Sonali Sylhet Live

Sonali Sylhet Live Support Humanity

সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের আওতাধীন  নিপবন-বহর মনিপুরী পাড়ার কৃতি সন্তান শুভাশীষ চন্দ মেডিকেল ভর্তি পরীক্ষায় উর...
28/01/2025

সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের আওতাধীন নিপবন-বহর মনিপুরী পাড়ার কৃতি সন্তান শুভাশীষ চন্দ মেডিকেল ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চান্স পেয়েছে।
২০২৫ সালের মেডিকেল ভর্তি পরিক্ষায় সে অত্যন্ত মেধার সহীত উত্তীর্ণ হয় এবং তার টেস্ট স্কোর ছিল ৮৩.২৫।

উল্লেখ্য এবারের মেডিকেল ভর্তি পরিক্ষায় সর্ব্বোচ্চ স্কোর ছিলো ৯০.৭৬।
সে হযরত শাহপরান (র:) উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ২০২১ সালে এবং সিলেট ইউনাইটেড মডেল কলেজ থেকে এইচএসসি ২০২৩ সালে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সড়ক দু'র্ঘ'ট'না'য় নোহা গাড়ির চালক দুলাল আহমদ নি'হ'ত--ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! সিলেট-তামাবিল মহাসড়কের জৈ...
28/01/2025

সড়ক দু'র্ঘ'ট'না'য় নোহা গাড়ির চালক দুলাল আহমদ নি'হ'ত--ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর নামক স্থানে সড়ক দু'র্ঘ'টনা'য় ১জন মোটর সাইকেল আরোহী নি'হ'ত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সড়কের উমনপুর নামক স্থানে এ দু'র্ঘট'নাটি ঘটে।

নি'হ'ত দুলাল আহমদ (৪৫) উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃ'ত খলিলুর রহমানের ছেলে।

তিনি পেশায় একজন নোহা গাড়ির ড্রাইভার ছিলেন।

হে আল্লাহ নি'হ'ত দুলাল আহমদ এর পরিবারের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উইন সবার পরিচিত মুখ লালা আমাদের মাঝে আর নেই কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করে শেষ নিশ্ব...
26/01/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উইন
সবার পরিচিত মুখ লালা আমাদের মাঝে আর নেই কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করে শেষ নিশ্বাস ত্যাগ করে।

সিলেট দক্ষিণ সুরমা -২৫ নং ওয়ার্ডের বাসিন্দা ছিল লালা।

মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

শাহপরান (রহঃ) থানা পুলিশ কর্তৃক ভারতীয় ০১ (এক) টি ROYAL ENFIELD HUNTER 350 মোটরসাইকেল আ/টক ও ০২ (দুই) জন গ্রে/ফতার!
24/01/2025

শাহপরান (রহঃ) থানা পুলিশ কর্তৃক ভারতীয় ০১ (এক) টি ROYAL ENFIELD HUNTER 350 মোটরসাইকেল আ/টক ও ০২ (দুই) জন গ্রে/ফতার!

একদিন আগে পরিবারের দুই জন কে হা রি য়ে আজ সেও চলে গেলো না ফেরার দেশে! অটোরিক্সা ও বাইকের মু/খো/মু/খি সং ঘ র্ষে রিফাত নি হ...
22/01/2025

একদিন আগে পরিবারের দুই জন কে হা রি য়ে আজ সেও চলে গেলো না ফেরার দেশে! অটোরিক্সা ও বাইকের মু/খো/মু/খি সং ঘ র্ষে রিফাত নি হ ত!
সিলেটের গোয়াইনঘাটে সড়ক দু র্ঘ ট না য় রিফাত আহমেদ কিবরিয়া (১৯) নামে এক কলেজছাত্র নি হ ত হয়েছেন। এ ঘ ট না য় অপর আরেকজন গু/রু/ত/র আ হ ত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) দুপরে উপজেলার সতি এলাকায় এই ঘ ট না ঘটে।
নিহত রিফাত আহমেদ কিবরিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী। এ ঘ ট না য় গু/রু/ত/র আ হ ত হয় একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান।
জানা যায়, বুধবার দুপুরে রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মু/খো/মু/খি সং ঘ র্ষ হয়। আ হ ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃ ত ঘোষণা করে এবং গু/রু/ত/র আ হ ত আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এই তিন সিএনজি চু র চক্রের সদস্য! দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক চু রি হওয়া সিএনজি উ দ্ধা রসহ ৩ (তিন) জন সিএনজি চো র গ্রে...
22/01/2025

