Aroshi's Universe

Aroshi's Universe Hello Everyone‼️ Talking all promotional work -DM for PR/Shoots/Paid Collabs/Live, inbox me 😇❤️

তাকে সবকিছু ভুলিয়ে রাখার জন্য বারবার বিভিন্ন ধরনের খাবার দেই🤦 মাঝেমধ্যে চকলেট চিপস দেওয়ার জন্য বায়না করে 🙂আর তার বাবা...
30/01/2025

তাকে সবকিছু ভুলিয়ে রাখার জন্য বারবার বিভিন্ন ধরনের খাবার দেই🤦 মাঝেমধ্যে চকলেট চিপস দেওয়ার জন্য বায়না করে 🙂
আর তার বাবা বাসায় আসলেই বলে পাপা তোমার প্যাকেটে কি আছে?😁 মানে পকেটে 🤪

অভিজ্ঞ আপুদের পরামর্শ চাচ্ছি ‼️যেহেতু আরশিকে আমি বেস্ট ফিট অফ করে দিয়েছি,, আলহামদুলিল্লাহ বেস্ট ফিড করার জন্য মেয়ে কান...
29/01/2025

অভিজ্ঞ আপুদের পরামর্শ চাচ্ছি ‼️
যেহেতু আরশিকে আমি বেস্ট ফিট অফ করে দিয়েছি,, আলহামদুলিল্লাহ বেস্ট ফিড করার জন্য মেয়ে কান্না করে না। সমস্যা হচ্ছে ওকে ঘুম পাড়ানোটা নিয়ে কোনোভাবেই ঘুম পড়াতে পারছি না▶️ প্রথম রাত খুব কান্নাকাটি করে তাও ঘুমাতে ঘুমাতে চারটা,দ্বিতীয় রাত আড়াইটা, আর গতকাল রাত্রে তো একদম ফজরের আযানের সময় ঘুমিয়েছে।
ফোনের প্রতি খুবই আকর্ষণ হয়ে গিয়েছে ঘুমাতে ঢুকলেই ফোন লাগবে এর জন্য কান্নাকাটি করে আর কার্টুন দেখতে দেখতে সারারাত পার করে দেয়।।
এখন আসলে কিভাবে ঘুম পাড়ানো যায়!?
যেহেতু বেস্ট ফিট ছাড়া আগে কখনো ওইভাবে করে ঘুমায়নি তাও তিন রাত পার করেছি, এখন কিভাবে ঘুম পাড়ানো যায় যদি কারো কোন উপায় জানা থাকে আমাকে একটু বলবেন আমি অনেক ভয় টয় দেখেও ঘুম পাড়িয়েছি এটা তোর জন্য অনেক বেশি খারাপ।। পায়ের দোল ও খাওয়াতে চেয়েছি কিন্তু দোল খেয়ে ঘুমাতে চায় না!
অবশ্যই যদি কারো কোন উপায় জানা থাকে কমেন্ট বক্সে বলে যাবেন 🙂

কিসের কান্না বলতো 😭সহ্য করার মতো না দুই রাত পার হলো 🥺কিছু সিঙ্গেল ভিডিও আছে যেগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে।।
28/01/2025

কিসের কান্না বলতো 😭
সহ্য করার মতো না দুই রাত পার হলো 🥺
কিছু সিঙ্গেল ভিডিও আছে যেগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে।।

27/01/2025

মাতৃত্ব যেমন ভয়ংকর সুন্দর তেমন কষ্টের। একটার দিন হয়ে গেল মেয়ে আমার কাছে এসে আর বলে না ও মাম্মাম ওমা, দুধু খাব 😭 মেয়ের কান্নার সহ্য করতে পারছি না 😭

27/01/2025

এই মেয়েটাকে কোথাও নিয়ে কোন শান্তি নেই যা দেখবে তাই ধরবে।। কিন্তু এই দিক দিয়ে শান্তি একটা জিনিস না করলে ওইটা আর ধরবে না।।

আসসালামু আলাইকুম 🖤সবাই কেমন আছো আন্টি ও মামারা ❤️🌸
26/01/2025

আসসালামু আলাইকুম 🖤
সবাই কেমন আছো আন্টি ও মামারা ❤️🌸

25/01/2025

মেয়ের মত সেও ব্যালেন্স করা শিখে গেছে 🤦
এই হচ্ছে আমার কপাল 🙂

ড্রেসটা দেখে এত পছন্দ হয়েছে মাশাআল্লাহ!!সামনাসামনি অনেক বেশি সুন্দর, তার উপরে খুবই রেজনেবল প্রাইস!!আমি মনে করি, এই এই প...
24/01/2025

