লহ্ ﷺ এর মুহব্বতে লক্ষ লক্ষ দরুদ পাঠকারীর জন্য পুরষ্কারের কমতি করা হবে না বিন্দু মাত্র ইন শা আল্লাহ। আর প্রকৃত পুরষ্কার তো রব্বের নিকট গচ্ছিত।

(গ) ছড়িয়ে দেই রবের তরে:

এই পোস্টটি শেয়ার দিয়ে সর্বোচ্চ মেনশন দাতা ৩ জনের প্রত্যেকে পাবেন ১০০৳ করে হাদিয়া ইন শা আল্লাহ্। তবে শেয়ার ব্যাতিত মেনশনকারী হাদিয়া জন্য নির্বাচিত হবেন না। আপনার মেনশন হবে একমাত্র আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'য়ালার সন্তুষ্টির জন্যে। সাথে আমাদের তরফ থেকে থাকছে সামান্য হাদিয়া।

অংশগ্রহণের নিয়ম:

১. পোস্টটি শেয়ার করুন। (বাধ্যতামূলক নয়),
২. এই পোস্টে পরিচিত ৫ জনকে মেনশন করুন,
৩. "লক্ষ্য আমার লক্ষ দরুদ"-এ ১ লক্ষ দরুদ পাঠের নিয়ত থাকলে পেজের ইনবক্সে মেসেজ দিন। মূল কুইজে অংশ নিতে মেসেজ দেয়ার দরকার নেই, নিচের ফর্মটি পূরণই যথেষ্ট।,
৪. মূল কুইজে অংশ নিতে নিচের ফর্মটি পূরণ করে রেজিষ্ট্রেশন করুন (সম্পুর্ণ ফ্রী),
রেজিস্ট্রেশন ফরম লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd5fN1bW5w7y4HlSHbyQgiiUfQWQfQj16ZXfgOYV26AC5xCQQ/viewform

৪. ফর্ম পূরণের পর আমাদের গ্রুপে যূ্ক্ত হোন।
গ্রূপ লিংক:
https://m.facebook.com/groups/3400097366917913/?ref=share&mibextid=NSMWBT

⦾ রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ২০ মে, ২০২৪
⦾ Google Form-এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
⦾ প্রশ্নের ধরন: বহুনির্বাচনী/MCQ
⦾ প্রশ্নের সংখ্যা: ৩৫টি
⦾ পূর্ণমান: (৩৫*১)= ৩৫

পরীক্ষার তারিখ ও সময়: ২৯ই মে, ২০২৪ রোজ বুধবার ইন শা আল্লাহ্।
সময়: রাত ০৮টা- ১১টা

📗সিলেবাস: ফেইসবুক গ্রুপে ২১মে থেকে প্রতিদিন একটি করে ছোট্ট ভিডিও এবং সাথে কিছু ইসলামিক বই থেকে ৫-৭ পৃষ্ঠার ছবি দেয়া হবে। এগুলো থেকেই প্রশ্ন করা হবে।

(রেজিষ্ট্রেশন এবং গ্রুপে জয়েন ব্যাতিত আপনার অংশগ্রহণ গণ্য হবে না)

❏ নির্ধারিত সময়ে পেইজে এবং গ্রুপে পরীক্ষার লিঙ্ক দেয়া হবে। যে কেউ লিঙ্কে প্রবেশ করে সরাসরি পরীক্ষা দিতে পারবেন। তবে যারা রেজিষ্ট্রেশন করবেন শুধু তারাই পুরষ্কারের জন্যে মনোনীত হবেন।
❏ "লক্ষ্য আমার লক্ষ দরুদ"-এ ৮ দিন নিয়মিত আপনাদের দরুদের পাঠের সংখ্যার আপডেট নেয়া হবে। তাই ইনবক্সে মেসেজ দেয়া ব্যতীত এতে অংশগ্রহণের সুযোগ নেই।
❏ রেফারেন্স ভিত্তিক প্রশ্ন করা হবে না। অনুধাবনমূলক এবং তথ্যভিত্তিক MCQ আকারে প্রশ্ন করা হবে।
❏ দেখে দেখে পরীক্ষা দেয়া যাবে না। একাধিক ব্যাক্তি একই নম্বর পেলে যে দ্রুত পরীক্ষা শেষ করবে, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। একাধিকবার অংশগ্রহণেরও সুযোগ নেই।
❏ অংশগ্রহণে সমস্যা বা যেকোনো সমস্যায় আমাদের As-Sahaba Foundation পেইজে মেসেজ দিন।

IUNIK CENTELLA CALMING GEL CREAM Stay tuned for an in-depth review..!
15/05/2024

IUNIK CENTELLA CALMING GEL CREAM
Stay tuned for an in-depth review..!