এই তিন সিএনজি চু র চক্রের সদস্য!
দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক চু রি হওয়া সিএনজি উ দ্ধা রসহ ৩ (তিন) জন সিএনজি চো র গ্রে/ফ/তা/র!

ইন্নালিল্লাহি ওয়া -ইন্না ইলাইহি রাজিউন। বংশীধর ডেউছর নিবাসী সিলেট পূবালী ব্যাংকের কর্মকর্তা জনাব রফিক মিয়ার এক মাত্র ছে...
22/01/2025

ইন্নালিল্লাহি ওয়া -ইন্না ইলাইহি রাজিউন।
বংশীধর ডেউছর নিবাসী সিলেট পূবালী ব্যাংকের কর্মকর্তা জনাব রফিক মিয়ার এক মাত্র ছেলে -মোঃ রাহিব চৌধুরী ই/ন্তে/কা/ল করিয়াছে,

জানাজার নামাজ আজ বুধবার ২২ -১-২০২৫ ইংরেজি রাত ৮ঃ০০ ঘটিকার সময় ইমদাদিয়া শহী ঈদগাহে অনুষ্ঠিত হবে।

মহান আল্লাহ পাক ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন 🤲😓

হে আল্লাহ পরিবারের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন (আমিন)

শুভ সকাল!কুয়াশার চাদরে ঢাকা পুরো সিলেট নগরী।
22/01/2025

শুভ সকাল!
কুয়াশার চাদরে ঢাকা পুরো সিলেট নগরী।

21/01/2025

দেশের প্রাচীন এবং জনপ্রিয় খেলা!
ইসলামাবাদ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে!
৩য় লুডু টুর্নামেন্ট ২০২৫ এর আনুষ্ঠানিক যাত্রা।

21/01/2025

এই মুহূর্তে কোম্পানীগঞ্জের টুকের বাজার সংলগ্ন বউ বাজারে চলছে ২ গ্রামবাসীর মধ্যে সং ঘ র্ষ/

21/01/2025

আগামী কাল ২২ তারিখ, গ্রান্ড প্যালেসে কি সুখবর নিয়ে থাকছেন তারা?
একটি cfe global uni admission এর উদ্যোগ!

২ ফেব্রুয়ারি থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতির হুঁ*শি*য়া*রি!
20/01/2025

২ ফেব্রুয়ারি থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতির হুঁ*শি*য়া*রি!

কিছুক্ষণ আগে আম্বরখানা মসজিদের সামনে ১১ বছরের একটি ছেলে পাওয়া গেছে,পরিবারের কারো নাম্বার বলতে পারেনা।
19/01/2025

কিছুক্ষণ আগে আম্বরখানা মসজিদের সামনে ১১ বছরের একটি ছেলে পাওয়া গেছে,পরিবারের কারো নাম্বার বলতে পারেনা।

হবিগঞ্জে মাছের মেলায় বাঘাই মাছের দাম হাকা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।
19/01/2025

হবিগঞ্জে মাছের মেলায় বাঘাই মাছের দাম হাকা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।

19/01/2025

রিজেন্ট পার্কে অ'সা'মা'জি'ক কার্যকলাপে লি'প্ত থাকা তরুণ তরুণীদেরকে কাজী এনে বিয়ে পড়িয়ে দিচ্ছেন এলাকাবাসী...উভয় পক্ষ ও তাদের সম্মতি ক্রমেই পার্কের হোটেল রুমে এই বিয়ে পড়ানো হচ্ছে।

