14/05/2022
জীবনে যে ৭টি আফসোস রাখবেন না :
১.নিজের চেহারা কিংবা গায়ের রং এর জন্য আফসোস রাখবেন না।
২.অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন।
৩.প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন,আল্লাহ্ - ই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন কারন তারা আপনার জন্য কল্যাণকর নয়।
৪.নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না।যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন, নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে।
৫.নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না।
পরিবার যেমনই হোক, কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি এতিম নয়,আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি।
৬.মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না, কারন মন নরম হওয়াটা মুমিনের গুণাবলী।
৭.ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না।
কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং আল্লাহর উপর কৃতজ্ঞ থাকুন।