10/05/2024

সূরা কাহাফের ফজিলত;🤍🌸

~হযরত সায়্যিদুনা আবদুল্লাহ ইবনে ওমর رضي الله عنهما থেকে বর্ণিত ; রাসুল ﷺ ইরশাদ করেন: যে ব্যক্তি জুমার দিন 'সূরা কাহাফ' পাঠ করবে, তার কদম থেকে আসমান পর্যন্ত নূর দ্বারা আলোকিত হবে এবং কিয়ামতের দিন ঐ নূর তার সামনে উদ্ভাসিত হবে।
আর দুই জুমার মধ্যবতী দিন সমূহে তার থেকে সংগঠিত গুনাহ সমূহ্ ক্ষমা করে দেয়া হবে।
(আত্ তারগীব ওয়াত তারহীব, ১ম খন্ড, ২৯৮পৃষ্ঠা, হাদীস-২)

বই: নামাজের আহকাম🤎

08/05/2024

নতুন চাঁদ দেখার দু’আ~🤍🌸

اَللّٰهُمَّ اَهِلَّهُ عَلَيْنَا بِالْاَمْنِ وَالْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَالْاِسْلَامِ رَبِّيْ وَرَبُّكَ اللّٰهُ .
আল্লাাহুম্মা আহিল্লাহু ‘আলাইনাা বিল আমনি ওয়াল ইমাানি ওয়াস সালাা মাতি ওয়াল ইসলাামি রব্বী ওয়া রব্বুকাল্লাাহু।

হে আল্লাহ, এই চাঁদকে আমাদের উপর বরকত, ইমান, শান্তি ও ইসলামের সহিত উদিত করুন, হে চাঁদ, আমার ও তোমার রব আল্লাহ তা’আলা।(সুনান তিরমিজি, হাদীস নং-৩৪৫১, মুসতাদরাকে হাকিম, ৪ : ২৮৫)

Learning digital marketing..!💝
07/05/2024

Learning digital marketing..!💝

Weather💚🌿
05/05/2024

Weather💚🌿

**যাদের অতিরিক্ত অয়েলি স্কিন Acne-prone, ফেইসে অনেক ব্রণ কিংবা স্কিন অতিরিক্ত সেনসিটিভিটি নিয়ে আমার মত ভয়ে থাকেন প্রোড...
30/04/2024

**যাদের অতিরিক্ত অয়েলি স্কিন Acne-prone, ফেইসে অনেক ব্রণ কিংবা স্কিন অতিরিক্ত সেনসিটিভিটি নিয়ে আমার মত ভয়ে থাকেন প্রোডাক্ট স্যুট‌ করবে কি না। তাদের জন্য একদম পার্ফেক্ট একটি ময়েশ্চারাইজার হচ্ছে “𝐍𝐞𝐮𝐭𝐫𝐨𝐠𝐞𝐧𝐚 𝐇𝐲𝐝𝐫𝐨 𝐁𝐨𝐨𝐬𝐭 𝐖𝐚𝐭𝐞𝐫 𝐆𝐞𝐥”

এতে থাকা Hyaluronic Acid স্কিনে ময়েশ্চার লক করে দেয়। স্কিন অনেকক্ষণ হাইড্রেটেড রাখে এবং মুখের অতিরিক্ত তেল ও চিটচিটে ভাব দূর করে। স্কিনকে সফট, স্মুথ ও গ্লোয়িং করে। একদম লাইটওয়েট ও জেল বেইজড টেক্সচার, সামার এর জন্য পারফেক্ট। দ্রুত স্কিনে Absorb হয়ে যায়।Oil free এবং Non-comedogenic হওয়ায় পোরস একদমই ক্লগ করবে না।
এটা Dermatology tested। প্রেগন্যান্ট এবং ব্রেস্ট ফিড সেফ। পোরস টাইট করবে এবং সেনসিটিভি কমাবে এবং স্কিন এর এক্সেস ওয়েল প্রডিউস কমাবে।
একটা ময়েশ্চারাইজার এ যদি এত কিছু থাকে তাহলে আর কি লাগে।💝
এটা Basically নরমাল টু কম্বিনেশন স্কিনের জন্য, তবে অয়েলি সেনসেটিভ স্কিন এ খুব ভালো স্যুট করে। Oil-free, dye-free, and fragrance-free যা সাধারণত সেন্সিটিভ ত্বকের জন্য বেশ উপযুক্ত ।
আমার স্কিন এক্সট্রিমলি ওয়েলি এন্ড সেনসেটিভ, ফার্স্ট টাইম ব্যবহারের ক্ষেত্রে স্কিন এ হালকা জ্বালাপোড়া হতে পারে আমার ও হয়েছিল,সে ক্ষেত্রে অল্প পরিমাণে ইউজ করলে ভালো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। বাদবাকি সব কিছু ঠিকঠাক ছিল,আমি Personally Use করে খুবই ভালো রেজাল্ট পেয়েছি।
Super hydrating moisturisGuraba's Choice purchase from Guraba's Choice