19/01/2025

সিলাম রিজেন্ট পার্কে স্কুল কলেজ পড়ুয়া ২০ জন প্রেমিক-প্রেমিকাকে ১০ লক্ষ টাকা করে কাবিন দিয়ে বিয়ে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

ভিডিও কমেন্ট এ

চোখ জুড়ানো মাছ দেখার দৃশ্য! সিলেটে শেরপুর ঐতিহ্যবাহী মাছের মেলা,২৫০-৩০০টির দোকান বসেছে??২০০ বছরের পুরোনো'কুশিয়ারা নদীর ...
15/01/2025

চোখ জুড়ানো মাছ দেখার দৃশ্য! সিলেটে শেরপুর ঐতিহ্যবাহী মাছের মেলা,২৫০-৩০০টির দোকান বসেছে??

২০০ বছরের পুরোনো'কুশিয়ারা নদীর তীরে অনুষ্ঠিত এই মেলা বাংলাদেশের বৃহত্তম মাছের মেলা হিসেবে পরিচিত এবং সিলেট বিভাগের একমাত্র ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলা দেখতে ও মাছ কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষ এখানে সমবেত হয়।

মেলায় এ বছরও প্রায় ২৫০-৩০০টির মতো দোকান বসেছে, যেখানে দেশের হাওর ও নদী অঞ্চলের দেশীয় মিঠা পানির মাছ বিক্রি হচ্ছে। এসব মাছের মধ্যে রয়েছে বিশাল আকারের মাছ, যা দেখতে ও কিনতে আগত দর্শনার্থীরা ভিড় করছে। মেলায় সাধারণত হাজার থেকে লক্ষাধিক টাকার মাছ বিক্রি হয়, যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি বড় বাণিজ্যিক উৎস। মেলায় বিক্রি হয় প্রায় ৪/৫ কোটি টাকার মাছ, যা শেরপুরের মাছ ব্যবসায়ীদের জন্য একটি বিশাল আয়।

ঐতিহ্য ধরে রেখেছেন:মেলাকে কেন্দ্র করে শেরপুরের স্থানীয়রা প্রতিবছর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এই ঐতিহ্য ধরে রেখেছেন। মেলার নির্দিষ্ট সময়ের এক বা দুই দিন আগে থেকেই এখানে বসে যায় নানা ধরনের দোকান। এখানকার দোকানগুলোতে মুড়ি-মুড়কি, মণ্ডা-মিঠাইসহ নানা মুখরোচক খাবার পাওয়া যায়। এছাড়া খেলনা, গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র, ইমিটেশন এবং অন্যান্য পণ্যের দোকানও মেলায় উঠে।

প্রতিবছর মেলায় আগত ভোজন বিলাসী মানুষের :
এই মাছের মেলা শুধুমাত্র মাছের বাণিজ্য নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক মিলনমেলা হিসেবেও পরিচিত। স্থানীয়রা মেলাকে একটি ঐতিহ্য হিসেবে ধরে রেখেছে এবং এটি সিলেট বিভাগের অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় মেলা হিসেবে বিবেচিত। প্রতিবছর মেলায় আগত ভোজন বিলাসী মানুষের সমাগম ঘটে, যারা এখানকার বিশাল আকারের মাছ দেখতে এবং কিনতে আসেন।

বহু বছর ধরে চলমান: শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা শুধু একটি বাণিজ্যিক আয়োজন নয়, এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে বহু বছর ধরে চলমান। মেলার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা তাদের মাছের ব্যবসা প্রসারিত করেন এবং এটি সিলেট বিভাগের মাছের বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর ১৭তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে তালিম তরবিয়ত...
15/01/2025

শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর ১৭তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে তালিম তরবিয়ত প্রদান করছেন মুরশিদ বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।
১৫ জানুয়ারি ২০২৫
বালাই হাওর, ফুলতলী, সিলেট।

Address

Zinda Bazar Sylhet
Sylhet Division
3100

Telephone

+8801674671779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonali Sylhet Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonali Sylhet Live:

Videos

Share