ড্রেসটা দেখে এত পছন্দ হয়েছে মাশাআল্লাহ!!
সামনাসামনি অনেক বেশি সুন্দর, তার উপরে খুবই রেজনেবল প্রাইস!!আমি মনে করি, এই এই প্রাইসটায় সবাই নিতে পারবে, স্কুল গোয়িং, কলেজ গোয়িং, আপুদের জন্য একদমই বেস্ট।।
যেকোনো জায়গায় অনায়াসে এই ড্রেসটা ক্যারি করা যাবে।।
আর এই ড্রেসটা পেয়ে যাবে ফেসবুক পেজ Fashion Sense
পেইজে 🫰🖤

এমন একটা জাতীয় চেয়ার প্রতিটি বাসায় রয়েছে।।
23/01/2025

এমন একটা জাতীয় চেয়ার প্রতিটি বাসায় রয়েছে।।

আজকে আবারও প্রমাণ হলো!! এই মেয়ে পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের ভাগ্য অনেক পরিবর্তন হয়ে গিয়েছে!!আজকে সে তার মায়ের স্ক...
21/01/2025

আজকে আবারও প্রমাণ হলো!! এই মেয়ে পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের ভাগ্য অনেক পরিবর্তন হয়ে গিয়েছে!!
আজকে সে তার মায়ের স্কুলে স্পোর্টস দেখতে গিয়েছে!!
মাশাআল্লাহ 😇❤️
চলো এখন বলি, এই স্কুলে আমি পাঁচ বছর পড়াশোনা করি এই পড়াশোনা কালীন আমি আজ পর্যন্ত কখনো কোন প্রাইস আনতে পারিনি। ইভেন যখন এই স্কুল থেকে আমরা বের হই প্রত্যেক বছর প্রাক্তন ছাত্র-ছাত্রীর জন্য স্যারেরা একটা খেলার আয়োজন করে সেটাই আমি প্রত্যেক বছর অংশগ্রহণ করি। আর গত বছর আমি আর স্পোর্টস যায়নি আর এ বছর মেয়েকে নিয়ে গিয়েছি গিয়েই ফার্স্ট টাইম ওই স্কুল থেকে আমি প্রাইস পেয়েছি, এতো বেশি খুশি আমি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।।
এখন বুঝেছ এই মেয়ে কেন এত ভাগ্যবান 🫰❤️
মাশাআল্লাহ,আলহামদুলিল্লাহ😍

🫰❤️
19/01/2025

🫰❤️

আমার দুইটা মা একটা ফ্রেম 🙈❤️মাশাআল্লাহ,আলহামদুলিল্লাহ😇
18/01/2025

আমার দুইটা মা একটা ফ্রেম 🙈❤️
মাশাআল্লাহ,আলহামদুলিল্লাহ😇

তাদের সকাল হয়েছে ❤️🤗 বাবার রাজকন্যা 🙈
17/01/2025

তাদের সকাল হয়েছে ❤️🤗 বাবার রাজকন্যা 🙈

এই পোস্ট টা সেই কবে থেকে দিব কিন্তু সময় হয়ে উঠতে ছিল না 🤗💟 বাচ্চার মায়েরা কই বাচ্চার দের জন্য একদমই একটা সুন্দর এবং উ...
16/01/2025

এই পোস্ট টা সেই কবে থেকে দিব কিন্তু সময় হয়ে উঠতে ছিল না 🤗💟 বাচ্চার মায়েরা কই বাচ্চার দের জন্য একদমই একটা সুন্দর এবং উপকারী জিনিস বাচ্চার রান্না এখন থেকে আমরা এই কুকারি করবো 🙈
Cooker from: Unique Choose
বাচ্চার রেগুলার রান্না করার জন্য তো একদমই বেস্ট,তার তার উপরে ভাবছেন বাচ্চাকে নিয়ে কোথাও ট্রাভেলে যাবেন কিভাবে রান্না কিভাবে করবেন এরকম একটা কুকার যদি ব্যাগের এক সাইডে রেখে দেন তাহলে আর রান্না নিয়ে কোন টেনশন লাগবে না 😊 জিনিসটা এত সুন্দর তার উপরে এত হ্যান্ডি মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল 🫰❤️

Socks from: Baby Unique collection
15/01/2025

Socks from: Baby Unique collection

15/01/2025

আমার একমাত্র সাহসী মেয়ে ☺️ মাশাআল্লাহ 😇
এই বয়সে আমি ফড়িং দেখলে ভয় পেতাম আর আমার মেয়ে দেখো কি সুন্দর খেলা করছে ☺️❤️

15/01/2025

মাত্র অনলাইনে আসলাম, আর এসেই দেখি Sanvee's by Tony আপুর হাজব্যান্ড ব্যাংকক সময় ৩:০৩ ইন্তেকাল করেছে। পোস্টটা দেখে এতটা খারাপ লেগেছে, মেয়েটা যে পরিমাণ স্ট্রাগল করেছে।
আল্লাহ ভাইয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।

14/01/2025

আলহামদুলিল্লাহ 🌸❤️

Address

Swarupkati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aroshi's Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aroshi's Universe:

Videos

Share