29/04/2024

Comment your favorite “Tasbih”. So everytime people read it you get rewarded.🖤🌸

একটুখানি আকাশ 🌿🌿
24/04/2024

একটুখানি আকাশ 🌿🌿

AI কি?AI হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মেশিন বা কম্পিউটারের মাধ্যমে বৃদ্ধি করা হয়। এটি তথ্য প্রস্তুতি, শেখার সক্ষমতা, এবং ...
24/04/2024

AI কি?
AI হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মেশিন বা কম্পিউটারের মাধ্যমে বৃদ্ধি করা হয়। এটি তথ্য প্রস্তুতি, শেখার সক্ষমতা, এবং সমস্যা সমাধানে সহায়ক।
AI-র তথ্যের ক্ষেত্রে আমি আপনাদের তার কিছু ধারণা দিতে পারি যেমন:

** কারণ (Purpose):
AI-র প্রধান উদ্দেশ্য হলো মানুষের জীবনকে সুবিধাজনক করা। এটি তথ্য প্রস্তুতি, শেখা, এবং সমস্যা সমাধানে সহায়ক হওয়া।
** ধরণ (Types):
- **সাধারিত AI:** এটি স্বাভাবিক কাজে সাহায্য করতে পারে এবং প্রোগ্রামিং প্রজন্মে ধারণা করতে সক্ষম।
- **শক্তিশালী AI:** এটি একটি নির্দিষ্ট ক্ষেত্রে সুপারিশেষ কাজ করতে পারে, যেমন ডেটা বিশ্লেষণ বা রোবোটিক্স।
- **সুপারিন্টেলিজেন্স:** এটি মানুষের মতো সকল ক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রদান করতে সক্ষম হতে পারে, এটি হতে পারে একটি আমাদের সুস্থির এবং সুরক্ষিত উপায়ে তথ্য বোঝাতে সক্ষম।

**অ্যাপ্লিকেশন (Applications)**: AI বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন রোবোটিক্স, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মেশিন লার্নিং, এবং ডেটা বিশ্লেষণ।

এখানে কিছু বিস্তারিত জানা যাকঃ
আপনাকে AI-এ হওয়া সবকিছু সারাংশে বলতে চাই:

**রোবোটিক্স এবং AI:**
AI এবং রোবোটিক্সে প্রগতির সাথে, রোবোট মেশিনকে বুদ্ধিমত্তা সহজে বোঝাতে এবং বিভিন্ন কাজে সহায়ক।

**ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP):**
NLP এমন একটি ক্ষেত্র যেখানে AI মানুষের ভাষা বুঝতে সক্ষম হয়, স্বাভাবিকভাবে উত্তর দিতে সক্ষম হতে পারে এবং সাংসারিক ভাষায় যোগাযোগ করতে পারে।

**মেশিন লার্নিং (Machine Learning):**
এটি একটি AI উপ-শাখা, যেখানে মেশিন তথ্য থেকে শেখে এবং প্রস্তুতি তৈরি করতে পারে।
এটি প্রোগ্রাম লেখার প্রযুক্তির মাধ্যমে সহজেই ধারণা গ্রহণ করতে পারে।

**ডিপ লার্নিং (Deep Learning):**
ডিপ লার্নিং হলো একটি মেশিন লার্নিংএর উপ-ধারণা, যেখানে অনেক জটিল ডেটা সম্পর্কিত কাজ করতে সক্ষম।

**ইথিক্স (Ethics):**
AI ব্যবহারের সাথে ইথিক্স গুরুত্বপূর্ণ। এটি সম্পর্কে বিচার করতে হয় কিভাবে সুরক্ষিত এবং ন্যায্যভাবে ব্যবহার করতে হয়।

**সাধারণ বুদ্ধিমত্তা (Artificial General Intelligence - AGI):**
এটি হলো এমন AI যা সাধারিত মানুষের মতো সকল ক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রদান করতে সক্ষম।
AI এর বিকাশে সাথে সাথে তার উপর ইতিহাস লেখা হচ্ছে এবং এটি অমিতভ রঙে চলছে। এবার আগামীতে AI আরো উন্নত হবে তা দেখতে আমাদের অপেক্ষা থাকতে হবে।

Products mark the starting point of my journey.
22/04/2024

Products mark the starting point of my journey.

গোলাপ🌸🖤
22/04/2024

গোলাপ🌸🖤

21/04/2024

গাছ লাগান, পরিবেশ বাঁচান।
ধন্যবাদ!

11/04/2024

𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 ✨🌙

Eid Mubarak 🌸🤍
10/04/2024

Eid Mubarak 🌸🤍

Address

Sylhet Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanjila Islam Tamanna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Sylhet Division

Show All